• Bengali Word whole English definition [হোল্] (adjective) ১ অক্ষত; অটুট: There isn’t a plate (= অক্ষত কোনো প্লেট) in the house.
    যেহেতু whole (৩) ‘আস্ত’ অর্থে ব্যবহৃত হয়, সে জন্য noun এর পরে কখনো-কখনো whole (১) বসতে পারে): He swallowed the grape whole. The chicken was roasted whole go the whole hog, দ্রষ্টব্য hog. (২) পুরো; সম্পূর্ণ: He spoke for a whole hour, পুরো এক ঘণ্টা বলেছে। whole food (noun) [uncountable noun] কৃত্রিম উপাদানমুক্ত পুষ্টিকর খাদ্য; (attributive(ly)) a whole food shop. Wholenote (noun) [countable noun] (America(n)) লিখিত আকারে প্রচলিত দীর্ঘতম সাংগীতিক স্বর। whole number (noun) [countable noun] অবিভক্ত রাশি; পূর্ণসংখ্যা। whole-meal, , whole wheat (noun(s)) সম্পূর্ণ আটা, অর্থাৎ যে ভাঙানো গম থেকে কিছুই ঝেড়ে বা ছেঁটে ফেলা যায়নি। (৩) (শুধু attributive(ly), singular noun সহযোগে) the/one’s whole যা কিছু আছে তার সবটা; পুরোটা; গোটা; সম্পূর্ণ: The whole truth about something, কোনোকিছু সম্পর্কে পূর্ণ সত্য; the whole country, গোটা দেশ; দেশের প্রতিটি মানুষ; the whole morning, সারা সকাল; He has taken the whole lot,সবটা/সবগুলো নিয়ে গেছে। do something with one’s whole heart সর্বান্তকরণে কিছু করা। এর থেকে, whole hearted(ly) (adjective), (adverb) (৪) (plural noun-সহযোগে attributive(ly)) কম নয়; We walked for three whole days, তিনদিনের কম কিছুতেই নয়, পুরো তিনদিন; Whole villages (= গ্রামকে গ্রাম) were destroyed by the invaders . (৫) (প্রাচীন প্রয়োগ বাইবেলি) সুস্থ; আরোগ্যপ্রাপ্ত: They that are whole need not a physician. His broken arm was made whole. □ (noun) অবিভক্ত, যা সম্পূর্ণ বস্তু; পুরো জিনিস: A whole is greater than any of its parts. I spent the whole of that summer in Chittagong. The land wasn’t divided up- it was sold as a whole. on the whole সব কিছু বিচার করে; মোটের উপর। (taken) as a whole সামগ্রিকভাবে (দেখলে বা বিচার করলে)। wholly [হোলি] (adverb) সম্পূর্ণভাবে; পুরোপুরি: He isn’t whole bad.