Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sermon Bengali definition [সা্‌মান্‌] (noun) [countable noun] বিশেষত গির্জার বেদি থেকে প্রদত্ত ধর্মীয় বা নৈতিক কোনো বিষয়ে লিখিত কিংবা কথিত অভিভাষণ; কারো দোষত্রুটির জন্য তিরস্কারপূর্ণ অনুশাসন; ধর্মোদেশ; হিতোপদেশ; নসিহতsermonize, sermonise [সা্‌মানাইজ্‌] (verb transitive), (verb intransitive) হিতোপদেশ দেওয়া; নসিহত করা।
  • English Word serology Bengali definition [সেরলাজি] (noun) রক্তমস্তু বা সিরামবিষয়ক বিজ্ঞান। দ্রষ্টব্য serum.
  • English Word serous Bengali definition [সিয়ারাস্‌] (adjective) রক্তাম্বু বা রক্তমস্তুঘটিত; রক্তাম্বসদৃশ
  • English Word serpent Bengali definition [সাপান্‌ট্‌] (noun) সাপ; সর্প; (লাক্ষণিক) ধূর্ত বিশ্বাসঘাতক লোক; কালকেউটে: the old Serpent শয়তান।
  • English Word serpentine Bengali definition [সাপান্‌টাইন্‌ America(n) সাপান্‌টীন্] (adjective) সাপের মতো প্যাঁচানো ও বাঁকানো; সর্পিল: the serpentine course of the river.
  • English Word serrated Bengali definition [সিরেইটিড্ America(n) সেরেইটিড্‌] (adjective) (করাতের মতো) দাঁতকাটা; খাঁজকাটা; দাঁতালো; খাঁজকাটা প্রান্তযুক্ত; ক্রকচ: serrated leaves.
  • English Word serried Bengali definition [সেরিড্] (adjective) (পঙ্‌ক্তি বা পদমর্যাদা) কাছাকাছি; ঘেঁষাঘেঁষি; সন্নিহিত; সন্নিকৃষ্ট: in serried ranks.
  • English Word serum Bengali definition [সিআরাম্‌] (noun) (১) [uncountable noun] জীবশরীরের জলীয় তরল পদার্থ; রক্তের পাতলা স্বচ্ছ অংশ; রক্তাম্বু; রক্তমস্তু(২) টীকায় ব্যবহৃত উক্ত পদার্থ; রক্তমস্তু; রক্তাম্বু
  • English Word servant Bengali definition [সাভান্‌ট্] (noun) (১) (domestic) servant ভৃত্য; গৃহভৃত্য; চাকর; নফর(২) public servant জনসেবায় নিয়োজিত ব্যক্তি; যেমন পুলিশ কর্মকর্তা, দমকলবাহিনীর সদস্য প্রভৃতি; জনসেবকcivil servant সরকারি কর্মচারী; সরকারি চাকুরে। your humble servant দাফতরিক চিঠিতে কখনো কখনো স্বাক্ষরের পূর্বে যুক্ত আনুষ্ঠানিকতাবিশেষ; আপনার সেবক/বশংবদ। (৩) কারো উদ্দেশে বা কোনোকিছুতে নিবেদিত ব্যক্তি; সেবক; পরিকর: a servant of Jesus Christ; যিশুখ্রিস্টের সেবক (যেমন পাদরিরা)। (৪) উপকারী কোনো বস্তু, যা উপায় হিসেবে ব্যবহৃত হয়, লক্ষ্য হিসেবে নয়; ভৃত্য; সেবক: Science has transformed natural forces into servants.
