• Bengali Word common 1 English definition [কমান্‌] (adjective) ১ সর্বসাধারণের জন্য ভোগ্য/ব্যবহর্তব্য/স্বার্থে: common room; একাধিক ব্যক্তি দ্বারা সমভাবে ভোগ্য বা ব্যবহর্তব্য; এজমালি; সাধারণ: All the foreign students here had English as a common language.
    commonground (লাক্ষণিক) সবার কাছে গ্রহণীয় যুক্তির ভিত্তি। common knowledge যা প্রায় সবারই জানা। common factor/multiple সাধারণ উপাদান; সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। common law (ইংল্যান্ডে পুরনো প্রথা থেকে উদ্ভূত) অলিখিত আইন। the Common Market (the European Economic Community) ইউরোপীয় সাধারণ বাজার। a common nuisance গোটা সম্প্রদায়ের জন্য ক্ষতিকর কোনো অপরাধ। (২) গতানুগতিক, সচরাচর বা প্রায় সর্বত্র দেখা যায় এমন: a common flower. commonsense সাধারণ জ্ঞান। (৩) (কথ্য) (ব্যক্তি ও তাদের আচরণ ইত্যাদি প্রসঙ্গে) মামুলি; বাজে; ইতর; নিকৃষ্ট। commonly (adverb) সাধারণত; সচরাচর। (২) নিকৃষ্টভাবে; অতিসাধারণভাবে।