Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word safe 1 Bengali definition [সেইফ্] (adjective) (safer, safest) (১) safe (from) নিরাপদ; বিপম্মুক্ত: safe from attack. (২) অক্ষত; অনাময়; বির্বিঘ্নsafe and sound নিরাপদে ও অক্ষতশরীরে। (৩) ক্ষতি বা বিপদের আশঙ্কা নেই এমন; নিরাপদ: These sweets are safe for children. (৪) (স্থান, ইত্যাদি) নিরাপত্তা দেয় এমন; নিরাপদ। ৫ সতর্ক; সাবধানী; বিচক্ষণ: a safe statesman. be on the safe side প্রয়োজনের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা। (৬) নিশ্চিত: He is safe to get the job. (৭) (যৌগশব্দ) safe-conduct (noun) (বিশেষত যুদ্ধের সময়ে) গ্রেফতার বা ক্ষতিগ্রস্ত না-হয়ে কোনো এলাকা দর্শন বা অতিক্রম করার অধিকার; নিরাপদ সঞ্চারণsafe-deposit (America(n)= safe-deposit) (noun) মূল্যবান দ্রব্যসামগ্রী হেফাজতে রাখতে পৃথকভাবে ভাড়া করা যায় এমন দুর্ভেদ্য প্রকোষ্ঠ ও সিন্দুকসংবলিত ভবন; নিরাপদ রক্ষণাগার। safeguard (noun) যে বস্তু, অবস্থা, পরিস্থিতি ইত্যাদি নিরাপত্তা দিতে পারে; রক্ষাকবচ। □ (verb transitive) safe guard (against) নিরাপত্তাবিধান করা; রক্ষা করা: safeguard one’s savings against inflation. safe-keeping (noun) [uncountable noun] হেফাজত; নিরাপদ সংরক্ষণ। safely (adverb) নিরাপদে; নির্বিঘ্নে। safeness (noun) নিরাপত্তা।
  • English Word safe 2 Bengali definition [সেইফ্] (noun) (১) সিন্দুক(২) মাছি ইত্যাদি থেকে নিরাপদে খাদ্যদ্রব্যাদি রাখার আলমারি: a meat safe, খাবারের আলমারি।
  • English Word safety Bengali definition [সেইফ্‌টি] (noun) [uncountable noun] (১) নিরাপত্তা: play for safety, খেলায় ঝুঁকি এড়িয়ে চলা। Safety First নিরাপত্তা সর্বাগ্রে (নিরাপত্তার গুরুত্বসূচক আদর্শবাণী)। road safety সড়কপথের নিরাপত্তা। (২) (যৌগশব্দ) safety-belt, দ্রষ্টব্য seat-belt. safetybolt/safety-catch/ safety-lock (noun(s)) সম্ভাব্য বিপদ থেকে নিরাপত্তা বিধায়ক কৌশল (যেমন দৈবক্রমে বন্দুকের গুলিনিক্ষেপ কিংবা যথাযথ চাবি ছাড়া দরজা খোলা রুখতে), নিরাপত্তা খিল/গুড়কা। safety-curtain (noun) রঙ্গমঞ্চে মঞ্চ ও দর্শকদের মধ্যে নামানোর উপযোগী অগ্নিরোধী যবনিকা; নিরাপত্তাপট। safety glass (noun) যে কাচ কাটে না বা ভাঙে না। safety-lamp (noun) খনি-শ্রমিকদের বাতি, যার শিখা এমনভাবে সংরক্ষণ করা হয় যে তা বিপজ্জনক কোনো গ্যাসে আগুন ধরাতে পারে না; নিরাপদ বাতি। safety-match (noun) নিরাপদ দিয়াশলাই (যা বাক্সের পার্শ্বস্থা একটি বিশেষ পিঠে ঘষা না-খেলে জ্বলে না। safety-pin (noun) যে পিনের অগ্রভাগটি আবৃত থাকে; সেফটি পিন। safety-razor (noun) যে ক্ষুরের ফলকটি এমনভাবে রক্ষিত থাকে যে তাতে ত্বক কেটে যাওয়ার ভয় থাকে না; নিরাপদ ক্ষুর। safety-valve (noun) (ক) (বাষ্পচালিত বয়লার ইত্যাদিতে) ক্ষুদ্র কপাট, যা চাপ বেশি বৃদ্ধি গেলে তা মোক্ষণ করে; নিরাপত্তা-কপাটিকা। (খ) (লাক্ষণিক) ক্রোধ, উত্তেজনা ইত্যাদি অনুভূতি নিরাপদে মোক্ষণ করবার উপায়। sit on the safety-valve অবদমননীতি অনুসরণ করা।