  • English Word serve Bengali definition [সাভ্‌] (verb transitive), (verb intransitive) (১) কারো চাকর/ভৃত্য হওয়া; চাকরি/কাজ করা: She serves as cook. (২) দায়িত্ব পালন করা; সেবা করা: serve one’s country, যেমন সংসদ সদস্যরূপে: How can I serve you? serve on something সদস্যরূপে কাজ করা: serve on committee. serve under somebody কারো অধিনায়কত্বে সামরিক বাহিনীতে কর্মরত থাকা। serve two masters (লাক্ষণিক) আনুগত্যের ব্যাপারে কিংবা দুটি পরস্পরবিরোধী নীতির মধ্যে দ্বিধান্বিত হওয়া। (৩) serve something (to somebody); serve somebody (with something); serve something (out) (দোকান ইত্যাদি স্থানে খদ্দেরদের প্রতি) মনোযোগ দেওয়া; সেবা করা; (পণ্য ও সেবা) যোগানো; পরিবেশন করা: Is there anyone to serve me? Citizens expect to be well served with water and electricity. She served apple-pie. (৪) serve somebody (for/as something) প্রয়োজন মেটানো; কাজ করা; চলা; কাজ হওয়া: The empty crate will serve for a table. I don’t quite like it, but it will serve me. Serve somebody’s needs/purpose(s) প্রয়োজন মেটানো: The jeep will serve our needs wonderfully. as occasion serves উপযুক্ত উপলক্ষ্য বা সুযোগ এলে। (৫) (কারো প্রতি বিশেষ কোনোভাবে) আচরণ করা; ব্যবহার করা: You have served them shamefully, তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন। It serves him right তার ব্যর্থতা, দুর্ভাগ্য ইত্যাদি যথোচিত হয়েছে; এটা তার প্রাপ্য ছিল। (৬) (কোনো পেশা/জীবনোপায় ইত্যাদি শিখতে) স্বাভাবিক কাল অতিবাহিত করা; (নিজ পদে) নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত করা: serve one’s time; serve one’s apprenticeship. (৭) serve a sentence; serve time কারাদণ্ড ভোগ করা; জেল খাটা(৮) serve a summons/writ/warrant on somebody; serve somebody with a summons/writ/warrant (আইন সম্বন্ধীয়) (সমন, পরোয়ানা, তলব ইত্যাদি) জারি করা(৯) (টেনিস ইত্যাদি খেলায়) বল মেরে খেলা শুরু করা: serve a bell; serve well/badly. □ (noun) টেনিস ইত্যাদি খেলায়) (বলে) প্রথম আঘাত; বল মারার পালা। server (noun) (১) (গির্জার প্রার্থনা অনুষ্ঠানে) পুরোহিতের সাহায্যকারী; (খেলায়) বল-প্রেরক(২) (খাবারের) ট্রে; রারকোশ(৩) খাবার পরিবেশনে ব্যবহৃত তৈজসপত্র; পরিবেশনপাত্র: salad-servers. serving (noun) একজনকে পরিবেশন করার মতো খাবার: We have enough pie for six servings. This recipe will be enough for four servings.
  • English Word service Bengali definition [সাভিস্‌] (noun) (১) [uncountable noun] চাকর বা সেবকের পদ বা চাকরিbe in/go into/go out to service ভৃত্যরূপে নিয়োজিত হওয়া। (২) [countable noun] জনসেবা; সরকারি নিয়োগ ইত্যাদির বিভাগ; চাকরি; কৃত্যক: the Civil Service, the Diplomatic Service; the fighting services. On active service (যুদ্ধকালে) সক্রিয় দায়িত্বে নিয়োজিত। see service in something (সশস্ত্র বাহিনীতে) চাকরি করা: I’ve seen service in the second world war. have seen (good) service কাউকে উত্তম সেবা দান করা: That old walking stick have seen good service on his countless jaunts through the forest. (৩) অন্যের সাহায্য বা উপকারার্থে কৃত কোনোকিছু; সেবা: service to the state; service of a doctor/lawyer. do somebody a service সাহায্য/উপহার করা। (৪) [uncountable noun] উপকার; সাহায্যসেবা; কাজ; ব্যবহার: Everything I have is at your service. (৫) [countable noun] জনসাধারণের প্রয়োজন মেটানোর জন্য, বিশেষত যাতায়াত ও যোগাযোগের জন্য ব্যবস্থা; পদ্ধতি; সংশ্রয়: a bus/train service; the telephone service; a good postal service. service road (noun) প্রধান সড়ক থেকে বাড়িঘরের দিকে যাওয়ার জন্য অপ্রধান রাস্তা; ছোট