Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word senile Bengali definition [সীনাইল্] (adjective) বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক দুর্বলতায় আক্রান্ত; বার্ধক্যজনিত: senile decay; জরাগ্রস্ত; বার্ধক্যপীড়িত। senility [সিনিলাটি] (noun) [uncountable noun] জরাগ্রস্ততা; ভীমরতি।
  • English Word senior Bengali definition [সীনিআ(র্)] (adjective) (junior -এর বিপরীত) (১) senior (to) বয়োজ্যেষ্ঠ; (পদমর্যাদা, কর্তৃত্ব ইত্যাদিতে) প্রবীণতর; বরিষ্ঠ; বরীয়ান: He is eight years senior to you. senior-citizen (সুভাষণরীতি) অবসরগ্রহণের বয়সোত্তীর্ণ ব্যক্তি; অবসরভোগী ব্যক্তি; বয়োজ্যেষ্ঠ নাগরিক। (২) (ব্যক্তির নামের পরে, বিশেষত পিতাপুত্রের প্রথম নাম অভিন্ন হলে; সংক্ষেপ sen) প্রবীণ: William Tritton (sen). দ্রষ্টব্য major. □ (noun) (১) প্রবীণ/বয়োজ্যেষ্ঠ ব্যক্তি: I am your senior by five years. (২) (America(n)) স্কুল বা কলেজে যেসব ছাত্রছাত্রী চার বছর ধরে অধ্যয়নরতseniority [সীনিঅরাটি America(n) সীনিওরাটি] (noun) [uncountable noun] জ্যেষ্ঠতা; বয়োজ্যেষ্ঠতা; প্রবীণতা; প্রাবীণ্য; বরিষ্ঠতা: precedence due to seniority.
  • English Word senna Bengali definition [সেনা] (noun) [uncountable noun] রেচক হিসেবে ব্যবহৃত সোনামুখীর শুকনা পাতা; সোনামুখী
  • English Word senor Bengali definition [সেনেও(র্)] (noun) (plural senores [সেনিওরেইজ্‌]) স্প্যানিশভাষী পুরুষলোক সম্বন্ধে বা তাদের উদ্দেশে ব্যবহৃত; জনাব; মহাশয়। (নামের আগে Senor) senora [সেনিওরা] (noun) স্প্যানিশভাষী মহিলা সম্বন্ধে বা তাদের উদ্দেশে ব্যবহৃত; ম্যাডাম; মিসেস; শ্রীমতী। senorita [সেনিওরীটা] (noun) স্প্যানিশভাষী অবিবাহিত নারী সম্বন্ধে বা তাদের উদ্দেশে ব্যবহৃত; মিস; কুমারী।
  • English Word sensation Bengali definition [সেন্‌সেইশ্‌ন্‌] (noun) (১) [countable noun, uncountable noun] অনুভব করার শক্তি; সংবেদন; ইন্দ্রিয়বোধ; অনুভূতি; বেদন: have a sensation of warmth/dizziness/falling. (২) [countable noun, uncountable noun] তাৎক্ষণিক ও উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া; চাঞ্চল্য; চাঞ্চল্যকর ও উত্তেজনাপূর্ণ ঘটনা বা বস্তু: His speech created a great sensation.sensational [সেন্‌সেইশান্‌ল্] (adjective) (১) চাঞ্চল্যকর; উত্তেজনাপূর্ণ; রোমাঞ্চকর; আলোড়ন সৃষ্টিকারী: a sensational bank robbery. (২) (সংবাদপত্র ইত্যাদি) চাঞ্চল্য সৃষ্টির উদ্দেশ্যে সংবাদ পরিবেশনকারী: a sensational writer/newspaper. sensationally [সেন্‌সেইশানালি] (adverb) চাঞ্চল্যকরভাবে। sensationalism [সেন্‌সেইশানালিজাম্‌] (noun) [uncountable noun] উত্তেজনাসন্ধিত্সা; চাঞ্চল্যকরত্ব: The sensationalism of the press/of the cinema. sensationalist [সেন্‌সেইশানালিস্‌ট্] (noun) উত্তেজনাসন্ধিৎসু।
  • English Word sense Bengali definition [সেন্‌স্‌] (noun) (১) ইন্দ্রিয়; জ্ঞানেন্দ্রিয়sense-organ (noun) ইন্দ্রিয়; ইন্দ্রিয়স্থান। sixth sense, দ্রষ্টব্য six. (২) (plural) মনের স্বাভাবিক অবস্থা; মানসিক সুস্থতা: in one’s (right) senses, প্রকৃতিস্থ অবস্থায়। bring somebody to his senses নির্বোধ বা ক্ষিপ্ত আচরণ পরিহার করানো; প্রকৃতিস্থ করে তোলা। come to one’s senses নির্বোধ বা পাগলের মতো আচরণ থেকে বিরত হওয়া; প্রকৃতিস্থ হওয়া। take leave of one’s senses উন্মাদ হওয়া; পাগলের মতো আচরণ করা। (৩) (a/the) sense (of) বোধ; জ্ঞান: a sense of honour; the moral sense; a sense of direction. (৪) (a/the) sense (of) সচেতনতা; বোধ; চেতনা: a sense of one’s importance; sense of shame. (৫) [uncountable noun] বিচারবুদ্ধি; কাণ্ডজ্ঞান; বিষয়বুদ্ধি; ব্যবহারবুদ্ধি; বোধ; সুবুদ্ধি: There’s a lot of sense in what you say. There’s no sense