  • English Word saffron Bengali definition [সাফ্‌রান্] (noun) জাফরান
  • English Word sag Bengali definition [স্যাগ্‌] (verb intransitive) (sagged, sagging, sags) (১) চাপে বা ভারবশত মাঝ বরাবর বসে যাওয়া বা বেঁকে যাওয়া; পড়ে যাওয়া; sagging price. (২) অসমভাবে ঝুলে পড়া: an old woman s sagging cheeks. □ (noun) [countable noun] বক্রতা বা বক্রতার মাত্রা: a bad sag in the seat of the chair, থোড়ল।
  • English Word saga Bengali definition [সা:গা] (noun) [countable noun] (১) আইসল্যান্ডীয় বা নরওয়েজীয় বীরদের মধ্যযুগীয় বীরত্বগাথা(২) সুদীর্ঘ কাহিনি পরম্পরা, যেমন কোনো পরিবার, সামাজিক গোষ্ঠী ইত্যাদি সম্বন্ধে পরস্পরসম্পর্কিত অনেকগুলি পুস্তক (বিশেষত উপন্যাস): the Forsyte Saga. (৩) (কথা) একটি ঘটনাবহুল অভিজ্ঞতার দীর্ঘ বিবরণ: the saga of his travel in the Himalayas.
  • English Word sagacious Bengali definition [সাগেইশাস্] (adjective) সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।
  • English Word sage 1 Bengali definition [সেইজ্‌] (noun) জ্ঞানী লোক; মহাপ্রাজ্ঞ; ঋষি; প্রজ্ঞী। □ (adjective) জ্ঞানী; প্রাজ্ঞ; জ্ঞানবৃদ্ধ; জ্ঞানজ্যেষ্ঠ (প্রায়ই বক্রোক্তি) প্রাজ্ঞদর্শন। sagaly (adverb) প্রাজ্ঞোচিতভাবে।
  • English Word sage 2 Bengali definition [সেইজ্‌] (noun) [uncountable noun] খাবারের স্বাদগন্ধ বাড়াতে ব্যবহৃত অনুজ্জ্বল ধূসর-হরিৎ পত্রবিশিষ্ট উদ্ভিদবিশেষ: sage and onions, আস্ত হাঁস, রাজহাঁস ইত্যাদির ভিতরে ব্যবহৃত পুর। sage-green (noun), (adjective) অনুজ্জ্বল ধূসরহরিৎ (বর্ণ)।
  • English Word Sagittarius Bengali definition [স্যাজিটেআরিআস্‌] (noun) ধনুরাশি
  • English Word sago Bengali definition [সেইগো] (noun) [uncountable noun] সাগু; সাগুদানা
  • English Word sahib Bengali definition [সাহিব্‌] (noun) (১) ইউরোপীয় পুরুষ; সাহেব(২) সম্মানজনক পদে অধিষ্ঠিত ব্যক্তির নামের সঙ্গে যুক্ত উপাধি; সাহেব: Inspector sahib, ইন্সপেক্টর সাহেব। (৩) কাউকে সম্মান জানাতে, বিশেষত, মুসলমান নামের সঙ্গে ব্যবহৃত সম্বোধন: Khan Sahib, খানসাহেব; Chowdhury Sahib, চৌধুরী সাহেব।
  • English Word said Bengali definition [সেড্‌] (১) say-এর past tense, past participle. (২) উক্ত; পূর্বোক্ত
  • English Word sail 1 Bengali definition [সেইল্] (noun) [countable noun, uncountable noun] পাল: in full sail, সব পাল তুলে দিয়ে। set sail (from/to/for) (সমুদ্রপথে) যাত্রারম্ভ করা। under sail পাল খাটিয়ে (ধাবমান)। take in sail পাল খাটো করা; (লাক্ষণিক) কম উচ্চাভিলাষী/কর্মতৎপর হওয়া। take the wind out of somebody’s sails, দ্রষ্টব্য wind 1 (১). sail-cloth (noun) [uncountable noun] পাল বানানোর ক্যানভাস। (২) [countable noun] উইন্ডমিলের বাহুর সঙ্গে সংযুক্ত বোর্ডসমূহ; পাখা(৩) (plural অপরিবর্তিত) জাহাজ: a fleet of ten sail. Sail ho! (জাহাজ দৃষ্টিগোচর হওয়ার সংকেতসূচক চিৎকার)। (৪) (plural বিরল ক্ষেত্রে) জলপথে ভ্রমণ বা প্রমোদযাত্রা: go for a sail.
