Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word privy Bengali definition [প্রিভি] (adjective) (১) (আইন বাদে অন্যক্ষেত্রে প্রাচীন প্রয়োগ) গোপন; গূঢ়; একান্তprivy to গুপ্তবিষয়ে জ্ঞানসম্পন্ন: He certainly was privy to the details of the plot; সহবেদিতার অভিযোগে অভিযুক্ত করা। (২) the Privy Council কোনো কোনো রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শদানের জন্য রাজা বা রানি কর্তৃক নিয়োজিত পরিষদবিশেষ; তবে এখন এর সদস্যপদ মুখ্যত ব্যক্তিগত সম্মানের বিষয়মাত্র; গূঢ়সভা; মন্ত্রণাপরিষদPrivy Councillor/Counsellor মন্ত্রণাপরিষদ-সদস্য; গূঢ় সভাসদ। Privy Purse রাজা বা রানির ব্যক্তিগত ব্যয়নির্বাহের জন্য রাষ্ট্রীয় আর থেকে বরাদ্দকৃত ভাতা; একান্ত ভাতা। Privy Seal অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দলিলপত্রে আযুক্ত করার জন্য রাষ্ট্রীয় সিলমোহর; গূঢ়মুদ্রা। (noun) (plural privies) (প্রাচীন প্রয়োগ) শৌচালয়। privily [প্রিভিলি] (adverb) গোপনে; একান্তে।
  • English Word prize 1 Bengali definition [প্রাইজ্‌] (noun) পুরস্কার: be awarded a prize for good conduct; consolation prizes, সান্ত্বনা পুরস্কার; prize cattle, পুরস্কারপ্রাপ্ত গবাদিপশু; a prize scholarship, পুরস্কারমূলক বৃত্তি। (২) (লাক্ষণিক) সংগ্রামের লক্ষ্যবস্তু কিংবা সংগ্রামের যোগ্যবস্তু; পুরস্কার; সিদ্ধিফল: the prizes of life. (৩) prize-fight (noun) (অর্থের জন্য) মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতাprize-fighter (noun) পেশাদার মুষ্টিযোদ্ধা। prize-fighting (noun) (অর্থের জন্য) মুষ্টিযুদ্ধ। prize-ring (noun) মল্লভূমি। (৪) prizeman [প্রাইজ্‌মান্] (noun) (plural prizemen) পুরস্কারবিজয়ী (পুরস্কার বা বৃত্তির নাম পূর্বে লিখিত হয়)। (verb transitive) বহুমূল্য জ্ঞান করা: his most prized possessions.
  • English Word prize 2 Bengali definition [প্রাইজ্‌] (noun) [Countable noun] বিশেষত যুদ্ধকালে সমুদ্রপথে বলপূর্বক অধিকৃত জাহাজ বা জাহাজের পণ্যসামগ্রী; যুদ্ধধনprize-money (noun) উক্তরূপে জাহাজ বিক্রয়লব্ধ অর্থ (যা পাকড়াওকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হতো); যুদ্ধধন; (লাক্ষণিক) হঠাৎপ্রাপ্তি; আগন্তুকলাভ; গুপ্তধন।
  • English Word prize 3, prise Bengali definition (অপিচ prise) [প্রাইজ্‌] (verb transitive) বাক্স; ঢাকনা ইত্যাদি চাপ দিয়ে খোলা: Prize a box open/up/off. The referee needed all his strength to prize the boxers apart.
  • English Word pro 1 Bengali definition [প্রো] (noun) [Countable noun] the pros and cons (of the) সপক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ; সপক্ষবিপক্ষ (adverb) pro and con পক্ষে ও বিপক্ষে: argue pro and con.
  • English Word pro 2 Bengali definition [প্রো] (noun) (plural pros) (কথ্য) professional (player).
  • English Word pro rata Bengali definition [প্রোরা:টা] (adjective), (adverb) (লাতিন) অনুপাতে; অনুসারে; যথাভাগ: The typist was paid for pro rata.
