Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word selection Bengali definition [সিলেক্‌শ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] পছন্দকরণ; নির্বাচন; বাছাইselection committee নির্বাচন কমিটি। natural selection প্রাকৃতিক নির্বাচন বিষয়ক ডারউইনের তত্ত্ব। (২) [countable noun] নির্বাচিত সামগ্রী বা দৃষ্টান্তসমূহের সংগ্রহ বা সমষ্টি; বহুসংখ্যক বস্তুর সমাহার, যার মধ্য থেকে নির্বাচন করা যায়: selections from 1 9th century French poetry, ১৯ শতকের নির্বাচিত ফরাসি কবিতাসংগ্রহ: That department store has a good selection of chinaware.
  • English Word selective Bengali definition [সিলেক্‌টিভ] (adjective) বাছাই করার ক্ষমতাসম্পন্ন; নির্বাচনী; নৈর্বাচনিকselective service (America(n)) বাধ্যতামূলক সামরিক পরিসেবার জন্য বিশেষ কতকগুলো যোগ্যতা, ক্ষমতা ইত্যাদির অধিকারী পুরুষদের নির্বাচন। selectively (adverb) বেছে বেছে; নির্বাচনপূর্বক; নৈর্বাচনিকভাবে। selectivity [সিলেক্‌টিভাটি] (noun) [uncountable noun] (বিশেষত) অন্যান্য কেন্দ্র দ্বারা বাধাগ্রস্ত না-হয়ে একটি কেন্দ্রের সম্প্রচার গ্রহণ করার (বেতারযন্ত্রের) ক্ষমতা; নৈর্বাচনিকতা।
  • English Word selenium Bengali definition [সিলীনিআম্] (noun) (রসায়ন) অধাতব মৌল (প্রতীক Se), যা বিদ্যুৎপরিবহন শক্তির উপর আপতিত আলোর তীব্রতা অনুযায়ী বৃদ্ধি পায়; সিলিনিয়মselenium cell সিলিনিয়মের পাতযুক্ত কোষ, বা আলোক-বৈদ্যুতিক যন্ত্রাদিতে (যেমন ক্যামেরার আলোকসম্পাত মিটারে) ব্যবহৃত হয়; সিলিনিয়ম-কোষ।
  • English Word self Bengali definition [সেল্‌ফ্‌] (noun) (plural selves [সেল্‌ভ্‌জ্‌]) (১) [uncountable noun] ব্যক্তিপ্রকৃতি; স্বকীয় ব্যক্তিত্ব; অহং; আত্মপ্রকৃতি; সত্তা; আত্মতা; স্বকীয়তা; স্বরূপ: one’s better/worse self, কারো মহত্তর/হীনতর প্রকৃতি/স্বরূপ; one’s former self, কারো সাবেক সত্তা; analysis of the self, আত্মবিশ্লেষণ; the conscious self, চৈতন্যময় সত্তা। (২) [uncountable noun] নিজ স্বার্থ বা অভিরতি: thought of self, স্বার্থবুদ্ধি; স্বার্থচিন্তা। (৩) (বাণিজ্য., সেকেলে রীতি বা কৌতুকাত্মক) নিজকে: pay to self, (চেকে) স্বাক্ষরকারীকে প্রদান করুন: a room for self and wife.
