N পৃষ্ঠা ৬
- English Word neptunium Bengali definition [নেপ্চূনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) ধাতব মৌলবিশেষ (প্রতীক Nb), যা কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে কৃত্রিমভাবে উৎপন্ন হয় এবং আকরিক ইউরেনিয়াম স্বল্প পরিমাণে পাওয়া যায়।
- English Word nerve Bengali definition [নাভ্] (noun) (১) [countable noun] মস্তিষ্ক ও শরীরের অন্য সব অংশের মধ্যে অনুভূতি ও উদ্দীপনা পরিবাহী তন্তু বা তন্তুসমষ্টি; স্নায়ু। nerve-cell (noun) উদ্দীপনা-পরিবাহী কোষ; স্নায়ুকোষ। nerve-centre (noun) পরস্পরসম্পৃক্ত কতকগুলো স্নায়ুকোষের সমষ্টি; স্নায়ুকেন্দ্র; (লাক্ষণিক) নিয়ন্ত্রণকেন্দ্র। (২) (plural) অল্পতেই উত্তেজিত, উদ্বিগ্ন বা উত্ত্যক্ত হওয়ার অবস্থা: He does not know what nerves are, কখনো উত্তেজিত/বিচলিত হয় না; to have nerves of iron, উত্তেজিত/বিচলিত না-হওয়া; She is suffering from nerves, সহজেই উত্তেজিত; উত্ত্যক্ত; বিচলিত হয়। get on one’s nerves কাউকে উত্তেজিত/বিচলিত করা; স্নায়ুর উপর পীড়ন করা। war of nerves প্রতিপক্ষের মনোবল নষ্ট করে তাকে দুর্বল করার প্রয়াস; স্নায়ুযুদ্ধ। nerve-racking (adjective) স্নায়ুনিষ্পেষক। (৩) [uncountable noun] সাহস; আত্মপ্রত্যয় প্রভৃতি থাকার গুণ; স্নায়ুশক্তি: He’s plenty of nerve to face the situation.Have the nerve to do something (ক) প্রয়োজনীয় সাহস; আত্মপ্রত্যয় ইত্যাদি/স্নায়ুশক্তি থাকা। (খ) (কথ্য) ধৃষ্টতা/ঔদ্ধত্য/আস্পর্ধা থাকা; You have the nerve to call me a liar. have a nerve (কথ্য) দুঃসাহস থাকা। lose/regain one’s nerve আত্মপ্রত্যয়; সাহস/ধৈর্য হারানো/ফিরে পাওয়া। (৪) [countable noun] (প্রাচীন প্রয়োগ)= sinew; পেশিবন্ধনী; স্নায়ু। strain every nerve to do something আপ্রাণ চেষ্টা করা; সর্বশক্তি নিয়োগ করা। (৫) (উদ্ভিদবিদ্যা) পাতার শিরা; বিশেষত মধ্যশিরা। □ (verb transitive) nerve oneself for something/to do something (শারীরিক বা মানসিক) শক্তি একত্র করা: nerve oneself for a task. nerveless (adjective) নিস্তেজ; স্নায়ুহীন। nervelessly (adverb) নিস্তেজভাবে।
- English Word nervous Bengali definition [নাভাস্] (adjective) (১) স্নায়ু সম্বন্ধীয়; স্নায়বীয়: the nervous system; স্নায়ুতন্ত্র। a nervous breakdown= neurasthenia; স্নায়ুদৌর্বল্য। (২) অল্পতেই উত্তেজিত; বিচলিত; সন্ত্রস্ত: What are you so nervous about? (৩) উত্তেজনাপূর্ণ; আতপ্ত। full of nervous energy; a nervous style.
