P পৃষ্ঠা ২১
- English Word pertinent Bengali definition [পাটিনান্ট্ America(n) পাটানান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) pertinent to প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক: comments quite pertinent to this particular issue; a pertinent question. pertinently (adverb) pertinence [পাটানআন্স্] (noun) [Uncountable noun]
- English Word perturb Bengali definition [পাটাব্] (verb transitive) (আনুষ্ঠানিক) উত্তেজিত করা; বিঘ্ন সৃষ্টি করা: perturbing comments; sorry to perturb you. perturbation [পাটাবেইশ্ন্] (noun) [Uncountable noun]
- English Word peruke Bengali definition [পারুক্] (noun) [Countable noun] পরচুলা।
- English Word peruse Bengali definition [পারূজ্] (verb transitive) (আনুষ্ঠানিক) মনোযোগসহকারে পাঠ করা। perusal [পারূজ্ল্] (noun) [Countable noun, Uncountable noun]
- English Word Peruvian Bengali definition [পারূভেইঅন্] (adjective) পেরুদেশীয়: Peruvian birds. □ (noun) পেরুবাসী।
- English Word pervade Bengali definition [পা ভেইড্] (verb transitive) পরিব্যাপ্ত করা; ব্যাপকভাবে ছড়িয়ে পড়া: Sartre’s ideas pervaded the French intellectual world. pervasion [পাভেইজ্ন্] (noun) [Uncountable noun]
- English Word pervasive Bengali definition [পাভেইসিভ্] (adjective) পরিব্যাপক। pervasively (adverb) pervasiveness (noun)
- English Word perverse Bengali definition [পাভাস্] (adjective) (১) (ব্যক্তি) স্বেচ্ছায় বিপথগামী বা ন্যায়ভ্রষ্ট। (২) (পরিস্থিতিতে) কারো ইচ্ছার বিপরীতে। (৩) (ব্যবহারে) যুক্তির বিপরীতে। perversely (adverb) perverseness (noun)
- English Word perversion Bengali definition [পাভাশ্ন্ America(n) পাভাশ্ন্জ্ন্] (noun) [Uncountable noun] বিপথগামিতা; বিকৃতি। (২) [Countable noun] ন্যায়পথ থেকে বিচ্যুতি; অস্বাভাবিকতার প্রতি প্রবণতা: a perversion of taste; moral perversions.
- English Word perversity Bengali definition [পাভাসাটি] (noun) (plural perversities) [Uncountable noun] সত্যভ্রষ্টতা; বিকৃতি; একগুঁয়েমি; [Countable noun] বিকৃতিজাত কর্ম।
- English Word pervert 1 Bengali definition [পাভাট্] (verb transitive) (১) ভুলপথে চালিত করা: to pervert the minds of the young people. (২) বিকৃতি সাধন করা।
- English Word pervert 2 Bengali definition [পাভাট্] (noun) [Countable noun] বিপথগামী বা বিকৃতবুদ্ধি ব্যক্তি; বিকৃত যৌন আচরণে অভ্যস্ত ব্যক্তি।
- English Word peseta Bengali definition [পাসেইটা] (noun) (plural pesetas) স্পেনের মুদ্রার একক।
- English Word peseudo- Bengali definition [সিঊডো America(n) সূডো] (prefix) ছদ্ম; মিথ্যা; কৃত্রিম; কল্প: peseudo-scientific বিজ্ঞানকল্প। দ্রষ্টব্য পরি. ৩. peseudo-nym [সিঊডানিম্ America(n) সূডাঊডো] (noun) ছদ্মনাম: She writes under a peseudo. peseudo-nymous [সিঊডনিমাস্ America(n) সূঊডনিমাস্] (adjective) ছদ্মনাম; ছদ্মনামিক।
- English Word pesky Bengali definition [পেস্কি] (adjective) (সাধারণত আমেরিকায়) (অনানুষ্ঠানিক) (peskier, peskiest) বিরক্তিকর; উত্ত্যক্তকর; জ্বালাতনকারী: The pesky fly eventually flew away. peskily (adverb) peskiness (noun)
- English Word peso Bengali definition [পেইসো] (noun) (plural pesos) ফিলিপাইনস ও লাতিন আমেরিকার অনেক দেশের মুদ্রার একক।
- English Word pessary Bengali definition [পাসারি] (noun) (plural pessaries) (চিকিৎসাশাস্ত্র) স্ত্রীলোকের যোনিপথে স্থাপনের জন্য ব্যবহৃত এক ধরনের পটি।
- English Word pessimism Bengali definition [পেসিমিজাম্] (noun) [Uncountable noun] (opitmism- এর বিপরীত) ব্যর্থতা বা আশাহত অবস্থাই অবশ্যম্ভাবী এমন নৈরাশ্যব্যঞ্জক বোধ; দুঃখবাদ। pessimist (noun) দুঃখবাদী; হতাশাপ্রবণ ব্যক্তি। pessimistic (adjective) হতাশাপ্রবণ; দুঃখবাদী। pessimistically (adverb)
- English Word pest Bengali definition [পেস্ট্] (noun) ধ্বংসাত্মক বা ক্ষতিকারক বস্তু/প্রাণী/কীটপতঙ্গ, উদ্ভিদ; (কথ্য) বিরক্তিকর ব্যক্তি: pest control, ক্ষতিকর বস্তুকে নিয়ন্ত্রণ করার পদ্ধতির ব্যবহার। pesticide (noun) কীটনাশক। pesthouse (noun) সংক্রামক মহামারী ব্যাধির হাসপাতাল। pestiferous (adjective) রোগসৃষ্টিকর।
- English Word pester Bengali definition [পেস্টা(র্)] (verb transitive) বিরক্ত করা; কষ্ট দেওয়া: pestered with high sound of amplifiers since morning. Do not pester me any more with this undue request.
- English Word pestilence Bengali definition [পেস্টিলান্স্] (noun) [Countable noun, Uncountable noun] প্লেগের মতো মারাত্মক মহামারী ব্যাধি। pestilent [পেস্টিলান্ট্], pestilential [পেসটিলেন্শ্ন্] (adjective) (১) সংক্রামক বীজাণুবাহক। (২) (কথ্য) বিশ্রী বিরক্তিকর বা আপত্তিকর।
- English Word pestle Bengali definition [পেস্ল্] (noun) মুষল; নোড়া; নুড়ি; কিছু ভাঙা বা গুঁড়ার জন্য মর্টারে ব্যবহৃত মোটা লাঠি। □(verb transitive) গুঁড়া করা।
- English Word pet 1 Bengali definition [পেট্] (noun) (১) (প্রায়ই attributive(ly)) পোষা প্রাণী, যেমন কুকুর, বিড়াল প্রভৃতি। petshop যে দোকানে এ ধরনের প্রাণী বা প্রাণীর জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হয়। (২) প্রিয়ভাজন ব্যক্তি (নিন্দার্থে): He is the President’s pet. (৩) বিশেষভাবে প্রিয় বা ভালোবাসার যোগ্য: She is a perfect pet, (কথ্য) যার মন জয় করার বিশেষ ক্ষমতা আছে। petaversion কোনো কিছু বা ব্যক্তি বা ভীষণভাবে অসহ্য: Most of the TV ads are my pet aversion. pet name প্রকৃত নামের অতিরিক্ত আদর করে ডাকার জন্য নাম।
- English Word pet 2 Bengali definition [পেট্] (verb transitive) আদর করা; সস্নেহ ব্যবহার করা।
- English Word pet 3 Bengali definition [পেট্] (noun) অবজ্ঞাজনিত ক্ষোভ।
- English Word petal Bengali definition [পেট্ল্] (noun) পাপড়ি; দল। petaline (adjective) পাপড়িবৎ। petaled (America(n) petaled) [পেট্ল্ড্] (adjective) পাপড়িবিশিষ্ট।
- English Word petard Bengali definition [পেটা:ড্] (noun) দরজা উড়িয়ে দেওয়ার জন্য ক্ষুদ্র বোমাবিশেষ। hoist wits one’s own petard আপন ফাঁদে আপনি পতিত (প্রবাদ)।
- English Word peter Bengali definition [পীটা] (verb intransitive) ক্রমে নিঃশেষ হওয়া: peter out (of stock etc).
- English Word Peter 1 Bengali definition [পীটা] (noun) অন্যকে দানের জন্য একজনের কাছ থেকে গ্রহণ: rob peter to pay Paul. blue Peter বন্দর ছেড়ে যাওয়ার আগে সাদা চৌকা ছাপসহ যে নীল পতাকা জাহাজে উড়ানো হয়।
- English Word petit bourgeois Bengali definition [পেটিবুআজো্আ:] (noun) (ফরাসি) নিম্ন মধ্যবিত্ত শ্রেণিভুক্ত ব্যক্তি। (attributive(ly)) petit bourgeois tastes, দ্রষ্টব্য bourgeois, দ্রষ্টব্য middle (৩).