Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word shady Bengali definition [শেইডি] (adjective) (shadier, shadiest) (১) ছায়াময়; ছায়াবৃত; ছায়াচ্ছন্ন: the shady side of the road. (২) সততা সম্বন্ধে সন্দেহের অবকাশ আছে এমন; সন্দেহজনক: a shady transaction/financier; a shady looking customer, (কথ্য) বদমাশ চেহারার লোক।
  • English Word shaft Bengali definition [শা:ফ্‌ট্‌ America(n) শ্যাফ্‌ট্‌] (noun) [countable noun] (১) শর; বাণ; তীর; শরযষ্টি: (লাক্ষণিক) shafts of envy/ridicule. (২) (কুড়ালের) দণ্ড; হাতল(৩) ঘোড়ার গাড়িতে যে দুটি দণ্ডের মাঝখানে ঘোড়া জোড়া হয়, তাদের যেকোনো একটি; কুবর; ধুর(৪) স্তম্ভের (ভিত্তি ও শীর্ষের) মধ্যবর্তী অংশ; শুষ্ক স্তম্ভকাণ্ড(৫) (কয়লার খনিতে নামার জন্য, কোনো ভবনে লিফ্‌ট লাগানোর জন্য কিংবা বায়ু চলাচলে) দীর্ঘ, সরু, সাধারণত খাড়া ফাঁকা স্থান; খনিকূপ(৬) যন্ত্রের দুটি অংশকে জোড়া লাগানোর জন্য কিংবা শক্তি সঞ্চালিত করার দণ্ড; ধুর; শঙ্কু(৭) (আলোর) রশ্মি; বজ্র
  • English Word shag Bengali definition [শ্যাগ্‌] (noun) [uncountable noun] মোটা ধরনের কাটা তামাক
  • English Word shagged Bengali definition [শ্যাগ্‌ড্] (predicatively adjective) shagged (out) (British/Britain কথ্য) অত্যন্ত ক্লান্ত
  • English Word shaggy Bengali definition [শ্যাগি্] (adjective) (shaggier, shaggiest) (১) (চুল/লোম) রুক্ষ, মোটা ও অপরিপাটি; ঝাঁকড়মাকড়; উষ্কখুষ্ক(২) রুক্ষ; মোটা চুলে আবৃত, ঝাঁকড়া; ঝাঁকড়মাকড়; লোমওয়ালা: a shaggy dog; shaggy eyebrows. shaggy-dog story দীর্ঘ কৌতুককর গল্প, যা ক্লান্তিকর এবং নিতান্ত দুর্বল সমাপ্তির কারণেই কৌতুকাবহ। shaggily [শ্যাগিগিলি] (adverb) উষ্কখুষ্কভাবে। shagginess (noun) ঝাঁকড়মাকড় অবস্থা।
  • English Word shah Bengali definition [শা:] (noun) ইরানের সাবেক রাজা; তাঁর উপাধি; শাহ
  • English Word Shahid Bengali definition [শোহিদ] (noun) ধর্মযুদ্ধে অথবা মহৎ উদ্দেশ্যে যিনি আত্মদান করেন; martyrl
  • English Word shake 1 Bengali definition [শেইক্] (verb transitive), (verb intransitive) (past tense shook [শুক্], past participle shaken]শেইকা্‌ন্‌]) (১) নাড়া; ঝাঁকা; ঝাঁকানো; নাড়া/ঝাঁকা/ঝাঁকুনি দেওয়া: shake a piece of cloth; shake one’s head (to somebody), (না সূচক) মাথা নাড়া; shake one’s finger at somebody, (অনুমোদন বা হুঁশিয়ারিসূচক) আঙুল নাড়া: shake one’s finger at somebody, (স্পর্ধাসূচক) মুষ্টি উত্তোলন করা; to shake with cold ঠাণ্ডায় কাঁপা]; My sides were shaking with laughter, হাসিতে পেট ফেটে যাচ্ছিল; to shake in one’s shoes, ভয়ে কাঁপা। shake hands (with somebody), দ্রষ্টব্য hand 1 (১). (২) নাড়া দেওয়া; আহত/দুর্বল করা; বিচলিত করা: shake somebody’s faith/courage. (৩) (কারো কণ্ঠ) কাঁপা। shaking (noun) =দ্রষ্টব্য shake 2. give something a good shaking. shaker (noun) যে ঝাঁকায়; যে পাত্রে কিছু ঝাঁকানো হয়: a cocktail-shake. (৪) (adverbial particle ও preps -সহ) shake down (কথ্য) (ক) নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে/মানিয়ে নেওয়া: The recruits are shaking down well.