  • English Word self- Bengali definition [সেল্‌ফ্‌] (prefix) আত্ম-; স্ব-: self-taught স্বশিক্ষিত; self-governing colonies, স্বশাসিত উপনিবেশসমূহ। self-abasement (noun) [uncountable noun] আত্মাবমাননা। self-absorbed (adjective) আত্মমগ্ন; আত্মসমাহিত। self-abuse (noun) স্বমৈথুন; হস্তমৈথুন। self-acting (adjective) স্বয়ংক্রিয়। self-activating (adjective) (বিস্ফোরণাত্মক কৌশলাদি) বাইরের নিয়ন্ত্রণ ছাড়া চালু হয় এমন; স্বতশ্চালিত। self addressed (adjective) নিজ ঠিকানাযুক্ত। self-advertisement (noun) আত্মপ্রচার। self-appointed (adjective) স্বনিয়োজিত (অননুমোদিতভাবে; সম্ভবত যোগ্যতাহীন); স্বঘোষিত: a self-appointed arbiter/ expert. self-assertion (noun) [uncountable noun] নিজের দাবিকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা; নিজেকে জাহির করার প্রবণতা; অহম্পূর্বিকা। self-assertive (adjective) অহম্পূর্ব। self-assurance (noun) আত্মপ্রত্যয়। self-assured (adjective) আত্মপ্রত্যয়ী। self-centred (adjective) আত্মসর্বস্ব; আত্মকেন্দ্রিক। self-collected (adjective) প্রত্যুৎপন্নমতিত্ব ও স্থৈর্যবিশিষ্ট; শান্ত; অবিচলিত। self-coloured (adjective) সর্বত্র একই রঙের; সমবর্ণ। self-command (noun) [uncountable noun] নিজের আবেগকে সংযত করার ক্ষমতা; আত্মশাসন; আত্মসংযম। self-complacency (noun) নিজেকে নিয়ে সহজেই তুষ্ট হওয়ার অবস্থা; আত্মতুষ্টি। self-complacent (noun) আত্মতুষ্ট। self-confessed (adjective) নিজের স্বীকারোক্তি অনুযায়ী; আত্মস্বীকৃত; স্বকথিত: a self-confessed thief. self-confidence (noun) [uncountable noun] আত্মবিশ্বাস। self-confident (adjective) আত্মবিশ্বাসী। self-conscious (adjective) আত্মসচেতন; (কথ্য) লাজুক; অপ্রতিভ; বিব্রত। self-consciousness (noun) [uncountable noun] আত্মচৈতন্য; আত্মসচেতনতা; আত্মজ্ঞান; আত্মবুদ্ধি। self-contained (adjective) (ক) (ব্যক্তি) আবেগতাড়িত বা সংবেদনশীল নয় এমন চাপা; চাপা স্বভাবের। (খ) (বিশেষত ফ্ল্যাট) স্বয়ংসম্পূর্ণ। self-contradiction (noun) স্ববিরোধিতা; স্ববিরোধ । self-contradictory (adjective) স্ববিরোধী। self-control (noun) [uncountable noun] আত্মসংযম; আত্মশাসন। self-criticism (noun) আত্মসমালোচনা। self-deception (noun) [uncountable noun] আত্মপ্রতারণা; আত্মপ্রবঞ্চনা। self-deceptive (adjective) আত্মপ্রবঞ্চনাপূর্ণ। self-defence (noun) [uncountable noun] আত্মরক্ষা: the art of self-defence, মুষ্টিযুদ্ধ। self-denial (noun) [uncountable noun] অন্যকে সাহায্য করার জন্য নিজের সাধআহ্লাদ বিসর্জন; আত্মত্যাগ; আত্মবিসর্জন; আত্মবলিদান। self-denying (adjective) আত্মত্যাগী। selfdetermination (noun) [uncountable noun] (ক) (রাজনীতিতে) আত্মনিয়ন্ত্রণ: the right of all people to self-determination. (খ) স্বয়ং সিদ্ধান্তগ্রহণ; ব্যক্তি কর্তৃক নিজের আচরণ পরিচালনা; আত্মসিদ্ধান্ত; আত্মপরিচালনা। self-devoted (adjective) আত্মনিষ্ঠ; আত্মনিবেদিত। self-devotion (noun) আত্মনিষ্ঠা; আত্মনিবেদন; আত্মদান; আত্মোৎসর্গ। self-educated (adjective) বিদ্যালয় বা