P পৃষ্ঠা ৪
- English Word pamphlet Bengali definition [প্যাম্ফ্লিট্] (noun) [countable noun] বিশেষত সমসাময়িক সমস্যা নিয়ে লেখা বাঁধাইহীন পুস্তিকা; প্যামফলেট। pamphleteer [প্যাম্ফলাটিআ(র্)] (noun) প্যামফলেট-রচয়িতা।
- English Word pan 1 Bengali definition [প্যান্] (noun) (১) চাটু; তাওয়া। pancake (noun) (ক) ময়দা, ডিম, দুধ ইত্যাদি মিশিয়ে তৈরি এক প্রকার কেক বা পিঠা। Pancake Day= Shrove Tuesday. (খ) pancake landing বিমানের জরুরি অবতরণের পদ্ধতি, যাতে গাছ থেকে ফল পড়ার ভঙ্গিতে বিমান উপর থেকে সরাসরি নিচে নেমে আসে। (গ) চাপ দিয়ে পিঠার আকারে তৈরি করা মুখে দেওয়ার পাউডারের চাক। (২) বিভিন্ন কাজে ব্যবহৃত পাত্র: the pan of a lavatory, মলাধার বা মলপাত্র; a bedpan. (৩) মাটিতে সৃষ্ট (কৃত্রিম বা প্রাকৃতিক) গর্ত: a salt-pan, নোনাপানি শুকিয়ে সৃষ্ট গর্ত। (৪) brain-pan (noun) মাথার খুলির উপরের অংশ। (৫) দাঁড়িপাল্লার যে কোনো একটি পাল্লা। (৬) সোনা বা অন্যধাতুর আকরিক পৃথক করার জন্য নুড়ি, পাথরকুচি ইত্যাদি ধোয়ার খোলা পাত্র। (৭) গাদা বন্দুকের যে ঘরে (অর্থাৎ গর্তের মতো জায়গায়) বারুদ ভরা হয়। a flash in the pan, দ্রষ্টব্য flash 1 (১)। (৮) [uncountable noun] (hard-) pan ভূপৃষ্ঠের ঠিক নিচের কঠিন ভূস্তর; কঠিন অন্তর্ভূমি। (৯) (অপশব্দ) মুখমণ্ডল। □ (verb transitive), (verb intransitive) (১) pan something off/out পাত্রে করে (সোনামিশ্রিত নুড়ি ইত্যাদি) ধোয়া। pan for সোনা পাওয়ার আশায় নুড়ি ইত্যাদি ধোয়া। pan out (ক) সোনা মেলা, অর্থাৎ নুড়ি ধুয়ে সোনা পাওয়া। (খ) (লাক্ষণিক) সফল হওয়া; (কোনো রূপ বা আকার) ধারণ করা; (কোনো) পরিণতি লাভ করা: How did it pan out? শেষটায় কী (পরিণতি) হলো? (২) (কথ্য) অত্যন্ত রূঢ়ভাবে সমালোচনা করা।
- English Word pan 2 Bengali definition [প্যান্] (verb transitive), (verb intransitive) (সিনেমা, টিভি) কোনো চলমান বস্তু বা কোনো বিস্তৃত দৃশ্যপটের ছবি তোলার জন্য ডানে বা বাঁয়ে ক্যামেরা ঘোরানো। দ্রষ্টব্য Zoom (২).
- English Word pan 3 Bengali definition [প্যান্] (অপিচ paan [পা:ন্]) (noun) [Countable noun, Uncountable noun] সুপারি, চুন ও নানা ধরনের মসলা দিয়ে চিবিয়ে খাওয়া হয়, এমন এক ধরনের পাতা; পান। panmsala (noun) [Uncountable noun] পান, সুপারি, খয়ের, মৌরি, এলাচ, তামাক প্রভৃতির চূর্ণ মিশিয়ে তৈরি এক ধরনের খাবার; পানমসলা। panshop (noun) পান-সিগারেট বিক্রি করা হয় এমন দোকান; পানদোকান। pan – (prefix) দ্রষ্টব্য পরি. ৩
- English Word pan-pipes Bengali definition [প্যান্ পাইপ্স্] (noun) (plural) একাধিক নল বা পাইপ দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ।
- English Word panacea Bengali definition [প্যানাসিআ] (noun) সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
- English Word panache Bengali definition [প্যানাশ্ America(n) পানাশ্] (noun) [Uncountable noun] বড়াই তার: She dresses with great panache.
