• argue [আ:গিঊ] (verb transitive), (verb intransitive) ১ argue (with somebody) (about/over something) মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; ঝগড়া করা: Don’t argue with him, even if you disagree. They are always arguing. ২ argue (for/against/that…) (মত ইত্যাদি) পোষণ বা সমর্থন করা; (কাউকে বোঝাতে কোনো কিছুর সমর্থনের পক্ষে; বিপক্ষে) যুক্তি দেখানো: You argued well. He argues for greater freedom of the press. ৩ argue somebody into/out of doing something যুক্তি দিয়ে কাউকে কোনো কিছু করতে বা কোনো কিছু করা থেকে বিরত হতে প্রবৃত্ত করা বা রাজি করানো: I tried to argue him into giving up politics. ৪ যুক্তি প্রদর্শন করা; তর্কে নামা: The lawyers argued the case for hours. arguable [আ:গিউআব্‌ল্] (adjective) তর্কসাধ্য; তর্কসাপেক্ষ। arguably [আ:গিউআব্‌লি] (adverb)
      • hourly [আউআলি] (adverb) ১ প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার। ২ যেকোনো মুহূর্তে: They are expecting news hour. □ (adjective) ১ প্রতি ঘণ্টায় ঘটে বা করা হয় এমন; ঘণ্টা-অন্তর: an hour bus service. ২ অবিরাম: live in hour dread of bombing.
      • outside [আউট্‌সাইড্‌] (noun) (inside- এর বিপরীতে) ১ বাহির; বহির্ভাগ; বাইরের অংশ: the outside of a house; judge a thing from the outside, বাইরের চেহারা/বাহ্যিক দিক দেখে বিচার করা। ২ at the (very) outside খুব বেশি হলে; বড়জোর: There were twenty students at the outside, খুব বেশি হলে বিশজন ছাত্র ছিল। [আউট্‌সাইড্] (adjective) (অথবা noun-এর attributive(ly) ব্যবহার) ১ বাইরে বা বাইরের; বাহিরঘেঁষা: outside repairs, (কোনো ভবনের) বাইরের দিকের মেরামত কাজ; an outside broadcast, স্টুডিওর বাইরের কোনো জায়গা থেকে করা সম্প্রচার। ২ সম্ভাব্য সর্বোচ্চ: an outside price, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য। ৩ কোনো দল, গোষ্ঠী, সংগঠন ইত্যাদির সঙ্গে যুক্ত বা অন্তর্ভুক্ত নয় এমন: need outside help (=অতিরিক্ত শ্রমিক) for a job. He never liked meeting the outside world, নিজের পরিবার আর বন্ধুবান্ধবদের বাইরের মানুষদের সঙ্গে দেখাসাক্ষাৎ, মেলামেশা পছন্দ করত না। □(adverb) ১ বাইরে বা বাইরের দিকে: They are waiting outside. □ (preposition(al)) ১ বাইরে; বহির্ভাগে বা বহির্দেশে: outside the house. ২ বাইরে; ছাড়িয়ে; ছাড়া; ব্যতীত: go outside the evidence, তথ্যপ্রমাণের বাইরে/তথ্যপ্রমাণ ছাড়িয়ে যাওয়া: having no occupation outside one’s office work, অফিসের কাজের বাইরে/কাজ ছাড়া অন্য কোনো কাজ না-থাকা।