Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word peritonitis Bengali definition [পেরিটানাইটিস্‌] (noun) চিরহরিৎ লতানো গাছ যাতে হালকা নীল ফুল ফোটে
  • English Word periwig Bengali definition [পেরিউইগ্‌] (noun) পরচুলাperiwigged (adjective)
  • English Word periwinkle 1 Bengali definition [পেরিউইঙ্‌ক্‌ল্‌] (noun) [Uncountable noun] উদরে আবরক ঝিল্লির প্রদাহ
  • English Word periwinkle 2 Bengali definition [পেরিউইঙ্‌ক্‌ল্‌] (noun) [Countable noun] গেঁড়ি শামুক
  • English Word perjure Bengali definition [পাজা(র্‌)] (verb transitive) perjure oneself সত্যকথনের শপথের পর সজ্ঞানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা কথা বলাperjurer [পাজারা(র্)] (noun) যে ব্যক্তি এমনভাবে মিথ্যা কথা বলে। perjury [পাজারি] (noun) [Uncountable noun] মিথ্যা হলফ; শপথভঙ্গ; [Countable noun] (plural perjuries) স্বেচ্ছায় প্রদত্ত মিথ্যা বিবৃতি।
  • English Word perk 1 Bengali definition [পাক্] (verb intransitive), (verb transitive) (১) perk up (ব্যক্তি) (অসুস্থতা বা মানসিক যন্ত্রণা ভোগের পর) সজীব ও চঞ্চল হয়ে ওঠা(২) perk somebody/something/up কাউকে সজীব ও প্রাণবন্ত করে তোলা; মাথা তোলা: Try to perk up the unhappy girl. perky (adjective) (১) সজীব; উত্সাহব্যঞ্জক; আত্মবিশ্বাসপূর্ণ(২) আত্মপ্রচারণাপ্রবণ; দাম্ভিকperkily [পাক্ইলি] (adverb) perkiness (noun)
  • English Word perk 2 Bengali definition [পাক্] (verb intransitive), (verb transitive) (কথ্য) (কফি) ছেঁকে নেওয়া: Are you perking the coffee?
  • English Word perk 3 Bengali definition [পাক্] (noun) (কথ্য, সাধারণত 'plural') বেতনের অতিরিক্ত অন্যান্য পাওনা বা ভাতা
  • English Word perm Bengali definition [পাম্‌] (noun) (কথ্য) (১) চুলের স্থায়ী ঢেউ তোলার রীতি (permanent wave-এর সংক্ষিপ্ত রূপ)। (২) ফুটবল খেলার তালিকায় বিনিময় প্রথা (verb transitive) চুলে স্থায়ী ঢেউ তোলা।
  • English Word permanence Bengali definition [পামানান্‌স্‌] (noun) (plural permanencies) স্থায়িত্বpermanency [Uncountable noun] (১) = permanence. (২) [Countable noun] স্থায়ী ব্যক্তি, বস্তু বা অবস্থান: The new position is permanency.
  • English Word permanent Bengali definition [পামানান্‌ট্‌] (adjective) স্থায়ী; চিরস্থায়ী; দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত; সুদীর্ঘকাল টিকে থাকার মতো করে গঠিত বা নির্মিত: Buy the bronze one; that would be permanent; permanent ink; যে কালির রং দ্রুত উঠে যায় না; permanent post, স্থায়ী পদ; permanent structure, দীর্ঘস্থায়ী নির্মাণ; permanent value, স্থায়ী মূল্য; permanent wave, দ্রষ্টব্য perm (১)। permanently (adverb)
  • English Word permanganate Bengali definition [পাম্যাঙ্‌গানেইট্] (noun) permanganate of potash, potassium permanganate (KMnO 4) গাঢ় লালচে স্বচ্ছ লবণ, যা বীজাণুনাশক ও এন্টিসেপটিক তৈরি করে
  • English Word permeate Bengali definition [পামিএইট্] (verb transitive), (verb intransitive) permeate (through/among) (কোনো কিছুর ভিতর দিয়ে/ছিদ্রপথে) প্রবেশ করানো বা প্রবাহিত করা: moisture permeating through the wet walls. The smell of gun-powder permeated through the whole area. permeation [পামিএইশ্‌ন্] (noun) [Uncountable noun] অনুরূপ প্রবাহ বা প্রবহমান অবস্থা। permeable [পামিআব্‌ল্‌] (adjective) যা তরল পদার্থের দ্বারা প্রবাহিত করা যায়। permeability [পামিআবিলাটি] (noun)
  • English Word permissible Bengali definition [পামিসাব্‌ল্] (adjective) অনুমতিযোগ্য; আইনের বা নৈতিকতার আওতাধীনpermissibly [পামিসআব্‌লি] (adverb)
  • English Word permission Bengali definition [পামিশ্‌ন্‌] (noun) [Uncountable noun] অনুমতি; সম্মতি: with the permission of the chair; no admission without permission.