(খ) ঘুমানোর জন্য শুয়ে পড়া: shake down on the carpet. shake somebody down (America(n) ভয়, জবরদস্তি ইত্যাদির মাধ্যমে অর্থ আদায় করা। shake somebody/something down (America(n)) তন্ন তন্ন করে খোঁজা। shake something down চূড়ান্তভাবে পরীক্ষা করে নেওয়া। shake-down (noun) (কথ্য) (ক) সাময়িক শয্যা। (খ) (America(n)) জবরদস্তিমূলক অর্থ আদায়। (গ) (America(n)) পুঙ্খানুপঙ্খ তল্লাশি। (ঘ) (নতুন জাহাজ, বিমান ইত্যাদির) চূড়ান্ত পরীক্ষা: a shake-down voyage/flight. shake something from/out of something ঝাঁকিয়ে ফেলা: shake mangoes from a tree. shake somebody off (কারো হাত থেকে) নিজেকে মুক্ত করা: The robber ran hell for leather and soon shook off his pursuers. shake something off ঝেড়ে ফেলা: shake off a cold. shake out (সামরিক) ছড়িয়ে পড়া: The general ordered his troops to shake out. shake something out ঝাঁকুনি দিয়ে খোলা/মেলা: shake out a sail/bed sheet. shake-out (noun) শ্রমিকদের অপ্রয়োজনীয় করার প্রক্রিয়া বা কাজ; ঝাঁকুনি: a new shake-out in the textile industry. shake something up (ক) ঝাঁকিয়ে মেশানো: shake up a bottle of medicine.(খ) নেড়েচেড়ে আগের অবস্থায় আনা: shake up a cushion. shake somebody up অনীহা বা অবসাদ থেকে উদ্ধার করা; ঝাঁকানি দেওয়া: Our executives need shaking up-they’ve become too lazy. সুতরাং, shake-up (noun) ঝাঁকানি: The management needs a good shake-up.
  • English Word shake 2 Bengali definition [শেইক্] (noun) [Countable noun] (১) নাড়া; ঝাঁকি; কম্পন; বিকল্প কম্প; আন্দোলন: a shake of the hand. (২) (কথ্য) মুহূর্ত: in half a shake, মুহূর্তের মধ্যে। (৩) (plural) no great shakes (অপশব্দ) খুব বেশি ভালো বা কাজের নয়; আহামরি কিছু নয়(৪) egg-shake, milk-shake গ্লাসে ঝাঁকানো সুবাসিত দুধ ও ডিম কিংবা শুধু দুধের পানীয়বিশেষ
  • English Word Shakespearian Bengali definition [শেইক্‌স্‌পিআরি্আন] (adjective) শেক্সপিয়র সম্বন্ধীয় বা তাঁর রীতিতে; শেক্সপিয়রীয়
  • English Word shaky Bengali definition [শেইকি] (adjective) (shakier, shakiest) (১) (ব্যক্তি, তার চলাফেরা ইত্যাদি) দুর্বল, বিচলিত, অস্থির, কম্পিত: shaky hands; feel very shaky. (২) নড়বড়ে; অদৃঢ়; অনির্ভরযোগ্য: a shaky table. shakily [শেইকিলি্] (adverb) বিচলিতভাবে, কম্পিতভাবে ইত্যাদি। shakiness (noun) অস্থিরতা; বিচলিত/নড়বড়ে অবস্থা।
  • English Word shale Bengali definition [শেইল্‌] (noun) [uncountable noun] নরম শিলাবিশেষ, যা সহজেই স্তরে স্তরে বিভক্ত হয়; কোমল শিলাshale-oil (noun) শিলাজতুময় শেইল থেকে প্রাপ্ত তেল; পাথুরে তেল।
  • English Word shall Bengali definition [দুর্বল রূপ শ্‌ল্; জোরালো রূপ শ্যাল্] (anomalous finite) (shall not - এর সংক্ষিপ্ত রূপ' shan’t [শা:নট্ Uncountable noun শ্যান্‌ট্‌] thou- এর সঙ্গে প্রাচীন রূপ' shalt [শ্যাল্‌ট্‌] ব্যবহৃত হয়,' past tense রূপ' should [শূড; দুর্বল রূপ শড্‌]; should not- এর সংক্ষিপ্ত রূপ' shouldn’t [শুড্‌ন্‌ট্] (১) (ভবিষ্যতকালের auxiliary verb –রূপে ব্যবহৃত হয়; উত্তম পুরুষে হাঁ-সূচক ও প্রশ্নবোধক বাক্যে এবং মধ্যম পুরুষে কেবল প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। কথ্যরীতিতে shall- এর পরিবর্তে will- এর ব্যবহার ব্যাপক): I shall ask him about it. (shall- এর স্থলে should -এর প্রয়োগ অতীতকালে ভবিষ্যৎ কিংবা শর্তসাপেক্ষ বিবৃতি সূচিত করে): We