Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sculpt Bengali definition [স্কাল্‌প্‌ট্] (verb transitive), (verb intransitive)= sculpture.
  • English Word sculptor Bengali definition [স্কাল্‌প্‌টা(র্)] (noun) ভাস্করsculptress [স্কাল্‌প্‌ট্রিস্] (noun) মহিলা ভাস্কর।
  • English Word sculpture Bengali definition [স্কাল্‌প্‌চা(র্‌)] (noun) (১) ভাস্কর্য(২) [countable noun, uncountable noun] ভাস্কর্য; প্রতিমা; মূর্তি। □ (verb transitive), (verb intransitive) (১) মূর্তি/প্রতিমা গড়া বা খোদাই করা; ভাস্কর্যমণ্ডিত করা: sculptured columns. (২) ভাস্কর হওয়া; নির্মাণ/রচনা করাsculptural [স্কাল্‌প্‌চারাল্‌] (adjective) ভাস্কর্যবিষয়ক; ভাস্কর্যসদৃশ; প্রতিমাসন্নিভ: The sculpture arts, ভাস্কর্যশিল্প।
  • English Word scum Bengali definition [স্কাম্‌] (noun) [uncountable noun] (১) ফেনা; গাঁজলা; গাদ; কাইট(২) the scum (of) (লাক্ষণিক) (কোনো স্থানের) হেঁজিপেঁজি মানুষ; বাজে মানুষ; অকিঞ্চন জনthe scum of the Earth অকিঞ্চন জন; অপদার্থ; জঞ্জাল। scummy (adjective) ফেনিল; ফেনাময়; গাদা-ওঠা।
  • English Word scupper Bengali definition [স্কাপা(র্‌)] (noun) ডেকের পানি নিষ্কাশন করতে জাহাজের ডানদিকের ছিদ্রবিশেষ; জলনালি। □ (verb transitive) (ইচ্ছা করে) জাহাজ ডুবিয়ে দেওয়া; (কথ্য, সাধারণত passive) ধ্বংস করা; ডোবানো; পঙ্গু করা: He’ scuppered.
  • English Word scurf Bengali definition [স্কোফ্] (noun) [uncountable noun] খুশকি; মরামাসscurfy খুশকিওয়ালা।
  • English Word scurrilous Bengali definition [স্কারিলাস্‌] (adjective) তীব্র বিদ্রূপপূর্ণ; দুরুক্তিপূর্ণ; অকথ্য বিদ্রূপাত্মক: scurrilous attacks. scurrility [স্কারিলাটি]noun [uncountable noun] অকথ্য বিদ্রূপপূর্ণ ভাষা; অশ্লীল গালিগালাজ; (plural scurrilities) দুর্বচন; দুরুক্তি: indulge in scurrilities.
  • English Word scurry Bengali definition [স্কারি] (verb intransitive) (past tense, past participle scurried) scurry (about) (for/through) দ্রুতপায়ে ছোটা; হস্তদন্ত হয়ে ছোটা; তাড়াহুড়া করা: scurry through one’s work. □ (noun) (১) [uncountable noun] দ্রুতবেগে চলার শব্দ; দুমদাম; ব্যতিব্যস্ততা: The scurry and scramble of town life. (২) [countable noun] scurry (of) (বরফের) ঝড়োবর্ষণ; (ধূলির) মেঘ
  • English Word scurvy Bengali definition [স্ক্রাভি] (noun) (বিশেষত পূর্বকালে নাবিকদের মধ্যে) অতিরিক্ত নোনা মাংস ভক্ষণ এবং যথেষ্ট পরিমাণে টাটকা শাকসবজি ও ফলমূল না-খাওয়ার ফলে সৃষ্ট রক্তঘটিত রোগবিশেষ; স্কার্ভি। □ (adjective) (অপশব্দ) ঘৃণ্য; অমর্যাদাকর; নোংরা: a scurvy trick. scurvily [স্ক্রাভিলি] (adverb) জঘন্যভাবে; কুৎসিতভাবে।
  • English Word scut Bengali definition [স্কাট্‌] (noun) [countable noun] বিশেষত খরগোশ বা হরিণের খাড়া, খাটো লেজ; পুচ্ছ
