• Bengali Word box 1 English definition [বক্‌স্‌] (noun) ১ বাক্স; পেটিকা; পেটি: a box of matches; letter-box.
    (২) বাক্সের অভ্যন্তরস্থ বস্তু। (৩) (নাট্যশালা ইত্যাদিতে) কিছুসংখ্যক লোকের বসার জন্য আসনসজ্জিত ঘেরা কক্ষ; বিচারালয়ে সাক্ষীদের সাক্ষ্যদানের কাঠগড়া। (৪) ছোট কুটির বা (কাঠের) আশ্রয়ঘর; পাহারাদারের ঘর; রেলের সিগন্যালম্যানের ঘুমটি ঘর। (৫) ঘোড়াগাড়িতে চালকের আসন। boxful (noun) বাক্সে ধরে এমন পরিমাণ। box camera সাধারণ বাক্স আকৃতির ক্যামেরা। box car (America(n)), a boxwagon চারদিক ঢাকা রেলগাড়ির মালবাহী কামরা। boxkite হালকা পদার্থ দিয়ে বাক্সের আকারে তৈরি ঘুড়ি। box-number (noun) সংবাদপত্রে বিজ্ঞাপনের উত্তর যে নম্বরে পাঠানো চলে। PO Box No (noun) পোস্ট অফিস প্রদত্ত একটি নম্বর যা ব্যবহার করলে প্রাপকের সকল চিঠি একটি বিশেষ বাক্সে জমা হয়। box-office (noun) নাট্যশালা ইত্যাদিতে টিকেট কেনার ঘর: box-office hit (ভালো ব্যবসা করছে, দেখার জন্য লোকের ভিড় হচ্ছে)। the box (noun) টিভি সেট; টেলিভিশন।