রাস্তা। (৬) [countable noun] প্রার্থনা-অনুষ্ঠানের ধরনবিশেষ: attend morning/evening service. (৭) [countable noun] খাওয়ার টেবিলে ব্যবহারের জন্য থালা, বাসন, বাটি ইত্যাদির পূর্ণাঙ্গ সংগ্রহ; আহার-সরঞ্জাম: a tea/dinner service of 45 pieces. (৮) [uncountable noun] (হোটেল ইত্যাদিতে) খাদ্য ও পানীয় পরিবেশন; হোটেলের কর্মচারী, গৃহভৃত্য প্রভৃতির সেবা; পরিচর্যা; উপচার: Is service charge included in the bill? serviceflat (noun) (সাধারণত নিত্যব্যবহার্য দ্রব্যাদিতে সুসজ্জিত) ফ্ল্যাটবিশেষ, যার ভাড়ার মধ্যে সেবার জন্য অতিরিক্ত একটা মূল্য অন্তর্ভুক্ত করা হয়। (৯) [uncountable noun] পণ্য বিক্রয়ের পরে উৎপাদক বা তার প্রতিনিধিদের প্রদত্ত বিশেষজ্ঞ-পরামর্শ বা সাহায্য; সেবা; পরিচর্যা: The manufacturers assure free service for one year. (attributive(ly)) service department, সেবা-বিভাগ। service station (noun) পেট্রোল স্টেশন, যেখানে গাড়ির সাধারণ পরিচর্যারও ব্যবস্থা থাক। (১০) (আইন সম্বন্ধীয়) তলব, পরোয়ানা ইত্যাদি জারি(১১) (টেনিস ইত্যাদি) বল মারা; মারার ভঙ্গি; বল মারার পালা; সার্ভিস। □ (verb transitive) (গাড়ি, রেডিও, যন্ত্র ইত্যাদি বিক্রয়ের পর) রক্ষণাবেক্ষণ ও মেরামত করা (উপরে ৯ দ্রষ্টব্য)। serviceable [সাভিসাব্‌ল্‌] (adjective) (১) সাধারণভাবে ব্যবহারের উপযোগী; মজবুত ও টেকসই: serviceable clothes for school children. (২) উপযোগী; উপকারক; কার্যক্ষম
  • English Word serviette Bengali definition [সাভিএট্] (noun) [countable noun] খাওয়ার টেবিলে ব্যবহারের জন্য রুমালবিশেষ
  • English Word servile Bengali definition [সাভাইল্ America(n) সাভ্‌ল্] (adjective) (১) (পুরাতনী) দাসোচিত; ক্রীতদাসসুলভ; দাস্য(২) আত্মবিশ্বাসহীন; স্বাধীনতার চেতনাবর্জিত; বশংবদ: servile flattery; servile to public opinion. servilely [সাভাইল্‌লি] (adverb) দাস্যভাবে; দাসের মতো। servility [সাভিলাটি] (noun) দাসত্ব; দাস্যভাব; দাস-মনোভাব; দাস্যবৃত্তি।
  • English Word servitude Bengali definition [সাভিট্যিঊড্‌ America(n) সাভিটূড্] (noun) [uncountable noun] দাসত্ব; দাসত্ববন্ধন; দাসত্বশৃঙ্খল
  • English Word servo- Bengali definition [সাভো] (prefix) (যন্ত্রপাতি) এমন একটি ব্যবস্থাপনাসংবলিত, যা স্বয়ংক্রিয়ভাবে বৃহত্তর একটি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে: servo-motor, উপর্যুক্ত ধরনের ব্যবহার নিয়ন্ত্রক মোটর; অধি-মোটর। servo-assisted brakes. (যেমন বড় গাড়িতে) অধিনিয়ন্ত্রিত ব্রেক। servo-mechanism, নিয়ন্ত্রণ ব্যবস্থার সামান্য নাম; অধিনিয়ন্ত্রণ কৌশল।
  • English Word sesame Bengali definition [সিসেম্‌] (noun) (১) তিল গাছ বা তিল(২) Open sesame! ‘আলি বাবা ও চল্লিশ চোর" গল্পের দস্যুদের দরজা খোলার মন্ত্র; চিচিং ফাঁক; সুতরাং যা সাধারণত অগম্য সেখানে প্রবেশ লাভের সহজপন্থা: an open sesame to high society.
  • English Word sesquipedalian Bengali definition [সেস্‌কুইপিডেইলিআন্‌] (adjective) (শব্দ) বহু অক্ষরবিশিষ্ট; (লাক্ষণিক) ক্লান্তিকর; অনন্তপ্রবাহী।
  • English Word session Bengali definition [সেশ্‌ন্‌] (noun) [Countable noun] (১) (আদালত, বিধান সভা ইত্যাদির) অধিবেশন: The Winter session of parliament. Court of Session স্কটল্যান্ডের সর্বোচ্চ দেওয়ানি আদালত। petty sessions কোনো কোনো অপরাধের জন্য জুরির অনুপস্থিতিতে অনুষ্ঠিত মেজিস্ট্রেটদের বিচারসভা; লঘু অধিবেশন। (২) (স্কটল্যান্ডীয় ও America(n)) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ(৩) অন্যান্য উদ্দেশ্যে একক;অব্যাহত সভা; বৈঠক: a recording session রেকর্ডিংয়ের কালপরিমাণ।
  • English Word sestet Bengali definition [সেস্‌টেট্] (noun) (১) = sextet. (২) (সনেটের) ষট্‌ক (শেষের ছয় লাইন)।
