Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word September Bengali definition [সেপ্‌টেমবা(র্‌)] (noun) সেপ্টেম্বর (মাস)।
  • English Word septet Bengali definition [সেপ্‌টেট্] (noun) সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের সমষ্টি; সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের জন্য রচিত সংগীত; সপ্তস্বরা
  • English Word septic Bengali definition [সেপ্‌টিক্] (adjective) বীজদূষণমূলক; বীজদূষিত; বীজাণুঘটিত: septic poisoning. septic tank মলশোধনী।
  • English Word septicemia Bengali definition [সেপটিসীমিআ] (noun) রক্তে বিষসঞ্চার; রক্তবিষণ
  • English Word septuagenarian Bengali definition [সেপট্যিউজনেআরিআন্‌ America(n) সেপট্যিচুজানেআরিআন্‌] (noun) (৭০) থেকে ৭৯ বছর পর্যন্ত বয়স্ক ব্যক্তি, সপ্ততিপরবৃদ্ধ
  • English Word sepulchre Bengali definition (America(n)= sepulcher) [সেপ্‌ল্‌কা(র্‌)] (noun) [countable noun] (বিশেষত শিলা কেটে বা পাথর দিয়ে তৈরি) সমাধি; কবরthe Holy Sepulchre যিশুকে যে কবরে শোয়ানো হয়েছিল; পুণ্যসমাধি। whited sepulchre (noun) ভণ্ড; কপটী। sepulchral [সিপালক্রাল্‌] (adjective) (১) কবর বা অন্ত্যেষ্টি সম্বন্ধীয়; শ্মাশানিক(২) গভীর বিষাদময়; অন্ত্যেষ্টিক্রিয়ার আবহ মনে করিয়ে দেয় এমন; মৃত্যুশীতল: sepulchre look; in a sepulchre voice.
  • English Word sepulture Bengali definition [সেপ্‌ল্‌চুআ(র্‌)] (noun) [uncountable noun] সমাহিতকরণ; দাফন
  • English Word sequacious Bengali definition [সেকোয়েইশাস্‌] (adjective) অনুগামী; পুচ্ছগ্রাহী; দাসমনোভাবাপন্ন
  • English Word sequel Bengali definition [সীকোয়াল্‌] (noun) [countable noun] (১) (পূর্ববর্তী কোনো ঘটনার) পরিণাম; অনুফল; জের: The incident will have an unpleasant sequel. in the sequel পরিণামে; ফলে। (২) (পূর্ববর্তী কোনো কাহিনি, ছায়াছবি ইত্যাদির) অনুবৃত্তি; জের; উত্তরভাগ
  • English Word sequence Bengali definition [সীকোয়ান্‌স্‌] (noun) [uncountable noun, countable noun] পরম্পরা; ক্রম; অনুক্রম; আনুপূর্ব; পারম্পর্য; অনুলোপ: The sequence of event; a sequence of spades, (তাস) মূল্যের দিক থেকে পর পর তিন বা ততোধিক ইস্কাপন। sequence of tenses (ব্যাকরণ) অধীন উপবাক্যের কালকে মুখ্য উপবাক্যের কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সূত্র; ক্রিয়ার কালের অনুক্রম। sequent [সীকোয়ান্‌ট্] (adjective) (আনুষ্ঠানিক) কালের দিকে থেকে অনুগামী; পরিণামী। sequential [সিকোয়েন্‌শ্‌ল্‌] (adjective) পারস্পরিক; আনুক্রমিক; পরিণামী।
  • English Word sequester Bengali definition [সিকোয়েস্‌টা(র্‌)] (verb transitive) (১) (কাউকে) অন্য মানুষ থেকে পৃথক করে রাখা; স্বতন্ত্র/ নিঃসঙ্গ করে রাখা; আটক/বিচ্ছিন্ন রাখা: sequester oneself from the world. (২) (আইন সম্বন্ধীয়)= sequestrate. sequestered (adjective) (স্থান) নিরালা; নির্জন; বিজন।
