• Bengali Word offer English definition [অফা(র্) America(n) ওফা(র্)] (verb transitive), (verb intransitive) ১ প্রস্তাব করা; বিনিময়ের প্রস্তাব দেওয়া: He was offered a job in Shri Lanka.
    I offered to help him. They offered Tk 3,00,000 for the car. offer one’s hand (করমর্দনের জন্য) হাত বাড়িয়ে দেওয়া। offer one’s hand (in marriage) কোনো মহিলার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া। (২) offer something (up) (to God) (ঈশ্বরের উদ্দেশে) নিবেদন, অর্পণ বা উৎসর্গ করা: offer prayers to God; offer up a sacrifice. (৩) offer to চেষ্টা নেওয়া; (উদ্যোগ বা প্রয়াসের) চিহ্ন প্রদর্শন করা: He offered no encouragement to the poor boy. (৪) ঘটা; দেখা দেওয়া; উপস্থিত হওয়া: Take the first opportunity that offers. as occasion offers যখন সুযোগ হয়। □ (noun) [countable noun] কোনোকিছু করা বা কোনোকিছু দেওয়ার প্রস্তাব; প্রস্তাবিত বস্তু: an offer of help; an offer of Tk 300,000 for a car. be open to an offer ক্রেতার প্রস্তাবিত দাম বিবেচনা করতে ইচ্ছুক থাকা। (goods) on offer নির্দিষ্ট দামে বিক্রির জন্য (প্রস্তাবিত পণ্য)। offering [অফারিঙ্ America(n) ওফারিঙ্] (noun) (১) [uncountable noun] প্রদান: The offering of bribes, ঘুষ প্রদান। (২) [countable noun] প্রদত্ত, অর্পিত বা উৎসর্গীকৃত বস্তু: burnt offering; a peace offering, কলহ ইত্যাদির পর বন্ধুত্ব পুনঃস্থাপনের আশায় প্রদত্ত বস্তু; শান্তি-উপহার।