  • English Word pro tempore Bengali definition [প্রোউটেম্‌পারি] (adverb) (লাতিন) (প্রায়ই pro tem রূপে সংক্ষিপ্ত) আপাতত; সাময়িকভাবে; কেবল বর্তমানের জন্য: He. is in charge of the school pro tem.
  • English Word pro- Bengali definition [প্রো] (prefix) সমর্থক; শ্রেণি; প্রিয়: pro-British; প্রতিনিধি স্থানীয়া; উপ- ; সহ-; pro-consul; pro-vice-chancellor. দ্রষ্টব্য পরি. ৩।
  • English Word probability Bengali definition [প্রবাবিলাটি] (noun) (plural probabilities) (১) [Uncountable noun] সম্ভাব্যতা; সম্ভাবনীয়তাin all probability খুব সম্ভবত। (২) [Uncountable noun] সম্ভাবনা: There is no/little/not much probability of his returning today. (৩) [Countable noun] সর্বাধিক সম্ভাব্য ঘটনা বা ফলাফল; সম্ভাব্যতা: We are examining all the probabilities.
  • English Word probable Bengali definition [প্রবাব্‌ল্] (adjective) সম্ভাব্য; সম্ভাবনীয়; সম্ভাবিত: the probable result; a probable winner. □ (noun) কোনো দলের পক্ষে কিংবা কিছু করার জন্য যার মনোনীত হওয়ার সম্ভাবনা সর্বাধিক; সম্ভাব্য প্রার্থী; বিজয়ী ইত্যাদি। probably [প্রবাব্‌লি] (adverb) খুব সম্ভব।
  • English Word probate Bengali definition [প্রোউবেইট্] (noun) (১) [Uncountable noun] উইলের বৈধতা পরীক্ষার সরকারি প্রক্রিয়া: take out probate of a will; grant probate of a will. (২) [Countable noun] যথার্থতার প্রত্যয়নসহ উইলের নকল; প্রমাণীকৃত উইলের সরকারি প্রতিলিপি (verb transitive) (America(n)) উইলের বৈধতা পরীক্ষা করা। (British/Britain= prove)
  • English Word probation Bengali definition [প্রাবেইশ্‌ন্‌ America(n) প্রোবেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] (১) কোনো পদ, সমিতি ইত্যাদিতে চূড়ান্তভাবে গ্রহণ করার আগে কোনো ব্যক্তির আচরণ; সামর্থ্য; গুণাবলি ইত্যাদি পরীক্ষণ: two years on probation; an officer on probation, ১ পরীক্ষাধীন কর্মকর্তা(২) the probation system যে ব্যবস্থায় (বিশেষত তরুণ) অপরাধীদের দ্বিতীয় বার আইন লঙ্ঘন না-করার শর্তে প্রথম অপরাধের শাস্তি মওকুফ করা হয়; অবেক্ষণব্যবস্থা: Two years’ probation under suspended sentence of one years’ imprisonment. probation officer অবেক্ষাধীন অপরাধীদের উপর নজর রাখার জন্য নিযুক্ত কর্মকর্তা; অবেক্ষণকর্মকর্তা। probationary [প্রাবেইশ্‌ন্‌রি America(n) প্রোউবেইশানেরি] (adjective) অবেক্ষণবিষয়ক; আবেক্ষিক। probationer (noun) (১) (হাসপাতালের) অবেক্ষাধীন সেবিকা(২) অবেক্ষণাধীন অপরাধী
  • English Word probe Bengali definition [প্রোউব্‌] (noun) (১) জখম ইত্যাদির গভীরতা ও দিকনির্ণয়ের জন্য চিকিৎসকের ব্যবহার্য ভোঁতা প্রান্তবিশিষ্ট যন্ত্র; সরু অস্ত্রবিশেষ; এষণী(২) (সাংবাদিকতা) (কেলেঙ্কারি, কুকীর্তি ইত্যাদির) তদন্ত; অনুসন্ধান (verb transitive) (১) এষণী দিয়ে পরীক্ষা করা(২) (কারো চিন্তা, কোনো কিছুর কারণ) গভীরভাবে পরীক্ষা/অনুসন্ধান করা; মর্মনিরীক্ষণ করা