- English Word nervy Bengali definition [নাভি] (adjective) (১) (British/Britain কথ্য) স্নায়বিক চাপের অধীন; প্রতপ্ত। (২) (অপশব্দ) বেহায়া; উদ্ধত; ত্যাঁদড়।
- English Word ness Bengali definition [নেস্] (noun) (সাধারণত স্থান নামে) যে ভূখণ্ড ক্রমশ সূক্ষ্মাগ্র হয়ে সমুদ্রে প্রবেশ করেছে; অন্তরীপ।
- English Word nest Bengali definition [নেস্ট্] (noun) (১) পাখির বাসা; নীড়; কুলায়। feather one’s nest, দ্রষ্টব্য feather 2 (১) foul one’s own nest নিজ গৃহ; পরিবার ইত্যাদি নোংরা/অপবিত্র করা। nest-egg (noun) (লাক্ষণিক) ভবিষ্যৎ ব্যবহারের জন্য সঞ্চিত অর্থ। (২) কোনো প্রাণী বা কীটপতঙ্গের বাসা: a wasp’s nest, a turtle’s nest. (৩) আরামদায়ক স্থান; নীড়: She turned the room into a love nest. (৪) একটির ভিতরে আরেকটি খাপ খায় এরকম একই বস্তুর অনেকগুলো (বিশেষত বাক্স, টেবিল ইত্যাদি)। (৫) (লাক্ষণিক) আশ্রয়; আখড়া; আড্ডা; খাঁটি: a nest of crime/lice/pirates; machine-gun nests, (লোকচক্ষুর অগোচরে) মেশিনগানের ঘাঁটি। □ (verb intransitive) (১) বাসা বাঁধা: The pigeons are nesting under the roof. (২) go nesting পাখির বাসা খুঁজে ডিম চুরি করা।
- English Word nestle Bengali definition [নেস্ল্] (verb transitive), (verb intransitive) (১) nestle (down) আরাম করে বসা বা শোয়া: nestle down in bed. (২) nestle up (against/to) ভালোবেসে জড়িয়ে ধরা বা গায়ের সঙ্গে লাগা: The children nestled up their grandmother. (৩) দোলানো: to nestle a baby in one’s arm.
- English Word nestling Bengali definition [নেস্ট্লিঙ্] (noun) [countable noun] যে পক্ষীশাবক এখনো বাসা ছেড়ে উড়তে অসমর্থ।
- English Word net 1 Bengali definition [নেট্] (noun) (১) [uncountable noun, countable noun] জাল বা জালের মতো বোনা জিনিস; ফাঁদ: mosquito-net, মশারি; fishing-nets; hair-nets, মেয়েদের খোঁপা বাঁধার জাল; জালিকা। (২) (লাক্ষণিক) নৈতিক বা মানসিক ফাঁদ। (৩) net-ball মেয়েদের খেলাবিশেষ; এতে একটি বল এমনভাবে ছুড়ে মারতে হয় যাতে একটি দণ্ডের মাথায় আংটার সঙ্গে বাঁধা একটি জালের মধ্য দিয়ে নিচে পড়ে। the nets (ক্রিকেট) অনুশীলনের জন্য জালে ঘেরা স্থানে বসানো উইকেট। net-work (noun) (ক) পরস্পরচ্ছেদী রেখার জটিল সংশ্রয় (সিস্টেম): a net of railway/canals.(খ) সম্পর্কিত বা সম্বন্ধযুক্ত সংশ্রয় (সিস্টেম): an intelligence/spy net. □ (verb transitive) (১) জাল দিয়ে (মাছ, পশু) ধরা। (২) জাল দিয়ে ঢাকা (গাছের ফল)। (৩) জাল ফেলা: net a river.
- English Word net 2, nett Bengali definition [নেট্] (adjective) অবশিষ্ট; যার থেকে আর কিছুই বাদ দেওয়ার নেই; শুদ্ধ; নিট: net price; net profit, খরচাদি বাদে; net weight, আধার ইত্যাদির ওজন বাদে। □ (verb transitive) (netted, netting, nets) নিট/ছাঁকা মুনাফা লাভ করা।
- English Word netbook Bengali definition [নেটবুক্] (noun) [countable noun] (plural netbooks) (internet-এর 'net' আর 'notebook' এর 'book' মিলে তৈরি) (small computer তৈরির ধারণা থেকে তৈরি) নেটবুক; ছোট ও অল্প দামি ল্যাপটপ। Netbooks and laptops both help you stay connected.
