P পৃষ্ঠা ২৪
- English Word phoney, phony Bengali definition [ফোনি] (adjective) (কথ্য) নকল; অসত্য: not interested in these phony affairs.
- English Word phonic Bengali definition [ফনিক্] (adjective) ধ্বনিসংক্রান্ত; উচ্চারণের ধ্বনিসংক্রান্ত। phonics (noun) পাঠশিক্ষণের মৌলিক ধ্বনিবিজ্ঞান।
- English Word phonograph 1 Bengali definition [ফোনাগ্রাফ America(n) ফোনাগ্র্যাফ] (noun) ধ্বনিনির্দেশক চিহ্ন বা বর্ণ; (America(n)) রেকর্ড বাজানোর যন্ত্র; গ্রামোফোন।
- English Word phonology Bengali definition [ফানলাজি] (noun) [Uncountable noun] (ভাষাতত্ত্বে) ভাষার বাচনের ধ্বনিবিজ্ঞান। phonological (adjective)
- English Word phosgene Bengali definition [ফদ্জীন্] (noun) [Uncountable noun] বর্ণহীন বিষাক্ত গ্যাস (COCl 2)।
- English Word phosphate Bengali definition [ফস্ফেইট্] (noun) আম্লিক লবণ বা ফসফরিক এসিড; (বিশেষত) কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিবিধ লবণমিশ্রিত রাসায়নিক সারবিশেষ।
- English Word phosphorescence Bengali definition [ফস্ফারেসন্স্] (noun) [Uncountable noun] অনুপ্রভা; মৃদু আলো; যে ধরনের আলোয় তাপের অনুভূতি নেই। phosphorescent (adjective)
- English Word phosphorus Bengali definition [ফস্ফারাস্] (noun) [Uncountable noun] অধাতব হলুদবর্ণ বিষাক্ত মোমজাতীয় পদার্থ (প্রতীক P) যা সহজদাহ্য ও আলোক বিকিরণকর; লাল বিষাক্ত নয় এমন একই জাতীয় পদার্থ, যা দিয়াশলাই বানাতে লাগে। phosphoric, phosphorous (adjective(s))
- English Word photo Bengali definition [ফোটো] (noun) (plural photos) (কথ্য) ফটোগ্রাফ।
- English Word photo- Bengali definition [ফোটোউ] ফটোগ্রাফের সংক্ষিপ্ত রূপ। photo-copy (noun) কোনো কাগজ বা নথির ফটোগ্রাফিক পদ্ধতিতে নকল। □ (verb transitive) অনুরূপ পদ্ধতিতে নকল করা। photo-copier (noun) যে যন্ত্রের সাহায্যে উপর্যুক্তভাবে নকল করা হয়। photo-electric (adjective) আলোকতাড়িত। photo-electricity (noun) আলোকতড়িৎ। photo-finish (noun) আলোকচিত্র যন্ত্র দ্বারা প্রতিযোগিতার সূক্ষ্ম মীমাংসা করার পদ্ধতি। photo- genic (adjective) আলোকচিত্র গ্রহণের উপযোগী; আলোকচিত্রে সুন্দর ও সুদৃশ্য দেখায় এমন। photolysis (noun) (রসায়ন) আলো-বিকিরণের প্রভাবে পচন ও পৃথককরণ। photometric (adjective(s)) আলোকমিতিসংক্রান্ত। photometry (noun) আলোকমিতি। photo-offset (noun) আলোকচিত্র হতে মুদ্রণের পদ্ধতিবিশেষ। photosensitize, photosensitise (verb transitive) কোনো কিছুকে আলোর অনুভবগ্রাহ্য করে তোলা। photosphere (noun) সূর্যের আলোকময় বহিরাবরণ।
- English Word photobomb Bengali definition [ফোটোবম্] (noun) (plural photobombs) ('photo' আর 'bomb' মিলে তৈরি) ছবি তোলার ঠিক পূর্বমুহূর্তে যখন কেউ ফোকাসে মাথা ঢুকিয়ে দেয় (স্রেফ মজা করতে বা ছবির উদ্দেশ্য নষ্ট করতে) Lutfa showed this picture of a hilarious photobomb. □ (verb) ছবি তোলার সময় ক্যামেরাম্যানের অজান্তে ছবির ফোকাস এরিয়ায় মাথা ঢুকিয়ে দেওয়া। □ (noun) photobomber, photobombing যিনি উক্ত ধরনের কাজ করেন; উক্ত ধরনের কর্ম: Photobomb looks set to be the new craze for students.
- English Word photograph 1 Bengali definition [ফোটাগ্রাফ্ America(n) ফোটাগ্র্যাফ্] (noun) [Countable noun] আলোকচিত্র। photographer (noun) আলোকচিত্রগ্রাহক। photography (noun) আলোকচিত্রগ্রহণ প্রণালি; আলোকচিত্রগ্রহণ বিষয়ে বিবিধ পদ্ধতি/কৌশল। photographic (adjective) আলোকচিত্র সম্বন্ধীয়। photographically (adverb)
- English Word photograph 2 Bengali definition [ফোটাগ্রাফ্ America(n) ফোটাগ্র্যাফ্] (verb transitive), (verb intransitive) (১) ফটো তোলা: take a photograph of the sky. (২) ফটো তোলার যোগ্য হওয়া: The meeting could be photographed better.
- English Word photolithography Bengali definition [ফোটোলিথগ্রাফি] (noun) [Uncountable noun] পাথর বা জিংকের প্লেটে আলোকচিত্রের সাহায্যে মুদ্রণের পদ্ধতি।
- English Word photometer Bengali definition [ফোটোমিটা(র্)] (noun) আলোর তীব্রতা বা ঘনত্ব পরিমাপের যন্ত্র বা পদ্ধতি।
- English Word photon Bengali definition [ফোট্ন্] (noun) আলোকশক্তির পরিমাপের একক; আলোককণা।
- English Word photostat Bengali definition [ফোটাস্ট্যাট] (noun) আলোকচিত্রের সাহায্যে অবিকল নকল গ্রহণের যন্ত্র; উক্ত যন্ত্র দ্বারা গৃহীত প্রতিচিত্র/প্রতিলিপি। □(verb transitive)এ যন্ত্র দিয়ে প্রতিচিত্র গ্রহণ করা।
- English Word photosynthesis Bengali definition [ফোটাসিনটাসিস্] (noun) [Uncountable noun] যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করে; সালোকসংশ্লেষণ।
- English Word phrase 1 Bengali definition [ফ্রেইজ্] (noun) [Countable noun] (১) কয়েকটি শব্দের সমষ্টি যা কোনো একটি বাক্যের অংশ; (প্রায়ই এর মধ্যে সমাপিকা ক্রিয়া থাকে না), যেমন at home in, by and large. phrase-book (noun) উক্ত সমষ্টির তালিকা ও অর্থ দেওয়া থাকে এমন গ্রন্থ। (২) কোনো কিছু আকর্ষণীয় ও চটুল ভঙ্গিতে কথন। (৩) (সংগীতের ক্ষেত্রে) বড় অনুচ্ছেদের অংশবিশেষ হিসেবে সংক্ষিপ্ত পৃথক অনুচ্ছেদ। phrasal (adjective) বিশিষ্টার্থক শব্দসমষ্টির আকারে ব্যবহৃত। phraseology (noun) ভাষাগত রচনাশৈলী বা রচনাবৈশিষ্ট্য। phraseological (adjective) phrasing (noun) ভাষণে বা রচনায় শব্দ ব্যবহারের প্রণালি।
- English Word phrase 2 Bengali definition [ফ্রেইজ্] (verb transitive) ভাষায় প্রকাশ করা: He phrased his appeal very effectively.
- English Word phrenetic Bengali definition [ফ্রানেটিক্] (adjective) প্রলাপ বকে এমন; অতিশয় উত্তেজিত; উন্মত্তের মতো। phrenetically (adverb)
- English Word phrenology Bengali definition [ফ্রানলাজি] (noun) [Uncountable noun] করোটির পরীক্ষা দ্বারা কোনো ব্যক্তির চরিত্র ও বিবিধ গুণাবলি নির্ণয়। phrenologist (noun) যিনি এমন পরীক্ষাকরণে সমর্থ/দক্ষ।
- English Word phthisis Bengali definition [থাইসিস্] (noun) যক্ষ্মারোগ।
- English Word phut Bengali definition [ফাট্] (adverb) go phut (সাহিত্যিক, লাক্ষণিক) (কথ্য) ভেঙে পড়া; দুর্দশাগ্রস্ত হওয়া; বিনষ্ট হওয়া: All my summer wishes have gone phut.
- English Word phylum Bengali definition [ফাইলাম্] (noun) (জীববিদ্যা) প্রাণিবর্গ বা উদ্ভিদবর্গের প্রধান বিভাগ।
- English Word physic Bengali definition [ফিজিক্] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) ওষুধ। (২) (plural) পদার্থবিজ্ঞান। physic garden ভেষজবাগান।
- English Word physical Bengali definition [ফিজিক্ল্] (adjective) (১) বাস্তব (নৈতিক বা আধ্যাত্মিক শব্দের বিপরীত অর্থে) : physical aspect of existence. (২) শারীরিক; শরীর সম্বন্ধীয়: physical exercise. (৩) প্রাকৃতিক নিয়মসংক্রান্ত: meeting two classes at once is a physical impossibility. (৪) প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ: physical geography. physically (adverb) physical instructor শরীরচর্চা শিক্ষক।
- English Word physician Bengali definition [ফিজিশ্ন্] (noun) চিকিৎসক; ডাক্তার।
- English Word physicist Bengali definition [ফিজিসিস্ট্] (noun) পদার্থবিজ্ঞানের ছাত্র/শিক্ষক; পদার্থবিদ; প্রকৃতিবিজ্ঞানী।
- English Word physics Bengali definition [ফিজিক্স্] (noun) বস্তু এবং শক্তিসম্পর্কিত বিজ্ঞান; পদার্থবিদ্যা।