শিক্ষকের বিশেষ সাহায্য ছাড়া শিক্ষাপ্রাপ্ত; স্বশিক্ষিত। self-effacing (adjective) নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; অত্মবিলোপী। self-employed (adjective) স্বনিয়োজিত (যেমন স্বাধীনভাবে কোনো ব্যবসায়ে নিযুক্ত থাকা)। self-esteem (noun) [uncountable noun] নিজের সম্বন্ধে উত্তম ধারণা; আত্মাদর; আত্মসম্মান; আত্মমর্যাদা; (কখনো কখনো) আত্মশ্লাঘিতা; আত্মম্ভরিতা। self-evident (adjective) প্রমাণ ছাড়াই স্পষ্ট; স্বতঃপ্রমাণ; স্বতঃসিদ্ধ। self-examination (noun) [uncountable noun, countable noun] আত্মসমীক্ষা; আত্মবিচার। self-examining (adjective) আত্মসমীক্ষক। self-explanatory (adjective) অধিক ব্যাখ্যার প্রয়োজন নেই এমন; স্বব্যাখ্যাত। self-government (noun) আত্মসংযম; আত্মশাসন; স্বশাসন; আত্মতন্ত্রতা। self-help (noun) [uncountable noun] আত্মাবলম্বন; আত্মাবলম্বিতা; আত্মাশ্রয়; আত্মনির্ভর; আত্মাসহায়; স্বাবলম্বন; স্বাবলম্বিতা। self-immolation (noun) আত্মাহুতি। self-importance (noun) [uncountable noun] আত্মাভিমান; আত্মগৌরব; আত্মম্ভরিতা; আত্মশ্লাঘিতা। self-important (adjective) আত্মাভিমানী; আত্মশ্লাঘী; আত্মম্ভরি। self-imposed (adjective) (দায়িত্ব, কর্তব্য ইত্যাদি) নিজের উপর চাপানো; স্মারোপিত। self in dulgence (noun) [uncountable noun] যথেচ্ছ কর্মে/রতি; আত্মপ্রশ্রয়। self-indulgent (adjective) আত্মপ্রশ্রয়ী। self-interest (noun) [uncountable noun] স্বার্থ। self-knowing (adjective) আত্মদর্শী; আত্মজ্ঞ। self-knowledge (noun) [uncountable noun] আত্মজ্ঞান। self-locking (adjective) বন্ধ করলে আপনা থেকে তালা লেগে যায় এমন; স্ববিরোধী। self-love (noun) আত্মানুরাগ; আত্মরতি। self-loving (adjective) আত্মানুরাগী; আত্মরত। self-made (adjective) নিজের চেষ্টায় (বিশেষত সহায়সম্বলহীন অবস্থা থেকে শুরু করে) লব্ধপ্রতিষ্ঠ; আপনগড়া; আত্মপ্রতিষ্ঠিত; সযত্নসিদ্ধ। self-opinionated (adjective) নিজের মতামতের যথার্থতা সম্বন্ধে অতিনিশ্চিত; অমূলক মতামত দৃঢ়তার সঙ্গে পোষণ করে এমন, স্বমতপরতন্ত্র। self-pity (noun) [uncountable noun] আত্মকরুণা। self-portrait (noun) [countable noun] আত্মপ্রতিকৃতি। self-possessed (adjective) আত্মপ্রত্যয়ী; প্রশান্তচিত্ত; শান্ত; সুস্থির। self-possession (noun) [uncountable noun] স্থৈর্য; ধৃতি: loose/regain one’s self-possession. self-preservation (noun) [uncountable noun] আত্মত্রাণ; আত্মরক্ষণ: the instinct of self-preservation. self-raising (adjective) (ময়দা সম্বন্ধে; রুটি ইত্যাদি বানানোর সময়ে) বেকিং পাউডার ছাড়াই ফুলে ওঠে এমন। self-reliant (adjective) আত্মনির্ভরশীল; স্বনির্ভর; স্বাবলম্বী; আত্মপ্রত্যয়শীল; আত্মাবলম্বী। self-reliance (noun) [uncountable noun] স্বনির্ভর; আত্মাশ্রয়; আত্মনির্ভর; আত্মনির্ভরতা; স্বনির্ভরতা। self-repression (noun) [uncountable noun] আত্মপীড়ন; আত্মবিগ্রহ। self-respect (noun) [uncountable noun] আত্মসম্মান; আত্মমর্যাদাবোধ; আত্মসম্মানবোধ; আত্মসম্মানজ্ঞান; আত্মসম্ভ্রম। self-respecting (adjective) আত্মমর্যাদাসম্পন্ন। self-restraint (noun) আত্মদমন; আত্মসংযম। self-righteous (adjective) নিজের সাধুত্ব এবং অন্যের তুলনায় নিজের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে দৃঢ়প্রত্যয়; সাধুম্মনা। self-righteousness (noun) সাধুম্মন্যতা। self-rule (noun) = self-government. self-sacrifice (noun) [uncountable noun, countable noun] আত্মবিসর্জন; আত্মোৎসর্গ; আত্মবলিদান; আত্মত্যাগ। self-sacrificing (adjective) আত্মত্যাগী। selfsame (adjective) একই; অভিন্ন: Jamal and Jalil were born on the self-same day. self-satisfaction (noun) আত্মতুষ্টি; আত্মসন্তোষ; নিজের সন্তুষ্টি। self-satisfied (adjective) আত্মতুষ্ট; আত্মতৃপ্ত। self-sealing (adjective) (জ্বালানির ট্যাংক, হাওয়াই টায়ার ইত্যাদি) এমন কোনো উপাদানবিশিষ্ট (যেমন নরম রাবার) যা স্বতঃক্রিয়ভাবে ছিদ্র বন্ধ করে দেয়; স্বতোরোধী; স্বতোরোধক। self-seeker (noun) স্বার্থান্বেষী; স্বার্থসন্ধানী। self-seeking (noun), (adjective) স্বার্থান্বেষণ; স্বার্তসন্ধানী; স্বার্থান্বেষী। self-service (adjective) (ক) (রেস্তোরাঁ, কেন্টিন ইত্যাদি) খরিদ্দাররা কাউন্টার থেকে খাদ্য পানীয় স্বয়ং টেবিলে নিয়ে যান এমন; আত্মপরিবেশন। (খ) (দোকান) খরিদ্দাররা তাদের পছন্দসই জিনিসপত্র তাক থেকে স্বয়ং সংগ্রহ করে যাওয়ার সময়ে মূল্য পরিশোধ করেন এমন; আত্মপরিসেবন। (গ) (পেট্রল পাম্প) খরিদ্দাররা স্বয়ং গাড়িতে তেল ভরে কাউন্টারে গিয়ে মূল্য দিয়ে যান এমন; স্বপরিসেবা। self-sown (adjective) (উদ্ভিদ) গাছ থেকে পড়া (মালী কর্তৃক রোপিত নয়) বীজ থেকে উদ্ঘত; স্বয়ংরোপিত। self-starter (noun) ইনজিন চালু করার (সাধারণত বৈদ্যুতিক) কৌশলবিশেষ; স্বপ্রবর্তক। self-styled (adjective) অনধিকারপূর্বক কোনো নাম, পদবি ইত্যাদি ব্যবহারকারী; স্বখ্যাত; স্বকথিত; স্বভিহিত; the self-styled ‘Professor’ Baker. Self-sufficient (adjective) (ক) স্বয়ংসম্পূর্ণ; স্বয়ম্ভর: Become self-sufficient in food. (খ) অতি আত্মবিশ্বাসী; আত্মম্ভরী। self-sufficiency (noun) [uncountable noun] অতি আত্মবিশ্বাস; আত্মম্ভরিতা। self sufficing (adjective) = self-sufficient= a self-sufficing economic unit. self-supporting (adjective) (ব্যক্তি) নিজের ভরণপোষণের জন্য পর্যাপ্ত উপার্জন করে এমন; স্বাবলম্বী; স্বয়ম্ভর; (ব্যবসা ইত্যাদি) প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে সক্ষম, ভরতুকির প্রয়োজন হয় না এমন; স্বনির্ভর; আত্মনির্ভরশীল। self-will (noun) [uncountable noun] একগুঁয়েমি; স্বেচ্ছানুবর্তিতা; স্বৈরতা; স্বেচ্ছাচারিতা; যথেচ্ছাচার; স্বেচ্ছাচার। self-willed (adjective) একগুঁয়ে; স্বৈর; স্বেচ্ছাচারী; স্বেচ্ছানুবর্তী। self-winding (adjective) (ঘড়ি) দম দিতে হয় না এমন (কবজির নড়াচড়াতেই দম দেওয়া হয়ে যায়, স্বয়ংক্রিয়।
  • English Word selfie Bengali definition [সেল্‌ফি] (noun) সেলফি; প্রতিকৃতি (কারণ selfie শব্দটি এসেছে selfish থেকে। selfie অর্থ হলো প্রতিকৃতি); নিজের তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেওয়া) করা: She then tweeted a selfie that shows her clearly wearing make-up.
