R পৃষ্ঠা ৭
- English Word re-entry Bengali definition [রীএন্ট্রি] (noun) (plural reentries) পুনঃপ্রবেশ; পৃথিবীর আবহমণ্ডলে নভোযানের প্রত্যাবর্তন।
- English Word re-form Bengali definition [রীফোম্] (verb transitive), (verb intransitive) পুনর্গঠিত করা বা হওয়া; নতুন করে গঠন করা বা গঠিত হওয়া; (সেনাদল) আবার সারিবদ্ধ হওয়া। reformation [রীফোমেইশ্ন্] (noun) পুনর্গঠন; পুনর্বিন্যাস।
- English Word reach Bengali definition [রীচ্] (verb transitive), (verb intransitive) (১) reach (out) (for) (হাত) বাড়ানো: to reach out for the glass. (২) হাত বাড়িয়ে কিছু নেওয়া বা দেওয়া; (হাত দিয়ে) পাড়া: Could you reach me that knife? (৩) (সাহিত্যিক বা লাক্ষণিক) পৌঁছা; উপনীত হওয়া; নাগাল পাওয়া: reach Paris. (৪) প্রসারিত হওয়া; পৌঁছা; যোগাযোগ করা: His voice reached to the back of the auditorium. as far as the eye can reach যতদূর চোখ যায়। (৫) reach-me-downs (noun) (plural) (অপশব্দ) পুরনো বস্ত্র। □ (noun) (১) (কেবল singular) নাগাল; পৌঁছা: get something by a long reach. (২) [uncountable noun] যতদূর পর্যন্ত হাত ইত্যাদি পৌঁছানো যায়, মানসিক শক্তি প্রসারিত করা যায়; নাগাল; পাল্লা; পরিসর: to have a long reach. within/out of/beyond reach ৩ নাগালের মধ্যে/বাইরে। (৩) [countable noun] নদী বা খালের দুই বাঁকের মধ্যে যতটা চোখে দেখা যায়; বাঁক। দ্রষ্টব্য lock 2 (৩).
- English Word react Bengali definition [রিঅ্যাক্ট্] (Verb intransitive) (১) react on/upon প্রভাব বিস্তার করা: Commendation reacts upon learners. (২) react to সাড়া দেওয়া; প্রভাবিত হওয়া; Children react to words of encouragement. (৩) react against প্রতিক্রিয়া ব্যক্ত করা। (৪) react on (রসায়ন) (অন্য বস্তুর উপর প্রযুক্ত বস্তু) ক্রিয়া/বিক্রিয়া করা।
- English Word reaction Bengali definition [রিঅ্যাক্শ্ন্] (noun) [Countable noun, uncountable noun] (১) প্রতিক্রিয়া: action and reaction. (২) (বিশেষত রাজনীতিতে) প্রগতিবিরোধিতা; প্রতিক্রিয়াশীলতা: The forces of reaction made reform difficult. (৩) সাড়ামূলক মনোভাব; প্রতিক্রিয়া: His reaction to the suggestion was more than I expected. (৪) (বিজ্ঞান) এক বস্তুর উপর অন্য বস্তুর প্রতিক্রিয়া; পরমাণু-কেন্দ্রর পরিবর্তন; বিক্রিয়া। reactionary [রিঅ্যাক্শান্রি America(n) [রিঅ্যাক্শানেরি] (noun) (plural reactionries), (adjective) প্রতিক্রিয়াশীল (ব্যক্তি)।
- English Word reactor Bengali definition [রিঅ্যাক্টা(র্)] (noun) nuclear reactor নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়ার শক্তি উৎপাদনের জন্য যন্ত্র; পারমাণবিক চুল্লি।
