P পৃষ্ঠা ২২
- English Word petite Bengali definition [পেটীট্] (adjective) ছোটখাটো; ছিমছাম; তম্বী (স্ত্রীলোক)।
- English Word petition 1 Bengali definition [পিটিশ্ন্] (noun) [Countable noun] (১) আবেদন; প্রার্থনা; আকুল অনুরোধ। (২) আদালতে প্রদত্ত আনুষ্ঠানিক আবেদনপত্র।
- English Word petition 2 Bengali definition [পিটিশ্ন্] (verb transitive), (verb intransitive) (১) আবেদন করা; আবেদনপত্র পেশ করা: a group of people petitioned for public attention of the issue. (২) সবিনয়ে বা আকুলভাবে আবেদন করা: The opposition petitioned for a reconsideration of tax-hike.
- English Word petrel Bengali definition [পেট্রাল্] (noun) লম্বা ডানার সাদাকালো বর্ণের সামুদ্রিক পাখিবিশেষ। stormy petrel (লাক্ষণিক) যে ব্যক্তির আগমনে(সামাজিক/শিল্পকারখানাসংক্রান্ত) অসন্তোষ সৃষ্টি হয়।
- English Word petrify Bengali definition [পেটিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle petrified) প্রস্তরীভূত বা শিলীভূত হওয়া; (লাক্ষণিক) চিন্তা/অনুভব/কাজ করার শক্তি হরণ করা (ভয় বা বিস্ময়ের মাধ্যমে)। petrifaction [পেট্রিফ্যাক্শ্ন্] (noun) শিলীভবন; শিলীভূত বস্তু; অশ্ম।
- English Word petro- Bengali definition [পেট্রোউ-] পাথর বা পেট্রলিয়মের সংক্ষিপ্ত অংশ। petrochemical (noun) পেট্রলিয়ম বা প্রাকৃতিক গ্যাস থেকে আহরিত রাসায়নিক পদার্থ। petrodollar (noun) (প্রধানত আরব দেশগুলো কর্তৃক) পেট্রলিয়মজাত পদার্থ বিক্রয়লব্ধ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
- English Word petrol Bengali definition [পেট্রাল] (noun) [Uncountable noun] পরিশোধিত পেট্রলিয়ম যা বিভিন্ন ইনজিনে ব্যবহৃত হয়; পেট্রল (America(n) gasoline)। petrolpump বিক্রিযোগ্য পেট্রলের মজুদাগার। petroltank পেট্রলের আধার।
- English Word petroleum Bengali definition [পিট্রোলিয়াম্] (noun) [Uncountable noun] খনিজ তেল; পেট্রলিয়ম। petroleum jelly (noun) [Uncountable noun] পেট্রলিয়মজাত প্রায়ঘন পদার্থ।
- English Word petrology Bengali definition [পিট্রলজি] (noun) [Uncountable noun] শিলাতত্ত্ব। petrological (adjective) শিলাতত্ত্বসংক্রান্ত। petrologist (noun) শিলাতত্ত্ববিদ।
- English Word petticoat Bengali definition [পেটিকোট্] (noun) [Countable noun] সায়া; মেয়েদের পরিধেয় অন্তর্বাস। petticoat government (কোনো বিষয়ে) স্ত্রীলোক বা স্ত্রীজাতির কর্তৃত্ব।
- English Word pettifogging Bengali definition [পেটিফগিঙ্] (adjective) (ব্যক্তি) অতি সাধারণ ও তুচ্ছ বিষয়ে চিন্তান্বিত।
- English Word pettish Bengali definition [পেটিশ্] (adjective) (১) (ব্যক্তি) আচরণে মাঝে মাঝেই রুক্ষ বা বদমেজাজি। (২) (কোনো মন্তব্য বা কাজ) রুক্ষ মেজাজে উক্ত বা কৃত। pettishly (adverb) pettishness (noun)
- English Word petty Bengali definition [পেটি] (adjective) (pettier, pettiest) (১) ছোট; সাধারণ। (২) ক্ষুদ্র আকারে বা আয়তনে: petty purchase; petty enterprise. (৩) সংকীর্ণ মনের পরিচয়। (৪) ছোট অঙ্কের (টাকাকড়ির ক্ষেত্রে)। petty cash প্রাত্যহিক বিবিধ ছোটখাটো লেনদেনের জন্য রক্ষিত টাকা। pettylarceny নগণ্য দ্রব্যাদির চুরি। petty officer নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত নয় এমন কর্মচারীদের প্রধান। pettily (adverb) pettiness (noun)
- English Word petulant Bengali definition [পেটিউলান্ট্ America(n) পেচুলান্ট্] (adjective) যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর। petulantly (adverb) petulance [পেটিউলান্স্] (noun) [Uncountable noun]
- English Word petunia Bengali definition [পিটিঊনিআ America(n) পিটুনিআ] (noun) [Countable noun] ফুল গাছবিশেষ ও তার ফুল; পিটুনিয়া।
- English Word pew Bengali definition [পিউ] (noun) (সাধারণত গির্জার) পিছনে হেলান দেওয়ার সুবিধাসহ মেঝের সঙ্গে সংবদ্ধ বেঞ্চি; (কথ্য) আসন; সংরক্ষিত আসন pew holder; যে ব্যক্তি সংরক্ষিত আসন ভাড়া নিয়েছেন: pew rent, আসনের ভাড়া।
- English Word pewit, peewit Bengali definition [পীউঈট্] (noun) তিতিরজাতীয় পাখিবিশেষ, যার ডাক থেকে এই নামের উদ্ভব।
- English Word pewter Bengali definition [পিঊটা] (noun) [Uncountable noun] টিন ও সিসামিশ্রিত ধূসর পদার্থ; এই পদার্থের তৈরি রান্নার সরঞ্জাম: (attributive(ly)) pewter mugs.
