Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word settler Bengali definition [সেট্‌লা(র্‌)] (noun) ঔপনিবেশিক; নতুন উন্নয়নশীল দেশে বাস করতে আসা বিদেশি: Japanese settlers in Brazil,
  • English Word seven Bengali definition [সেভ্‌ন্‌ভ] (noun), (adjective) সাত; সপ্ত। দ্রষ্টব্য পরি. ৪। seven-fold [সেভ্‌ন্‌ফো উল্‌ড্‌] (adjective), (adverb) সাত গুণ বড় বা বেশি। seventh [সেভ্‌ন্‌থ্ ] (noun), (adjective) সপ্তম। in the/one’s seventh heaven পরম সুখে; সপ্তম আসমানে। the Seventh Day শনিবার, ইহুদিদের কর্মবিরতির দিন (সাবাথ)। seventhly (adverb) সপ্তমত। seventeen [সেভ্‌ন্‌টীন্] (noun), (adjective) সতর; সপ্তদশ। seventeenth [সেভন্‌টীন্‌থ্‌] (noun), (adjective) সতরতম; সপ্তদশ। seventy [সেভ্‌ন্‌টি] (noun), (adjective) সত্তর; সপ্ততি। the seventies (noun) (plural)' ৭০-৭৯; সত্তরের দশকseventieth [সেভ্‌ন্‌টিআট্] (noun), (adjective) সপ্ততিতম।
  • English Word sever Bengali definition [সেভা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) কাটা; ছিন্ন/বিচ্ছিন্ন করা: sever a hand from the shoulder; (লাক্ষণিক)sever one’s connections with somebody. (২) ছেঁড়া; ছিঁড়ে যাওয়া: The cable severed under the strain. severance [সেভারানস্‌] (noun) [uncountable noun] ছেদ; বিচ্ছেদ; the severance of diplomatic relations.
  • English Word several Bengali definition [সেভ্‌রাল্‌] (adjective) (১) তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক: I met him several times. (২) (আনুষ্ঠানিক) কেবল plural noun(s) -সহ) ভিন্ন ভিন্ন; পৃথক; স্বতন্ত্র: After a few metres we went our several ways, যার যার পথে। □ (pronoun) কয়েকটি; কয়েকজন; কেউ কেউ: several of our friends visited the spot. severally [সেভ্‌রালি] (adverb) পৃথক পৃথকভাবে; স্বতন্ত্রভাবে।
  • English Word severe Bengali definition [সিভিআ(র্‌)] (adjective) (১) কড়া; কঠোর: severe looks; don’t be too severe with your children. (২) (আবহাওয়া, রোগের আক্রমণ ইত্যাদি) প্রচণ্ড; তীব্র; প্রবল: a severe storm; severe pain. (৩) দক্ষতা সামর্থ্য; ধৈর্য ও অন্যান্য গুণাবলির উপর অত্যধিক চাপ পড়ে এমন; তীব্র: severe competition. (৪) (রীতি, শৈলী ইত্যাদি) সরল; নিরলংকারseverely (adverb) কঠোরভাবে ইত্যাদি। severity [সিভেরাটি] (noun) (plural severties) (১) [uncountable noun] কঠোরতা; তীব্রতা; প্রচণ্ডতা; প্রবলতা: The severity of the winter in Siberia. (২) (plural) কঠোর ব্যবহার; কঠিন অভিজ্ঞতা, the severities of the winter campaign.