should have fetched a doctor if we had had time. (২) (বক্তার সংকল্প বা অভিপ্রায়সূচক ভবিষ্যৎ বা শর্তমূলক বাক্য রচনার জন্য প্রথম ও মধ্যম পুরুষে ব্যবহৃত হয়; shall ও should- এর উপর জোর দিলে এতে দায়দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রকাশ পায়; জোর না দিলে প্রতিশ্রুতি বা হুমকি প্রকাশ পায়): You shall have a sweet (বক্তার ইচ্ছা): You shall not come near me. (৩) [কর্তব্য, আদেশ, দায়দায়িত্ব, শর্তসাপেক্ষ কর্তব্য এবং (না-সূচক বাক্যে) নিষেধের ভাব ব্যক্ত করতে সব পুরুষে ব্যবহৃত হয়]: Shall I wait for you? (৪) (অভিপ্রায়সূচক উপবাক্যে সব পুরুষেই ব্যবহৃত হয় may বা might-এর তুল্যমূল্য রূপে): He gave me some money so that I should consult a doctor. (৫) (subjunctive তুল্যমূল্যরূপে সব পুরুষেই ব্যবহৃত হয়): I am surprised that he should leave so soon. (৬) (পরোক্ষ উক্তিতে) উত্তম পুরুষের উক্তি অন্য পুরুষে বিবৃত করলে shall, should ব্যবহৃত হয় (যেমন ‘What shall I say, mother’, she said. She asked her mother what she should say, তবে will ও would এখন অধিক প্রচলিত); অন্য পুরুষের উক্তি উত্তম পুরুষে বিবৃত করলেও shall ও should ব্যবহৃত হয় (যেমন He said, ‘You will get a ticket at half price’- He told me that I should get a ticket at half price.)৭ [how, why এবং (কখনো-কখনো) অন্য প্রশ্নবোধক শব্দের পরে should ব্যবহৃত হয়]: How should he come back? Why should I help you? (৮) (সম্ভাব্যতা বা প্রত্যাশা ব্যক্ত করতে should ব্যবহৃত হয়): He should have finished by now. (৯) পরামর্শ বা উপদেশ দানে should ব্যবহৃত হয়: You should eat more fruits.
  • English Word shallot Bengali definition [শালট্] (noun) কতকটা রসুনের মতো কোয়াবিশিষ্ট ছোট জাতের পিঁয়াজ; ছোট পিঁয়াজ
  • English Word shallow Bengali definition [শ্যালো] (adjective) অগভীর; গাধ; চেটালো: shallow water; a shallow saucer/dish; (লাক্ষণিক) ভাসাভাসা; উপর-উপর; অসার; অগভীর: a shallow argument; shallow talk. □ (noun) (প্রায়ই plural) সাগর বা নদীতে অগভীর স্থান; গাধভূমি; মগ্নচড়া। □ (verb intransitive) অগভীর হওয়া।
  • English Word shalom Bengali definition [শ্যাল্‌ম্‌] (interjection) (হিব্রু শব্দ) (সম্ভাষণ ও বিদায় জানাতে ব্যবহৃত হয়) সালাম
  • English Word sham Bengali definition [শ্যাম্] (verb intransitive), (verb transitive) (shammed, shamming, shams) ভান বা ছল করা: He shammed seriously injured. □ (noun) (১) ছল; ভান; ব্যপদেশ; ব্যাজ; ভণ্ড; ভাঁওতাবাজ; ছলক: You’re a sham, your love is mere sham. (২) [uncountable noun] অজুহাত; ছুতা; ওজর; ভাঁওতা: I don’t believe you, what you say is all sham. □ (adjective) মিথ্যা; কপট: sham piety; a sham battle (সামরিক প্রশিক্ষণকালে) যুদ্ধের অভিনয়।
  • English Word shamble Bengali definition [শ্যাম্‌ব্‌ল্] (Verb intransitive) টলতে টলতে বা পা টেনে টেনে চলা: The old beggar shambled up to the pedestrian. □ (noun) পা টেনে টেনে চলন।
  • English Word shambles Bengali definition [শ্যাম্‌ব্‌ল্‌জ্] (noun) (singular) (১) (পুরাতনী) ব্যাপক হত্যাকাণ্ডের স্থান; বধ্যভূমি; কসাইখানা(২) (কথ্য) বিশৃঙ্খলা; হট্টশালা; হট্টগোল; ঘণ্ট: Your room is (in) a shambles. You’ve made a shambles of the job.