- English Word read Bengali definition [রীড্] (verb transitive), (verb intransitive) (past tense past participle read [রেড্]) (১) (সরলকালে কিংবা 'can/be able'- এর সঙ্গে ব্যবহৃত) পড়তে পারা; বোঝা: Do you read Greek? (২) (সরল বা ঘটমানকাল) পড়া; পাঠ করা: She is reading a novel. (৩) (বিশেষত বিশ্ববিদ্যালয়ে) কোনো বিষয় পড়া; অধ্যয়ন করা: They are reading English at Oxford. (৪) ব্যাখ্যা করা; সমাধান করা; অর্থ উদ্ধার করা; (হাত) দেখা: read a riddle/dream; read somebody’s hand/palm. (৫) এক ধরনের ধারণা দেওয়া; পড়লে (ভালো, মন্দ ইত্যাদি) লাগা: The dialogues read well. (৬) ধরে নেওয়া; লক্ষণস্বরূপ গণ্য করা: His silence should not be read as a refusal. read into যতটা যুক্তিযুক্ত; তার অধিক যোগ করা: Don’t read into the article more meaning than the author intended to communicate. read between the lines প্রকৃতপক্ষে প্রকাশিত হয়নি এমন অর্থ অন্বেষণ বা আবিষ্কার করা। (৭) (যন্ত্রপাতি) নির্দেশ করা। (৮) পড়তে পড়তে একটি বিশেষ অবস্থায় আনা: The old man read himself to sleep. (৯) (adverb-সহ past participle) পড়াশোনার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানসমৃদ্ধ: deeply read in the classics; a well- readman, সুপণ্ডিত। □ (noun) অধ্যয়নে নিয়োজিত সময়: have a quiet read. readable [রীডাব্ল্] (adjective) (১) সহজপাঠ্য বা সুখপাঠ্য। (২) পাঠযোগ্য; পঠনীয়। দ্রষ্টব্য legible. readability [রীডাবিলাটি] (noun) সুখপাঠ্যতা; পঠনীয়তা; পাঠযোগ্যতা।
- English Word reader Bengali definition [রীডা(র্)] (noun) (১) পাঠক; পাঠানুরাগী (publisher’s reader) প্রকাশের উদ্দেশ্যে প্রদত্ত পাণ্ডুলিপি পড়ে মতামত দিতে প্রকাশক কর্তৃক নিযুক্ত ব্যক্তি; প্রুফশোধক; প্রুফ-সংশোধক। (lay reader) গির্জায় প্রার্থনা-অনুষ্ঠানের অংশবিশেষ উচ্চস্বরে পাঠ করার জন্য নিযুক্ত ব্যক্তি। (২) (British/Britain) অধ্যাপকের অব্যবহিত অধস্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক; রিডার: Reader in English Literature. (৩) ক্লাসে পড়ার জন্য পাঠ্যপুস্তক; ভাষাশিক্ষার্থীদের পড়ার জন্য, সঙ্কলন গ্রন্থ: an English reader. (৪) যে ব্যক্তি সংগুপ্ত বা অস্পষ্ট কোনো কিছুর ব্যাখ্যানে বিশেষ পারদর্শী, বিশেষত a mind/thought-reader. readership [রীডা(র্)শিপ্] (noun) (১) রিডারের পদ। (২) (সাময়িকী) পাঠকসংখ্যা (যা গ্রাহকসংখ্যার চেয়ে বেশি হতে পারে)।
- English Word readily, readiness, Bengali definition দ্রষ্টব্য ready.
