P পৃষ্ঠা ১৮
- English Word perennial Bengali definition [পারেনিআল্] (adjective) (১) বারোমেসে। (২) দীর্ঘস্থায়ী। (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন। perennially [পারেনিআলি] (adverb)
- English Word perfect 1 Bengali definition [পাফিক্ট্] (adjective) (১) প্রয়োজনীয় যাবতীয় কিছুসহ সম্পূর্ণ। (২) নিখুঁত; উৎকৃষ্ট: perfect finish; perfect quality, ৩ নির্ভুল; সঠিক: a perfect plan. (৪) চূড়ান্ত দক্ষতা বা উৎকর্ষ অর্জন: perfect training in cardiac surgery. (৫) perfect tenses have + past participle সংযোগে গঠিত ক্রিয়ার কাল: has/have done; had done; will have done. (৬) (attributive(ly)) সম্পূর্ণত; পুরা: a perfect gentleman; a perfect Chinese dish. perfectly (adverb) (১) যথেষ্ট; যথারীতি: washed perfectly delicate. (২) নিখুঁতভাবে: This item perfectly fits with the other.
- English Word perfect 2 Bengali definition [পাফেক্ট্] (verb transitive) নিখুঁত বা উৎকৃষ্ট করে তোলা: Perfect your speech before you deliver. perfectible [পাফেক্টআব্ল্] (adjective) যার উৎকর্ষসাধন করা যায়। perfectibility [পাফেক্টাবিলাটি] (noun) উৎকর্ষ; নিখুঁত।
- English Word perfection Bengali definition [পাফেক্শ্ন্] (noun) [Uncountable noun] (১) উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ: engaged in the perfection of final touches. (২) উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ: a very perfection of cubist art. (৩) সম্ভাব্য সর্বোৎকৃষ্ট অবস্থা; অর্জনযোগ্য চূড়ান্ত বিন্দু: Try to attain a perfection. (৪) (plural -সহযোগে) দ্রষ্টব্য accomplishment(৩). perfectionist [পাফেক্শ্ন্ইস্ট] (noun) (১) পূর্ণ নৈতিক শুদ্ধতা অর্জনে বিশ্বাসী ব্যক্তি। (২) (কথ্য) যিনি সবিচারে উৎকর্ষের পূর্ণমাত্রা অর্জন না-হওয়া পর্যন্ত অধীর বোধ করেন।
- English Word perfervid Bengali definition [পাফাভিড্] (adjective) (আনুষ্ঠানিক) তপ্ত; প্রদীপ্ত।
- English Word perfidious Bengali definition [পাফিডিআস্] (adjective) (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী। perfidiously (adverb) perfidiousness (noun)
- English Word perfidy Bengali definition [পাফিডি] (noun) [Uncountable noun] (plural perfidies) (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতকতা; বিশ্বাসভঙ্গ; [Countable noun] বিশ্বাসভঙ্গ বা বিশ্বাসঘাতকতার উদাহরণ।
- English Word perforate Bengali definition [পাফারেইট্] (verb transitive) ফুটা বা ছিদ্র করা; (কাগজে) সরলরৈখিকভাবে পরপর ছিদ্র করা: perforate all sheets of the book. perforation [পাফারেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] ছিদ্রকরণ বা ছিদ্রিত অবস্থা। (২) [countable noun] কাগজে অনুক্রমিক ছিদ্র (যেমন ডাকটিকিটে)।
- English Word perforce Bengali definition [পাফোস্] (adverb) প্রয়োজনবশত; আবশ্যিকভাবে।
- English Word perform Bengali definition [পাফোম্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা: perform a duty. (২) (শ্রোতৃমণ্ডলীর সামনে) অভিনয় করা; সংগীত পরিবেশন করা; ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করা: What do you want to perform? He performed the sitar so wonderfully. He performed the role accordingly. He performed equally well in both the innings. performing arts যে শিল্পকলা শ্রোতৃমণ্ডলী বা দর্শকবৃন্দের সামনে পরিবেশন করা হয়। performer (noun) যে শিল্পী দর্শকবৃন্দের সামনে তার শিল্পনৈপুণ্য প্রদর্শন করেন।