  • English Word sail 2 Bengali definition [সেইল্‌] (Verb intransitive), (verb transitive) (১) পাল খাটিয়ে বা ইনজিনের সাহায্যে সাগরে বা হ্রদে এগিয়ে চলা; (ক্রীড়া হিসেবে) পালের সাহায্যে বরফ বা বালুময় সৈকতের উপর দিয়ে ধাবিত হওয়া: sail up/along the coast. sail close/near to the wind (ক) (নৌচালনবিদ্যা) বায়ুর দিক বরাবর (অনুকূলে) জাহাজ চালনা করা। (খ) (লাক্ষণিক) পুরোপরি না হলেও অংশত কোনো আইন ভঙ্গ করা কিংবা নৈতিকতাবিরোধী কাজ করা। sailing-sailboat/ sailing-ship/ sailing-vessel (noun) পালের নৌকা/জাহাজ। (২) sail (for/from/to) (জাহাজ বা জাহাজের আরোহী) যাত্রারম্ভ করা; পাল বা ইনজিনের সাহায্যে জলপথে ভ্রমণ করা: a list of sailings, যেসব জাহাজ যাত্রা করবে তারিখসহ তাদের তালিকা। (৩) পাড়ি দেওয়া: sail the sea/the Atlantic. (৪) (জাহাজ) চালানো বা চালাতে জানা: Who sails the yacht? sailing-master (noun) প্রমোদতরি চালনার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা। (৫) পালের জাহাজের মতো সাবলীল গতিতে ভেসে চলা: clouds sailing across the sky. (৬) sail in শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে কিছু শুরু করাsail into somebody ভর্ৎসনা করা; আক্রমণ করা।
  • English Word sailor Bengali definition [সেইলা(র্)] (noun) (১) নৌজীবী; নাবিকsailor hat/blouse/suit নাবিকদের পরিধেয় টুপি ইত্যাদির অনুকরণে তৈরি শিশুদের টুপি; আঙরাখা; স্যুট। (২) good /bad sailor দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে ব্যক্তি কদাচিৎ/প্রায়ই সমুদ্রপীড়ায় আক্রান্ত হয়
  • English Word saint Bengali definition [সেইন্‌ট্‌ British/Britain দুর্বল রূপ নামের অব্যবহিত পূর্বে: সন্‌ট্] (noun) (১) সন্ত; পূতচরিত্র ব্যক্তি(২) মৃত্যুর পরে স্বর্গধামে স্থানপ্রাপ্ত পুণ্যাত্মা ব্যক্তি; সিদ্ধপুরুষ বা নারী(৩) (সংক্ষেপ St) ইহলোকে পবিত্র জীবনযাপনের ফলস্বরূপ স্বর্গে স্থান লাভ করেছেন বলে গির্জা কর্তৃক ঘোষিত ব্যক্তি; সন্ত; সিদ্ধজন; তপঃসিদ্ধ ব্যক্তি(৪) নিঃস্বার্থ বা ধৈর্যশীল ব্যক্তি; ঋষি(৫) saint’s-day (noun) কোনো সিদ্ধ ব্যক্তির স্মৃতিতর্পণের জন্য গির্জা কর্তৃক ঘোষিত উৎসব; সন্তদিবসSt Andrew’s Day (স্কন্টল্যান্ডের রক্ষক) সন্ত এন্ড্রু স্মরণদিবস, ৩০ নবেম্বরSt Davi’s Day (ওয়েলসের রক্ষক) সন্ত ডেভিডের স্মরণদিবস, ১ মার্চSt George’s Day (ইংল্যান্ডের রক্ষক) সন্ত জর্জের স্মরণদিবস, ২৩ এপ্রিলSt Valentene’s Day, দ্রষ্টব্য Valentine. (৬) St. Bernard [স্‌ন্‌ট্‌বানাড্‌ America(n)সেইন্‌ট্‌ বানা:ড্] (noun) আদিতে সুইস আল্‌প্‌সে খ্রিষ্টান সন্ন্যাসীগণ কর্তৃক লালিত বৃহদাকার, শক্তিশালী জাতের কুকুর, তুষারঝড়ে পথভ্রষ্ট পথিকদের উদ্ধারের জন্য এদের প্রশিক্ষণ দেওয়া হয়; সেন্ট বার্নার্ড। St Vitus’s [স্‌ন্‌ট্‌ ভাইটাসিজ] dance (noun) খিচুনি ও অনৈচ্ছিক অঙ্গবিক্ষেপযুক্ত স্নায়ুবৈকল্য। sainted (adjective) সন্ত বলে ঘোষিত বা বিবেচিত। sainthood [সেইন্‌ট্‌হুড্] (noun) [uncountable noun] সিদ্ধত্বলাভ। saintlike, saintly (adjective(s) সাধুসুলভ; পুণ্যাত্মা; ঋষিসুলভ: a saintly expression on his face. saintliness (noun) [uncountable noun] সাধুতা; পূতপবিত্রতা; পুণ্যশীলতা।