  • English Word selfie stick Bengali definition [সেলফি স্টিক্] (noun) স্মার্টফোনের সঙ্গে লাঠিজাতীয় একটি ডিভাইস, যা লাগিয়ে নিজ ইচ্ছেমতো নানা অ্যাঙ্গেলে ছবি তোলা যায়; সেলফি স্টিক: Selfie stick meet big fines and jail sentence in South Korea.
  • English Word selfish Bengali definition [সেল্‌ফিশ্] (adjective) স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী, act from selfish motives. selfishly (adverb) স্বার্থপরের মতো; স্বার্থপরতার সঙ্গে ইত্যাদি। selfishness (noun) স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; স্বার্থচিন্তা; আত্মপরায়ণতা; আত্মগ্রাহিতা।
  • English Word selfitis Bengali definition [সেলফিটিস] (noun) সেলফিটিস; অতিরিক্ত নিজের ছবি তোলার প্রবণতা এবং সেই ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেওয়ার মানসিক সমস্যা। ব্যাধিটির তিনটি স্তর হতে পারে। প্রথম স্তরটি ‘বর্ডার লাইন সেলফিটিস’। দ্বিতীয় স্তরটি হচ্ছে ‘অ্যাকিউট সেলফিটিস’। শেষ স্তরটি হচ্ছে ‘ক্রনিক সেলফিটিস’: Are you suffering from selfitis?
  • English Word sell Bengali definition [সেল্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle sold [সোলড্‌]) (১) sell something (to somebody); sell somebody something বিক্রয় করা; বেচা; বিপণন করাsell something off (পণ্যের মজুত) সস্তায় বেচে দেওয়া। sell something out (ক) (ব্যবসায়ে নিজ অংশ) বেচে দেওয়া: He decided to sell out his share of the company. (খ) সমগ্র মজুত বেচে দেওয়া। sell (somebody) out কারো সঙ্গে বেইমানি করা। sell-out (noun) (ক) যে অনুষ্ঠানের, বিশেষত কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। (খ) (কথ্য) বেইমানি; বিশ্বাসঘাতকতা। sell somebody up ঋণ পরিশোধের জন্য (কারো স্থাবর-অস্থাবর সম্পত্তি) বিক্রি করে দেওয়া। sell (somebody) short, দ্রষ্টব্য short 2 (৩). (২) বিক্রির জন্য মজুত রাখা; কারবার করা: We do not sell sugar. selling price ক্রেতা কর্তৃক প্রদেয় মূল্য; বিক্রয়-মূল্য। তুলনীয় cost price. (৩) (পণ্য) বিক্রয় হওয়া: The book is selling well. (৪) বিক্রয়ের কারণ হওয়া: What sells our books is not their good production, but their contents. (৫) (লাক্ষণিক প্রয়োগ): sell one’s life dearly, বহু আক্রমণকারীকে হতাহত করে নিহত হওয়াsell oneself (ক) নিজেকে প্রত্যয়জনকভাবে অন্যের সামনে উপস্থাপন করা (যেমন চাকরির উমেদার হিসেবে); নিজকে বিপণন করা। (খ) অর্থ বা পুরস্কারের জন্য অসম্মানজনক কিছু করা; আত্মবিক্রীত/আত্মবিক্রয়ী হওয়া; আত্মবিক্রয় করা। sell the pass (প্রবাদ) স্বদেশ বা স্বপক্ষের জন্য ক্ষতিকর কিছু করা; বিশ্বাসঘাতকতা/বেইমানি করা। (৬) (সাধারণত passive) ঠকানো; প্রতারিত/ প্রবঞ্চিত হওয়া; ধোঁকা দেওয়া; চুক্তি ইত্যাদি পালনে ব্যর্থতার দ্বারা মনোহত করা: Sold again! ধোঁকা খেলাম !৭ be sold on something (কথ্য) মেনে নেওয়া; মানা; ভালো, হিতকর ইত্যাদি বলে বিশ্বাস করা: The journalists are not sold on the idea of limited censorship. □ (noun) (কথ্য, উপরে দ্রষ্টব্য) আশাভঙ্গ। hard sell আগ্রাসী বিক্রয়কৌশল; গরম বিক্রয়। soft sell ক্রেতাদের মনে বিশ্বাস জন্মিয়ে পণ্যবিক্রয়ের কৌশল; নরম বিক্রয়। seller (noun) (১) বিক্রেতা; বিক্রয়ী; বিক্রয়কারী; বিক্রয়িকa sellers market (বাণিজ্য) পণ্যের অপ্রতুলতা ও অর্থের প্রাচুর্যের দরুন সৃষ্ট পরিস্থিতি, যখন বাজার বিক্রেতাদের অনুকূলে থাকে; বিক্রয়ীদের বাজার। (২) বিক্রীত বস্তুbest-seller (noun) দ্রষ্টব্য best 2.