  • English Word set 1 Bengali definition [সেট্‌] (noun) (১) [countable noun] এক জাতীয় বহু সংখ্যক বস্তু, যারা পরস্পর সদৃশ বা সম্পূরক বলে একসঙ্গে থাকে; প্রস্থ; কেতা: a set of golf-clubs/the novels of Dickens/Albanian stamps; a tea-set and dinne-rset (= service(৭) অধিকতর প্রচলিত)। (২) [countable noun] পরস্পর মেলামেশা করেন কিংবা অভিন্ন রুচি ও আগ্রহ আছে, এমন ব্যক্তিবর্গের সমষ্টি; গোষ্ঠী; ঝাঁক: the racing/literary set; the smart set, যাঁরা নিজেদের সমাজের নেতারূপে বিবেচনা করেন; the fast set, জুয়াড়ির দল; The jet set, এক অবকাশ কেন্দ্র থেকে অন্য অবকাশকেন্দ্রে ছুটে বেড়ানো ধনী সুখান্বেষী সম্প্রদায়। (৩) বেতার বা টেলিভিশনের গ্রাহকযন্ত্র: a transistor set. (৪) (plural নয়) (স্রোত, বায়ু ইত্যাদির) দিক; গতি; (মতামতের) প্রবণতা: the set of the tide. (৫) (plural নয়) অবস্থান; ভঙ্গি: You can recognize her by the set of her head. (৬) দেহের আকৃতির সঙ্গে পোশাকের সেঁটে থাকার ধরন; ঢপ: the set of a coat/gown. দ্রষ্টব্য set 2 (১৪). (৭) (কাব্যিক) সূর্যাস্ত(৮) (টেনিস ইত্যাদি) যে পক্ষ অর্ধেকের বেশি খেলা জেতে, তাদের জন্য একক হিসেবে গণ্য খেলার সমষ্টি; সেট(৯) শিকারি কুকুরের (দ্রষ্টব্য setter) শিকারের (পশু বা পাখি) উপস্থিতির প্রতি ইঙ্গিতদান। দ্রষ্টব্য set 2 (১৫). make a dead set at (ক) যুক্তি বা উপহাসের দ্বারা প্রচণ্ডভাবে আক্রমণ করার লক্ষ্যে একতাবদ্ধ হওয়া বা ছোট বাঁধা। (খ) (ব্যক্তি) (কারো প্রতি আকৃষ্ট হয়ে তার) মনোযোগ ও হৃদয় জয় করতে সচেষ্ট হওয়া। (১০) [Countable noun] (রাস্তায় বিছানোর জন্য) গ্রানিটফলক(১১) [Countable noun] রঙ্গমঞ্চে কিংবা ছায়াছবির জন্য স্টুডিওতে কিংবা খোলা জায়গায় কৃত্রিম দৃশ্যসজ্জা(১২) [Countable noun] রোপণের জন্য প্রস্তুত চারা, কন্দ, কলম ইত্যাদি: get the sugarcane sets in. (১৩) ব্যাজারের গর্ত(১৪) কেশবিন্যাস: shampoo and set Tk. 500. দ্রষ্টব্য set 2 (৯).
  • English Word set 2 Bengali definition [সেট্‌] (verb transitive), (verb intransitive) (set, setting, sets, past tense, past participle set) (adverbial particle ও' preps- সহ বিশিষ্ট প্রয়োগ, দেখুন নিচে ১৯) (১) (সূর্য, চন্দ্র ইত্যাদি) অস্ত যাওয়া; ডোবা(২) set something to something লাগানো: set a cup to one’s lips. set the axe to (গাছ) কাটা; (লাক্ষণিক) ধ্বংস করতে উদ্যত হওয়া। set fire/a match/ (a) light to something অগ্নিসংযোগ করা; আগুন ধরানো। set pen to paper লিখতে শুরু করা। set one’s seal to something; set the seal to something ক্ষমতাপ্রদান করা/প্রত্যয়ন বা সমর্থন করা। set one’s shoulder to the wheel, দ্রষ্টব্য shoulder. (৩) কোনো নির্দিষ্ট অবস্থা বা সম্পর্কে নিয়ে যাওয়া বা পৌঁছানোset somebody/something at defiance/naught/nought, দ্রষ্টব্য defiance; nought. set somebody at his ease সংকোচ, জড়তা ইত্যাদি থেকে মুক্ত করা; সহজ/স্বাভাবিক করা। set somebody/something on his/its feet (ক) উঠে দাঁড়াতে সাহায্য করা; দাঁড় করানো। (খ) শক্তি, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি অর্জনে সাহায্য করা; নিজের পায়ে দাঁড় করানো: Liberal assistance from his friends set him on his feet after the disaster. set something on fire (= set fire to something) আগুন ধরানো। not/never set the Thames on fire কখনো অসাধারণ/অত্যাশ্চর্য কিছু না-করা বা না-হওয়া। set somebody free/at liberty (বন্দি প্রভৃতি) মুক্ত করা। set people at loggerheads/ variance কলহ/বিবাদ সৃষ্টি করা। set something in order (বই, কাগজপত্র ইত্যাদি) গোছানো; বিন্যস্ত করা। set one’s (own) house in order (অন্যের সমালোচনা করার আগে) নিজের ঘর গোছানো/জীবনকে সুশৃঙ্খল করা। set somebody’s mind at ease/rest; set somebody’s doubts/fears/at rest দুশ্চিন্তামুক্ত