- English Word phablet Bengali definition [ফ্যাব্লেট] (noun) ('phone' আর 'tablet' মিলে তৈরি) ফ্যাবলেট; এটার স্ক্রিন সেলফোন থেকে বড় যাতে লোকজন এটাতে সহজভাবে বই পড়তে আর ইন্টারনেট ব্যবহার করতে পারে: Bushra bought a fantastic phablet.
- English Word phaeton Bengali definition [ফেইট্ন্] (noun) চার চাকার খোলা ঘোড়ার গাড়ি।
- English Word phagocyte Bengali definition [ফেগাসাইট্] (noun) রক্তের রোগজীবাণুনাশক শ্বেতকণিকা।
- English Word phalanx Bengali definition [ফ্যালাঙক্স্] (noun) (plural phalanxes/phalanges [ফাল্যান্জীজা্]) (১) নির্দিষ্ট উদ্দেশ্যে সংঘবদ্ধ বা দলবদ্ধ ব্যক্তিবর্গ। (২) (শারীরবিদ্যা) আঙুলের হাড়। (৩) প্রাচীন গ্রিক পদাতিক সৈন্যদের ঘনবিন্যস্ত ব্যূহবিশেষ। phalange (উদ্ভিদবিদ্যা) পুংকেশরগুচ্ছ।
- English Word phallus Bengali definition [ফ্যালাস্] (noun) সমুত্তেজিত পুরুষলিঙ্গের প্রতীক; শক্তির উৎসের প্রতীক। phallic (adjective)
- English Word phantasm Bengali definition [ফ্যানট্যাজাম্] (noun) ছায়ামূর্তি; ছায়াশরীর। phantasmal [ফ্যানট্যাজমাল্] (adjective) phantasmgoria [ফ্যান্ট্যাজ্মাগরিআ America(n) ফ্যান্ট্যাজ্মাগারিআ] (noun) স্বপ্নের ভিতর বা মোহাবিষ্ট নয়নে দৃষ্ট ছায়ামূর্তি বা কল্পিত মূর্তির ধারাপ্রবাহ। phantasmagoric (adjective)
- English Word phantasy Bengali definition [ফ্যান্টাসি] (noun) (১) [Uncountable noun] কল্পনা; আকাশকুসুম ভাবনা: creating a world of phantasy. (২) [Countable noun] কল্পনাপ্রসূত বিষয়: Sexual phantasies. (৩) [Countable noun] কোনো শিল্পকর্ম, যে ক্ষেত্রে কাঠামোর চেয়ে রীতি অধিক গুরুত্বপূর্ণ।
- English Word phantom Bengali definition [ফ্যান্টাম্] (noun) [Countable noun] অলীক মূর্তি; ছায়াশরীর; ভূত: (attributive(ly)) phantom companions.
- English Word Pharisee Bengali definition [ফ্যারিসী] (noun) ধার্মিকতা ও আচারনিষ্ঠার জন্য প্রসিদ্ধ প্রাচীন ইহুদিদের একটি সম্প্রদায়। pharisaic(al) (adjective) আচারনিষ্ঠ সম্প্রদায়সংক্রান্ত; (অপশব্দ) ভণ্ডামিপূর্ণ।
- English Word pharmaceutical Bengali definition [ফা:মাসিউটিক্ল্ America(n) ফা:মাসূউটিক্ল্] (adjective) ওষুধ প্রস্তুতসংক্রান্ত: pharmaceutical companies.
- English Word pharmacist Bengali definition [ফা:মাসিস্ট্] (noun) ওষুধ তৈরির ক্ষেত্রে যে ব্যক্তির পেশাগত গুণ আছে।
- English Word pharmacology Bengali definition [ফা:মাকোলজি] (noun) ওষুধবিজ্ঞান।