  • English Word sake Bengali definition [সেইক্] (noun) for the sake of somebody/something; for somebody’s/something’s sake খাতিরে; নিমিত্ত; কারণে; কল্যাণার্থে; উপকারার্থেfor God’s/goodness’/pity’s/mercy’s, etc sake সনির্বন্ধ অনুরোধ জোরালো করতে ব্যবহৃত বাক্যাংশ; ঈশ্বরের খাতিরে/দিব্য/কসম ইত্যাদি।
  • English Word saké Bengali definition [সা:কি] (noun) [uncountable noun] চাল থেকে প্রস্তুত জাপানি সুরাবিশেষ; সাকে
  • English Word sal volatile Bengali definition [স্যাল্ ভাল্যাটালি] (noun) [uncountable noun] অ্যামোনিয়ম কার্বোনেটের (স্মেলিং সল্ট বা আঘ্রেয় লবণ) দ্রবণ যা কেউ নিস্তেজ বোধ করলে বা অজ্ঞান হয়ে পড়লে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়; উদলবণ
  • English Word salable, saleable Bengali definition [সেইলাব্‌ল্] (adjective(s)) বিক্রয়যোগ্য; ক্রেতা পেতে পারে এমন; বিক্রয়োপযোগী; বিক্রয়সাধ্য
  • English Word salacious Bengali definition [সালেইশাস্] (adjective) (কথাবার্তা, বই, ছবি ইত্যাদি) অশ্লীল; অশালীন; অশোভন; রুচিবিগর্হিত; কুরুচিপূর্ণ; কামোত্তেজকsalaciously (adverb) অশ্লীল/অশোভন/অশালীনভাবে। salaciousness (noun) salacity [সল্যাসাটি] (noun) অশ্লীলতা; অশালীনতা।
  • English Word salad Bengali definition [স্যালাড্] (noun) (১) [countable noun, uncountable noun] লেটুস, টমেটো, শসা প্রভৃতি সবজি খণ্ড খণ্ড করে তেল, সিরকা ইত্যাদি সহযোগে তৈরি ঠাণ্ডা খাবার, যা কখনো-কখনো পনির, ঠাণ্ডা মাংস, মাছ প্রভৃতিসহ সাধারণত রান্না না-করে খাওয়া হয়; সালাদ: a chicken/lobster salad, prepare/mix a salad; cold beef and salad. salad-days (noun) (plural) অনভিজ্ঞ যৌবনকাল। salad-dressing (noun) সালাদের সঙ্গে ব্যবহৃত তেল সিরকা, লতাপাতা ইত্যাদির মিশ্রণ; সালাদের উপচার। salad-oil (noun) সালাদের (উপচার তৈরিতে ব্যবহৃত) তৈল। fruit salad বিভিন্ন ধরনের ফলের টুকরা দিয়ে তৈরি সালাদ। (৩) [uncountable noun] লেটুস, শসা, টমেটো প্রভৃতি কাঁচা খাওয়ার উপযোগী সবজি
  • English Word salamander Bengali definition [স্যালাম্যান্‌ডা(র)] (noun) গিরগিটিসদৃশ উভচর প্রাণী, এরা আগুনের মধ্যে বাস করতে পারে বলে মানুষের বিশ্বাস ছিল; স্যালাম্যান্ডার; আগ্নেয়গোধা
  • English Word salami Bengali definition [সালা:মি্] (noun) রসুনযুক্ত ইতালীয় নোনতা সসেজ; সালামি
  • English Word salary Bengali definition [স্যালারি] (noun) [countable noun] (plural salaries) (সাধারণত মাসিক) বেতন; [স্যালারি] (noun) [countable noun] (plural salaries) (সাধারণত মাসিক) বেতন; মাহিনা। তুলনীয় a weekly wage. salaried (adjective) বেতনভুক; (চাকরি) বেতনসংবলিত: salary posts.