  • English Word probity Bengali definition [প্রোউবাটি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা
  • English Word problem Bengali definition [প্রব্লাম্] (noun) [Countable noun] সমস্যা; জটিলপ্রশ্ন: mathematical problems; the problems of youth. problem child যে শিশুর আচরণ তার মাতাপিতা, শিক্ষক প্রকৃতির জন্য কঠিন সমস্যাস্বরূপ; সমস্যাশিশু। problem picture যে ছবিতে শিল্পীর উদ্দেশ্য অস্পষ্ট; দুর্বোধ্য চিত্র। problem play/novel (সামাজিক বা নৈতিক) সমস্যাশ্রিত নাটক/উপন্যাস। problematic [প্রব্লাম্যাটিক্] (adjective) (বিশেষত ফল) অনিশ্চিত; সমস্যাসংকুল; সংশয়িত। problematically [প্রব্লাম্যাটিক্‌লি] (adverb) অনিশ্চিতভাবে, সসংশয়ে ইত্যাদি।
  • English Word proboscis Bengali definition [প্রাবাসিস্‌] (plural proboscises [প্রাবাসিসীজ্‌]) (noun) (১) হাতির শুঁড়(২) কোনো-কোনো কীটের মুখের লম্বিত অংশ; শুঁড়
  • English Word procedure Bengali definition [প্রাসীজা(র্‌)] (noun) [Countable noun, Uncountable noun] বিশেষত রাজনৈতিক বা আইনগত বিষয়াদি নির্বাহ করার (নিয়মিত) পর্যায়ক্রম; ক্রিয়াবিধি; কার্যপ্রণালি: the usual procedure at committee meetings. procedural [প্রাসীজারাল্] (adjective) ক্রিয়াবিধিগত; কার্যপ্রণালিঘটিত।
  • English Word proceed Bengali definition [প্রাসীড্] (Verb transitive) (১) proceed to something/to do something অগ্রসর হওয়া; এগিয়ে যাওয়া; প্রবৃত্ত হওয়া: proceed to business/to the next item on the agenda. proceed with something শুরু করা; চালিয়ে যাওয়া; প্রবৃত্ত হওয়া; Allow me to proceed with my explanation. (২) proceed from something উদ্ভূত/সঞ্জাত/সমুৎপন্ন হওয়া: famine, plague and other evils that proceed from war. (৩) proceed against somebody আইনের আশ্রয় নেওয়া; মামলা রুজু করা; আদালতে অভিযুক্ত/নালিশ করা(৪) proceed to something বিশ্ববিদ্যালয়ের নিম্নতর উপাধি থেকে উচ্চতর উপাধির দিকে অগ্রসর হওয়া: proceed to the degree of MA.
  • English Word proceeding Bengali definition [প্রাসীডিঙ্] (noun) (১) [Uncountable noun] কর্মপন্থা; কাজের ধারা; আচরণ: That is not the best way of proceeding. (২) [Countable noun] আচরণ; কার্যকলাপ: a high-handed proceeding; suspicious proceedings in committee meeting. (৩) (plural) take/start legal proceedings (against somebody) আইনগত ব্যবস্থা গ্রহণ করা; আদালতে মামলা রুজু করা(৪) (plural) কার্যবিবরণী: the proceedings of the Human Rights Association.
  • English Word proceeds Bengali definition [প্রোসীড্‌জ্] (noun) (Plural) কোনো উদ্যোগ থেকে অর্জিত আয়; অর্জিত মুনাফা/আয়: to hold a charity show and give the proceeds to the relief fund.