in doing that. অপিচ দ্রষ্টব্য common 1 (২) ভুক্তিতে common sense. (৬) [countable noun] অর্থ; মানে; তাৎপর্যin a sense এক অর্থে। make sense অর্থ বহন করা; অর্থ থাকা: That statement does not make sense. make sense of something অর্থ খুঁজে পাওয়া: I could not make sense of the report. in the strict/literal/figurative/full/best/proper, etc sense যথাযথ/আক্ষরিক/আলংকারিক/পূর্ণ/বরিষ্ঠ/সঠিক ইত্যাদি অর্থে। (৭) [uncountable noun] বহুজনের সাধারণ অনুভূতি বা মতামত; মনোভাব: take the sense of a public meeting. সাধারণ্যের মনোভাব জানার জন্য প্রশ্ন করা। □ (verb transitive), (verb intransitive) অনুভব করা; উপলব্ধি করা; আঁচ করা; টের পাওয়া: I sensed that the feeling of the meeting was against the proposal.
  • English Word senseless Bengali definition [সেনস্‌লিস্] (adjective) (১) নির্বোধ; মূঢ়; অর্থহীন; a senseless idea; a senseless fellow. (২) অজ্ঞান; বেহুঁশ; মূর্ছিত; অচৈতন্য; হতচেতন; সংজ্ঞাহীনsenselessly (adverb) নির্বোধের মতো। senselessness (noun) মূঢ়তা; নির্বুদ্ধিতা; অচৈতন্য; মূর্ছা।
  • English Word sensibility Bengali definition [সেন্‌সাবিলাটি] (noun) (plural sensibilities) [uncountable noun, countable noun] অনুভবশক্তি; (বিশেষত) সুকুমার আবেগাত্মক প্রভাব অনুভব বা গ্রহণ করবার শক্তি; সংবেদনশীলতা; বেদিতা: Don’t hurt her sensibility.
  • English Word sensible Bengali definition [সেন্‌সাব্‌‌ল্‌] (adjective) (১) বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; সুবোধ; ক্রিয়াসিদ্ধ; ব্যবহারসিদ্ধ: a sensible boy; sensible clothing; sensible ideas, যুক্তিসম্মত ভাব। (২) sensible of (প্রাচীন প্রয়োগ) সচেতন; ওয়াকিবহাল: Are you sensible of the situation we are in? (৩) (প্রাচীন প্রয়োগ) ইন্দ্রিয়গম্য; ইন্দ্রিয়গ্রাহ্য; প্রত্যক্ষ; অনুভবগম্য: a sensible change in the climate of opinions. sensibly [সেন্‌সাব্‌লি] (adverb) ন্যায়সম্মতভাবে; যথোচিতভাবে: sensible dressed for warm weather.
  • English Word sensitive Bengali definition [সেন্‌সাটিভ] (adjective) sensitive (to) (১) দ্রুত ছাপ গ্রহণক্ষম; সংবেদনশীল; সুবেদী: a sensitive skin; a sensitive nerve. (২) অল্পতেই আহত/ক্ষুব্ধ হয় এমন; স্পর্শকাতর; সংবেদনশীল; অভিমানী: Poets are often sensitive to criticism. (৩) (যন্ত্রপাতি ইত্যাদি) সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করতে সক্ষম; সুবেদী; সূক্ষ্ম; সূক্ষ্মবেদী: The share market is sensitive to political uncertainties. (৪) (আলোকচিত্রের ফিল্ম, কাগজ ইত্যাদি) আলোর দ্বারা বিক্রিয়ান্বিত; সংবেদী; সংবেদনশীলsensitively (adverb) সংবেদনশীলতার সঙ্গে ইত্যাদি। sensitize, sensitise [সেন্সিটাইজ্‌] (verb transitive) সংবেদনশীল/সূক্ষ্মবেদী করা। sensitized (participial adjective) সংবেদনান্বিত।
  • English Word sensory Bengali definition [সেন্‌সারি] (adjective) ইন্দ্রিয় বা সংবেদনসম্বন্ধীয়; ঐন্দ্রিয়ক; সংবেদনাত্মক: sensory organs, ইন্দ্রিয়স্থান; sensory nerves, সংজ্ঞাবহ স্নায়ু।
  • English Word sensual Bengali definition [সেন্‌শুআল্] (adjective) ইন্দ্রিয়সুখসম্পর্কিত; ইন্দ্রিয়পরবশ; ভোগসুখাসক্ত; ভোগবিলাসী; শিশ্নোদরপরায়ণ: sensual enjoyment, ইন্দ্রিয়সেবা; a sensual life, ইন্দ্রিয়পরতন্ত্র জীবন; sensual lips, ভোগাসক্তিসূচক ওষ্ঠাধর। sensualism [সেন্‌শুআলিজাম্] (noun) ইন্দ্রিয়পরতন্ত্রতা; ভোগাসক্তি; শিশ্নোদরপরায়ণতা; ইন্দ্রিয় পরিতৃপ্তি; ইন্দ্রিয়সুখাসক্তি। sensualist [সেন্‌শুআলিস্‌ট্] (noun) ভোগাসক্ত/ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তি; ইন্দ্রিয়সেবক; ভোগবাদী; ইন্দ্রিয়সেবী। sensuality [সেন্‌শুঅ্যালাটি] (noun) [uncountable noun]= sensualism.
