Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sec Bengali definition [সেক্] (noun) সেকেন্ড (- এর অপশব্দ সংক্ষেপ)। দ্রষ্টব্য mo.
  • English Word secant Bengali definition [সীক্‌ন্‌ট্] (adjective) (গণিত) পরস্পরছেদী। □ (noun) (১) (ত্রিকোণ, সমকোণ ত্রিভুজে কোণের) অপেক্ষক (function)। (২) (জ্যামিতি) ছেদক; ছেদকরেখা
  • English Word secateurs Bengali definition [সেকাটজি্] (noun) (plural) ঝোপ ইত্যাদির ডালপালা ছাঁটার জন্য কাঁচিবিশেষ; কাটারি
  • English Word secede Bengali definition [সিসীড্] (verb intransitive) secede (from) (রাষ্ট্র, সংগঠন ইত্যাদির সদস্যপদ থেকে) খারিজ হওয়া; পৃথক/ বিচ্ছিন্ন হওয়া
  • English Word secession Bengali definition [সিসেশ্‌ন্‌] (noun) [uncountable noun] অপসরণsecessionist [সিসেশানিস্‌ট্] (noun) বিচ্ছিন্নতাবাদী।
  • English Word seclude Bengali definition [সিক্‌লূড্‌] (noun) seclude somebody/oneself (from) বিবিক্ত/বিচ্ছিন্ন/অসম্পৃক্ত করা: seclude oneself from society. secluded (adjective) (বিশেষত স্থান) বিবিক্ত; নির্জন; নিরালা; বিজন; নিভৃত। seclusion [সিকলূজন] (noun) [uncountable noun] বিবিক্তকরণ; নির্জনতা; নির্জন/নিভৃত স্থান; নিঃসঙ্গতা; অপসরণ: live in seclude.
  • English Word second 1 Bengali definition [সেকান্‌ড্] (adjective) (১) (সংক্ষেপ 2nd) দ্বিতীয়; দ্বৈতীয়িকsecond-best (adjective) সর্বোত্তমের অব্যবহিত পরবর্তী; দু নম্বর ভালো। □ (noun), (adverb): He’s not satisfied with second-best. come off second-best হেরে যাওয়া। second-class (adjective), (noun)(ক) দ্বিতীয় শ্রেণি/শ্রেণির: second-class mail, (কম মাসুলে প্রেরিত) দ্বিতীয় শ্রেণির ডাক। (খ) (পরীক্ষায়) দ্বিতীয় শ্রেণি: take a second class (degree) in philosophy.(গ) তুচ্ছ, হীন (বলে বিবেচিত); দ্বিতীয় শ্রেণির: second class-citizens. □ (adverb) দ্বিতীয় শ্রেণিতে: go/travel second-class. second floor (noun) (British/Britain) তেতলা; (America(n) দোতলা: (attributive(ly)) a second-floor apartment, দোতলা বা তিনতলার মহল। second-hand (adjective) (ক) পূর্বে অন্যের মালিকানায় ছিল এমন; পুরাতন; ব্যবহৃত: second-hand books/furniture/car.(খ) (সংবাদ, জ্ঞান) অন্যের কাছ থেকে লব্ধ; অন্যলব্ধ; পরলব্ধ: get news second-hand. second lieutenant (noun) সেনাবাহিনীতে সর্বনিম্ন সনদপ্রাপ্ত পদ; সেকেন্ড লেফটেনান্ট। second-rate (adjective) নিম্নতর শ্রেণির; অপকৃষ্ট; মাঝারি মানের: a man with second-rate brains. অতএব, second-rater (noun) মাঝারি মানের বুদ্ধিমত্তা বা কর্মদক্ষতাসম্পন্ন লোক; মাঝারি গোছের মেধাবী। second-sight (noun) ভবিষ্যতের বা দূরের ঘটনাবলি প্রত্যক্ষবৎ দেখার ক্ষমতা; পরাদৃষ্টি। সুতরাং, second-sighted (adjective) পরাদৃষ্টিসম্পন্ন। second-teeth (noun) শিশুর দুধদাঁত পড়ে যে দাঁত ওঠে, উত্তরদাঁত। second wind, দ্রষ্টব্য wind 1 (৩),second to none কারো চেয়ে কম নয়; অনতিক্রান্ত(২) অতিরিক্ত; বাড়তি: a second pair of trousers. (৩) Second Advent/ Coming শেষ বিচারের দিন যিশুখ্রিস্টের প্রত্যাবর্তন; পুনরাবির্ভাবsecondballot (noun) নির্বাচনের পদ্ধতিবিশেষ, যাতে প্রথমবারের বিজয়ী প্রার্থী পঞ্চাশ শতাংশের কম ভোট পেলে তার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় বার নির্বাচন অনুষ্ঠিত হয়; দ্বিতীয় নির্বাচন। second chamber (noun) দুই পরিষদবিশিষ্ট সংসদে উচ্চতর ব্যবস্থাপরিষদ; দ্বিতীয় কক্ষ। second nature (noun) সহজাত প্রবৃত্তিতে পরিণত অর্জিত প্রবণতা; অপরপ্রকৃতি। second thoughts পুনর্বিবেচনার পর গৃহীত মতামত বা সিদ্ধান্ত; আরো চিন্তাভাবনা। (৪) বিগত কোনো কিছুর সঙ্গে এক শ্রেণিভুক্ত; দ্বিতীয়: a second Newton. second childhood (noun) মানসিক ক্ষমতা লাঘবসহ বার্ধক্য; দ্বিতীয় শৈশব। second cousin (noun) দ্রষ্টব্য cousin. play second fiddle (to somebody) কারো চেয়ে অপ্রধান ভূমিকা পালন করা। □ (adverb) দ্বিতীয় স্থানে; গুরুত্ব বা পারম্পর্যের দিক থেকে দ্বিতীয়। secondly (adverb) দ্বিতীয়ত; অধিকন্তু।
  • English Word second 2 Bengali definition [সেকান্‌ড্] (noun) (১) দ্বিতীয় স্থানবর্তী বস্তু বা ব্যক্তি: The second of July; Elizabeth the second. get a second (পরীক্ষায়) দ্বিতীয় শ্রেণি পাওয়া। (২) দ্বিতীয় ব্যক্তি: He’s the second to receive that award. (৩) (plural) মধ্যম মানের পণ্য(৪) (plural) খাওয়ার সময়ে দ্বিতীয় বারে নেওয়া ভোজ্যসামগ্রী(৫) দ্বন্দ্বযুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী কর্তৃক নির্বাচিত তার সহকারী; মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় মুষ্টিযোদ্ধার সহকারী
  • English Word second 3 Bengali definition [সেকান্‌ড্] (noun) (১) ( " চিহ্নি দ্বারা নির্দিষ্ট) মিনিটের (সময় বা কোণের)' ১/৬০ ভাগ; সেকেন্ড। দ্রষ্টব্য পরি.second-hand (noun) সেকেন্ডের কাঁটা। অপিচ দ্রষ্টব্য second 1 (১) ভুক্তিতে second-hand. (২) মুহূর্ত; পলক; নিমেষ
  • English Word second 4 Bengali definition [সেকান্‌ড্‌] (verb transitive) (১) (বিশেষত দ্বন্দ্বযুদ্ধ বা মুষ্টিযুদ্ধে) সহায়তা করা; সমর্থন দেওয়া(২) (বিতর্কে প্রস্তাব) সমর্থন করাseconder (noun) (প্রস্তাবের) সমর্থক।
  • English Word second 5 Bengali definition [সিকন্‌ড্ America(n) সেকান্‌ড্‌] (verb transitive) (British/Britain দাফতরিক, বিশেষত সামরিক প্রয়োগ) স্বাভাবিক দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে বিশেষ দায়িত্বে নিয়োগ করা: Col. Wilson was seconded for service in the Defence Ministry. secondment (noun) বিশেষ দায়িত্বে নিয়োজন বা নিয়োগপ্রাপ্তি।
  • English Word second screening Bengali definition [সেকানড্ স্ক্রীনিঙ] (noun) এই পদ বা শব্দবন্ধটি দিয়ে একই সময়ে টেলিভিশন দেখা ও কম্পিউটারে কাজ করা বা টেলিফোনে কথা বলাকে বোঝানো হয়। এটা verb হিসেবেও ব্যবহৃত হতে পারে: Many people are now screening to look at information about the show. আবার বিশেষ্যে এটা second screen হিসেবেও পরিচিত: Football fans use second screenings to check scores and engage with social media. অন্যদিকে ক্রিয়াপদ হিসেবেও second screen- এর ব্যবহার রয়েছে: Personally, I usually second screening when I’m bored with the show.