- English Word panama Bengali definition [প্যানামা:] (noun) panama (hat) দক্ষিণ ও মধ্য আমেরিকাজাত এক ধরনের গাছের নরম মিহি খড়জাতীয় পাতা থেকে তৈরি টুপি; পানামা হ্যাট।
- English Word panatella Bengali definition [প্যানাটেলা] (noun) [countable noun] লম্বা সরু চুরুট।
- English Word panchayat Bengali definition [পোন্চায়েত্] (noun) (ক) গ্রামের বিচারসভা; পঞ্চায়েত। (খ) ভারতে সরকারি গ্রামপ্রশাসন; গ্রামপঞ্চায়েত।
- English Word panchromatic Bengali definition [প্যান্ক্রাম্যাটিক্] (adjective) (আলোকচিত্র) সব রঙের প্রতি সমানভাবে স্পর্শকাতর; সমসুবেদী।
- English Word pancreas Bengali definition [প্যাঙ্ক্রিআস্] (noun) [Uncountable noun] পাকস্থলীর নিকটবর্তী পরিপাকরস নিঃসরণকারী গ্ল্যান্ড; অগ্ন্যাশয়। pancreatic [প্যাঙ্ক্রিঅ্যাটিক্] (adjective) উক্ত গ্ল্যান্ডসংক্রান্ত।
- English Word panda Bengali definition [প্যান্ডা] (noun) তিব্বতের ভালুকসদৃশ জন্তু-যার পা কালো ও দেহ সাদাকালো রঙের হয়। Panda car (British/Britain) পুলিশের টহলগাড়ি। Panda crossing (noun) (British/Britain) ফ্ল্যাশলাইট বা থেকে থেকে জ্বলে-ওঠা বাতি দ্বারা নিয়ন্ত্রিত রোডক্রসিং বা পথচারী-পারাপার (খুঁটিতে লাগানো বোতামে পথচারী নিজেই চাপ দিলে নিয়ন্ত্রক ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে)।
- English Word pandal Bengali definition [প্যান্ডেল্] (noun) কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য তাঁবু দিয়ে ঢাকা স্থান; প্যান্ডেল।
- English Word pandemic Bengali definition [প্যান্ডেমিক্] (noun), (adjective) সমগ্র দেশ বা মহাদেশ ব্যাপ্ত; (ব্যাধি)।
- English Word pandemonium Bengali definition [প্যান্ডিমোউনিআম্] (noun) [Countable noun, Uncountable noun] হৈচৈপূর্ণ অস্বাভাবিক বিশৃঙ্খলা; এরূপ বিশৃঙ্খলার স্থান।
- English Word pander Bengali definition [প্যানডা(র্)] (verb intransitive) pander (to) (১) (কারো অভিলাষ-অভিরুচিতে) সহায়তা বা উৎসাহ দান করা: a newspaper that panders to one’s interest in scandals. (২) (কারো যৌনলিপ্সা চরিতার্থের জন্য) দূতগিরি করা। এ অর্থে বর্তমানে অধিক প্রচলিত শব্দ procure(৩) দ্রষ্টব্য। □ (noun)= pimp (যে ব্যক্তি পতিতা বা পতিতালয়ের দালালি করে)।
- English Word pane Bengali definition [পেইন্] (noun) জানালার সার্সির কাচ।
- English Word panegyric Bengali definition [প্যানিজিরিক্] (noun) [Countable noun] স্তুতি; প্রশস্তিগাথা।