  • English Word sensuous Bengali definition [সেন্‌শুআস্] (adjective) ইন্দ্রিয়কে প্রভাবিত করে এমন; ইন্দ্রিয়ের কাছে আবেদনময়; ইন্দ্রিয়গ্রাহ্য; ইন্দ্রিয়সম্পৃক্ত; ইন্দ্রিয়ঘন; ইন্দ্রিয়নিষ্ঠ: sensuous music/poetry. sensuously (adverb) ইন্দ্রিয়গ্রাহ্যরূপে ইত্যাদি। sensuousness (noun) ইন্দ্রিয়গ্রাহ্যতা; ইন্দ্রিয় সম্পৃক্ততা।
  • English Word sent Bengali definition [সেন্‌ট্‌] send – এর past tense, past participle
  • English Word sentence Bengali definition [সেন্‌টান্‌স্‌] (noun) [countable noun] (১) দণ্ড; দণ্ডাদেশ; দণ্ডাজ্ঞা; pass sentence (on somebody); under the sentence of death, মৃত্যুদণ্ডের আদেশাধীন(২) (ব্যাকরণ) বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞান ইত্যাদি সূচক বৃহত্তম ব্যাকরণিক একক; বাক্য। □ (verb transitive) দণ্ড/দণ্ডাজ্ঞা দেওয়া; শাস্তির হুকুম দেওয়া।
  • English Word sentennial Bengali definition [সেন্‌টেনিআল্‌] (adjective),(noun) শতবার্ষিক; শতবার্ষিকীsentennialy [সেন্‌টেনিআলি] (adverb)
  • English Word sententious Bengali definition [সেন্‌টেন্‌শাস্] (adjective) (১) (প্রাচীন প্রয়োগ) সংক্ষিপ্ত অথচ সরস ভঙ্গিতে বলতে বা লিখতে অভ্যস্ত(২) (আধুনিক প্রয়োগ) প্রাজ্ঞম্মন্য; বিজ্ঞম্মন্য; নীরস ও হিতোপদেশপূর্ণ; আড়ম্বরপূর্ণ; ঘটনাবহুল; মহাসমারোহপূর্ণ: a sententious speaker/speech. sententiously (adverb) সাড়ম্বরে; সমারোহ পরিপূর্ণভারে।
  • English Word sentient Bengali definition [সেন্‌শ্‌ন্‌ট্‌](noun) (১) [countable noun] চেতন; সচেতন; সংবিদবিশিষ্ট; অনুভবক্ষম
  • English Word sentiment Bengali definition [সেন্‌টিমান্‌ট্] (noun) (১) [countable noun] হৃদয়ানুভূতি; কোনো বিষয়ে কারো সামগ্রিক চিন্তা ও অনুভূতি; ভাবানুভূতি: Your actions should not be guided by sentiment alone. (২) [uncountable noun] ভাবপ্রবণতা; ভাববিলাসিতা(৩) অনুভূতির অভিব্যক্তি; মতামত বা দৃষ্টিভঙ্গি; মনোভাব: I know the sentiments of the public.
  • English Word sentinel Bengali definition [সেন্‌টিন্‌ল্] (noun)= sentry (এখন এটাই সচরাচর ব্যবহৃত শব্দ): stand sentinel (over), (সাহিত্যিক) পাহারা দেওয়া
  • English Word sentry Bengali definition [সেন্‌ট্রি] (noun) (plural sentries) প্রহরারত সৈনিক; প্রহরী; প্রতিহারী; শাস্ত্রী; রক্ষীsentrybox (noun) গুমটি। sentrygo (noun) প্রহরীরূপে সামনে পেছনে পদচারণার দায়িত্ব; প্রহরীর পরিক্রমণ: be on sentry sentry-go.