  • English Word scuttle 1 Bengali definition [স্কাট্‌ল্] (noun) (coal-) scuttle ঘরের ভিতরের অগ্নিকুণ্ডে কয়লা সরবরাহের পাত্রবিশেষ; কয়লার ঝুড়ি
  • English Word scuttle 2 Bengali definition [স্কাট্‌ল্] (verb intransitive) scuttle (off/away) তড়িঘড়ি করে পালানো। □ (noun) দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন: a policy of scuttle, পলায়ননীতি।
  • English Word scuttle 3 Bengali definition [স্কাট্‌ল্] (noun) জাহাজের পাশে বা ডেকে কিংবা বাড়ির ছাদ বা দেওয়ালে ঢাকনাওয়ালা ছোট ছিদ্র। □ (verb transitive) ডুবিয়ে দেওয়ার জন্য জাহাজের পাশে বা তলায় স্থির করা কিংবা কপাটিকা খুলে দেওয়া; ফুটা করে জাহাজ ডোবানো।
  • English Word Scylla Bengali definition [সিলা] (noun) (কেবল) between Scylla and Charybdis উভয়সংকটে
  • English Word scythe Bengali definition [সাইদ্‌] (noun) কাস্তে। □ (verb transitive) কাস্তে দিয়ে কাটা।
  • English Word sea Bengali definition [সী] (noun) (১) the sea সাগর; সমুদ্র; সিন্ধু; অর্ণবfollow the sea নাবিক হওয়া। on the sea (স্থান) সমুদ্রোপকূলে অবস্থিত। (২) seas সাগর; সমুদ্রbeyond/over the sea (s) বিদেশে; দেশান্তরে; সমুদ্রের ওপার (এই অর্থে overseas অধিকতর প্রচলিত)। high seas উন্মুক্ত সাগর (বিশেষত সাগরের যে অংশের উপর নিকটতম দেশ ভূখণ্ডগত এক্তিয়ারের অধিকারী)। the freedom of the seas নির্বিবাদে সমুদ্রপথে ব্যবসাবাণিজ্য করার অধিকার; সামুদ্রিক অধিকার। (৩) (সংজ্ঞাবাচক বিশেষ্যে) সাগর: the Mediterranean Sea; হৃদ: the Caspian Sea. the Seven Seas (সাহিত্যিক বা কাব্যিক) সপ্তসিন্ধু; সাতসাগর। (৪) (articles ছাড়া বিভিন্ন বাক্যাংশে) at sea স্থল থেকে দূরে;সাগরে; সাগরবক্ষেall/completely at sea (লাক্ষণিক) কিংকর্তব্যবিমূঢ়; অথৈ জলে হাবুডুবু। by sea সমুদ্রপথে; জাহাজে। go to sea নাবিকবৃত্তি অবলম্বন করা। put to sea সমুদ্রযাত্রায় বহির্গত হওয়া; বন্দর বা ডাঙা ত্যাগ করা। (৫) [countable noun] সাগরের স্থানীয় অবস্থা; সমুদ্রোচ্ছ্বাস; সমুদ্রতরঙ্গ: a heavy sea, উত্তাল সমুদ্রতরঙ্গ। half seas over বদ্ধ মাতাল; নেশায় বুঁদ। (৬) [countable noun] বিপুল পরিমাণ বা ব্যাপ্তি; সাগর; সমুদ্র: a sea of flame. (৭) (attributive(ly) ও যৌগশব্দে): sea air (noun) সাগরের (স্বাস্থ্যকর) হাওয়া; সমুদ্রবায়ুsea-anemone (noun) সামুদ্রিক প্রাণিবিশেষ; দ্রষ্টব্য anemone. sea-animal (noun) সামুদ্রিক প্রাণী। sea-bathing (noun) সমুদ্রস্নান। sea-bed (noun) সমুদ্রতল; সমুদ্রগর্ভ। sea-bird (noun) সাগরবিহঙ্গ; সামুদ্রিক পাখি। sea-board (noun) উপকূলরেখা; উপকূলবর্তী অঞ্চল। sea-boat (noun) (সমুদ্রগামিতার জন্য প্রয়োজনীয় গুণাবলির উল্লেখসহ) সমুদ্রযান; অর্ণবপোত। sea-borne (adjective) (ব্যবসা) জাহাজবাহিত; সমুদ্রবাহিত; সাংযাত্রিক: sea-borne commerce/goods. sea-breeze (noun) বিশেষত দিনের বেলায় (রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুর উলটা) সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু; সমুদ্রবায়ু। তুলনীয় a sea breeze, (যে কোনো) সমুদ্রসমীরণ; সাগরের হাওয়া। sea-cow (noun) ঊষ্ণশোণিত, স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণিবিশেষ; সমুদ্রধেনু। sea-dog (noun) (ক) ঘাগি নাবিক, বিশেষত রানি প্রথম এলিজাবেথের আমলে ইংল্যান্ডের জাহাজের কর্ণধারগণ। (খ)= dogfish, ছোট হাঙরবিশেষ; কামট। (গ) সিল। seafaring [সীফেআরিঙ্] (adjective) সমুদ্রযাত্রা বা সমুদ্রবক্ষে কাজ কারবার বিষয়ক; সাংযাত্রিক; সমুদ্রগ: a seafaring nation. sea-fish (noun) সামুদ্রিক মাছ (freshwater-fish-এর বিপরীত)। seafog (noun) স্থল ও সমুদ্রের মধ্যে ভাগের তারতম্যের জন্য উপকূলবর্তী কুয়াশা; সামুদ্রিক কুয়াশা। seafood (noun) (মাছ, চিংড়ি প্রভৃতি) সামুদ্রিক/সৈন্ধবখাদ্য। seafront (noun) কোনো শহরের সমুদ্রতীরবর্তী অংশ; সমুদ্ররেখা। sea-god (noun) সামুদ্রিক দেবতা; সমুদ্র দেবতা। sea-going (adjective) (ব্যক্তি বা জাহাজ) সমুদ্রগামী; সাংযাত্রিক; সমুদ্রগ। sea-green (adjective), (noun) সাগরের মতো নীলাভ সবুজ; সিন্ধুনীল। seagull (noun) সমুদ্রকুক্কুট; গাংচিল। sea-horse (noun) ছোট মাছবিশেষ। sea-island cotton (noun) দীর্ঘ আঁশযুক্ত উন্নত জাতের তুলা। seakale (noun) উদ্ভিদবিশেষ, যার তরুণ সাদা কচিপাতা সবজিরূপে ব্যবহৃত হয়। sea-legs (noun) (plural) দোলায়মান জাহাজের পিঠে হেঁটে চলে বেড়ানোর ক্ষমতা: get/find one’s sea-legs. sea level (noun) স্থলভাগের উচ্চতা এবং সমুদ্রের গভীরতা মাপার ভিত্তি হিসেবে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সমুদ্রের স্তর; সাগরাঙ্ক। Sea Lord (noun) (লন্ডনস্থ) নৌ-প্রশাসন পরিষদের চারজন নৌ-সদস্যের একজন; সাগরপতি। seaman [সীমান্‌] (noun) (plural seamen) (ক) (নৌবাহিনীতে) সাধারণ নাবিক, নৌকর্মী। (খ) নৌচালন বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি; নৌবিশারদ; নৌবেত্তা। সুতরাং seamanlike [সীমান্‌লাইক্] (adjective) নাবিকোচিত। seamanship [সীমানশিপ্‌] (noun) নৌকা বা জাহাজ পরিচালনার দক্ষতা; নৌদক্ষতা। seamile (noun) = nautical mile. seaplane (noun) জল থেকে উড্ডয়ন এবং জলে অবতরণ করতে সক্ষম উড়োজাহাজ; জলবিমান। seaport (noun) নৌবন্দর। seapower (noun) (নৌশক্তির দ্বারা) সমুদ্রকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করবার ক্ষমতা; নৌবল। seascape (noun) সমুদ্রের দৃশ্যের ছবি; নৌদৃশ্য। দ্রষ্টব্য landscape. sea-shell (noun) কম্বোজজাতীয় যেকোনো সামুদ্রিক প্রাণীর খোলক; সামুদ্রিক খোলা। seashore (noun) সমুদ্রতট; সমুদ্রসৈকত; (আইন সম্বন্ধীয়) জোয়ার ও ভাটার জলাঙ্কের মধ্যবর্তীভূমি; বেলাভূমি। seasick (adjective) জাহাজের দোলায় পীড়াগ্রস্ত; বিবমিষু; সমুদ্রপীড়িত। seasickness (noun) সমুদ্রপীড়া। seaside (প্রায়ই attributive(ly) সমুদ্রতীরবর্তী স্থান, শহর ইত্যাদি, বিশেষত পর্যটনস্থান: a seaside town. sea-snake (noun) (সাধারণত বিষধর বিভিন্ন ধরনের) সামুদ্রিক সাপ। sea-urchin (noun) কণ্টকিত খোলসওয়ালা সামুদ্রিক প্রাণিবিশেষ; সমুদ্রশলা। sea-wall (noun) সমুদ্রতটের ভাঙন রোধে নির্মিত দেওয়াল; সমুদ্রপ্রাকার। seawater (noun) সমুদ্রজল; সাগরবারি। seaway (noun) (ক) জলপথে জাহাজের অগ্রগমন। (খ) সমুদ্রগামী জাহাজের দ্বারা ব্যবহৃত স্থলমধ্যবর্তী জলপথ, যেমন খাল, কপাট ইত্যাদির দ্বারা পরস্পর যুক্ত নদনদী, হ্রদ প্রভৃতি; সমুদ্রসরণি: The St Laurence sea (কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যখানে আটলান্টিক ও গ্রেট লেকের সংযোজক)। seaweed (noun) [countable noun, uncountable noun] সাগরে, বিশেষত সমুদ্রবিধৌত শিলাগাত্রে জাত বিভিন্ন ধরনের উদ্ভিদ; সমুদ্রশৈবাল। seaward [সীওয়াড্‌] (adjective) সমুদ্রাভিমুখ; সাগরমুখী। seawards [সীওয়াড্‌জ্‌] (adjective) সমুদ্রাভিমুখে; সাগরের দিকে। seaworthy (adverb) (জাহাজ) সমুদ্রগমনোপযোগী; সমুদ্রোপযোগী।
  • English Word seal 1 Bengali definition [সীল্‌] (noun) বিভিন্ন ধরনের মৎস্যভোজী সামুদ্রিক প্রাণিবিশেষ, যাদের তেল ও চামড়ার জন্য শিকার করা হয়; সিলsealskin (noun) লোমওয়ালা সিলের চামড়া; ঐ চামড়া দিয়ে তৈরি পোশাক; সিলচর্ম। □ (verb intransitive) সিল শিকার করা: go sealing. sealer (noun) সিলশিকারি।
  • English Word seal 2 Bengali definition [সীল] (noun)১ (গালা ইত্যাদির) মোহর; সিলমোহরgiven under my hand and seal (আইন সম্বন্ধীয়) আমার স্বাক্ষর ও মোহরযুক্ত। under seal of secrecy (লাক্ষণিক) গোপনীয়তা আবশ্যিক বা প্রতিশ্রুত বলে যা হয়েছে তা অবশ্যই গোপন রাখতে হবে; গোপনীয়তা রক্ষার মোহরাঙ্কিত করে। (২) মোহরের পরিবর্তে ব্যবহৃত কোনোকিছু, যেমন দলিলের সঙ্গে সংলগ্ন কাগজের চাকতি, ছাপ ইত্যাদি; মোহর(৩) মোহর করার জন্য নকশাযুক্ত ধাতুখণ্ড; মোহরseal-ring (noun) (অনেক সময়) রত্নের উপর উৎকীর্ণ নকশাযুক্ত মোহরযুক্ত আংটি; অঙ্গুলিমুদ্রা; অঙ্গুলিমুদ্রিকা। (৪) seal of (লাক্ষণিক) কোনো কিছুর নিশ্চয়তা বা অনুমোদনরূপে বিবেচিত কার্য, ঘটনা ইত্যাদি; মোহর: the seal of approval. □ (verb transitive) (১) seal (up) মোহরাঙ্কিত করা; সিল মারা: seal a letter, শক্ত করে বন্ধ করা; seal a jar of fruit, বায়ুরোধী করে বন্ধ করা; seal up a window, (যেমন) সব ফাঁকফোকরে কাগজ এঁটে দিয়ে। seal something in আঁট দিয়ে বন্ধ করে ভিতরে রাখা; সম্পূর্ণরূপে সংরক্ষণ করা: seal in the flavour, seal something off ঘেরাও করে রাখা; অবরুদ্ধ করা: seal off an area of land. one’s lips are sealed বিষয়টি গোপন রাখতে হবে; মুখে তালা দেওয়া হয়েছে। sealed orders জাহাজের অধ্যক্ষের (কিংবা অন্য দায়িত্ববান ব্যক্তির) কাছে প্রদত্ত লেফাফাবদ্ধ নির্দেশাবলি, যা তিনি একটি নির্দিষ্ট সময়ে বা স্থানে খুলতে পারবেন; মোহরাঙ্কিত হুকুমনামা। sealing-wax (noun) গালা; লাক্ষা। (২) মীমাংসা/নিষ্পত্তি/ দফারফা করা: seal a bargain. The plan of the project is sealed.
