• Bengali Word zoom English definition [জূম্] (noun) ১ [uncountable noun] বিমানের তীব্র খাড়া উড্ডয়ন বা গুরুগম্ভীর বোঁ বোঁ শব্দ।
    (২) zoom lens (ক্যামেরায়) বিশেষ শক্তিশালী লেন্স। □ (verb intransitive) (১) তীব্রগতি বা খাড়াভাবে বিমানের উড়ে যাওয়া (লাক্ষণিক) (কথ্য): prices are zooming, ভয়ানক দাম বেড়ে যাচ্ছে। (২) (জুম লেন্সসহ ক্যামেরার ক্ষেত্রে) zoom in/out ছবি তোলার নির্দিষ্ট বিষয়কে লেন্সের সাহায্যে কাছে/দূরে নিয়ে আসা/যাওয়া। □ (verb transitive) বিমানপোতকে তীব্রগতি ও খাড়াভাবে শূন্যে উড়তে বাধ্য করা; একটানা উচ্চ বোঁ বোঁ শব্দ করা।