করা; নিশ্চিত করা। set somebody’s teeth on edge উত্ত্যক্ত করা; পীড়িত করা: The way he looks at me sets my teeth on edge. set somebody right (ক) শোধরানো; ভুল সংশোধন করা; সৎপথে আনা। (খ) চাঙ্গা/সুস্থ করে তোলা। set something right/to rights (দোষত্রুটি, অভাব-অভিযোগের) প্রতিকার করা। set somebody on his way (প্রাচীন প্রয়োগ) (পায়ে হেঁটে রওনা হওয়ার সময়ে কাউকে) কিছুটা পথ এগিয়ে দেওয়া। be all set (for something/to do something) (ঘোড়দৌড় ইত্যাদি শুরু করতে) সব প্রস্তুতি সম্পন্ন হওয়া; পুরোদস্তুর প্রস্তুত হওয়া। be set on doing something সংকল্পবদ্ধ হওয়া। (৪) চালু করা; কিছু করানো: You can now set the motor going. His story set every one weeping. (৫) (সাধারণত adverb বা adverb phrase-সহ; বিশেষ বিশেষ অর্থে set ও adverbial particle -এর সমবায়, দেখুন নিচে ১৯) রাখা; পাতা; স্থাপন করা; দাঁড় করানো; বসানো: He set the tray on the table. (৬) set (for) (কর্তব্য, আদর্শ ইত্যাদি হিসেবে বিবেচ্য বিষয়রূপে) উপস্থাপন করা; প্রণয়ন করা; পাঠ্য করা: Don’t set yourself a task which you cannot perform. He will set the papers for the final examination. setbook যে বইয়ের উপর পরীক্ষায় প্রশ্ন করা হবে; নির্ধারিত বই set (somebody) a (good) example (উত্তম/অনুসরণীয়) দৃষ্টান্ত/আদর্শ স্থাপন করা। set the fashion ফ্যাশন চালু/প্রবর্তন করা। set the pace (দৌড় ইত্যাদিতে) অগ্রগামী হয়ে (অন্য সবার) গতি নির্ধারিত করা; (লাক্ষণিক) কার্যকলাপ, জীবনশৈলী ইত্যাদির মান নির্ধারণ করা। set the stroke (নৌকাবাইচ) প্রতি মিনিটে দাঁড় ফেলার সংখ্যা নির্ধারণ করা। (৭) set (somebody/ oneself) to do something কোনো দায়িত্ব দেওয়া; কাজে লাগানো: He set the unemployed youth to fetch water for the family. He set himself (সংকল্পবদ্ধ হওয়া) to finish the novel by the weekend. Set a thief to catch a thief (প্রবাদ) অবৈধ কার্যকলাপ উদঘাটনের জন্য অবৈধ পদ্ধতি অবলম্বন করা। তুলনীয় কাঁটা দিয়ে কাঁটা তোলা। (৮) (কর্মরূপে ব্যবহৃত বিভিন্ন বিশেষ্যের সঙ্গে) set one’s cap at somebody, দ্রষ্টব্য cap. set eyes on somebody দেখা; মুখ দেখা: I wish I’d never set eyes on that woman. Set one’s face against something দৃঢ়তার সঙ্গে বিরোধিতা করা। set one’s heart/hopes/mind on something প্রবল আকাঙ্ক্ষা বোধ করা; সংকল্পে উদ্দীপ্ত হওয়া; আশা করা: She has set her heart on becoming a doctor. set a price on something বিক্রি হবে বলে ঘোষণা করা। seta price on somebody’s head হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা। (৯) বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ অবস্থায় নিয়ে আসা; যথাস্থানে লাগানো: set a (broken) bone. set a butterfly পাখা ছড়িয়ে (কাচের আধারে নমুনা হিসেবে) সাজিয়ে রাখা। set a clock/watch ঘড়ির সময় ঠিক করা কিংবা অ্যালার্ম দিয়ে রাখা। set eggs (তা দেওয়ার জন্য) মুরগি প্রভৃতির নিচে বসানো। set one’s hair (ভিজা থাকতে) কেশ বিন্যস্ত করা। set a hen (তা দেওয়ার জন্য) ডিমের উপর মুরগিকে বসানো। set a saw রেত দিয়ে শাণিত করে করাতের দাঁতগুলো সমকোণে বসানো। set the scene (নাটক, উপন্যাস, ক্রীড়ানুষ্ঠান প্রভৃতিতে) স্থান ও অংশগ্রহণকারীদের বর্ণনা দেওয়া; মঞ্চসজ্জা/আয়োজন সম্পূর্ণ করা: The scene is now set for the drama. set sail (from/to/for) (জলপথে) যাত্রা শুরু করা। set the table টেবিল/খানা লাগানো। Set one’s teeth দাঁতে দাঁত চেপে ধরা; (লাক্ষণিক) (কোনো কর্মপন্থা ইত্যাদির বিরুদ্ধে) বদ্ধপরিকর হওয়া। set a trap (for something/somebody) (ক) ফাঁদ পাতা। (খ) (অসৎ ব্যক্তি প্রভৃতিকে ধরতে) ফাঁদ পাতা। set (up) type (ছাপার জন্য) মুদ্রাক্ষর বিন্যস্ত করা। (১০) set something in something; set something