- English Word performance Bengali definition [পাফোমান্স্] (noun) (১) [Uncountable noun] কার্যসম্পাদন: I am happy with the performance of your duties. (২) [Countable noun] উল্লেখযোগ্য কর্ম; কৃতিত্ব: He showed a courageous performance. How is the performance of the machine? (৩) [Countable noun] মঞ্চাভিনয়; প্রদর্শনী; কনসার্ট: this night’s performance; group performance. What a stupendous performance! (নিন্দার্থে) দুঃখজনক আচরণ।
- English Word perfume Bengali definition [পাফিঊম্] (noun) [Countable noun, Uncountable noun] (সাধারণত ফুলের সুরভি থেকে তৈরি) সুগন্ধি; সৌরভ; মধুরগন্ধযুক্ত; প্রসাধনী। □ (verb transitive) [পাফিঊম্] সুরভিত করা। perfumer (noun) সুগন্ধি দ্রব্যাদির প্রস্ততকারক ও বিক্রেতা। perfumery (noun) সুগন্ধি দ্রব্যাদি প্রস্তুতের কারখানা।
- English Word perfunctory Bengali definition [পাফাঙ্ক্টারি] (adjective) (১) অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ: a perfunctory supervision. ২ এক ধরনের কাজ যিনি করেন তার সম্পর্কিত। perfunctorily [পাফাঙ্ক্ট্রালি America(n) [পাফাঙ্ক্ট্রারালি] (adverb)
- English Word pergola Bengali definition [পাগালা] (noun) বাগানের প্রবেশপথ বা ফটকে লতাপাতার বিস্তারে তৈরি ছাউনি।
- English Word perhaps Bengali definition [পাহ্যাপ্স্] (adverb) হয়তো; সম্ভবত।
- English Word periapt Bengali definition [পেরিআপ্ট্] (noun) [Countable noun] কবচ; মাদুলি।
- English Word perigee Bengali definition [পেরিজি] (noun) কোনো গ্রহকক্ষস্থ যে বিন্দু পৃথিবীর নিকটতম।
- English Word perihelion Bengali definition [পেরিহীলিআন্] (noun) কোনো গ্রহকক্ষস্থ যে বিন্দু সূর্যের নিকটতম।
- English Word peril Bengali definition [পেরাল্] (noun) (১) [Uncountable noun] ভয়ানক বিপদ; সমূহ বিপন্নতা: His life is in peril now; doing at one’s own peril, নিজের ঝুঁকিতে কাজ করা। (২) [Countable noun] যা বিপন্নতা সৃষ্টি করে: the perils of African jungle. □(verb transitive) (সাহিত্যে, কাব্যে) (সাধারণত. imperil ব্যবহৃত হয়) বিপদ ডেকে আনা। perilous [পেরালাস্] (adjective) বিপজ্জনক। perilously (adverb)
- English Word perimeter Bengali definition [পারিমিটা(র্)] (noun) [Countable noun] কোনো আবদ্ধ ক্ষেত্রের বহিঃপরিসীমা; সামরিক অবস্থান; বিমানক্ষেত্র।
- English Word period Bengali definition [পিআরিআড্] (noun) [Countable noun] (১) বিধিবদ্ধ কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা: Every period of 45 minutes duration. (২) কোনো ব্যক্তি/জাতির জীবনে নির্দিষ্ট সময়; ঐতিহাসিক কারণে নির্দিষ্ট কালসীমা; সভ্যতার পর্যায়; ভূতাত্ত্বিক কালসীমার বিভাগ: The Mughal period; The Pre-historic period; The Romantic period; The period of crisis in my life. (৩) দাঁড়ির অনুরূপ ইংরেজি যতিচিহ্ন: Put a period after this. (৪) (ব্যাকরণে) সম্পূর্ণ বাক্য বা বিবৃতি (সাধারণত জটিল); (বহুবচনে) আলংকারিক ও কাব্যময় ভাষা। (৫) কোনো ব্যাধির সময়সীমা; ব্যাধিগ্রস্ত থাকার পর্যায়: the period of incubation. (৬) (জ্যোতিষশাস্ত্রে) একটি আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়সীমা। (৭) স্ত্রীলোকের মাসিক।