  • English Word sequestrate Bengali definition [সিকোয়েস্‌ট্রেইট্] (verb transitive) (১) (আইন সম্বন্ধীয়) (ঋণী ব্যক্তির সম্পত্তি, জমিজমা ইত্যাদি) দেনা পরিশোধ কিংবা অন্যান্য দাবি না মেটানো পর্যন্ত সাময়িকভাবে দখলে নেওয়া; ক্রোক করা(২) বাজেয়াপ্ত করাsequestration [সীকোয়েস্‌ট্রেইশ্‌ন্] (noun) ক্রোক; বাজেয়াপ্তকরণ।
  • English Word sequin Bengali definition [সীকোয়িন্‌] (noun) (১) পোশাক ইত্যাদিতে অলংকার হিসেবে সেলাই করা রূপা ইত্যাদির ক্ষুদ্রাকার চাকতি; চুমকি(২) (ইতিহাস) এক সময়ে প্রচলিত ভিনিসীয় স্বর্ণমুদ্রা
  • English Word sequoia Bengali definition [সিকোয়আ] (noun) ক্যালিফোর্নিয়ার মোচাকৃতি শীর্ষবিশিষ্ট অতি দীর্ঘ বিশালকায় চিরসবুজ বৃক্ষবিশেষ; সিকোইয়া
  • English Word seraglio Bengali definition [সেরালিওউ] (noun) হারেম; (বিশেষত ইতিহাস) কনসট্যান্টিনোপলে সুলতানের প্রাসাদ।
  • English Word serai Bengali definition [সেরা] (noun) সরাই; পান্থশালা; চটি
  • English Word seraph Bengali definition [সেরাফ্‌] (noun) (plural seraphs বা seraphim) [সেরাফি্ম্] (বাইবেলি) সর্বোচ্চ শ্রেণির ফেরেশতাদের যে কোনো একজন। দ্রষ্টব্য cherub. seraphic [সের্যা্ফিক্] (adjective) দেবদূততুল্য; দেবদূততুল্য সুখী ও সুন্দর।
  • English Word sere Bengali definition [সিআ(র্‌)] = sear 2
  • English Word serenade Bengali definition [সেরানেইড্] (noun) রাতে ঘরের বাইরে বাজানোর বা গাওয়ার জন্য রচিত সংগীতবিশেষ; সেরেনাদ। □ (verb transitive) সেরেনাদ গাওয়া বা বাজানো।
  • English Word serendipity Bengali definition [সেরান্‌ডিপাটি] (noun) দৈবক্রমে শুভ ও অপ্রত্যাশিত আবিষ্কার; ঐরূপ আবিষ্কারের ক্ষমতা বা প্রতিভা; দৈবযোগ; দৈবপ্রাপ্তিযোগ
  • English Word serene Bengali definition [সিরীন্‌] (adjective) স্বচ্ছ ও শান্ত; স্থির; শান্তিপূর্ণ; প্রশান্ত; নির্মেঘ; নির্মল: a serene ্রsmile; a serene sky. serenely (adverb) প্রশান্তভাবে ইত্যাদি। serenity [সিরেনাটি] (noun) [uncountable noun] প্রশান্তি।
  • English Word serf Bengali definition [সাফ্] (noun) (ইতিহাস) ক্রীতদাসের মতো দায়বদ্ধ কৃষক, যাকে জমি ছেড়ে চলে যেতে দেওয়া হয় না; ভূমিদাস; (লাক্ষণিক) ক্রীতদাসবৎ ব্যক্তি; উঞ্ছজীবী। serfdom [সাফ্‌ডাম্] (noun) [uncountable noun] (১) ভূমিদাস প্রথা(২) ভূমিদাসবৃত্তি
  • English Word serge Bengali definition [সাজ্‌] (noun) [uncountable noun] পশমি বস্ত্রবিশেষ; সাজ
  • English Word sergeant Bengali definition [সা:জান্‌ট্‌] (noun) (১) নায়েকের উপরে এবং সার্জেন্ট-মেজরের নিচের পদমর্যাদার অনাযুক্ত (non-commissioned) সামরিক কর্মকর্তা; সার্জেন্টsergeant-major (noun) অনাযুক্ত সামরিক কর্মকর্তাদের সর্বোচ্চ পদ; সার্জেন্ট মেজর। (২) পরিদর্শকের নিচের পদমর্যাদাসম্পন্ন পুলিশ কর্মকর্তা; সার্জেন্ট