- English Word panel Bengali definition [প্যান্ল্] (noun) (১) পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠানো বা নিচে নামানো দরজা, দেওয়াল বা সিলিং ইত্যাদির অংশ; প্যানেল। (২) জামাকাপড়ে বসানো বিভিন্ন রঙ বা ভিন্ন উপাদানে তৈরি পটি। (৩) যন্ত্রপাতির বোর্ড: (বিমান বা মোটরগাড়ির) instrument panel; (রেডিও বা টিভির) control panel.৪ জুরির দায়িত্ব পালনে আহূত হতে পারে এমন ব্যক্তিদের নামের তালিকা। (৫) শ্রোতাদের উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে কোনো আলোচনার জন্য নির্বাচিত বক্তাবৃন্দ: (attributive(ly)) a panel discussion. □ (verb transitive) প্যানেল দ্বারা সজ্জিত করা: a paneled wall. paneling (noun) দেওয়াল প্রভৃতির প্যানেলের সারি।
- English Word pang Bengali definition [প্যাঙ্] (noun) আকস্মিক তীক্ষ্ণ বেদনা, অনুশোচনা ইত্যাদি।
- English Word panga Bengali definition [প্যাঙ্গা] (noun) আফ্রিকার শ্রমিকদের ব্যবহৃত বড় ছুরি।
- English Word panhandle Bengali definition [প্যান্হ্যান্ড্ল্] (noun) (America(n)) সংকীর্ণ ভূভাগ। □ (verb intransitive) (America(n) কথ্য) পথে পথে ভিক্ষা করা।
- English Word panic Bengali definition [প্যানিক্] (noun) [Countable noun, Uncountable noun] (১) দ্রুত ছড়িয়ে পড়ে এমন অবুঝ নিয়ন্ত্রণহীন আতঙ্ক: Rumours of a war caused panic among the people. panic-stricken (adjective) আতঙ্কগ্রস্ত; আতঙ্কিত। (২) (attributive(ly)) অবুঝ: panic fear. □ (verb intransitive) আতঙ্কগ্রস্ত হওয়া: Don’t panic, please! there isn’t any fire. panicky [প্যানিকি] (adjective) (কথ্য) সহজে ডরায় এমন; আতঙ্কিত।
- English Word panjandrum Bengali definition [প্যান্জ্যান্ড্রাম্] (noun) উচ্চাসনের ব্যক্তি বা হামবড়া কোনো কর্মকর্তাকে কৌতুকচ্ছলে দেওয়া নাম।
- English Word pannier Bengali definition [প্যানিআ(র্)] (noun) ঘোড়া বা গাধার পিঠের দুপাশে বসানো ঝুড়ির একটি; (মোটর-) সাইকেলের পিছনের দিকে দুপাশে বসানো ব্যাগের একটি।
- English Word pannikin Bengali definition [প্যানিকিন্] (noun) (British/Britain) ক্ষুদ্র ধাতব পেয়ালা; এই পেয়ালার ভিতরকার বস্তু।
- English Word panoply Bengali definition [প্যানাপ্লি] (noun) পুরা একপ্রস্থ বর্ম; (লাক্ষণিক) জমকালো সজ্জা। panoplied [প্যানাপ্লিড্] (adjective) সম্পূর্ণ বর্মাবৃত; সম্পূর্ণ সাজে সজ্জিত।
- English Word panoptic Bengali definition [প্যান্অপ্টিক্] (adjective) (নকশা, ছবি ইত্যাদিসহ কোনো কিছুর) সম্পূর্ণ চিত্র বা দৃশ্যপট তুলে ধরে এমন।
- English Word panorama Bengali definition [প্যানারা:মা America(n) প্যানার্যামা] (noun) বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য: The panorama of tribal life. panoramic [প্যানার্যামিক্] (adjective)