• Bengali Word preventive English definition [প্রিভেন্‌টিভ্‌] (adjective) নিবারক; প্রতিষেধক; নিবৃত্তিমূলক।
    preventive custody সংশোধনাতীত বলে কোনো অপরাধী যাতে আর কোনো অপরাধ করতে না পারে সেজন্য তার কারানিরোধী, নিবৃত্তিমূলক নিরোধ। preventive detention কোনো ব্যক্তি অপরাধে লিপ্ত হতে পারে কিংবা (কোনো-কোনো দেশে) সরকারের বিরোধিতা করতে পারে, এই আশঙ্কায় বিনা বিচারে আটক-বন্দিত্ব; নিবৃত্তিমূলক আটক। preventive medicine প্রতিষেধক ওষুধ। □(noun) প্রতিষেধক (যেমন রোগ-প্রতিষেধক ওষুধ)।