with something খচিত করা; বসানো; লাগানো: a gold ring set with Diamond. (১১) (স্রোত, জোয়ার, ভাটা ইত্যাদি) প্রবাহিত হওয়া; শক্তিশালী/প্রবল হয়ে ওঠা; (লাক্ষণিক) প্রবণতা অনুভব করা বা লক্ষণীয় হওয়া: The current sets from the east. The tide is setting against the ruling party. (১২) set something to something আরোপ/সংযোজন/যোজন করা: set a poem to music. (১৩) (উদ্ভিদ, ফলের গাছ ও ফুল) ধরা/আসা: The mangoes have set well this year. (১৪) (পোশাক) গায়ে লাগা (এই অর্থে sit অধিকতর প্রচলিত): That suit does not set well. (১৫) (শিকারি কুকুর) শিকারের উপস্থিতি সূচিত করতে শিকারের দিকে নাসিকা নিবন্ধ করে নিশ্চলভাবে দাঁড়িয়ে পড়া; (নর্তক-নর্তকী) পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়ানো: set to partners. (১৬) জট; জমাট বাঁধা; জমা/জমানো; শক্ত হওয়া: The concrete is yet to set. (১৭) (বিরল) সুনির্দিষ্ট রূপ দেওয়া/লাভ করা; পরিপক্ক হওয়া বা করা; গঠন করা/গঠিত হওয়া: His body is not yet set, এখনো পরিপূর্ণতা লাভ করেনি। (১৮) (past participle) (ক) স্থির; অবিচল: a set look/purpose/smile. (খ) নির্ধারিত; পূর্বনির্ধারিত; at a set time; set lunches only; a set piece, মঞ্চের উপর স্থাপিত বৃহৎ জটিল আতশবাজি-বিশেষ; (attributive(ly) a set-piece attack, পূর্ব থেকে সুপরিকল্পিত আক্রমণ। (গ) অপরিবর্তনীয়; বাঁধাধরা: a man of set opinions; set in one’s habits. (ঘ) নিয়মিত; পূর্বনির্ধারিত; পূর্বপরিকল্পিত: set phrases; a set speech. (ঙ) set fair (আবহাওয়া) চমৎকার এবং পরিবর্তনের লক্ষণহীন। (১৯) (adverbial particle ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): set about something শুরু করা; পদক্ষেপ নেওয়া; উপক্রম করা: You must set about your job. set about somebody (কথ্য) আক্রমণ করা: The boys set about each other savagely. set something out (গুজব ইত্যাদি) ছড়ানো: He set it about that you are going to marry your secretary. set somebody against somebody কারো বিরুদ্ধে কাউকে লাগানো। set one thing against another এক বস্তুকে অপর কোনো বস্তুর (ক্ষতিপূরণ বা সমকক্ষ হিসেবে) বিপরীত পক্ষে স্থাপন করা। set something a part/a side (ক) (ভবিষ্যতের জন্য) আলাদা করে রাখা। (খ) ধর্তব্যের মধ্যে না নেওয়া; উপেক্ষা করা। (গ) (আইন সম্বন্ধীয়) প্রত্যাখ্যান করা: set a claim aside. set something back (ক) পিছনে ফেরানো; পিছানো; set back the hands of a clock. (খ) দূরে অবস্থিত হওয়া: The guesthouse is well set back front the main through fare. set somebody/something back (ক) (প্রগতি/অগ্রগতি) ব্যাহত করা। set-back (noun) (plural setbacks) বাধাবিপত্তি; প্রতিবন্ধক: meet with many setbacks. (খ) (অপশব্দ) খরচা হওয়া: That pair of shoes set him back £ 50. set something down (ক) নামানো; নামিয়ে রাখা; set down a load. (খ) কাগজে লেখা। set somebody down (যানবাহন ও চালক) নামিয়ে দেওয়া; বেরোতে দেওয়া: The driver will set you down in front of the post oftice. set somebody/oneself down as (এই অর্থে put অধিকতর প্রচলিত) বর্ণনা/ব্যাখ্যা করা: How shall I set him down, as a saint or a self-deluded fool? Set something down to something (put অধিকতর প্রচলিত) ফল বলে বর্ণনা করা: set one’s success down to careful planning. set forth (set out অধিক প্রচলিত) যাত্রা শুরু করা। set Something forth (আনুষ্ঠানিক) ঘোষণা/বিজ্ঞাপিত করা: set forth one’s basic principles. set in (ক) শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া: As the rainy season set in, the invaders began to panic. (খ) স্রোত, বায়ু ইত্যাদি; (উপরে ১১ দ্রষ্টব্য) প্রবাহিত হতে/বইতে শুরু করা: The current sets in towards the shore. set off (যাত্রা, দৌড় ইত্যাদি) শুরু করা: to set off on a journey. set something off (ক) মাইন, আতশবাজি ইত্যাদি ফাটানো। (খ) উজ্জ্বলতর/প্রকটতর করে তোলা: An abundant crop of hair sets off her pretty face wonderfully. (গ) ভারসাম্য রক্ষা করা; ক্ষতিপূরণ করা: set off gains against losses. (ঘ) চিহ্নিত করা: to set after clause by a comma. set somebody off (doing something) (কিছু করতে) শুরু করানো: I regret to have set him off talking about nature cure, he did not stop before a couple of hours. set on (আনুষ্ঠানিক) এগিয়ে যাওয়া; আক্রমণের জন্য অগ্রসর হওয়া। set on/upon somebody আক্রমণ করা। be set on/upon doing something কিছু করতে বদ্ধপরিকর হওয়া: The boy is set on becoming an engineer. set out (যাত্রা, উদ্যোগ) শুরু করা: We set out before sunrise. set out to do something উদ্দেশ্য পোষণ করা; লক্ষ্য হওয়া: He set out to scale the Everest within five years. set something out (ক) ঘোষণা করা; জানানো; out one’s reasons (for something). (খ) প্রদর্শন/উপস্থাপন করা: The farmers set out their prime products on the market stalls. (গ) রোপণ করা; লাগানো: to set out strawberry runners. set somebody over somebody একজনকে অন্যের উপর কর্তৃত্বে অধিষ্ঠিত করা। set to (ক) কিছু করতে শুরু করা: After a long journey the children were all hungry and at once set to, খেতে শুরু করল। (খ) (সাধারণত plural subject-সহ) যুদ্ধ/লড়াই/বিবাদ ইত্যাদি শুরু করা। set-to (noun) সংগ্রাম; বিবাদ; ঝগড়া। set something up (ক) স্থাপন করা; set up a momorial/post. (খ) (প্রতিষ্ঠান, ব্যবসা, যুক্তি ইত্যাদি) প্রতিষ্ঠা করা: set up a tribunal. সুতরাং set-up (noun) (কথ্য) কোনো সংগঠন, মানুষের দল ইত্যাদির বিন্যাস; সংগঠন: We know nothing about the set-up here. (গ) ঘটানো; কারণস্বরূপ হওয়া: What has set up this inflammation of the liver. (ঘ) উচ্চৈঃস্বরে চিৎকার করা: set up a yell. (ঙ) ছাপানোর জন্য প্রস্তুত করা; বিন্যস্ত করা: set up type/a book. set somebody up সুস্থ করে তোলা: strict adherence to this regime will set you up again. set (oneself) up as (ক) (ব্যবসায়ী) হিসেবে প্রতিষ্ঠিত করা: He has set (himself) up as a jeweller. (খ) দাবি করা: Do you set yourself up as an antiguary? set somebody up as (something) (পুঁজি ইত্যাদি সরবরাহ করে) কারো ব্যবসা শুরু করে দেওয়া; প্রতিষ্ঠিত করা: His uncle set him up as hotelier. set up house (অন্যের সঙ্গে বা অন্যের বাড়িতে থাকার পর) স্বতন্ত্রভাবে বাস করা; সংসার পাতা। set up house with somebody/together (দুই ব্যক্তি) একসঙ্গে বাস করতে আরম্ভ করা। be well set up (ক) ব্যায়াম ইত্যাদির সাহায্যে সুগঠিত দেহের অধিকারী হওয়া: She’s a well set up young woman. (খ) পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রীর অধিকারী হওয়া: be well set up with food/reading matter.
  • English Word set-square Bengali definition [সেটস্‌কোয়েআ(র্‌)] (noun) [countable noun] কোণ বরাবর রেখা অঙ্গনে জন্য ৯০০, ৬০০ ও ৩০০ (কিংবা ৯০°, ৪৫°, ৪৫°) কোণবিশিষ্ট কাঠ, প্লাস্টিক, ধাতু ইত্যাদির ফলকবিশেষ; সেট স্কোয়ার
  • English Word sett Bengali definition [সেট্] (noun) = set 1 (১০, ১৩).
  • English Word settee Bengali definition [সেটী] (noun) [countable noun] দুই বা ততোধিক ব্যক্তির জন্য সোফার মতো দীর্ঘ আসনবিশেষ
  • English Word setter Bengali definition [সেটা(র্)] (noun) (১) দীর্ঘ লোমওয়ালা (বিভিন্ন জাতের) কুকুরবিশেষ; শিকারের গন্ধ পেলে এরা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। দ্রষ্টব্য set 1 (৯). (২) (যৌগশব্দে) যেসব ব্যক্তি বা বস্তু কিছু বিন্যাস করে; বিন্যাসক: a bonesetter; type-setter.