- English Word reading Bengali definition [রীডিঙ্] (noun) (১) [Uncountable noun] পাঠ; পঠন। readingdesk, পাঠমঞ্চ, দ্রষ্টব্য lectern. reading-lamp (noun) পড়ার জন্য আবৃত টেবিল ল্যাম্প; পড়ার বাতি। reading-glasses (noun) পড়ার চশমা (দূরে দেখার জন্য নয়)। reading-room (noun) (বিশেষত ক্লাব বা গণগ্রন্থাগারে) পাঠকক্ষ। (২) [Uncountable noun] (বিশেষত পুঁথিগত) বিদ্যা। (৩) [Countable noun] যেভাবে কোনো কিছু ব্যাখ্যাত বা উপলব্ধ হয়; ব্যাখ্যা: I don’t agree with your reading of the clause. (৪) [Countable noun] ডায়াল, মানদণ্ড ইত্যাদির উপর পরিমাণসূচক সংখ্যা; পাঠ: readings on a thermometre. (৫) [Countable noun] (মুদ্রণ বা নকলের) পাঠ; পাঠভেদ। (৬) [Countable noun] পঠনভিত্তিক বিনোদন-অনুষ্ঠানবিশেষ: Readings from Shakespeare. play reading (বিশেষত নাট্যদল কর্তৃক) নাটকপাঠ। (৭) [Countable noun] (পার্লামেন্টে) রাজার সম্মতিলাভের জন্য প্রেরিত হওয়ার আগে একটি খসড়া আইনকে যে তিনটি অপরিহার্য পর্যায় অতিক্রম করতে হয় তাদের একটি; পাঠ।
- English Word readjust Bengali definition [রীআডজাস্ট্] (verb transitive), (verb intransitive) readjust (oneself) (to) আবার খাপ খাওয়ানো; পুনর্বিন্যস্ত করা। readjustment (noun) [Uncountable noun, countable noun] পুনর্বিন্যাস।
- English Word ready Bengali definition [রেডি] (adjective) (readier, readiest) (১) (কেবল predicative(ly)) ready (for something/to do something) প্রস্তুত; তৈরি। make ready তৈরি করা। (২) ক্ষিপ্র; তৎপর; চটপটে: a readywit, প্রত্যুৎপন্নমতিত্ব: He is too ready to find fault. (৩) হাতের কাছে; তৈরি: Keep a boat ready. ready money নগদ টাকাকড়ি; রোক। ready reckoner ব্যবসায় প্রয়োজনীয় নানাবিধ সাধারণ হিসাবের উত্তর-সংবলিত পুস্তক; গণনাপুস্তক। (৪) (past participle-সহ adverb প্রয়োগ) পূর্বপ্রস্তুত; buy food ready cooked. ready-made (adjective) (ক) তাৎক্ষণিকভাবে ব্যবহারোপযোগী; তৈরি: ready-made clothes. (খ) (লাক্ষণিক) গতানুগতিক; মামুলি: ready made ideas. □ (noun) (কেবল) at the ready (রাইফেল) তাক করা। readily [রেডিলি] (adverb) (১) নির্দ্বিধায়; সানন্দে। (২) অনায়াসে; অবলীলাক্রমে। readiness [রেডিনিস্] (noun) [uncountable noun] (১) in readiness (for) প্রস্তুত অবস্থায়: have everything ready for an early start; in ready for a war. (২) আগ্রহ; ঔৎসুক্য। (৩) ক্ষিপ্রতা; দ্রুততা; প্রত্যুৎপন্নতা: readiness of wit, প্রত্যুৎপন্নমতিত্ব।
- English Word reaffirm Bengali definition [রীআফাম্] (verb transitive) দৃঢ়তাসহকারে পুনর্ব্যক্ত করা; পুনরায় দৃঢ়োক্তি করা: reaffirm one’s loyalty.
- English Word reagent Bengali definition [রীএইজান্ট্] (noun) [Countable noun] (রসায়ন) বিক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থের উপস্থিতি শনাক্ত করার পদার্থ; বিকারক।
- English Word real 1 Bengali definition [রিআল্] (adjective) (১) বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার: real life; real gold; a real cure. real ale (British/Britain, ১৯৭০ সালের দিকে) ঐতিহ্যসম্মতভাবে যত্নের সঙ্গে প্রস্তুত, সংরক্ষিত ও পরিবেশিত এক ধরনের বিয়ার। (২) real-time (কম্পিউটার) দ্রুত ফল দেওয়ার জন্য নিয়ত পরিবর্তনশীল উপাত্তসমূহ গ্রহণ ও তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত করতে সক্ষম। (৩) realestate (আইন সম্বন্ধীয়) (personal estate-এর সঙ্গে বৈপরীত্যক্রমে) জমি; প্রাকৃতিক সম্পদ ও ভবনাদিসমেত সম্পত্তি; স্থাবর সম্পত্তি। (৪) (America (n) কথ্য, adverb রূপে) সত্যিই; অত্যন্ত: He bought a real good house. really [রিআলি] (adverb) (১) বস্তুত; প্রকৃতপক্ষে; নিঃসন্দেহে; সত্যিকারভাবে; সত্যিই: Do you really mean it? (২) (প্রসঙ্গ অনুযায়ী) আগ্রহ, বিস্ময়, সামান্য প্রতিবাদ, সন্দেহ ইত্যাদি প্রকাশের জন্য ব্যবহৃত: ‘He’s going to marry very soon’ ‘Oh, really!’
