• Bengali Word six English definition [সিক্‌স্‌] (noun), (adjective) ছয়, ৬।
    (It is) six of one and half a dozen of the other দুটোর মধ্যে তফাত বলতে কিছু নেই। in sixes এক সঙ্গে ছয়জন করে। at sixes and sevens বিশৃঙ্খল অবস্থায়। six-footer (noun) (কথ্য) ছয়ফুট লম্বা মানুষ; ছয় ফুট দীর্ঘ জিনিস। sixpence (noun) (ক) প্রাক্তন ব্রিটিশ মুদ্রামান, ১৯৭১- এর আগে ছয় পেনি ( 6d). পরে ২.৫ p। (খ) ছয় পেনির সমষ্টি, হয় 6p না হয় 6d। six penny (adjective) ছয় পেনি মূল্যের। six-shooter (noun) ছয় ঘরওয়ালা রিভলভার। sixfold [সিক্‌স্‌ফোল্‌ড্] (adjective), (adverb) ছয়গুণ। sixteen [সিক্‌স্‌টীন্] (noun), (adjective) ষোলো, ১৬। sixteenth [সিক্‌স্টীন্‌থ্‌] (noun), (adjective) ষোলতম; ১৬তম। sixth [সিকসথ] (noun), (adjective) sixth from (noun) [ব্রিটেনের মাধ্যমিক স্কুলে] A –লেভেল (অগ্রবর্তী পর্যায়ের) পরীক্ষার জন্য প্রস্তুতিগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ক্লাস বা শ্রেণি। দ্রষ্টব্য level 2 ( 3). sixth-former (noun) এই শ্রেণির ছাত্র বা ছাত্রী। sixth sense (noun) যে ক্ষমতা বলে পঞ্চেন্দ্রিয়ের সাহায্য ছাড়াই কোনোকিছু সম্পর্কে ধারণা লাভ করা যায়; ষষ্ঠ ইন্দ্রিয়; স্বতঃলব্ধ জ্ঞান। sixthly (adverb) sixtieth [সিক্‌সটিআথ্‌] (noun), (adjective) ষাটতম; ৬০তম। sixty [সিক্‌স্‌টি] (noun), (adjective) ষাট, ৬০। the sixties (noun) (plural)' ৬০-৬৯।