  • English Word sealskin Bengali definition [সীল্‌স্কিন্‌] দ্রষ্টব্য seal 1.
  • English Word seam Bengali definition [সীম্] (noun) [countable noun] (১) যে রেখা বরাবর কাপড়, চামড়া ইত্যাদির দুই প্রান্ত উলটিয়ে সেলাই করা হয়; সীবন; সন্ধিমুখ; জোড়; জোড়মুখ(২) যে রেখা বরাবর দুটি প্রান্ত (যেমন জাহাজের ডেকের তক্তার) পরস্পর মিলিত হয়; জোড়া; ফলসন্ধি(৩) অন্য পদার্থের (যেমন শিলা, কাদা ইত্যাদির) স্তরের মধ্যবর্তী কয়লা ইত্যাদির স্তর; পরত; থাক(৪) সন্ধিমুখের মতো দাগ; বলি (যেমন মুখের কুঞ্চিত চামড়ার)। (৫) (ক্রিকেটে) ফাস্ট বল; জোরে বল করা। □ (verb transitive) (বিশেষত past participle, মুখ সম্বন্ধে) sealed with বলিচিহ্নিত; কাটা দাগমুক্ত। sealless (adjective) সন্ধিহীন; একখানি অখণ্ড কাপড়ে তৈরি; বিজোড়।
  • English Word seamy Bengali definition [সীমি] (adjective) (seamier, seamiest) (প্রধানত লাক্ষণিক, বিশেষত) the seamy side (of life) (জীবনের) কম আকর্ষণীয় দিক; দারিদ্র্য, অপরাধ ইত্যাদি; (জীবনের) কুৎসিত দিক।
  • English Word séance Bengali definition [সেইআ:ন্‌স্] (noun) আধ্যাত্মিক ব্যাপারাদির পর্যেষণার যেমন মৃতের সঙ্গে ভাবের আদান-প্রদানের জন্য বৈঠক; অধ্যাত্ম বৈঠক
  • English Word sear 1 Bengali definition [সিআ(র্‌)] (verb transitive) (১) বিশেষত তপ্ত লৌহ দিয়ে দুগ্ধ করা বা ঝলসে দেওয়া; বিষাক্ত ক্ষত, সর্পদৃষ্ট স্থান ইত্যাদি পোড়ানো (=cauterize); সেকা দেওয়া; অগ্নিকর্ম করাsearing-(ironical) (noun) অগ্নিক্রিয়ার জন্য লৌহশলাকা। (২) (লাক্ষণিক) (হৃদয়, বিবেক ইত্যাদি) কঠিন ও নিঃসাড় করা
  • English Word sear 2, sere Bengali definition [সিআ(র্‌)](adjective(s)) (সাহিত্যিক) শুকনা; বিশুদ্ধ; পরিশুষ্ক; পরিম্লান
  • English Word search Bengali definition [সাচ্‌] (verb transitive), (verb intransitive) (১) search (somebody/something), (for somebody/something), search something/something out তল্লাশি/তালাশ করা; অনুসন্ধান/অন্বেষণ করা; খোঁজা; সন্ধান করা; ঘাঁটা: search a suspected criminal; search through dictionaries. search out খুঁজে বেড়ানো/ফেরা: search out an old acquaintance. search one’s heart/conscience নিজ হৃদয়/বিবেক পরীক্ষা করা। Search me! (কথ্য) (আপনি যা জিজ্ঞাসা করছেন যে বিষয়ে) আমি নেহায়েত অজ্ঞ/আমার কোনো ধারণা নেই। (২) (সাহিত্যিক) গভীরে প্রবেশ করা; প্রতিটি অংশে প্রবিষ্ট হওয়া: Floods of rain searched the house. □ (noun) [countable noun, uncountable noun] (১) সন্ধান; তল্লাশ; অন্বেষণ; অনুসন্ধানright of search যুদ্ধলিপ্ত