  • English Word selvage, selvedge Bengali definition [সেল্‌ভিজ] (noun(s)) কাপড়ের পাড়; দশা
  • English Word selves Bengali definition [সেল্‌ভ্‌জ্‌] self - এর plural
  • English Word semantic Bengali definition [সিম্যান্‌টিক্] (adjective) ভাষার অর্থঘটিত কিংবা শব্দার্থবিজ্ঞানঘটিত; শাব্দার্থিক; বাগর্থিক; আর্থ; শব্দার্থতাত্ত্বিকsemantics (noun) (singular verb -সহ) শব্দ ও বাক্যের অর্থঘটিত বিজ্ঞান; বাগর্থবিজ্ঞান; শব্দার্থবিজ্ঞান।
  • English Word semaphore Bengali definition [সেমাফো্(র)] (noun) [uncountable noun] (১) দুই হাতে কাঠি বা পতাকা নিয়ে বিভিন্ন অবস্থানের দ্বারা বিভিন্ন বর্ণ নির্দেশপূর্বক সংকেত প্রেরণপদ্ধতি(২) রেলপথে সংকেতদানের জন্য যান্ত্রিকভাবে সঞ্চালিত বাহুর উপর লাল ও সবুজ আলো-সংবলিত যান্ত্রিক কৌশলবিশেষ। □ (verb transitive), (verb intransitive)
  • English Word semasiology Bengali definition [সিমেইসিঅলাজি] (noun)= semantics.
  • English Word semblance Bengali definition [সেম্‌ব্‌লান্‌স্‌] (noun) [countable noun] সাদৃশ্য; আনুরূপ্য; মিল; আপাত প্রতীয়মানতা; আভাস; ছায়া: a semblance of gaiety, প্রফুল্লতার ছায়ামাত্র।
  • English Word semen Bengali definition [সীমান্‌] (noun) [uncountable noun] বীর্য; শুক্র; বীজseminal [সেমিন্‌ল্] (adjective) বীর্যসংক্রান্ত; প্রজননঘটিত; প্রাজননিক; বীজসংক্রান্ত; বৈজিক; ভ্রূণসম্বন্ধীয়; ভ্রূণাত্মক; (লাক্ষণিক) পরবর্তীবিকাশের ভিত্তিস্বরূপ; বীজগর্ভ: semen ideas.
  • English Word semester Bengali definition [সিমেস্‌টা(র্)] (noun) (বিশেষত জার্মানি ও যুক্তরাষ্ট্রে) শিক্ষাবর্ষের দুটি ভাগের একটি; ষণ্মাস; অর্ধবর্ষ। তুলনীয় British/Britain term.