  • English Word shame Bengali definition [শেইম্] (noun) [uncountable noun] (১) লজ্জা; পরম: hang one’s head in/for shame. shamefaced (adjective) লজ্জিত; লজ্জিতমুখ। সুতরাং shamefacedly [শেইম্‌ফে্ইস্‌ট্‌লি] (adverb) লজ্জিত মুখে; অধোবদনে। shame-making (adjective) (কথ্য) লজ্জাদান। (২) লজ্জাবোধ: Please stop, if you have shame! (For) shame! (তিরস্কারসূচক) লজ্জার দোহাই! (৩) অপমান; অসম্মান; অমর্যাদাbring shame on somebody/oneself অসম্মান/অপমান/কলঙ্কিত করা। cry shame on somebody নিজের আচরণে লজ্জিত হওয়া উচিত বলে কারো সম্বন্ধে ঘোষণা করা; ধিক্কার দেওয়া। put somebody to shame (উৎকর্ষের দ্বারা) কাউকে লজ্জা দেওয়া/ম্লান করা। Shame on you! ধিক তোমাকে! লজ্জা হয় না তোমার? (৪) a shame লজ্জাকর কিছু; লজ্জা; কলঙ্ক: What a shame to flog that helpless boy! You are a shame to your country. □ (verb transitive) (১) লজ্জা দেওয়া; মুখে চুনকালি মাখানো: shame one’s family. (২) shame somebody into/out of doing something লজ্জার ভয় দেখিয়ে কিছু করানো কিংবা কিছু করা থেকে নিবৃত্ত করা: shame a man into apologizing. shameful [শেইমফল ] (adjective) লজ্জাকর; লজ্জাজনক: shameful conduct. shamefully [শেইমফালি] (adverb) লজ্জাজনকরূপে। shameless (adjective) নির্লজ্জ; বেহায়া; দুর্বিনীত; লজ্জাহীন। shamelessly (adverb) নির্লজ্জভাবে। shamelessness (noun) নির্লজ্জতা; বেহায়াপনা; লজ্জাহীনতা।
  • English Word shammy Bengali definition [শ্যামি] (Noun) shammy (leather) দ্রষ্টব্য chamois.
  • English Word shampoo Bengali definition [শ্যামপূ] (noun) [Countable noun, uncountable noun] কেশসংস্কার; কেশসংস্কারের জন্য বিশেষ সাবান, চূর্ণক, তরলপদার্থ ইত্যাদি; শ্যাম্পু: give somebody a shampoo. □ (verb transitive) কেশসংস্কার/শ্যাম্পু করা।
  • English Word shamrock Bengali definition [শ্যামরক্] (noun) প্রতি কাণ্ডে তিনটি পাতাযুক্ত ক্লোভারসদৃশ উদ্ভিদবিশেষ (আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক); শ্যামরক
  • English Word shan't Bengali definition [শা:ন্‌ট্ America(n) শ্যান্‌ট্‌]= shall not.
  • English Word shandy Bengali definition [শ্যান্‌ডি্] (noun) [uncountable noun] বিয়ার ও জিনজার বিয়ার বা লেমনেড মিশিয়ে প্রস্তুত পানীয়
  • English Word shanghai Bengali definition [শ্যাঙ্‌হাই] (verb transitive) (অপশব্দ) (পানীয় বা মাদক সেবনে) অজ্ঞান করে মাল্লা হিসেবে সমুদ্রগামী জাহাজে তুলে নেওয়া; চালাকি করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা
  • English Word shank Bengali definition [শ্যাঙ্‌ক্‌] (noun) (১) পা, বিশেষত জঙ্ঘা; জঙ্ঘাস্থি; পায়ের নলিgo on shank’s mare/pony পায়ে হাঁটা; স্বীয় চরণ ভরসা করা। (২) নোঙর, চাবি, চামচ ইত্যাদির ঋজু, দীঘল অংশ; ইস্ক্রুর কাণ্ডের মসৃণ অংশ; নলি
  • English Word shantung Bengali definition [শ্যান্‌টাঙ্] (noun) [Uncountable noun] সাধারণত রং না-করা এক ধরনের ভারী রেশমি বস্ত্র
  • English Word shanty 1 Bengali definition [শ্যান্‌টি] (noun) [countable noun] (plural shanties) যেমন তেমনভাবে তৈরি কুটির বা চালাঘর; ঝুপড়ি; কুঁড়েঘরshanty-town (noun) শহরের বস্তি এলাকা।
  • English Word shanty 2 Bengali definition (America(n)= chant(e)y) [শ্যান্‌টি] (noun) (plural shanties) (প্রায়ই seashanty) কর্মরত অবস্থায় মাল্লাদের অঙ্গসঞ্চালনের তালে তালে গাওয়া গান; সারিগান