- English Word real 2 Bengali definition [রেইআ:ল্] (noun) [Countable noun] স্পেন বা স্প্যানিশভাষী দেশসমূহে পূর্বকালে ব্যবহৃত রৌপ্যমুদ্রা ও মুদ্রার একক; রেয়াল।
- English Word real time Bengali definition [রিআল্ টাইম] (noun) (অপিচ real-time) (মিডিয়ায়) যখন কোনো ঘটনার তাৎক্ষণিক দৃশ্যায়ন ও ধারা বর্ণনা দেওয়া হয়: The TV channel is broadcasting the event in real time. (২) (কম্পিউটার) এমন পাঠ যা এক বা একাধিকজনের কাছে যুগপৎভাবে সংঘটিত হতে পারে।
- English Word realign Bengali definition [রীআলাইন্] (verb transitive), (verb intransitive) (১) পূর্বেকার বিন্যাসে ফিরিয়ে আনা। (২) নবরূপে বিন্যস্ত করা; অন্যভাবে সাজানো। (৩) (লাক্ষণিক) নতুনভাবে জোটবদ্ধ হওয়া; নতুন শরিকদের (বিশেষত রাজনৈতিক দলের) সঙ্গে মতৈক্যে পৌঁছানো realignment (noun) [uncountable noun] নবতর বিন্যাস।
- English Word realism Bengali definition [রিআলিজাম্] (noun) [Uncountable noun] (১) (শিল্প ও সাহিত্যে) বাস্তববাদ। (২) বাস্তবের মোকাবিলা এবং ভাবপ্রবণতা ও প্রচলের প্রতি অবজ্ঞার ভিত্তিতে আচরণ; বাস্তববাদিতা। (৩) (দর্শন) আমাদের মানসিক ধারণার বাইরেও বস্তুর সত্যিকার অস্তিত্ব আছে; এই তত্ত্ব; বাস্তববাদ। দ্রষ্টব্য idealism. realist [রিআলিস্ট্] (noun) বাস্তববাদী। realistic [রিআলিস্টিক্] (adjective) (১) (দর্শনে, শিল্পকলায়) বাস্তববাদী; বাস্তববাদসম্মত। (২) ভাবপ্রবণতা-বর্জিত; বাস্তববাদী; realism politics. realistically [রিআলিজাম্ক্লি] (adverb) বাস্তবানুগভাবে।
- English Word reality Bengali definition [রিঅ্যালাটি] (noun) (past participle realities) (১) [Uncountable noun] বাস্তবতা; বাস্তব অস্তিত্ব। bring somebody back to reality বাস্তব জগতে ফিরিয়ে আনা। in reality বস্তুত; প্রকৃতপক্ষে; বাস্তবিক। (২) [Countable noun] বাস্তব কোনো কিছু। (৩) [Uncountable noun] বাস্তববাদ।
- English Word realize, realizeise Bengali definition [রিআলাইজ্] (verb transitive) (১) উপলব্ধি/হৃদয়ঙ্গম করা। (২) (আশা, পরিকল্পনা ইত্যাদি) বাস্তবায়িত করা। (৩) (সম্পত্তি, শেয়ার ইত্যাদি) অর্থের বিনিময়ে হস্তান্তর করা। (৪) realize (on) (সম্পত্তি ইত্যাদি) মূল্য বা মুনাফা হিসেবে লাভ করা: He realized a high price on the antiques. realizable [রিআলাইজ্ব্ল্] (adjective) উপলব্ধির যোগ্য; বাস্তবায়নযোগ্য realization, realizeisation [রিআলাইজেইশ্ন্ America(n) রিঅ্যালিজেইশ্ন্] (noun) [Uncountable noun] বাস্তবায়ন; উপলব্ধি; অর্থের বিনিময়ে সম্পত্তি হস্তান্তর।
- English Word realm Bengali definition [রেল্ম্] (noun) (১) (কাব্যিক আলংকারিক অর্থ বা আইন প্রয়োগ) রাজ্য। (২) এলাকা; ক্ষেত্র; অঞ্চল (লাক্ষণিক): the realm of imagination, কল্পলোক।