  • English Word sale Bengali definition [সেইল্] (noun) (১) বিক্রয়। (up) for sale বিক্রয়ের অভিপ্রায়ে উপস্থিত; বিক্রেয়; বিক্রয়যোগ্য। on sale (দোকান প্রভৃতি স্থানে পণ্য) বিক্রয়ের জন্য উপস্থাপিত; বিক্রয়যোগ্য। on sale or return (খুচরা বিক্রেতার কাছে প্রেরিত পণ্য) বিক্রেয়, অবিক্রীত বা অসন্তোষজনক হলে ফেরতযোগ্য। bill of sale (বাণিজ্য) (অর্থ ঋণগ্রহণের পদ্ধতি হিসেবে) যে দলিলবলে ব্যক্তিগত অস্থাবর সম্পত্তির স্বত্ব অন্য ব্যক্তির কাছে হস্তান্তরিত করা হয়, যদিও উক্ত সম্পত্তি হস্তান্তরকারী ব্যক্তির দখলে থেকে যায়; বিক্রয়পত্র। (২) [countable noun] কোনোকিছু বিক্রয়ের দৃষ্টান্ত; বিক্রয়: a ready sale for mangoes. sales clerk (America(n)) দোকানের কর্মচারী। sales department (বাণিজ্য প্রতিষ্ঠানের) বিক্রয়বিভাগ। sales resistance ক্রেতাদের ক্রয়বিমুখতা। sales talk (কথ্য sales chat) (সম্ভাব্য ক্রেতাকে উৎসাহিত করতে) বিক্রয়ালাপ। sales tax বিক্রয়-কর। (৩) [countable noun] কিছু সময়ের জন্য নিম্নমূল্যে পণ্যবিক্রয়ের ব্যবস্থা; রেয়াতি বিক্রয়: winter/summer sales. (৪) [countable noun] নিলাম-বিক্রয়saleroom (noun) নিলামঘর। (৫) sale of work সেবামূলক কাজে অর্থ সংগ্রহের জন্য গির্জা প্রভৃতি সংগঠনের সদস্যগণ কর্তৃক প্রস্তুতসামগ্রী বিক্রয়। দ্রষ্টব্য jumble. salesman [সেইল্‌সমান্‌], sales woman [সেইল্সউ্যুমান] (noun(s) দোকানে বা (পাইকারি বিক্রেতার পক্ষে) খুচরা বিক্রেতার কাছে পণ্যবিক্রেতা, পণ্য বিক্রেত্রী। salemanship [সেইল্‌মান্‌শিপ্] (noun) [uncountable noun] বিক্রয়কুশলতা। saleable [সেইল্আব্‌ল্] (adjective) দ্রষ্টব্য salable.
  • English Word salient Bengali definition [সেইলিআন্‌ট্] (adjective) (১) প্রধান; অগ্রগণ্য; লক্ষণীয়; মুখ্য: the salient features of a landscape. (২) (কোণ) বহির্দিকে অভিক্ষিপ্ত; বহির্মুখ। □ (noun) বহির্মুখ কোণ; শত্রুব্যূহের উপর সূচিমুখ আক্রমণের দ্বারা সৃষ্ট ফাটল।
  • English Word saline Bengali definition [সেইলাইন্‌ America(n) সেইলীন্] (adjective) লবণাক্ত; নোনতা: a saline solution, গরগরা করতে লবণের দ্রবণ। □ (noun) (১) [uncountable noun] লবণপানির দ্রবণ; লবণজল(২) [countable noun] লবণাক্ত হ্রদ, জলাভূমি, কূপ, প্রস্রবণ ইত্যাদিsalinity [সালিনাটি] (noun) [uncountable noun] লবণাক্ততা।
  • English Word saliva Bengali definition [সালাইভা] (noun) [uncountable noun] মুখলালা; থুথু; নিষ্ঠীবনsalivary [স্যালিভারি America(n) স্যালিভেরি] (adjective) লালাবিষয়ক বা লালা উৎপাদক: the salivary glands, লালাগ্রন্থি। salivate [স্যালিভেইট্‌] (verb intransitive) অত্যধিক লালা নিঃসারণ করা।