  • English Word semi- Bengali definition [সেমি] (preposition(al)) (১) অর্ধ: semicircle (noun) অর্ধবৃত্ত। semi circular (adjective) অর্ধবৃত্তাকার। semibreve (America(n)= whole note), (স্বরলিপিতে) সাধারণভাবে ব্যবহৃত দীর্ঘতম সুরের লিখিতরূপ; মণ্ডল। semiquaver এক মণ্ডলের এক-অষ্টমাংশ স্থায়ী সুর; কৌণিক। semitone (noun) পাশ্চাত্য সংগীতে দুটি সুরের মধ্যে ক্ষুদ্রতম ব্যবধান; অর্ধান্তর। (২) দুদিকের একদিকেsemi-detached (adjective) (বাড়ি) অন্য বাড়ির সঙ্গে (একটি সাধারণ দেওয়ালের দ্বারা) একদিকে সংলগ্ন; একদিক লাগানো। (৩) প্রায়; আধ-; আড়-: semi-barbarian; semi-barbarism. (৪) (বিবিধ)। semicolon (America(n)= semicolon) (noun) (;)- এই যতিচিহ্ন। দ্রষ্টব্য পরি. ৬। semiconscious (adjective) অর্ধচেতন; আধ-বেহুঁশ। semi-final (noun) (ফুটবল প্রভৃতি খেলায়) চূড়ান্ত প্রতিযোগিতার পূর্ববর্তী প্রতিযোগিতা। semi-finalist (noun) চূড়ান্তপূর্ব খেলায় অংশ নেওয়া খেলোয়াড়; দল। semi-official (adjective) (বিশেষত সংবাদপত্রের প্রতিবেদকদের কাছে সরকারি কর্মকর্তাগণ কর্তৃক প্রদত্ত ঘোষণা ইত্যাদি) সরকারি কোনো সূত্র থেকে আগত বলে বিবেচিত হবে না, এই শর্তসাপেক্ষ: আধা-দাফতরিক। semi-rigid (adjective) (বিশেষত আকাশতরি) নমনীয় একটি গ্যাসের থলির সঙ্গে যুক্ত তলিবিশিষ্ট; আধা-দড়। semi-tropical (adjective) গ্রীষ্মমণ্ডলসংলগ্ন অঞ্চল সম্বন্ধীয়; প্রায়গ্রীষ্মণ্ডলীয়। semi-vowel (noun) যেমন ধ্বনি স্বরধ্বনির গুণবিশিষ্ট অথচ ব্যঞ্জনের কাজ করে এবং ঐরূপ ধ্বনির লিখিত রূপ; অর্ধস্বরধ্বনি; অর্ধস্বরবর্ণ যেমন (‘w’ ‘j’ ). (৫) (বছর, মাস ইত্যাদিতে) দুই বার করে প্রকাশিত, অনুষ্ঠিত ইত্যাদি (এই অর্থে bi- অধিক প্রচলিত): semiannual, অর্ধবার্ষিক; ষাণ্মাসিক; a semi-weekly, অর্ধ-সাপ্তাহিক
  • English Word semiconductor Bengali definition [সেমিকান্‌ডাক্‌টা(র্‌)] (noun) (বিজ্ঞান) যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করে, তবে ধাতুর মতো অতটা নয়; আধাপরিবাহী পদার্থ
  • English Word seminal Bengali definition [সেমিন্‌ল্] (Adjective) দ্রষ্টব্য semen.
  • English Word seminar Bengali definition [সেমিনা:(র্)] (noun) কোনো শিক্ষক বা অধ্যাপকের সঙ্গে সমস্যাবিশেষের পর্যেষণার জন্য আলোচনায় মিলিত ছাত্রছাত্রীদের শ্রেণি ইত্যাদি; সেমিনার
  • English Word seminary Bengali definition [সেমিনারি America(n) সেমিনেরি্] (noun) (plural seminaries) (১) রোমান ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কলেজ; শিক্ষাশ্রম(২) বিদ্যামন্দির (পূর্বকালে শিক্ষালয়ের গালভরা নাম হিসেবে ব্যবহৃত): a seminary for young ladies. seminarist [সেমিনারিস্‌ট্] (noun) শিক্ষাশ্রমে প্রশিক্ষণপ্রাপ্ত যাজক; শিক্ষাশ্রমিক।
  • English Word semiotics Bengali definition [সেমিঅটিক্‌স্‌] (noun) (singular) লিখিত ভাষায় ব্যবহৃত প্রতীক ও সাংকেতিক চিহ্নসংক্রান্ত বিদ্যাsemiotic (adjective)
  • English Word Semite Bengali definition [সীমাইট্] (noun), (adjective) হিব্রু, আরব, আসিরীয়, ফিনিসীয় প্রভৃতি জনগোষ্ঠী সম্বন্ধীয়; ঐসব জনগোষ্ঠীর সদস্য; সেমিটীয়Semitic [সিমিটিক] (adjective) সেমিটীয় ব্যক্তি বা ভাষা সম্বন্ধীয়; সেমিটীয়: a seminary people.
