• Bengali Word shoulder English definition [শোলডা(র্‌)] (noun) ১ স্কন্ধ; কাঁধ; ঘাড়; অংস।
    shoulder to shoulder কাঁধে কাঁধে; (লাক্ষণিক) ঐক্যবদ্ধ। give somebody the cold shoulder, দ্রষ্টব্য cold 1 (১). put one’s shoulder to the wheel কঠিন কাজে সাগ্রহে নিয়োজিত হওয়া; কাঁধ দেওয়া। stand head and shoulders above (others) উচ্চতায় (কিংবা লাক্ষণিক মানসিক বা নৈতিক উৎকর্ষে) অন্যদের ছাড়িয়ে ওঠা। straight from the shoulder (লাক্ষণিক, সমালোচনা, তিরস্কার ইত্যাদি) স্পষ্ট ও অকপট। shoulder-blade (noun) পিঠের উপরের ডানে ও বাঁয়ে দুটি অস্থির যেকোনো একটি; অংসফলক; পাখনা। shoulder-strap (noun) (ক) সামরিক উর্দির কাঁধে (পদমর্যাদা সূচক চিহ্নদিসহ) সরু চামাটি বিশেষ; কাঁধের চামাটি। (খ) মেয়েদের কাঁধের উপর দিয়ে প্রসারিত যে রিবন পোশাকের সম্মুখ ও পিছনের অংশকে সংযুক্ত করে; কাঁধের ফিতা। shoulder-flash (noun) সামরিক উর্দির কাঁধে বস্ত্রের সরু ফালিবিশেষ, যার উপর ডিভিশন ইত্যাদির প্রতীকসূচক রঙের ছোপ থাকে, অংসধ্বজ। (২) (plural) দুই কাঁধের মধ্যবর্তী পৃষ্ঠাংশ; কাঁধ: give a child a ride on one’s shoulders. have broad shoulders গুরুভার বা (আলংকারিক অর্থ) গুরুদায়িত্ব বহনের উপযুক্ত হওয়া। (৩) বোতল, হাতিয়ার, পর্বত ইত্যাদির স্কন্ধসদৃশ অংশ। hard shoulder সড়কের (বিশেষত মোটরপথের) পাশের শক্ত উপরিভাগ। □ (verb transitive) (১) (সাহিত্যিক ও আলংকারিক অর্থ) কাঁধে নেওয়া: shoulder a burden/the responsibility for something. shoulder arms (সামরিক) রাইফেল নিজের সামনে ডাইনে খাড়া করে ধরা। (২) কাঁধ দিয়ে ঠেলা দেওয়া; কাঁধ দিয়ে ঠেলে পথ করা: shoulder one’s way through a crowd.