  • English Word secondary Bengali definition [সেকান্‌ড্‌রি America(n) সেকান্‌ডেরি] (adjective) অমুখ্য; গৌণ; অপ্রধান; মাধ্যমিক; মধ্যক: secondary education/schools. secondarily [সেকান্‌ড্রালি America(n) সেকান্‌ডেরালি] (adverb) অমু্খ্যত; গৌণত।
  • English Word secrecy Bengali definition [সীক্‌রাসি] (noun) [uncountable noun] গোপনীয়তা; গোপনীয়তা রক্ষা; গোপনীয়তা রক্ষার ক্ষমতা: rely on somebody’s secrecy; in secrecy, গোপনে। swear/bind somebody to secrecy গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ করা।
  • English Word secret Bengali definition [সীক্‌রিট্] (Adjective) (১) গোপন; গোপনীয়; গুপ্ত; গূঢ়; সংগুপ্ত: a secret marriage; a secret door. the secret service সরকারি গুপ্তচর বিভাগ। secret agent (noun) উক্ত বিভাগের সদস্য (বিদেশি সরকারের পক্ষে কাজ করলে ‘spy’ বলা হয়, নিজ সরকারের পক্ষে কাজ করলে বলা হয় ‘secret agent’)। (২) (স্থান) নির্জন; নিরালা; গুপ্ত; গোপন(৩)= secretive (অধিক প্রচলিত)। □ (noun) (১) [countable noun] গোপন কথা; গুপ্ত কথা; গূঢ়বিষয়; রহস্যkeep a secret অন্য কাউকে না-বলা; কোনো কথা/বিষয় গোপন রাখা। in the secret গুপ্ত বিষয়ের সঙ্গে জড়িত থাকা; গুপ্তকথার অংশীদার হওয়া: He’s not in the secret. let somebody into a/ he secret গূঢ়বিষয়/গুপ্তকথার অংশীদার করা। (be) an open secret (গোপনীয় বলে কথিত কোনো বিষয় সম্বন্ধে) যা অনেকেই জানে; সর্বজনবিদিত গোপন বিষয়। (২) [countable noun] গূঢ় কারণ; রহস্য: the secret of his success. (৩) [uncountable noun]= secrecy tell something in secret. (৪) [countable noun] রহস্য; গূঢ় তাৎপর্য: the secrets of nature. secretly (adverb) গোপনে; সঙ্গোপনে।
  • English Word secretariat Bengali definition [সেক্রাটেআরিআট্] (noun) কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
  • English Word secretary Bengali definition [সেক্রাট্‌রি America(n) সেক্রারাটেরি] (noun) (plural secretaries) (১) দফতরের কর্মচারীবিশেষ, যিনি চিঠিপত্র আদানপ্রদান করেন, কাগজপত্র সংরক্ষণ করেন, দফতরে কর্মচারীবিশেষের নিয়োগ কিংবা কর্মকর্তাবিশেষের কাজকর্মের ব্যবস্থা করেন (প্রায়ই private secretary নামে পরিচিত); সচিব(২) কোনো সমিতি, ক্লাব বা অন্য সংগঠনের চিঠিপত্র লেখা, কাগজপত্র সংরক্ষণ এবং অন্যান্য কাজের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা; সম্পাদক; সচিব: honorary secretary (সংক্ষেপ hon sec). (৩) (British/Britain) Secretary of State কোনো সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। (America(n)) Secretary of State পররাষ্ট্র দফতরের প্রধান। Secretary of the treasury রাজস্ব মন্ত্রী। Permanent Secretary সিভিল সার্ভিসের জ্যেষ্ঠ বা গরিষ্ঠ কর্মকর্তা; স্থায়ী সচিব। Secretary General কোনো বৃহৎ সংগঠনের (যেমন জাতিসংঘের) প্রধান নির্বাহী কর্মকর্তা; মহাসচিব। secretarial [সেক্‌রাটেআরিআল্‌] (adjective) সচিব বা সচিবের কাজসংক্রান্ত: secretary duties/course.
  • English Word secrete Bengali definition [সিক্রীট্] (verb transitive) (১) ক্ষরণ/নিঃসরণ/স্যন্দন করা; চুয়ানো(২) গোপন স্থানে বা লুকিয়ে রাখাsecretion (noun) (১) [uncountable noun] ক্ষরণ; নিঃসরণ; নিস্যন্দ; স্যন্দন; [countable noun] যা ক্ষরিত হয় (যেমন লালা, পিত্ত ইত্যাদি) নিঃসরণ। (২) লুকিয়ে ফেলার কাজ; লুকানি; সংগুপ্তি: the secretary of stolen goods.
  • English Word secretive Bengali definition [সীক্রাটিভ্‌] (adjective) গোপন রাখতে অভ্যস্ত; নিজের চিন্তা, অনুভূতি, অভিপ্রায় ইত্যাদি লুকানোর প্রবণতাবিশিষ্ট; গূঢ়প্রকৃতি; গোপনপ্রবণ; গোপনতাপ্রিয়secretively (adverb) নিগূঢ়ভাবে; সংগোপনে। secretiveness (noun) গোপনপ্রবণতা; গোপনপ্রিয়তা; গূঢ়চারিতা।
  • English Word sect Bengali definition [সেক্‌ট্‌] (noun) [countable noun] (বিশেষত ধর্মীয় ব্যাপারে) সাধারণভাবে প্রচলিত মতবিশ্বাস থেকে স্বতন্ত্র মতবিশ্বাস পোষণকারী ব্যক্তিদের সম্প্রদায়; পন্থ; উপদল; ভিন্নমার্গ
  • English Word sectarian Bengali definition [সেক্‌টেআরিআন্‌] (noun), (adjective) পন্থ বা উপদল সম্বন্ধীয়; উপদলীয় সদস্য বা সমর্থক: sectarian jealousies, উপদলীয় অসূয়া; sectarian politics, উপদলীয় রাজনীতি (যাতে জনগণের কল্যাণের চেয়ে উপদলবিশেষের স্বার্থই প্রাধান্য পায়)। sectarianism [সেক্‌টেআরিআনিজাম্] (noun) [uncountable noun] উপদলে বিভক্ত হওয়ার প্রবণতা; উপদলের স্বার্থে কাজ; উপদলীয়তা।
  • English Word sectile Bengali definition [সেক্‌টাইল্] (adjective) (বিশেষত নরম ধাতু) কর্তনযোগ্য; ছেদ্য; ছেদপ্রবণ
  • English Word section Bengali definition [সেক্‌শ্‌ন্‌] (noun) [Countable noun] (১) কর্তিতাংশ; চিলতে; কোয়া; কোষ: the section of an orange. (২) যেসব অংশ জুড়ে কোনো কাঠামো নির্মাণ করা যায়, তাদের যেকোনো একটি; পর্ব; ভাগ; খণ্ড; অবচ্ছেদ: fit together the sections of a complete prefabricated building. (৩) বিভাগ; উপরিভাগ: the Postal Section, (লেখার) পরিচ্ছেদ; প্রকরণ; অনুচ্ছেদ: section mark, § চিহ্ন; (শহর, কাউন্টি, দেশ বা সম্প্রদায়ের) এলাকা; অঞ্চল; পল্লি; পাড়া; মহল্লা: residential/ shopping section (এই অর্থে ‘area’ অধিক প্রচলিত)। (৪) কোনো বস্তুকে সোজাসুজি ছেদন করলে যেমন দেখা যাবে সেই রকম দৃশ্য বা প্রতিরূপায়ণ; পাতলা ফালি, যেমন অনুবীক্ষণে পরীক্ষা করার উপযোগী দেহকলার কর্তিতাংশ; ছেদsectional [সেক্‌শান্‌ল্] (adjective) (১) বিভিন্ন অংশে বিভক্ত করে তৈরি বা সরবরাহকৃত; অংশিত: a sectional fishing rod; sectional furniture. (২) গোষ্ঠীগত; সম্প্রদায়গত: sectional interests, গোষ্ঠীস্বার্থ; sectional jealousies. sectionalism [সেক্‌শানালিজাম] (noun) সমগ্র সম্প্রদায়ের স্বার্থের চেয়ে গোষ্ঠীস্বার্থের প্রতি অধিক নিষ্ঠা; গোষ্ঠীপরতন্ত্রতা।
  • English Word sector Bengali definition [সেক্‌টা(র)] (noun) [countable noun] (১) বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত দুটি সরলরেখার মধ্যবর্তী অংশ; বৃত্তকলা(২) সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ করার জন্য যুদ্ধক্ষেত্রকে যেসব এলাকায় বিভক্ত করা হয়, তাদের যেকোনো একটি; মণ্ডল(৩) কর্মকাণ্ডের, বিশেষত কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের এলাকাবিশেষের অংশ বা উপবিভাগ; শাখা; খাত: the manufacturing sector; the service sector. private sector (noun) (কেবল singular) সমষ্টিগতভাবে ব্যক্তিমালিকানাধীন সব শিল্প; বেসরকারি শাখা। public sector (noun) রাষ্ট্রীয় শাখা; রাষ্ট্রায়ত্ত সব শিল্পপ্রতিষ্ঠান।