  • English Word senttimental Bengali definition [সেনটিমেন্‌ট্‌ল্‌] (adjective) (১) আবেগসম্পৃক্ত; আবেগাত্মক; আবেগস্পর্শী; আবেগমথিত; আনুভূতিক: have a senttimental attachment to something. (২) (বস্তু) ভাবোদ্দীপক, বিশেষত অতিশয়িত, অনুচিত বা মেকি ভাবের উদ্দীপক; ভাবালুতাপূর্ণ: senttimental music/films. (ব্যক্তি) ভাবালু; ভাববিলাসী; ভাবপ্রবণ। senttimentally [সেনটিমেন্‌টালি] (adverb) আবেগাত্মকরূপে ইত্যাদি। senttimentalist (noun) ভাবপ্রবণ/ভাববিলাসী ব্যক্তি; আবেগী। senttimentality [সেন্‌টিমেন্‌ট্যালাটি] (noun) [uncountable noun] ভাবপ্রবণতা; ভাবালুতা; ভাববিলাসিতা। senttimentalize, senttimentalise [সেনটিমেন্‌টালাইজ্‌] (verb transitive), (verb intransitive) ভাবপ্রবণ/ ভাবালু করা বা হওয়া।
  • English Word sepal Bengali definition [সেপ্‌ল্] (noun) (উদ্ভিদবিদ্যা) ফুলের বৃতির অংশবিশেষ
  • English Word separable Bengali definition [সেপারাব্‌ল্‌] (adjective) বিযোজ্য; বিচ্ছেদseparably [সেপারাব্‌লি] (adverb) বিযোজ্যভাবে; বিচ্ছেদ্যরূপে। separability [সেপ্রাবিলাটি] (noun) বিযোজ্যতা; বিচ্ছেদ্যতা।
  • English Word separate 1 Bengali definition [সেপ্‌রাট্] (adjective) (১) বিভক্ত; পৃথক; আলাদা; বিচ্ছিন্ন; বিযুক্ত: two separate parts. (২) ভিন্ন; স্বতন্ত্র; আলাদা: They live in separate houses. □ (noun) (বাণিজ্যিক ব্যবহার, plural) স্বতন্ত্র পরিচ্ছদ, যা বিভিন্নভাবে মিলিয়ে পড়া যায়, যেমন জার্সি, ব্লাউজ, স্কার্ট ইত্যাদি। separately (adverb) আলাদাভাবে; পৃথকভাবে।
  • English Word separate 2 Bengali definition [সেপারেইট্] (Verb transitive), (verb intransitive) (১) separate from বিচ্ছিন্ন/পৃথক/আলাদা/বিযুক্ত করা বা হওয়াseparate something (up) into ভাগ/বিভক্ত করা; The country was separated (up) into small princedoms. (২) (কিছুসংখ্যক লোক) ভিন্ন ভিন্ন পথে যাওয়া: They walked a short distance together and then separated. separatist [সেপারাটিস্‌ট্] (noun) (unionist এর বিপরীত) বিচ্ছিন্নতাবাদী। separator [সেপারেইটা(র্‌)] (noun) (বিশেষত) দুধ থেকে মাখন আলাদা করার কৌশল।
  • English Word separation Bengali definition [সেপারেইশ্‌ন্] (noun) (১) [uncountable noun] বিচ্ছেদ; বিচ্ছিন্নতা; বিচ্ছিন্নকরণ; বিচ্ছিন্নাবস্থা; পৃথককরণjudicial separation (legal separation অধিক প্রচলিত) (আদালতের আদেশক্রমে) বৈবাহিক বন্ধন ছিন্ন না-করে স্বামী-স্ত্রীর বিচ্ছিন্নভাবে বসবাসের ব্যবস্থা; আইনানুগ বিচ্ছেদ। দ্রষ্টব্য divorce 1 (১). (২) [countable noun] বিচ্ছিন্নতার দৃষ্টান্ত বা কাল; বিচ্ছেদ: separations of husband and wife.
  • English Word sepia Bengali definition [সীপিআ] (noun) [uncountable noun] গাঢ় বাদামি (কালি বা রং); সিপিয়া: a sepia-drawing, উক্ত রঙে আঁকা ছবি।
  • English Word sepoy Bengali definition [সিপাই] (অপিচ sipahi [সিপাহি]) (noun) (১) সাধারণ সৈনিক; সিপাই(২) সর্বনিম্ন পদের পুলিশ কর্মকর্তা; পুলিশের সেপাই
  • English Word sepsis Bengali definition [সেপসিস্‌] (noun) [uncountable noun] পচনশীল ক্ষত থেকে দূষণ; বীজদূষণ