• Bengali Word fool 1 English definition [ফুল] (noun) ১ বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা।
    be a fool for one’s pains এমন কিছু করা যেজন্য পুরস্কারও মেলে না, ধন্যবাদও পাওয়া যায় না। be/live in a fool’s paradise ভাবনাহীন আনন্দের মধ্যে থাকা, যে আনন্দ বেশিদিন টিকবে না; বোকার স্বর্গে থাকা/বাস করা। be sent/go on a fool’s errand এমন কোনো কাজে প্রেরিত বা বহির্গত হওয়া, যা শেষে নিরর্থক প্রমাণিত হয়; পণ্ডশ্রম করতে প্রেরিত হওয়া বা যাওয়া। make a fool of somebody বোকা বানানো; হাস্যাস্পদ করা। play the fool বোকার মতো আচরণ করা; ভাঁড়ামি করা। no fool like an old fool (প্রবাদ) (বয়স্ক প্রেমিক সম্বন্ধে বলা হয়) বুড়ো বোকা সব বোকার সেরা। (২) (মধ্যযুগে) (রাজা বা অমাত্য কর্তৃক নিযুক্ত) ভাঁড়; বিদূষক; বৈহাসিক। (৩) April fool পণ্ডশ্রমে প্রেরিত ব্যক্তি; প্রতারণার শিকার। All Fools’ Day পয়লা এপ্রিল। (৪) (attributive(ly) প্রয়োগ, কথ্য) বোকা; নির্বোধ: fool politicians. □ (verb intransitive), (verb transitive) (১) fool (about/around) বোকার মতো আচরণ করা; ফচকেমি/ফাজলামো করা। (২) fool somebody (out of something) ঠকানো; বোকা বানানো।