  • English Word secular Bengali definition [সেক্যিউলা(র্‌)] (Adjective) (১) পার্থিব; ইহজাগতিক; জড়-জাগতিক; লোকায়ত: secular state; secular education; secular art/music; the secular power, গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র; লোকায়ত রাষ্ট্রশক্তি। দ্রষ্টব্য sacred. (২) আশ্রমের বাইরে বসবাসরত; জনপদবাসী; জনপদ: the secular clergy, গ্রামাঞ্চলে কর্মরত পাদরি প্রভৃতি। secularism [সেক্যিউলারিজাম্] (noun) [uncountable noun] নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদ; ইহ-জাগতিকতা; ইহবাদ। secularist [সেক্যিউলারিস্‌ট্‌] (noun) ইহবাদী। secularize, secularise [সেক্যিউলারাইজ্‌] (verb transitive) লোকায়ত করা: secularize church property /courts. secularization, secularisation (noun) লোকায়তকরণ; ইহজাগতিকীকরণ।
  • English Word secure Bengali definition [সিক্যিউআ(র্‌)] (adjective) (১) উদ্বেগমুক্ত; নিঃশঙ্ক; নিশ্চিন্ত; নিরুদ্বেগ: feel secure about one’s future. (২) নিশ্চিত; সুনিশ্চিত: a secure position in the civil service. (৩) নিরাপদ; দৃঢ়; ঝুঁকিরহিত; বিপদ-ভয়রহিত: a secure foothold. (৪) secure (from/against) নিরাপদ: secure from attack. □ (verb transitive) (১) শক্ত করে লাগানো; আঁটা: secure the doors and windows. (২) secure something (against/from) সুরক্ষিত/নিরাপদ করা; নিশ্চিত করা; নিরাপত্তা নিশ্চিত করা: secure a house against burglary. (৩) জোগাড় করা; বাগানো: secure a good job. securely (adverb) নিরাপদে; নির্বিঘ্নে; নিশ্চিতভাবে।
  • English Word securicor Bengali definition [সিক্যিউআরিকো(র্‌)] (noun) (Proprietary name) অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রীর নিরাপদ পরিবহন, সম্পত্তির নিরাপত্তাবিধান ইত্যাদির জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান
  • English Word security Bengali definition [সিক্যিউআরাটি] (noun) (plural securities) (১) [countable noun, uncountable noun] নিরাপত্তা; নিরাপদতা: in security, নিরাপদে; নির্বিঘ্নে। the Security Council (জাতিসংঘের) নিরাপত্তা পরিষদ। security police/forces (গুরুত্বপূর্ণ ব্যক্তি বা স্থানের সুরক্ষা এবং বিদেশি গুপ্তচরদের কর্মতৎপরতা ব্যাহত করতে) নিরাপত্তাবাহিনী। security risk রাজনৈতিক সংশ্রব ইত্যাদি কারণে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক ব্যক্তি; নিরাপত্তা-ঝুঁকি। (২) [countable noun, uncountable noun] ঋণ-পরিশোধ কিংবা প্রতিশ্রুতিপালনের অঙ্গীকারস্বরূপ প্রদত্ত কোনো মূল্যবান বস্তু, যেমন জীবনবিমা পলিসি; জামিন; প্রতিভূতি: lend money on security; give something as (a) security. (৩) [countable noun] সম্পত্তির (বিশেষত তমশুক, পরিপণ ও শেয়ারের) মালিকানাসূচক দলিল, সনদপত্র ইত্যাদি; প্রাতিভাব্য: government securities.
  • English Word sedan Bengali definition [সিড্যান্] (noun) (১) sedan (-chair) সপ্তদশ ও অষ্টাদশ শতকে প্রচলিত এক ব্যক্তির জন্য দুই বেহারার পালকিবিশেষ; শিবিকা; ডুলি(২) চার বা ততোধিক ব্যক্তির জন্য সম্পূর্ণ আবৃত মোটরগাড়ি; সিডান
  • English Word sedate Bengali definition [সিডেইট্] (adjective) (ব্যক্তি বা তার আচরণ) অচঞ্চল; অক্ষুব্ধ; সমাহিত; শান্ত; প্রসন্নsedately (adverb) প্রশান্তভাবে; অবিচলিতভাবে। sedateness (noun) ধীরতা; স্থিরতা; স্থৈর্য।