Bengali Word settle 1English definition [সেট্ল্] (noun) [countable noun] উঁচু হেলানো ও হাতলওয়ালা কাঠের লম্বা আসন, যার নিচে অনেক সময় একটি বাক্স থাকে।
Bengali Word settle 2English definition [সেট্ল্] (verb transitive), (verb intransitive) (adv, part ও' preps -সহ বিশিষ্ট প্রয়োগ দ্রষ্টব্য নিচে ১০- এ) ১ উপনিবেশ স্থাপন করা: The French settled in Quebec.
(২) বসবাস করা; বসতি স্থাপন করা: settle in America/in New York.
(৩) settle (on something) বসা; জমা; কিছু সময়ের জন্য থাকা/থামা: The swallow settled in the telegraph-post. The dust settled on the furniture.
(৪) (অস্থিরতা বা কর্মচাঞ্চল্যের পরে) নতুন কোনো অবস্থানে বা ভঙ্গিতে অভ্যস্ত করা কিংবা আরামে শোয়ানো/ বসানো: The injured boy was settled on a bed.
(৫) শান্ত/স্থির হওয়া বা করা: We left after the excitement had settled. A period of settled weather.
(৬) ব্যবস্থা/বন্দোবস্ত করা; মীমাংসা/নিষ্পত্তি করা; স্থির করা; সিদ্ধান্ত করা: The dispute was settled amicably; He settled his affairs before going on a voyage.
(৭) পরিশোধ করা; মেটানো; চুকানো: settle a bill.
(৮) (বাতাসের ভাসমান ধুলা ইত্যাদি এবং তরল পদার্থে ভাসমান কণা ইত্যাদি) থিতানো; তলানি/তলায় পড়া; (তরল) তলানি পড়ে স্বচ্ছ হওয়া: Last night’s shower settled the dust.
(৯) (ভূমি, বাড়ির ভিত্তি ইত্যাদি) দাবা; দেবে স্থির হওয়া: The ground settled.
(১০) (adverb, part ও peps -সহ বিশেষ প্রয়োগ) settle down (অস্থিরতা বা কর্মচাঞ্চল্যের পর) আরাম করে বসা বা শোয়া: She settled down on the sofa to read a magazine.
settle (somebody) down শান্ত হওয়া বা করা: Wait until. the audience settle down.
settle (down)/to something মনোযোগ দেওয়া: I’am trying To settle (down) to my work.
settle down (to something) (নতুন ধরনের জীবন, নতুন কাজ ইত্যাদিতে) প্রতিষ্ঠিত হওয়া; বসে যাওয়া: settle down in a new career/job.
settle down to married life; marry and settle down বিয়ে করে সংসারী হওয়া।
settle for something পুরোপুরি সন্তোষজনক না-হলেও মেনে নেওয়া; রাজি হওয়া: He asked £ 200 for the picture, but had to settle for £ 150.
Settle (somebody) in নতুন বাড়ি, চাকরি ইত্যাদিতে গুছিয়ে বসা কিংবা গুছিয়ে বসতে সাহায্য করা: They’re settled in their new house.
settle something on/upon somebody (আইন সম্বন্ধীয়) কাউকে (সম্পত্তি ইত্যাদির) যাবজ্জীবন ভোগদখলের জন্য দান করা: settle part of one’s estate on a nephew.
settle on/upon something পছন্দ করা; বেছে নেওয়া: You must settle on one of the articles.
settle (up) (with somebody) পাওনা মিটিয়ে দেওয়া: When shall you settle up with the mason? have an account to settle with somebody (কথ্য) কারো সঙ্গে কোনো অপ্রীতিকর ব্যাপার, ঝগড়া ইত্যাদি আলোচনা করার জন্য থাকা; হিসাব মেটানোর জন্য থাকা।
Bengali Word settledEnglish definition [সেট্ল্ড্] (adjective) ১ স্থির; অনড়; পরিবর্তনহীন; স্থায়ী; নির্দিষ্ট; অবিচল: settled weather; a man of settled convictions.
(২) (পরিশোধিত বিলের উপর লিখিত) পাওনা পরিশোধিত।
Bengali Word settlementEnglish definition [সেট্ল্মান্ট্] (noun) ১ [uncountable noun, countable noun] নিষ্পত্তি; মীমাংসা; পরিশোধ: a lasting settlement of the disputes; Please send us a cheque in settlement of our account.
(২) [countable noun] যাবজ্জীবন ভোগদখলের জন্য প্রদত্ত সম্পত্তি; ঐরূপ সম্পত্তির বিবরণ (দ্রষ্টব্য settle (১০) : marriage settlement, স্ত্রীর অনুকূলে স্বামী কর্তৃক প্রদত্ত ঐরূপ সম্পত্তি।
(৩) [uncountable noun, countable noun] উপনিবেশ স্থাপন; উপনিবেশ; বসতি; বন্দোবস্ত; বিলিবন্দোবস্ত: French settlement in India; empty lands awaiting settlement.
Bengali Word settlerEnglish definition [সেট্লা(র্)] (noun) ঔপনিবেশিক; নতুন উন্নয়নশীল দেশে বাস করতে আসা বিদেশি: Japanese settlers in Brazil,