  • English Word sew Bengali definition [সো] (verb transitive), (verb intransitive) (past tense sewed, past participle sewn [সোন্‌] বা 'sewed') সেলাই করা; সীবন করাsew something up (ক) সেলাই করে (প্রান্ত) জুড়ে দেওয়া। (খ) (কথ্য) সম্পূর্ণ করা: All the details of the operation are sewn up. sewer [সোআ(র্‌)] (noun) যে সেলাই করে; সীবক। severing (noun) [uncountable noun] সেলাই; সীবনকর্ম। sewing-machine (noun) সেলাই-কল।
  • English Word sewage Bengali definition [সিঊজ্‌ America(n) সূজ্‌] (noun) [uncountable noun] নর্দমা দিয়ে নিষ্কাশিত তরলময়লা; পয়ঃনিষ্কাশনsewage-farm/works (noun(s)) যেখানে নর্দমার ময়লা প্রক্রিয়াজাত করে নষ্ট করে দেওয়া হয়; পয়োনিষ্কাশন খামার।
  • English Word sewer 1 Bengali definition [স্যিঊআ(র্‌) America(n) সূ:ঊআ(র্‌)] (noun) [countable noun] ময়লা ও বৃষ্টির পানি প্রক্রিয়াজাত করার জন্য কিংবা স্বাভাবিক কোনো জলপথে নিয়ে ফেলার জন্য ভূগর্ভস্থ পয়োনালি; পয়ঃপ্রণালিsewer-gas (noun) (পয়োনালিতে উৎপন্ন দুর্গন্ধ) পয়োবাষ্প। sewer-rat (noun) সচরাচর পয়ঃপ্রণালিতে পরিদৃষ্ট বাদামি রঙের ইঁদুর; পয়োমূষিক। sewerage [স্যিঊআরিজ্‌] পয়োনিষ্কাশন ব্যবস্থা।
  • English Word sewer 2 Bengali definition [সোআ(র্‌)] (noun) দ্রষ্টব্য sew.
  • English Word sewn Bengali definition [সোন্] sew এর past participle
  • English Word sex Bengali definition [সেক্‌স্‌] (Noun) (১) লিঙ্গ; স্ত্রী বা পুরুষ; What is its sex? without distinction of sex, নারীপুরুষ নির্বিশেষে(২) স্ত্রীজাতি বা পুরুষজাতি(৩) [uncountable noun] নারীপুরুষের পার্থক্য; এইসব পার্থক্য সম্বন্ধে সচেতনতা: sex antagonisms, লিঙ্গবিরোধ। (৪) [uncountable noun] রতিক্রিয়াঘটিত কিংবা রতিক্রিয়ার লক্ষ্যে পরিচালিত কার্যকলাপ; যৌনক্রিয়া; a film with lots of sex in it, যৌনক্রিয়া ছায়াছবি; the sex instinct, যৌনপ্রবৃত্তি; sex appeal, যৌন আবেদন/আকর্ষণsexed (participial adjective) (নির্দিষ্ট ধরনের) যৌনপ্রকৃতিবিশিষ্ট: highly/weakly sexed. প্রবল/দুর্বল যৌনতাসম্পন্ন। sexless (adjective) না পুরুষ, না স্ত্রী; লিঙ্গনির্বিশেষ। sex-starved (adjective) (কথ্য) যৌনক্ষুধার পরিতৃপ্তি থেকে রক্ষিত; যৌনক্ষুধার্ত। sexy (adjective) (sexier, sexiest) (কথ্য) লিঙ্গঘটিত; যৌনতাঘটিত; যৌন আবেদনময়, যৌন আকর্ষণপূর্ণ।
  • English Word sex worker Bengali definition [সেক্‌স্‌ ওয়াকা(র)] (noun) পেশাদার যৌনকর্মী; (সাধারণত নারী), পতিতা: There were separate clinics for female and male sex workers.
  • English Word sexagenarian Bengali definition [সেক্‌সাজিনেআরিআন্] (noun), (adjective) '৬০ থেকে ৬৯ বছর বয়স্ক ব্যক্তি, ষষ্টিপর
  • English Word sexism Bengali definition [সেক্‌সিজাম্‌] (noun) [uncountable noun] নারীপুরুষের মধ্যে অন্যায় ও অযৌক্তিক বৈষম্য; যৌনবৈষম্য; যৌনবৈষম্যবাদsexist [সেক্‌সিস্‌ট] (adjective) যৌনবৈষম্যবাদী: sexist attitudes; sexist words (যেমন নারী অর্থে baby, bird, chick, doll প্রভৃতি শব্দ)। দ্রষ্টব্য chauvinism ভুক্তিতে male chauvinist.
  • English Word sexology Bengali definition [সেক্‌সালাজি] (noun) যৌনবিদ্যা; যৌনবিজ্ঞানsexological [সেক্‌সালজিক্‌ল্‌] (adjective) যৌনবিদ্যাঘটিত। sexologist [সেকসালাজিসট্‌] (noun) যৌনবিজ্ঞানী।
  • English Word sextant Bengali definition [সেক্‌স্‌টান্‌ট্‌] (noun) (জাহাজের অবস্থান ইত্যাদি নির্ণয়ে) সূর্য ইত্যাদির উন্নতি মাপার যন্ত্রবিশেষ; সেক্সটান্‌ট।
  • English Word sextet, sextette Bengali definition [সে্ক্‌স্‌টেট্] (noun(s)) [countable noun] ছয়টি কণ্ঠ; যন্ত্র বা বাদকের সমন্বয়ে ছয়টি কণ্ঠ বা যন্ত্রের জন্য রচিত সংগীত; ষড়ঙ্গক
  • English Word sexting Bengali definition [সেকসটিঙ] (noun) সেক্সটিং, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যৌন হয়রানিমূলক ছবি বা এসএমএস পাঠানো: Sexting is becoming a social disease.