- English Word nether Bengali definition [নেদা(র্)] (adjective) (১) (পুরাতনী) নিম্নস্থ: the nether regions/world, পাতাল; প্রেতলোক; নরক। (২) (রসিকতার ভঙ্গি) nether garments, অধোবাস; ট্রাউজার্স। nethermost [মোউস্ট্] (adjective) নিম্নতম।
- English Word netiquette Bengali definition [নেটিকেট্] (noun) [uncountable noun] (plural netiquettes) (অনানুষ্ঠানিক) ('network' আর 'etiquette' মিলে তৈরি) নেটিকেট; ইন্টারনেট ভব্যতা; ইন্টারনেটে অনানুষ্ঠানিক আচার-ব্যবহার: Etiquette, netiquette and sportsmanship.
- English Word netizen Bengali definition [নেটিজেন্] (noun) [countable noun] (অনানুষ্ঠানিক) (plural netizens) ('internet' আর 'citizen' মিলে তৈরি) যিনি ইন্টারনেটে পর্যাপ্ত সময় দেন; নেটিজেন; সাইবার সিটিজেন: Death sentence for netizen confirmed.
- English Word netpicker Bengali definition [নেট্পিকা(র্)] (noun) (plural netpickers) (অনানুষ্ঠানিক ইন্টারনেট অপশব্দ) ('net' আর 'nitpicker' মিলে তৈরি) [uncountable noun] ইন্টারনেটে বিশেষত কোনো ফিল্ম, টিভিসিরিজ, তথ্য ইত্যাদিতে ছোটখাটো ভুল খুঁজে বেড়ানো অথবা এসব ভুল নিয়ে বেশি মাথা ঘামানো: Fahim was clearly just netpicker!
- English Word nett, Bengali definition দ্রষ্টব্য net 2
- English Word netting Bengali definition [নেটিঙ্] (noun) [uncountable noun] (১) জাল বোনার কাজ; জালের ব্যবহার। (২) সুতা, দড়ি বা তারের জাল: five metres of wire netting; windows screened with netting.
- English Word nettle Bengali definition [নেট্ল্] (noun) [countable noun] বিছুটি। nettle rash (noun) আমবাত।
- English Word network Bengali definition দ্রষ্টব্য net 1
- English Word neural Bengali definition [নিউআরাল্ America(n) নুআরাল্] (adjective) স্নায়ুসম্বন্ধীয়; স্নায়বীয়।
- English Word neuralgia Bengali definition [নিউআর্যাল্জা America(n) নুআর্যাল্জা] (noun) [uncountable noun] (বিশেষত মুখ ও মাথার) স্নায়ুশূল| neuralgic [নিঊ্যর্যাল্জিক্] (adjective) স্নায়ুশূলঘটিত; স্নায়ুশূলগ্রস্ত।
- English Word neurasthenia Bengali definition [নিউআরাস্থীনিআ America(n) নুরাস্থীনিআ] (noun) [uncountable noun] স্নায়ুতন্ত্রের অবসন্ন অবস্থা; এতৎসংশ্লিষ্ট স্বাস্থ্যহীনতা ও সার্বিক দুর্বলতা; স্নায়বিক অবসন্নতা; স্নায়ুদৌর্বল্য। neurasthenic [নিউআরাস্থেনিক্] (adjective) স্নায়ুদৌর্বল্যঘটিত; স্নায়ুদৌর্বল্যগ্রস্ত। ⧠ (noun) স্নায়ুদৌর্বল্যগ্রস্ত (ব্যক্তি)।
- English Word neuritis Bengali definition [নিউআরাইটিস্ America(n) নুআরাইটিস্] (noun) [uncountable noun] স্নায়ুপ্রদাহ।
