• Bengali Word flash 1 English definition [ফ্ল্যাশ] (noun) ১ আলোর ঝলক; চমক; স্ফুরণ; ঝলকানি; ক্ষণদ্যুতি; চমকানি।
    in a flash চকিতে; এক চমকে। a flash in the pan যে প্রচেষ্টা প্রায় শুরুতেই ব্যর্থতায় পর্যবসিত হয় বা চিরতরে খতম হয়ে যায়। flashback (noun) (অপিচ cutback) (চলচ্চিত্র) চলচ্চিত্রের অংশবিশেষ যাতে কাহিনির পূর্ববর্তী কোনো দৃশ্য (যেমন নায়কের বাল্যজীবন) দেখানো হয়। flashbulb (noun) (আলোকচিত্র) ক্ষণিকের জন্য উজ্জ্বল আলোকদানকারী বাল্‌ব। flashgun (noun) (আলোকচিত্র) ফ্ল্যাশ-বালব বা ইলেকট্রনিক আলোর উজ্জ্বলন এবং ক্যামেরার শাটারের উন্মোচন সমকালবর্তী করার যন্ত্রকৌশলবিশেষ। flashlight (noun) (ক) বাতিঘর ইত্যাদিতে সংকেত হিসেবে ব্যবহৃত আলো; চমকানো আলো। (খ) (অপিচ flash বা photo flash) গৃহের অভ্যন্তরে কিংবা স্বাভাবিক আলোর অনুজ্জ্বলতায় ছবি তোলার জন্য আলোর ঝলক-সৃষ্টির যেকোনো কৌশল। (গ) America(n) টর্চ (British/Britain) = torch. flashpoint (noun) যে তাপমাত্রায় তেলের বাষ্প জলে উঠতে পারে; জ্বলনাঙ্ক। (২) সামরিক উর্দিতে (যেমন স্কন্ধদেশে) পরিচিতিসূচক সংকেত হিসেবে যুক্ত রঙিন কাপড়ের ফালি। তুলনীয় a badge of rank. (৩) (অপিচ news flash) টেলিফোন, তার, টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত সংক্ষিপ্ত সংবাদ। (৪) (attributive(ly) প্রয়োগ; কথ্য) চটকদার; জাঁকালো: a flash sports car.