  • English Word semolina Bengali definition [সেমালীনা] (noun) [uncountable noun] প্যাস্‌টা, দুধের পুডিং ইত্যাদিতে ব্যবহৃত গমের শক্ত গুঁড়া; গমের গুঁড়ি
  • English Word sempstress Bengali definition [সেম্‌স্‌ট্রেস্] (noun) মহিলা দরজি; সুচিজীবী; সীবনশিল্পী
  • English Word senate Bengali definition [সেনিট্] (noun) [countable noun] (১) (প্রাচীন রোমে) উচ্চতম রাষ্ট্রীয় পরিষদ; গরিষ্ঠসভা(২) (আধুনিককালে) বিভিন্ন দেশে বিশেষত ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে বিধানসভার (সাধারণত ক্ষুদ্রতর) উচ্চতর কক্ষ; গরিষ্ঠসভা(৩) কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধিষ্ঠায়ক- পরিষদ; অধিষদsenator [সেনাটা(র্‌)] (noun) গরিষ্ঠসভার সদস্য। senatorial [সেনাটোরিআল্‌] (adjective) গরিষ্ঠসভা বা ঐ সভার সদস্য সম্বন্ধীয়; পারিষদ; পারিষদিক: senate rank/powers; a senate district, (America(n)) গরিষ্ঠসভার সদস্য নির্বাচিত করার অধিকারসম্পন্ন জেলা।
  • English Word send Bengali definition [সেন্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle sent) (adverbial particle preps- সহ বিশিষ্ট প্রয়োগ দ্রষ্টব্য নিচে ৫) (১) send somebody/something; send something to somebody কাউকে বা কিছু পাঠানো/প্রেরণ করা। দ্রষ্টব্য take 1 (৪). (২) কোনো ব্যক্তি বা বস্তুকে তীব্রগতিতে সঞ্চালিত করতে শক্তি প্রয়োগ করা: The storm sent the C.I. sheets flying like leaves, ঝড়ের বেগে টিনগুলো পাতার মতো উড়তে লাগলো। send somebody packing/about his business (কথ্য) অবিলম্বে বরখাস্ত করা; চটপট জবাব দেওয়া: He sent his erratic chauffeur packing. দ্রষ্টব্য bring. (৩) বানানো: করে দেওয়া; পরিণত করা: That alluring girl sent him crazy. (৪) (প্রাচীন প্রয়োগ; ঈশ্বর, ঈশ্বরবিধান সম্বন্ধে) Heaven send, ঈশ্বর করুন(৫) (adverbial particle ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): send somebody away বরখাস্ত করা। send away for something দূর থেকে রেল, ডাক ইত্যাদি যোগে পণ্য সরবরাহের জন্য ফরমায়েশ দেওয়া: Living in a remote village he had to send away for many daily necessities. send somebody down (বিশেষত) (অসদাচরণ ইত্যাদির কারণে কোনো ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে) বহিষ্কার করা। send something down নামিয়ে দেওয়া; কমানো: Abundant supplies have sent the prices down. send for somebody/something (to do something) কাউকে ডেকে পাঠানো; কোনোকিছু আনতে (লোক) পাঠানো: send for a doctor. She sent for the suitcase she left here yesterday. send something forth (আনুষ্ঠানিক) উৎপাদন করা; বহির্গত করা: send forth leaves. send something in (প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদির জন্য) পাঠানো; দাখিল করা: send in one’s name for a contest; send in an application. send one’s name in কারো নাম প্রচার। send somebody off (see somebody off অধিক প্রচলিত) বিদায় জানাতে যাত্রারম্ভের স্থান পর্যন্ত অনুগমন করা; We went to the airport to send her off. সুতরাং send-off (noun) বিদায়। send something off (গন্তব্যস্থলে) পাঠানো। send something on (ক) আগাম পাঠানো। (খ) (চিঠিপত্র) ঠিকানা বদলিয়ে পুনরায় ডাকে পাঠানো: Please send my letters on while I am away.(গ) উৎপাদন করা: send out new leaves. send somebody/something up উত্ত্যক্ত করা; খ্যাপানো; তামাশা করা; ভেংচানো। send-up (noun) প্যারডি; ভেংচি; নকল। send something up বাড়িয়ে দেওয়া; বাড়ানো: Short supply of vegetables has sent the price up.
  • English Word sender Bengali definition [সেনডা(র্‌)] (noun) প্রেরক; প্রেষক