  • English Word sexton Bengali definition [সেক্‌স্‌টান্‌] (noun) গির্জাভবন দেখাশোনা করা, গির্জাপ্রাঙ্গণে কবর খোঁড়া, গির্জার ঘণ্টা বাজানো ইত্যাদি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি
  • English Word sexual Bengali definition [সেক্‌শুআল্] (adjective) যৌন: sexual intercourse. sexuality [সেক্‌শুঅ্যালাটি] (noun) [uncountable noun] যৌনতা।
  • English Word Sh Bengali definition (অপিচ ssh, shh) [শ] (interjection) চুপ! শ্‌!
  • English Word Shab-e-Barat Bengali definition [শব্‌-ই-বরাত্] (noun) [uncountable noun] আরবি শাবান মাসের চতুর্দশ দিন, এই দিনকে মুসলমানেরা তাদের ভাগ্যরজনী হিসেবে বিবেচনা করেন; শবে বরাত
  • English Word shabby Bengali definition [শ্যাবি] (adjective) (shabbier shabbiest) (১) জীর্ণ; ছেঁড়াখোঁড়া; মলিনবেশ; মলিন: a shabby jacket. shabby-genteel (adjective) সাবেক কৌলীন্যের লক্ষণযুক্ত; বাহ্য শোভনতা/চাকচিক্য বজায় রাখতে তৎপর; হৃতকৌলীন্য। (২) (আচরণ) নীচ; অন্যায়; হীন; নোংরা: a shabby excuse; play a shabby trick on somebody. shabbily [শ্যাবিলি] (adverb) জীর্ণভাবে, মলিনভাবে ইত্যাদি। shabbiness (noun) জরাজীর্ণতা; মালিন্য।
  • English Word shabby-chic Bengali definition [শ্যাবি শীক্] (noun) (অপিচ shabby chic) পুরনো ও ত্রুটিপূর্ণ ফার্নিচার এমনকি দেখতে পুরনো মনে হয়, এমন ফার্নিচার দিয়ে ইন্টেরিয়র ডেকোরেশন; ইন্টেরিয়র ডিজাইনের একটি রূপ; গ্রামীণ আবহের ঘরোয়া ডিজাইন: The shabby-chic look is a mismatch of styles and products.
  • English Word shack Bengali definition [শ্যাক্] (noun) [countable noun] (সাধারণত কাঠের) যেমন তেমনভাবে নির্মিত চালা, কুটির বা বাড়ি, চালাঘর। □ (verb intransitive) shack up (with somebody/together) (অপশব্দ) একসঙ্গে বসবাস করা; এক ঘরে বাস করা।
  • English Word shackle Bengali definition [শ্যাক্‌ল্‌] (noun) [countable noun] হাত বা পায়ের বেড়ি; হাতকড়া; নিগড়; (plural) পায়ের নিগড়; (লাক্ষণিক) বাধা; নিগড়; শৃঙ্খল: the shacks of convention. □ (verb transitive) বেড়ি পরানো; শৃঙ্খলিত করা।
  • English Word shad Bengali definition [শ্যাড্] (noun) (plural অপরিবর্তিত) উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলের বৃহদাকার ভোজ্য মৎস্যবিশেষ; শ্যাড
  • English Word shaddock Bengali definition [শ্যাডাক্] (noun) বাতাবি লেবু ও তার গাছ
  • English Word shade Bengali definition [শেইড্] (noun) (১) [uncountable noun] (adjective, verb indefinite article -সহ) প্রত্যক্ষ আলোকরশ্মি বাধাগ্রস্ত হওয়ার দরুন অপেক্ষাকৃত অন্ধকার; ছায়া: The trees give a pleasant shade; a temperature of 30°C in the shade. put somebody/something in/into the shade ক্ষুদ্র/তুচ্ছ/অকিঞ্চিৎকর বলে প্রতিভাত করা; আচ্ছন্ন/ম্লান করা: His cleverness and brilliance put his rivals into the shade. shade-tree (noun) (বিশেষত America(n)) ছায়াতরু। (২) [uncountable