- English Word periodic Bengali definition [পিআরিঅডিক্] (adjective) নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে এমন; পর্যাবৃত্ত: periodic advent of influenza. Floods have become a periodic phenomenon in Bangladesh. periodic table (রসায়ন) আণবিক ভর ও সাধারণ উপাদান অনুযায়ী বিন্যাস। periodical [পিআরিঅডিক্ল্] (adjective)= periodic. periodically [পিআরিঅডিক্লি] (adverb)
- English Word periodical Bengali definition [পিআরিঅডিক্ল্] (noun) সাময়িকপত্র, যা নির্দিষ্ট সময়ের বিরতিতে প্রকাশিত হয়, যেমন মাসিক, ত্রৈমাসিক।
- English Word peripatetic Bengali definition [পেরিপাটেটিক্] (adjective) বিভিন্ন স্থানে ইতস্তত ভ্রমণরত: peripatetic music teachers. □ (noun) আরিস্টটলের অনুগামী ব্যক্তি। peripateticism [পেরিপাটেটিসিজাম্] (noun) আরিস্টটলের দার্শনিক মত।
- English Word peripeteia Bengali definition [পেরিপিটেইআ] (noun) (নাটকে বা জীবনে) আকস্মিক ভাগ্যপরিবর্তন।
- English Word periphery Bengali definition [পারিফারি] (noun) (plural peripheries) বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি। peripheral [পারিফাআরাল্] (adjective) সীমান্তবর্তী; চৌহদ্দির নিকটবর্তী; প্রান্তিক।
- English Word periphrasis Bengali definition [পারিফ্রেসিস্] (noun) (plural periphrases [পারিফ্রেআসীদ্]) ঘুরিয়ে ঘুরিয়ে কথন বা রচনা; বক্তব্যকে সংহত না-করে বিবিধ অনুষঙ্গে তা প্রকাশ; (ব্যাকরণে) প্রত্যয়যুক্ত শব্দ ব্যবহার না-করে সহযোগী অন্য শব্দ যুক্ত করা (যেমন I believe-এর পরিবর্তে I do believe)। periphrastic [পেরিফ্র্যাজ্টিক্] (adjective) এ ধরনের কথন বা রচনাসংক্রান্ত।
- English Word periscope Bengali definition [পেরিস্কোউপ্] (noun) আয়না ও লেন্সযুক্ত এমন একটি যন্ত্র, যা দিয়ে উপরের বস্তু নিচ থেকে দেখা যায়।
- English Word perish Bengali definition [পেরিশ্] (verb intransitive), (verb transitive) (১) (সাহিত্য, সাংবাদিকতা) লোপ পাওয়া; ধ্বংস হওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; মারা যাওয়া: A great number of people and properties perished in the flood of 1988; Perish the thought! কখনো যেন না ঘটে/(চিন্তাটাও) চুলোয় যাক; Publish or perish (শিক্ষাগত পেশা সম্বন্ধে একটি স্লোগান) হয় প্রকাশনা বৃদ্ধি কর, না হয় এই পেশা থেকে সরে যাও। (২) (শৈত্য বা ক্ষুধা প্রভৃতি থেকে) কষ্ট পাওয়া; দুর্বল হয়ে যাওয়া: The cold wave will perish us. Poverty brings in threats to perish. (৩) স্বাভাবিক গুণাবলি হারিয়ে যাওয়া; ক্ষয়িষ্ণু হওয়া: The washers of the fan-blades have perished. The knot has perished with the passage of time. perishable [পেরিশ্আব্ল্] (adjective) (প্রধানত খাদ্য) যেসব বস্তু দ্রুত পচে। perishables (noun) (plural) যেসব বস্তু পরিবহনের নানা পর্যায়ে পচে যেতে পারে (মাছ, মাংস, তাজা ফল)। perisher (noun) (অপশব্দ) বিরক্তিকর অসহ্যব্যক্তি; দুষ্টশিশু।
- English Word peristyle Bengali definition [পেরিস্টাইল্] (noun) (স্থাপত্য) অট্টালিকা, বিশাল ভবন, মন্দির প্রভৃতির চারপাশের স্তম্ভশ্রেণি; এ ধরনের স্তম্ভশ্রেণি দ্বারা বেষ্টিত উন্মুক্ত জায়গা।