  • English Word serial Bengali definition [সিআরিআল্‌] (adjective) (১) ক্রমিক; আনুক্রমিক: serial number. (২) (কাহিনি ইত্যাদি) (সাময়িকী, বেতার, টেলিভিশন ইত্যাদিতে) খণ্ডে প্রকাশিত; ক্রমবিন্যস্ত; ধারাবাহিক: a serial story appearing in a periodical. □ (noun) ক্রমবিন্যস্ত নাটক, কাহিনি ইত্যাদি। serially [সিআরিআলি] (adverb) ক্রমান্বয়ে; ধারাবাহিকভাবে। serialize, serialise [সিআলাইজ্‌] (verb transitive) ক্রমান্বয়ে/ধারাবাহিকভাবে প্রকাশ/উপস্থাপিত করা।
  • English Word sericulture Bengali definition [সেরিকালচা(র)] (noun) রেশম উৎপাদন; গুটিপোকার/রেশমকীটের চাষsericultural [সেরিকালচারাল্‌] (adjective) রেশমচাষ বিষয়ক। sericulturist [সেরিকালচারিস্‌ট্‌] (noun) রেশমচাষি।
  • English Word series Bengali definition [সিআরীজ্‌] (noun) (plural অপরিবর্তনীয়) অনেকগুলো বস্তু, ঘটনা ইত্যাদি, যাদের প্রত্যেকটি কোনো-না কোনোভাবে অন্যগুলির সঙ্গে, বিশেষত তার পূর্বেরটির সঙ্গে সম্পর্কযুক্ত; মালা; শ্রেণি; পরম্পরা; ক্রম: a series of coins/stamps, (যেমন) বিভিন্ন মূল্যের কিন্তু একই সময়ে প্রচারিত: a Television series, নটনটী, বিষয়বস্তু ইত্যাদির দ্বারা পরস্পরসম্পর্কিত কতকগুলি স্বয়ংসম্পূর্ণ অনুষ্ঠান; পরম্পরা। in series সুবিন্যস্তভাবে; (বিদ্যুৎপ্রবাহের গতিপথের উপাদানসমূহ সম্বন্ধে) প্রতিটি উপাদানের ভিতর দিয়ে সরাসরি প্রবাহিত বিদ্যুৎসরবরাহ-সংবলিত; পরম্পরাক্রমে বিন্যস্ত। দ্রষ্টব্য parallel ভুক্তিতে in parallel.
  • English Word seriocomic Bengali definition [সিআরিউকমিক্] (adjective) উদ্দেশ্যের দিক থেকে ঐকান্তিক কিন্তু বাহ্যত কৌতুককর (কিংবা এর বিপরীত); ঐকান্তিক ও কৌতুককর উভয় উপাদানসংবলিত; লঘুগুরু
  • English Word serious Bengali definition [সিআরিআস্] (adjective) গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল: a serious mind/face; look serious. (২) গুরুতর; সঙ্গিন; সাংঙ্ঘাতিক; ভয়ানক: a serious illness/mistake; a serious situation. (৩) ঐকান্তিক; নিষ্ঠাবান; একনিষ্ঠ; আন্তরিক; তদ্গতচিত্ত; নিবেদিতচিত্ত; একাগ্রচিত্ত: a serious worker/lover. seriously (adverb) ঐকান্তিকভাবে; একনিষ্ঠভাবে; গুরুতররূপে: be seriously ill, seriousness (noun) গুরুতর অবস্থা; ঐকান্তিকতা; গাম্ভীর্য; একনিষ্ঠতা; একাগ্রচিত্ততা। in all seriousness ঐকান্তিকভাবে; একাগ্রচিত্তে; পূর্ণ আন্তরিকতার সঙ্গে: I tell you this in all seriousness.
  • English Word serjeant Bengali definition [সা:জান্‌ট্‌] (noun) Serjeant-at-arms আনুষ্ঠানিক কর্তব্যপালনে কিংবা আদালত, বিধানসভা প্রভৃতি স্থানে শৃঙ্খলারক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবিশেষ