Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word pharmacopoeia Bengali definition [ফা:মাকাপীআ] (noun) ওষুধ প্রস্তুতপ্রণালি ও ব্যবহারের নির্দেশসংবলিত মুদ্রিত পুস্তক
  • English Word pharmacy Bengali definition [ফা:মাসি] (noun) (plural pharmacies) (১) [Uncountable noun] ওষুধপত্র প্রস্তুত ও ব্যবহারের পদ্ধতি/বিদ্যা(২) [Countable noun] যে দোকান থেকে ওষুধপত্র বিক্রি করা হয়; দাওয়াখানা
  • English Word pharos Bengali definition [ফেআরঅস্‌] (noun) বাতিঘর; আলোকসংকেত
  • English Word pharynx Bengali definition [ফ্যারিঙ্কস্‌] (noun) অন্ননালির উপরে অবস্থিত গহ্বরpharyngitis [ফ্যারিনজাইটিস্] (noun) [Uncountable noun] উক্ত গহ্বর ফুলে গেলে যে ব্যাধির জন্ম হয়।
  • English Word phase 1 Bengali definition [ফেইজ্‌] (noun) (১) [Countable noun] পর্যায়; অবস্থার পারম্পর্য: first phase of the plan. in/out of phase একই সময়ে একই স্তরে অবস্থান করা/না-করা। (২) (চাঁদের ক্ষেত্রে) গ্রহের দশা/কলা
  • English Word phase 2 Bengali definition [ফেইজ্‌] (verb transitive) পরিকল্পনা করা বা তা বাস্তবায়ন করা: a phased development. phase in কোনো এক পর্যায়ে অন্তর্ভুক্ত করা। phase out অনুরূপভাবে প্রত্যাহার করে নেওয়া।
  • English Word pheasant Bengali definition [ফিজন্‌ট্‌] (noun) [Countable noun] লম্বা লেজবিশিষ্ট রঙিন পাখি; [Uncountable noun] (খাদ্য হিসেবে) উক্ত পাখির মাংস।
  • English Word phenol Bengali definition [ফীন্‌ল] (noun) [Uncountable noun] কার্বোলিক এসিড (সংক্রমণ রোধ করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়)।
  • English Word phenomenal Bengali definition [ফিনমিন্‌ল্‌] (adjective) (১) ইন্দ্রিয়গ্রাহ্য(২) ইন্দ্রিয়গ্রাহ্য বোধসংক্রান্ত(৩) বিস্ময়কর; বিশাল আকারেরphenomenally (adverb)
  • English Word phenomenon Bengali definition [ফিনমিনন্‌ America(n) ফিনমিনান্‌] (noun) (plural phenomenonena) (১) ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়(২) বিস্ময়কর ব্যক্তি/বিষয়/ঘটনা
  • English Word phew Bengali definition [ফঊ] (interjection) ফুঃ; বিস্ময়, অস্থিরতা, বিরক্তি ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত অব্যয়বিশেষ
  • English Word phial Bengali definition [ফাইআল্] (noun) [Countable noun] ছোট শিশি (সাধারণত ওষুধের বোতল)। phialed (adjective) শিশিতে রক্ষিত
  • English Word philander Bengali definition [ফিল্যান্‌ডা(র্)] (verb intransitive) হালকাভাবে প্রেমসম্পর্ক স্থাপন করা; প্রেমের ভান করাphilanderer (noun) প্রেমিকনাগর।
  • English Word philanthropy Bengali definition [ফিল্যান্‌থ্রাফি] (noun) [Uncountable noun] মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবাphilanthropist (noun) জনহিতৈষী ব্যক্তি। philanthropic (adjective) লোকহিতকর; জনসেবামূলক। philanthropyally (adverb)
  • English Word philately Bengali definition [ফিল্যাটালি] (noun) ডাকটিকিট সংগ্রহphilatelic (adjective) ডাকটিকিট সংগ্রহসংক্রান্ত। philatelist (noun) ডাকটিকিট সংগ্রাহক।
  • English Word philhellene Bengali definition [ফিলহেলীন] (noun), (adjective) (ব্যক্তি) গ্রিসপ্রেমিকphilhellenic [ফিলহেলীনিক্ America(n) ফিলহেলেনিক্] (adjective)
  • English Word philistine Bengali definition [ফিলিস্‌টাইন্‌ America(n) ফিলিস্‌টিন্‌] (noun) (১) সংস্কৃতিবর্জিত অসভ্য মানুষ(২) দক্ষিণ-পশ্চিম প্যালেস্টাইনের বহিরাগত প্রাচীন অধিবাসী
  • English Word philology Bengali definition [ফিললাজি] (noun) [Uncountable noun] ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব। দ্রষ্টব্য linguistics. philologist (noun) philological (adjective)
  • English Word philosopher Bengali definition [ফিলসাফা(র্‌)] (noun) (১) দর্শনের ছাত্র/শিক্ষক যে ব্যক্তির হৃদয় আবেগ বা কষ্ট দ্বারা বিচলিত হয় না; যুক্তিবাদী ব্যক্তি(৩) জ্ঞানপ্রেমিক; জ্ঞানান্বেষীphilosopher’s stone পরশপাথর; স্পর্শমণি।
  • English Word philosophy Bengali definition [ফিলসাফি] (noun) (plural philosophies) (১) [Uncountable noun] জ্ঞানের অন্বেষা, অস্তিত্বের স্বরূপ ও অর্থ বিষয়ে অনুসন্ধান: moral philosophy, নীতিশাস্ত্র; natural philosophy (প্রাচীন প্রয়োগ) পদার্থবিদ্যা। (২) [Countable noun] অনুরূপ জ্ঞানানুসন্ধানের তাত্ত্বিক বিন্যাস: the novelist’s philosophy. (৩) [Uncountable noun] জীবনের প্রতি প্রশান্ত ধীরদৃষ্টি (কষ্ট, দুঃখ ও হতাশার বিপরীতে)। philosophical (adjective) (১) দর্শনভিত্তিক(২) উদাসীনphilosophyally (adverb) philosophize, philosophise (verb intransitive) দার্শনিকের ন্যায় চিন্তা করা; যুক্তি প্রতিষ্ঠা করা; আলোচনা করা; অভিমত দেওয়া।
  • English Word phlebitis Bengali definition [ফ্লিবাইটিস্‌] (noun) [Uncountable noun] রক্তনালি প্রদাহ
  • English Word phlegm Bengali definition [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা(২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্যphlegmatic (adjective) স্বভাবত উদাসীন। phlegmatically (adverb)
  • English Word phlox Bengali definition [ফ্লক্‌স্] (noun) [Uncountable noun] এক ধরনের উদ্যানতরু, যাতে গুচ্ছ গুচ্ছ ফুল ধরে
  • English Word phobia Bengali definition [ফোউবিআ] (noun) ভয়; আতঙ্ক; ঘৃণা; বিতৃষ্ণা (সাধারণত যুক্তিহীনভাবে বা কোনো রোগের উপসর্গ হিসেবে)।
  • English Word Phoebus Bengali definition [ফীব্যাস্‌] (noun) গ্রিক সূর্যদেবতা অ্যাপোলো
  • English Word phoenix Bengali definition [ফীনিক্‌স্‌] (noun) পৌরাণিক পাখি-যে পাখি আরব্য মরুভূমিতে শত শত বছর বাঁচার পর চিতাগ্নিতে নিজেকে ধ্বংস করে সেই চিতাভস্ম থেকে পুনরায় বেঁচে ওঠে; (আলংকারিক অর্থ) নবজন্মলাভকারী প্রাণী বা বস্তু।
  • English Word phone 1 Bengali definition [ফোউন্‌] (noun) (সংক্ষেপে ও কথ্য) টেলিফোনphone booth (noun) টেলিফোনের জন্য বিশেষ ক্ষুদ্র কক্ষ। phonecall (noun) টেলিফোনে ডাকা। phone-in (noun) রেডিও/টেলিভিশনের সেই বিশেষ অনুষ্ঠান যে ক্ষেত্রে শ্রোতাদর্শক টেলিফোনের মাধ্যমে অংশগ্রহণ করে। (verb transitive), (verb intransitive) (কথ্য) ফোন করা।
  • English Word phone 2 Bengali definition [ফোউন্] (noun) একক বাচন ধ্বনি (স্বরবর্ণ/ব্যঞ্জনবর্ণ) (ভাষাতত্ত্বে)।
  • English Word phoneme Bengali definition [ফোউনীম্] (noun) [Countable noun] (ভাষাতত্ত্বে) কোনো ভাষার উচ্চারণের ধ্বনিরীতি: English has 2 4 consonant phonemes. phonemic [ফানীমিক্] (adjective) প্রতিবর্ণীকৃত ভাষার জন্য ধ্বনির প্রতীকসংক্রান্ত। phonemics (noun) ভাষার ধ্বনিরীতিগত পাঠ ও বর্ণনা।
  • English Word phonetic Bengali definition [ফানেটিক্] (adjective) (ভাষাতত্ত্বে) (১) মানুষের বাচনধ্বনির সঙ্গে যুক্ত(২) (প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে) প্রতিটি ধ্বনির ক্ষেত্রে প্রতীক নির্ধারণ; তদুপরি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একই ধ্বনির ভিন্নতার জন্য অতিরিক্ত প্রতীক নির্ধারণ(৩) (ভাষার ক্ষেত্রে) যে বানানপদ্ধতি শব্দের/উচ্চারণের সঙ্গে সঙ্গতিপূর্ণphonetics (noun) বাচনের ধ্বনিবিদ্যা। phonetically (adverb) phonetician (noun) উচ্চারণধ্বনির বিশারদ।