- English Word neurology Bengali definition [নিউআরলজি America(n) নুআরলজি] (noun) [uncountable noun] স্নায়ুবিদ্যা বা স্নায়ুবিজ্ঞান। neurologist [নিউআরলাজিস্ট্ America(n) নুআরলাজিস্ট্] (noun) স্নায়ুবিদ; স্নায়ুবিজ্ঞানী।
- English Word neuron, neurone Bengali definition [নিউআরান্ America(n) নুআরান্] (noun) স্নায়ুতন্ত্রের মৌল একক; স্নায়ুকোষ।
- English Word neuropath Bengali definition [নিউআরোউপ্যাথ্ America(n) নূআরোউপ্যাথ্] (noun) স্নায়ুরোগে আক্রান্ত ব্যক্তি; স্নায়ুবিকারগ্রস্ত।
- English Word neurosis Bengali definition [নিউআরোউসিস্ America(n) নূআরোউসিস্] (noun) (plural neuroses [নিউরোউসীজ্] স্নায়ুতন্ত্রের বৈকল্য হেতু কিংবা অবচেতন মনঃস্থিত কোনো কারণে উদ্ভূত মনোবৈকল্য; স্নায়ুবৈকল্য; উদ্বায়ু।
- English Word neurotic Bengali definition [নিউআরটিক্ America(n) নূআরটিক্] (adjective) (ব্যক্তি) স্নায়ুবৈকল্যগ্রস্ত; অস্বভাবী সংবেদনশীল; আবিষ্ট; খ্যাপাটে।
- English Word neuter Bengali definition [নিঊটা(র্) America(n) নূঊটা(র্)] (adjective) (১) (ব্যাকরণ) ক্লীবলিঙ্গ বাচক। (২) (উদ্ভিদ) পুরুষ বা স্ত্রী-অঙ্গবিহীন; ক্লীব। (৩) (শ্রমিক পিঁপড়া প্রভৃতি) নপুংসক; বন্ধ্যা; নির্বীজ। (noun) (১) ক্লীবলিঙ্গ; ক্লীববিশেষ্য। (২) যৌনতার দিক থেকে অপরিণত কীট; নপুংসক কীট; ছিন্নমুষ্ক প্রাণী। (verb transitive) খাসি বা মুষ্কচ্ছেদ করা।
- English Word neutral Bengali definition [নিঊট্রাল্ America(n) নূঊট্রাল্] (adjective) (১) যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ। (২) নিরপেক্ষ দেশ সম্বন্ধীয়; নিরপেক্ষ: neutral territory/ships. (৩) বিশেষ কোনো চরিত্র নেই এমন; স্পষ্টভাবে এটাও নয় ওটাও নয় (যেমন রং সম্বন্ধে): neutral tints. (৪) (রসায়ন) অম্লও নয় ক্ষারীয়ও নয়; প্রশমিত। (৫) (গিয়ার সম্বন্ধে) কোনো শক্তিই প্রেরিত হয় না এমন অবস্থা সম্বন্ধীয়; নিষ্ক্রিয়: neutral gear. □ (noun) নিরপেক্ষ ব্যক্তি/দেশ ইত্যাদি; গিয়ারের নিষ্ক্রিয় অবস্থা: slip the gears into neutral. neutrality [নিঊট্রালাটি America(n) নূঊট্রালাটি] (noun) বিশেষত যুদ্ধে নিরপেক্ষতা: armed neutral, আক্রান্ত হলে যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু আক্রান্ত না-হওয়া পর্যন্ত নিরপেক্ষতা; সশস্ত্র নিরপেক্ষতা। neutralize, neutralise [নূঊলাইজ্] (verb transitive) (১) নিরপেক্ষ করা; (চুক্তির মাধ্যমে) নিরপেক্ষ বলে ঘোষণা করা; যুদ্ধবিগ্রহ থেকে নিষ্কৃতি দেওয়া। (২) ক্রিয়া নষ্ট করা; নিষ্ক্রিয় করা: neutralize a prison. neutralization, neutralisation [নিঊট্রালাইজেইশ্ন্ America(n) নিঊট্রালিজেইশ্ন্] (noun) প্রশমন; নিষ্ক্রিয়করণ; নিরপেক্ষকরণ।