দেশের জাহাজ কর্তৃক নিরপেক্ষ কোনো দেশের জাহাজ (নিষিদ্ধ পণ্য ইত্যাদির জন্য) তল্লাশি করার অধিকার; তল্লাশির অধিকার। searchlight (noun) শক্তিশালী আলো, যার রশ্মি যেকোনো দিকে ঘোরানো যায়; সন্ধানী আলো; অন্বেষক আলো। search-party (noun) হারানো কোনো ব্যক্তি বা বস্তুর সন্ধানে নিয়োজিত দল; অনুসন্ধায়ী দল; অন্বেষ্টা দল। search-warrant (noun) (খাস) তল্লাশির পরওয়ানা। (২) (আইন সম্বন্ধীয়) জমি বা সম্পত্তি কেন কেনা হবে না (যেমন ঘরবাড়ি ভেঙে ফেলার পরিকল্পনার জন্য), এতদ্বিষয়ে (স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনজ্ঞ প্রভৃতি কর্তৃক) অনুসন্ধান; হেতুসন্ধানsearcher (noun) অন্বেষ্টা; অন্বেষক; অনুসন্ধায়ী; তল্লাশি। searching (adjective) (দৃষ্টি) তল্লাশি; অনুসন্ধানী; অন্বেষী আনুপুঙ্খিক। searchingly (adverb) তন্ন তন্ন করে; পুঙ্খানুপুঙ্খভাবে।
  • English Word season Bengali definition [সীজ্‌ন্‌] (noun) [countable noun] (১) ঋতু; মৌসুম(২) কোনোকিছুর জন্য উপযোগী বা স্বাভাবিক কিংবা কোনোকিছুর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সময়; মৌসুম: The football season; the dead season, the off season. (হোটেল প্রভৃতিতে) যে সময়ে অতিথি সমাগম বড় একটা থাকে না; মন্দা/মরা মৌসুম। the season’s greetings (বড়দিনের শুভেচ্ছালিপিতে যেমন লেখা থাকে) মৌসুমের শুভকামনা। in/out of season (ক) (খাদ্য) সাধারণত প্রাপণীয়/অপ্রাপণীয়; আর্তব/অনার্তব: Mangoes are out of season now, আমের এটা মৌসুম নয়। (খ) যখন অধিকাংশ লোক ছুটি নেয়/নেয় না; মৌসুমে/মৌসুমের বাইরে। in (season) and out of season অহরহ; উঠতে বসতে; সর্বক্ষণ। a word in season সময়োচিত পরামর্শ/ উপদেশ। close/the open season, দ্রষ্টব্য close 1 (১২), open 1 (১১).season-ticket (noun) (ক) যে টিকিট মালিককে একটি নির্দিষ্ট সময়-পরিসরের মধ্যে একটি নির্দিষ্ট যাতায়াতপথে এক স্থান থেকে অন্য স্থানে যতবার খুশি যাতায়াত করার অধিকার দেয়; মৌসুমি টিকিট: a six-month. season (-ticket). তুলনীয় (America(n)) commutation ticket.(খ) যে টিকিট মালিককে একটি নির্দিষ্ট সময়পরিসরের মধ্যে কোনো বিনোদনস্থানে যেমন সংগীতশালায়) (টিকিটে উল্লিখিত অনুষ্ঠানসমূহ উপভোগ করার জন্য) যতবার খুশি প্রবেশ করার অধিকার দেয়; মৌসুমি টিকিট। □ (verb transitive), (verb intransitive) (১) (কাঠ ইত্যাদি) পাকা করা বা হওয়া; পাকানো; অভ্যস্ত করা: well seasoned wood. We are not yet seasoned to this dry weather. (২) season (with) (খাদ্য) (লবণ, গোলমরিচ, লংকা ইত্যাদি যোগে) স্বাদগন্ধযুক্ত করা; স্বাদিত করা: vegetables seasoned with pepper; highly seasoned dishes; (লাক্ষণিক) conversation seasoned with wit, রসিকতায় ফোঁড়ন দেওয়া কথোপকথন। (৩) (সাহিত্যিক) নরম করা; সংযত/সহনীয় করাseasoning (noun) [countable noun, uncountable noun] খাদ্যকে সুস্বাদ করার জন্য যা যোগ করা হয়; মসলা; স্বাদনদ্রব্য।
