• Bengali Word central English definition [সেনট্রাল্] (adjective) ১ কেন্দ্রীয়; কেন্দ্রী।
    central heating কোনো কেন্দ্রীয় উৎস থেকে পাইপবাহিত বাষ্প, গরম বাতাস বা গরম পানির সাহায্যে ভবন গরম রাখার ব্যবস্থা। central processor, central processing unit (কম্পিউটার) কম্পিউটারের যে অংশ যন্ত্রের গাণিতিক ও যৌক্তিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং গৃহীত কার্যক্রমের নির্দেশাবলি বহন করে। (২) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ: the central idea of a poem. the central government (noun) কেন্দ্রীয় সরকার। □ (noun) (America(n)) টেলিফোন এক্সচেঞ্জ। centraly [সেন্‌ট্রালি] (adverb)