- English Word realpolitik Bengali definition [রেইঅ্যাল্পলিটিক্] (noun) [Uncountable noun] (জার্মান) কোনো বিশেষ দেশের জন্য দ্রুত সাফল্য ও ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নিতান্ত ব্যবহারিক ও বাস্তববাদী রাষ্ট্রনীতি; চাণক্যনীতি।
- English Word Realtor Bengali definition [রিআল্টা(র্)] (noun) (America (n) স্থাবর সম্পত্তিঘটিত ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি, যিনি স্থাবর সম্পত্তিবিষয়ক বোর্ডসমূহে জাতীয় সমিতির সদস্য এবং ঐ সমিতি কর্তৃক নির্ধারিত নৈতিক আচরণের মানদণ্ডের প্রতি অনুগত (British/Britain= estate agent).
- English Word realty Bengali definition [রিআল্টি] (noun) past participle realties) (আইন সম্বন্ধীয়) স্থাবর সম্পত্তি বা ভূসম্পত্তি।
- English Word ream Bengali definition [রীম্] (noun) কাগজের পরিমাণ, ৪৮০ টি (America(n) '৫০০') কাগজ বা ২০ দিস্তা; রিম;(কথ্য plural) (লেখা) ভুরি ভূরি; দিস্তা দিস্তা।
- English Word reanimate Bengali definition [রীঅ্যানিমেইট্] (verb transitive) পুনরুজ্জীরিত/পুনরুদ্দীপ্ত করা।
- English Word reap Bengali definition [রীপ্] (verb transitive), (verb intransitive) (১) (শস্য ইত্যাদি) কাটা; চয়ন/আহরণ করা: (আলংকারিক অর্থ) reap a field of barley; the corn; reap the reward of virtue; reap where one has not sown, অন্যের পরিশ্রম থেকে লাভবান হওয়া। (sow the wind and) reap the whirlwind (প্রবাদ) যেমন কর্ম তেমন ফল। reaping-hook (noun) কাস্তে। reaper (noun) দাওয়াল। (১) কর্তনকারী। (২) শস্যকর্তনযন্ত্র।
- English Word reappear Bengali definition [রীআপিআ(র্)] (verb transitive) (বিশেষত নিরুদ্দেশ হওয়ার পর) পুনরাবির্ভূত হওয়া; পুনরুদিত হওয়া: After a few minutes John reappeared with a tray. The moon reappeared from behind a cloud. reappearance [রীআপিআরান্স্] (noun) পুনরাবির্ভাব: the reappearance of the symtoms. making a welcome reappearance at the National Theatre.
- English Word reapply Bengali definition [রীআপ্লাই] (verb) (past tense, past participle reapplied) (১) reapply (for something) (১) কোনো কিছুর/কোনো কিছু করার জন্য আনুষ্ঠানিকভাবে পুনরায় অনুরোধ করা: reapply for a loan/visa. (২) পুনরায় কোনো কিছু চালনা বা নিয়ন্ত্রণের জন্য কোনো নতুন রীতি উদ্ভাবন করা: The formula was reapplied when privatizing the railways. (৩) কোনো কিছু নতুনভাবে বিন্যস্ত করা বা ছড়িয়ে দেওয়া, লাগানো, জড়ানো ইত্যাদি: reapplying her lipstick/sunscreen.