• Bengali Word round 1 English definition [রাউন্‌ড্] (adjective) ১ গোলাকার; বৃত্তাকার।
    a roundgame এক ধরনের খেলা যাতে কোনো দল বা প্রতিপক্ষ থাকে না এবং যেখানে খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট নয়। the Round Table Conference গোলটেবিল বৈঠক। (২) বৃত্তাকার গতিপথে সম্পন্ন। round brackets লঘুবন্ধনী। round dance বৃত্তাকারে পরিবেশিত নাচ। round robin যে দরখাস্তে বৃত্তাকারে স্বাক্ষর থাকে যার ফলে বোঝা না-যায় কার পরে কে স্বাক্ষর করছে। round robin league যে লিগ-খেলায় প্রত্যেক প্রতিযোগী বা দলকে অপর প্রত্যেক প্রতিযোগী বা দলের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। round trip (British/Britain) বৃত্তাকারে ভ্রমণ; (America(n)) কোনো জায়গায় ভ্রমণ এবং সেখান থেকে একই পথে পুনরায় প্রত্যাবর্তন। (৩) সম্পূর্ণ; অবিরাম; পূর্ণ: a round dozen, a round sum. in round figures/numbers ১০, ১০০, ১০০০ ইত্যাদির গুণিতক হিসেবে প্রদত্ত। (৪) পূর্ণ; সরল: at a round pace, তেজপূর্ণ; দৃঢ়: a round oath, a round voice. to scold somebody in good round terms বেশ স্পষ্ট ভাষায় কাউকে তিরস্কার করা। (৫) (যৌগশব্দ) round-arm (adjective), (adverb) (ক্রিকেট বোলিং) গোটা বাহু কাঁধ পর্যন্ত উঁচুতে ঘোরানো অবস্থায়: he bowled round-arm. round-backed (adjective) বক্রপৃষ্ঠ; কুব্জপৃষ্ঠ। round-eyed (adjective) বিস্ফারিত দৃষ্টিপূর্ণ: staring in round-eyed wonder. round-hand (noun) [uncountable noun] (ক) গোটা গোটা অক্ষরে স্পষ্ট করে লেখার রীতি। (খ)= round-arm. Round-head (noun) ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর গৃহযুদ্ধকালে পার্লামেন্ট পক্ষের সদস্য (মাথার চুল আগাগোড়া সমান করে কাটার কারণে এই নাম)। round-house (noun) (ক) পুরনো আমলের জাহাজের কামরা বা কামরার শ্রেণি; (খ) ইনজিন মেরামত ভবন (যার মাঝখানে চক্রাকার ঘূর্ণায়মান প্ল্যাটফরম থাকে); (গ) (পুরনো) কয়েদখানা। round-shot (noun) কামানের গোলা। round-shouldered (adjective) সম্মুখের দিকে বাঁকা কাঁধওয়ালা। roundish (adjective) প্রায় গোলাকার। roundly (adverb) সোজাসুজি স্পষ্টাস্পষ্টি। roundness (noun)