noun] ছবি ইত্যাদির অধিকতর অন্ধকারময় অংশ; ছবির গাঢ়তর অংশের পুনরুৎপাদন; ছায়া: light and shade in a drawing. (৩) [countable noun] রঙের মাত্রা বা গভীরতা: silk fabrics in several shades of blue. (৪) [countable noun] পার্থক্যের মাত্রা; সূক্ষ্ম তারতম্য: a word with many shades of meaning. (৫) আলোকে ব্যাহত করে কিংবা আলোর উজ্জ্বলতা হ্রাস করে, এমন কোনো বস্তু; ঢাকনা: an eye-shade; a lamp-shade; a window-shade, দ্রষ্টব্য blind 3 (plural) (America(n) কথ্য) আতপত্রাণ চশমা(৬) (plural; সাহিত্য) অনুকার: the shades of evening. (৭) [countable noun] অবাস্তব বা অসার বস্তু; প্রেত; প্রেতাত্মাthe shades গ্রিকদের পাতাল; প্রেতলোক। □ (verb transitive), (verb intransitive) (১) (আলো থেকে) আড়াল করা: shade one’s eyes. (২) উজ্জ্বলতা কমানোর জন্য (আলো, প্রদীপ ইত্যাদি) ঢেকে দেওয়া(৩) আলোছায়ার প্রতিভাস সৃষ্টি করার জন্য (ছবির অংশবিশেষকে) পেনসিলের রেখা ইত্যাদি দিয়ে আবৃত করা; ছায়াবৃত করা(৪) ক্রমান্বয়ে পরিবর্তিত হওয়া: a colour the shades from yellow into green.shading (noun) (১) [uncountable noun] (ছবিতে) আলোছায়া। (২) [countable noun] সামান্য পার্থক্য বা রূপভেদ
  • English Word shadow Bengali definition [শ্যাডো] (noun) (১) [countable noun] ছায়া; প্রচ্ছায়া; প্রতিচ্ছায়া: The earth’s shadow sometimes falls on the moon. be afraid of one’s own shadow নিজের ছায়াকে ভয় পাওয়া; অত্যন্ত ভিতু হওয়া। Coming events cast their shadows before them ভবিষ্যৎ ঘটনাবলির আভাস পূর্বেই পাওয়া যায়; ছায়া পূর্বগামিনী। (২) ছায়াময় এলাকা; ছায়া; His figure was in deep shadow, ছায়াচ্ছন্ন ছিল(৩) [countable noun] অলীক বা অবাস্তব কোনোকিছু; ছায়া: run after a shadow, ছায়ার পিছনে ছোটা; You are only the shadow of your former self, ছায়ামাত্র অবশিষ্ট আছে অর্থাৎ অতিকৃশ ও দুর্বল। worn to a shadow (ব্যক্তি) ছায়ামাত্রে পর্যবসিত। shadow-boxing (noun) (অনুশীলনের জন্য) কাল্পনিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মুষ্টিযুদ্ধ; ছায়ামুষ্টিযুদ্ধ। (৪) (plural) আধোঅন্ধকার; প্রায়-অন্ধকার: the shadows of evening, প্রদোষান্ধকার। (৫) [countable noun] কালো দাগ বা এলাকা; কালি: have shadows under/round the eyes. (৬) (শুধু singular) লেশমাত্র: without/beyond a shadow of (a) doubt. (৭) নিত্যসঙ্গী বা অনুচর; ছায়াসহচরshadow cabinet (British/Britain) সাধারণ নির্বাচনে সরকার পরিবর্তিত হলে নতুন মন্ত্রিসভা গঠন করার জন্য সংসদীয় বিরোধী দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের গোষ্ঠী; ছায়ামন্ত্রিসভা। □ (verb transitive) (১) অন্ধকারময় করা; ছায়াপাত করা(২) গোপনে নজর রাখা; ছায়ার মতো অনুসরণ করা: The alleged murderer was shadowed by detectives. shadowy (adjective) (১) ছায়াচ্ছন্ন; ছায়াঢাকা; ছায়াময়: cool shadowy woods. (২) ছায়াতুল্য; অস্পষ্ট; ঝাপসা: a shadowy outline.