  • English Word permissive Bengali definition [পামিসিভ্‌] (adjective) অনুমতিদায়ক; অনুমতিদত্ত: permissive legislation, কোনো কিছু করার ক্ষমতা প্রদান, কিন্তু তা করার আদেশ প্রদান নয়। the permissive society যে সমাজে বিভিন্ন সামাজিক প্রথা, যৌনতা ও সাহিত্য-সংস্কৃতি-প্রচারব্যবস্থায় পর্যাপ্ত স্বাধীনতা আছে। permissiveness (noun)
  • English Word permit 1 Bengali definition [পামিট্] (verb transitive), (verb intransitive) (১) অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা: Please permit me to go; situations permitting; loitering not permited in the corridor. (২) permit of (আনুষ্ঠানিক) স্বীকার করা: Your past conduct does not permit a sympathetic treatment.
  • English Word permit 2 Bengali definition [পামিট্] (noun) অনুমতিপত্র; আজ্ঞাপত্র: Do you have a permit to enter the jail compound? He has a permit to drow 100 bags of cement.
  • English Word permutation Bengali definition [পামিউটেইশ্‌ন্] (noun) (গণিত) [Uncountable noun] বিন্যাস পরিবর্তন; [Countable noun] এই বিন্যাসের যেকোনো একক।
  • English Word permute Bengali definition [পামিউট্] (verb transitive) বিন্যাস পরিবর্তন করা
  • English Word pernicious Bengali definition [পানিশাস্‌] (adjective) pernicious (to) ক্ষতিকর; ধ্বংসকর: pernicious actions; pernicious to the academic autonomy of the University. perniciously (adverb) perniciousness (noun)
  • English Word pernickety Bengali definition [পানিকেটি] (adjective) (কথ্য) খুঁতখুঁতে; ছোটখাটো বিষয়ে বিরক্ত
  • English Word peroration Bengali definition [পারারেইশ্‌ন্‌] (noun) বক্তৃতার শেষাংশ; বক্তৃতার শেষে প্রধান বক্তব্যকে সংক্ষিপ্তভাবে পেশকরণperorate (verb transitive) অলংকারসহ বক্তব্যের উপসংহার টানা।
  • English Word peroxide Bengali definition [পারক্‌সাইড্] (noun) hydrogen peroxide হাইড্রোজেনের অম্লজানের সর্বাধিক অনুপাতপূর্ণ জারক (H 2O 2); অ্যান্টিসেপটিক্ হিসেবে ব্যবহৃত বর্ণহীন তরল পদার্থ, যা চুল সাদা করার জন্য ব্যবহার করা হয়peroxide blonde যিনি চুলে পারক্সাইড ব্যবহার করেন।
  • English Word perpend Bengali definition [পাপেন্‌ড্] (verb transitive) (past tense, past participle perpended) সতর্কভাবে বিচার করে দেখা
  • English Word perpendicular Bengali definition [পাপেনডিকিউলা(র্‌)] (adjective) (১) perpendicular (to)- ৯০° সমকোণে সমভূমির উপর স্থাপিত(২) ঋজু; সোজা; উল্লম্ব; জ্যামিতিক সমকোণ বা ৯০° অবস্থানে যা আয়তক্ষেত্রের ঊর্ধ্ব ও নিম্নরেখাকে স্পর্শ করে; (স্থাপত্যে Perpendicular)- ১৪ ও ১৫ শতকের ইংরেজি গথিক স্থাপত্য। □ (noun) [countable noun] উল্লম্ব রেখা; [uncountable noun] অনুরূপ অবস্থান। perpendicularly (adverb)
  • English Word perpetrate Bengali definition [পাপিট্রেইট্] (verb transitive) (অপরাধ বা ত্রুটি) সংঘটন করা; অন্যায় করা; রুচিবিগর্হিত কোনো কিছু করা; শ্লেষাত্মক বিষয় রচনা করা: The Pak army perpetrated great atrocities. perpetrator [পাপিট্রেইটা(র্‌)] (noun) perpetration [পাপিট্রেইশ্‌ন্‌] (noun)
  • English Word perpetual Bengali definition [পাপেচিউআল্] (adjective) (১) অনন্ত; অন্তহীন; বিরতিহীন: Drought has become a perpetual phenomenon in Ethiopia. perpetual motion (সম্ভাব্য) সেই যন্ত্রের গতি, যে যন্ত্র পরিচালনার জন্য কোনো বাহ্যিক জ্বালানির প্রয়োজন হবে না। (২) ধারাবাহিক; পুনঃপুন ঘটনশীলperpetually [পাপেচিউআলি] (adverb)
  • English Word perpetuate Bengali definition [পাপেচিউএইট্] (verb transitive) বিস্মৃতি ও বিলোপের অবস্থা থেকে কোনো কিছু বাঁচিয়ে রাখা; চিরস্থায়ী করা: We must perpetuate the memories of the martyrs. perpetuation [পাপেচুএইশ্‌ন্‌] (noun)
  • English Word perpetuity Bengali definition [পাপিচিউআটি America(n) পাপিচুআটি] (noun) (plural perpetuities) (১) [Uncountable noun] চিরস্থায়িত্ব; (২) [Countable noun] (আইন সম্বন্ধীয়) অনন্তকালব্যাপী অধিকার