  • English Word setting Bengali definition [সেটিঙ্‌] (noun) [countable noun] (১) যাতে কোনোকিছু বিন্যস্ত বা খচিত করা হয়; আধান; আশয়; অধিষ্ঠান; The setter of a jewel; (অর্থসম্প্রসারণে) পরিবেশ; প্রতিবেশ; পারিপার্শ্বিকতা: a beautiful natural setter. (২) কবিতা ইত্যাদির জন্য রচিত সংগীত; সুর সংযোজন। দ্রষ্টব্য set 2 (১২). (৩) (সূর্য, চন্দ্র ইত্যাদির) অস্তগমন
  • English Word settle 1 Bengali definition [সেট্‌ল্] (noun) [countable noun] উঁচু হেলানো ও হাতলওয়ালা কাঠের লম্বা আসন, যার নিচে অনেক সময় একটি বাক্স থাকে
  • English Word settle 2 Bengali definition [সেট্‌ল্] (verb transitive), (verb intransitive) (adv, part ও' preps -সহ বিশিষ্ট প্রয়োগ দ্রষ্টব্য নিচে ১০- এ) (১) উপনিবেশ স্থাপন করা: The French settled in Quebec. (২) বসবাস করা; বসতি স্থাপন করা: settle in America/in New York. (৩) settle (on something) বসা; জমা; কিছু সময়ের জন্য থাকা/থামা: The swallow settled in the telegraph-post. The dust settled on the furniture. (৪) (অস্থিরতা বা কর্মচাঞ্চল্যের পরে) নতুন কোনো অবস্থানে বা ভঙ্গিতে অভ্যস্ত করা কিংবা আরামে শোয়ানো/ বসানো: The injured boy was settled on a bed. (৫) শান্ত/স্থির হওয়া বা করা: We left after the excitement had settled. A period of settled weather. (৬) ব্যবস্থা/বন্দোবস্ত করা; মীমাংসা/নিষ্পত্তি করা; স্থির করা; সিদ্ধান্ত করা: The dispute was settled amicably; He settled his affairs before going on a voyage. (৭) পরিশোধ করা; মেটানো; চুকানো: settle a bill. (৮) (বাতাসের ভাসমান ধুলা ইত্যাদি এবং তরল পদার্থে ভাসমান কণা ইত্যাদি) থিতানো; তলানি/তলায় পড়া; (তরল) তলানি পড়ে স্বচ্ছ হওয়া: Last night’s shower settled the dust. (৯) (ভূমি, বাড়ির ভিত্তি ইত্যাদি) দাবা; দেবে স্থির হওয়া: The ground settled. (১০) (adverb, part ও peps -সহ বিশেষ প্রয়োগ) settle down (অস্থিরতা বা কর্মচাঞ্চল্যের পর) আরাম করে বসা বা শোয়া: She settled down on the sofa to read a magazine. settle (somebody) down শান্ত হওয়া বা করা: Wait until. the audience settle down. settle (down)/to something মনোযোগ দেওয়া: I’am trying To settle (down) to my work. settle down (to something) (নতুন ধরনের জীবন, নতুন কাজ ইত্যাদিতে) প্রতিষ্ঠিত হওয়া; বসে যাওয়া: settle down in a new career/job. settle down to married life; marry and settle down বিয়ে করে সংসারী হওয়া। settle for something পুরোপুরি সন্তোষজনক না-হলেও মেনে নেওয়া; রাজি হওয়া: He asked £ 200 for the picture, but had to settle for £ 150. Settle (somebody) in নতুন বাড়ি, চাকরি ইত্যাদিতে গুছিয়ে বসা কিংবা গুছিয়ে বসতে সাহায্য করা: They’re settled in their new house. settle something on/upon somebody (আইন সম্বন্ধীয়) কাউকে (সম্পত্তি ইত্যাদির) যাবজ্জীবন ভোগদখলের জন্য দান করা: settle part of one’s estate on a nephew. settle on/upon something পছন্দ করা; বেছে নেওয়া: You must settle on one of the articles. settle (up) (with somebody) পাওনা মিটিয়ে দেওয়া: When shall you settle up with the mason? have an account to settle with somebody (কথ্য) কারো সঙ্গে কোনো অপ্রীতিকর ব্যাপার, ঝগড়া ইত্যাদি আলোচনা করার জন্য থাকা; হিসাব মেটানোর জন্য থাকা।
  • English Word settled Bengali definition [সেট্‌ল্‌ড্‌] (adjective) (১) স্থির; অনড়; পরিবর্তনহীন; স্থায়ী; নির্দিষ্ট; অবিচল: settled weather; a man of settled convictions. (২) (পরিশোধিত বিলের উপর লিখিত) পাওনা পরিশোধিত
  • English Word settlement Bengali definition [সেট্‌ল্‌মান্‌ট্‌] (noun) (১) [uncountable noun, countable noun] নিষ্পত্তি; মীমাংসা; পরিশোধ: a lasting settlement of the disputes; Please send us a cheque in settlement of our account. (২) [countable noun] যাবজ্জীবন ভোগদখলের জন্য প্রদত্ত সম্পত্তি; ঐরূপ সম্পত্তির বিবরণ (দ্রষ্টব্য settle (১০) : marriage settlement, স্ত্রীর অনুকূলে স্বামী কর্তৃক প্রদত্ত ঐরূপ সম্পত্তি। (৩) [uncountable noun, countable noun] উপনিবেশ স্থাপন; উপনিবেশ; বসতি; বন্দোবস্ত; বিলিবন্দোবস্ত: French settlement in India; empty lands awaiting settlement.