  • English Word process 1 Bengali definition [প্রোসেস্‌ America(n) প্রসেস্‌] (noun) (১) [Countable noun] বিশেষত ইচ্ছানিরপেক্ষ বা নির্ঘাত কার্যকলাপ, পরিবর্তন ইত্যাদির পরস্পরা প্রক্রিয়া: the processes of digestion, reproduction process and growth. (২) ইচ্ছাপ্রণোদিত কার্যপরস্পরা; প্রক্রিয়া: Reconstructing a ruined monument is a slow process. (৩) [Countable noun] বিশেষত শিল্পোৎপাদনে ব্যবহৃত পদ্ধতি প্রক্রিয়া; প্রক্রম: the Besmear process (ইস্পাত উৎপাদনের পদ্ধতি)। (৪) [Uncountable noun] প্রগমন; অগ্রগমন; প্রক্রম; প্রক্রিয়া: The goods were damaged in the process of shifting. in process of অধীন: a building in process of construction, নির্মাণাধীন ভবন; in process of time, কালের গতিতে; কালপর্যায়ে; কালে কালে; কালান্তরে। in process প্রক্রিয়াধীন। (৫) [Countable noun] (আইন সম্বন্ধীয়) মামলা; মামলার আনুষ্ঠানিক আরম্ভ; পরওয়ানাprocess-server (noun) পরওয়ানা জারি করার জন্য শেরিফের দফতরের কর্মকর্তাবিশেষ; পরওয়ানানবিশ। (verb transitive) প্রক্রিয়াজাত করা: processed leather; processed cheese; processed film; processed tape/information প্রয়োজনীয় তথ্য আহরণের জন্য কম্পিউটারের প্রক্রিয়াভুক্ত করা। Central processor, central processing unit (noun(s) দ্রষ্টব্য central (১).
  • English Word process 2 Bengali definition [প্রাসেস] (verb transitive) মিছিলের মতো বা মিছিল করে হাঁটা/চলা
  • English Word procession Bengali definition [প্রাসেশ্‌ন্] (noun) [Countable noun, Uncountable noun] মিছিল; শোভাযাত্রা; a funeral procession; walking in procession through the streets. processional [প্রাসেশান্‌ল্] (adjective) শোভাযাত্রিক: a processional chant, ধর্মীয় শোভাযাত্রায় যোগদানকারীদের দ্বারা গীত গান।
  • English Word proclaim Bengali definition [প্রাক্লেইম্] (verb transitive) (১) ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা: proclaim war/peace; proclaim a republic. (২) প্রকাশ/প্রকটিত করা: Her accent proclaimed her a foreigner. proclation [প্রাক্লামেইশ্‌ন্] (noun) [Uncountable noun, countable noun] ঘোষণা; বিঘোষণ; উৎকীর্তন; উদঘোষণ; ঘোষণাপত্র; আজ্ঞাপত্র: by public proclaim; issue/make a proclaim.
  • English Word proclivity Bengali definition [প্রাক্লিভাটি] (noun) (plural proclivities) [Countable noun] proclivity (to/towards something/to do something) (আনুষ্ঠানিক) প্রবণতা
  • English Word proconsul Bengali definition [প্রোকন্‌স্‌ল্‌] (noun) (১) (ইতিহাস) রোমান প্রদেশের শাসনকর্তা; সুবেদার(২) আধুনিক উপনিবেশের শাসনকর্তা; (pro-consul) উপ-বাণিজ্যদূতproconsular (adjective) উপ-বাণিজ্যদূত সম্বন্ধীয়। proconsulate (noun) উপ-বাণিজ্যদূতের দফতর। proconsulship (noun) উপ-বাণিজ্যদূতের পদ বা অধিকার।
  • English Word procrastinate Bengali definition [প্রোক্র্যাস্‌টিনেইট্‌] (verb intransitive) (আনুষ্ঠানিক) কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা/গড়িমসি করাprocrastination [প্রোউক্র্যাস্‌টিনেইশ্‌ন্] (noun) [Uncountable noun] কালক্ষেপণ; দীর্ঘসূত্রতা: Procrastinate is the thief of time (প্রবচন) দীর্ঘসূত্রতা কালাপহারক।
  • English Word procreate Bengali definition [প্রোক্রিএইট্] (verb transitive) সন্তান উৎপাদন করা; প্রসব করা; জন্মদান করাprocreation [প্রৌক্রিএইশ্‌ন্‌] (noun) জনন; প্রজনন; উৎপাদন।
  • English Word proctor Bengali definition [প্রক্‌টা(র্‌)] (noun) (১) কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা; প্ররক্ষক(২) (আইন সম্বন্ধীয়) (প্রধানত ধর্মসংক্রান্ত) আদালতে মামলা-পরিচালক ব্যবহারজীবী