  • English Word seasonable Bengali definition [সীজনাব্‌ল্] (adjective) (১) (আবহাওয়া) ঋতু অনুযায়ী যেমন প্রত্যাশিত; কালোচিত; মৌসুমোচিত। (সাহায্য, পরমার্শ, উপহার) সময়োচিত; যথাকালীন।
  • English Word seasonal Bengali definition [সীজান্‌ল্‌] (adjective) ঋতুনির্ভর; মৌসুমি; আবর্ত: seasonal occupations (যেমন ধানকাটা); a seasonal trade. seasonally [সীজানালি] (adverb) মৌসুম মাফিক।
  • English Word seat Bengali definition [সীট্] (noun) (১) আসন; পীঠkeep one’s seat নিজের আসনে অবস্থান করা; আসন ছেড়ে না-ওঠা। lose one’s seat নিজের আসন হারানো। নিচে ৪ দ্রষ্টব্যtake a seat আসন গ্রহণ করা; বসা। take one’s seat (সভাকক্ষ, রঙ্গশালা প্রভৃতি স্থানে) নিজের আসনে উপবেশন করাtake a back seat, দ্রষ্টব্য back 3(৩). seat-belt (noun) যাত্রীবাহী যান বা বিমানের আসনের দুই পাশে বাঁধা নিরাপত্তামূলক চামাটি (যা কটিবন্ধের মতো পরা হয়); পিছনের কটিবন্ধ। (২) চেয়ার, টুল, বেঞ্চ ইত্যাদির যে অংশে বসা হয় (পিঠ, পায়া ইত্যাদির সঙ্গে বৈপরীত্যক্রমে), আসন: a chair-seat. (৩) নিতম্ব; প্যান্ট ইত্যাদির পেছনের অংশ: a hole in the seat of one’s trousers. (৪) (সিনেমা, সংসদ ইত্যাদির) আসন। take one’s seat (সংসদে) সদস্যপদে আসীন হওয়া। win a seat (নির্বাচনে) একটি আসনে জয়ী হওয়া। lose one’s seat সংসদ নির্বাচনে পরাজিত হওয়া। (৫) যে স্থানে কোনো কিছু অবস্থিত বা কোনোকিছু সম্পন্ন হয়; কেন্দ্র; পীঠ: the seat of government, a seat of learning. (৬) (country-) seat (সাধারণত বৃহৎ কোনো ভূসম্পত্তির কেন্দ্রস্বরূপ) গ্রামস্থিত বৃহৎ বাসভবন, নিবাস; বসতবাটী(৭) (বিশেষত ঘোড়ার পিঠে) বসার ধরন: have a good seat. উত্তমরূপে অশ্ব চালনা করা। □ (verb transitive) (১) seat oneself; be seated (আনুষ্ঠানিক) উপবেশন করা। (২) বসানো; আসন থাকা; a hall that seats 1000. seating-room (noun) [uncountable noun] আসন; বসার জায়গা: a classroom with seating-room for 20 students. (৩) (সাধারণত reseat) আসন বা (পোশাকের) নিতম্ব মেরামত/সংস্কার করা: seat a chair/an old pair of trousers.
  • English Word sebaceous Bengali definition [সিবেইশাস্‌] (adjective) চর্বি সম্বন্ধীয়; স্নৈহিক: sebaceous duct, স্নৈহিক নালি; sebaceous gland স্নেহগ্রন্থি।