N পৃষ্ঠা ১৩
- English Word nozzle Bengali definition [নজ্ল্] (noun) হোজপাইপ বা ভস্ত্রার ধাতব মুখ যার ভিতর দিয়ে তরল পদার্থ বা বায়ু বেরিয়ে আসে।
- English Word nth Bengali definition [এন্থ্] (adjective) (কথ্য) আধুনিকতম; সাম্প্রতিকতম; চরমতম; কোনো সুদীর্ঘ শ্রেণির সবচেয়ে শেষের; শেষতম: For the nth time, you must come to see us! to the nth degree চরম: She’s fashionable to the nth degree.
- English Word nuance Bengali definition [নিঊআ:ন্স্ America(n) নূআ:ন্স্] (noun) [countable noun] অর্থ; মতামত বর্ণ ইত্যাদির সূক্ষ্ম তারতম্য; সূক্ষ্ম দ্যোতনা।
- English Word nub Bengali definition [নাব্] (noun) (১) (কয়লা ইত্যাদির) ছোট দশা বা ঢেলা। (২) (কথ্য. লাক্ষণিক) (কাহিনি বা বিষয়ের) চুম্বক; বস্তু।
- English Word nubile Bengali definition [নিঊবাইল্ America(n) নূব্ল্] (adjective) ( মেয়ে)১ বিবাহযোগ্যা। (২) (যৌন) আবেদনময়ী; রমণীয়া।
- English Word nuclear Bengali definition [নিঊক্লিআ(র্) America(n) নূক্লিআ(র্) ] (adjective) (বিশেষত ভারী পরমাণুর) কেন্দ্রসম্বন্ধীয়: nuclear energy, (পারমাণবিক বিভাজনে প্রাপ্ত) পারমাণবিক শক্তি; nuclear bombs/missiles; nuclear disarmament, পারমাণবিক নিরস্ত্রীকরণ।
- English Word nucleic Bengali definition [নিঊক্লেইক্ America(n) নূক্লেইক্] (adjective) nucleic acid সব জীবকোষে বিদ্যমান দুটি জটিল যৌগের একটি; নিউক্লেইক এসিড।
- English Word nucleus Bengali definition [নিঊক্লিআস্ America(n) নূক্লিআস্] (noun) (plural) nuclei [নূক্লিআই] কেন্দ্রীয় বা মূল অংশ, যাকে ঘিরে অন্যান্য অংশ বিন্যস্ত বা সংহত হয়; বিশেষত পরমাণুর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় অংশ; মূলাধার; পরমাণুকেন্দ্র।
- English Word nude Bengali definition [নিঊড্ America(n) নূড্] (adjective) নগ্ন; উলঙ্গ; অনাবৃত। (noun) [countable noun] (বিশেষত শিল্পকলায়) নগ্ন মানবদেহ; নগ্নমূর্তি। in the nude বিবস্ত্র; বিবসন; pose in the nude for a painter. nudist [নূডিস্ট্] (noun) নগ্নদেহে আলো-বাতাস লাগানো স্বাস্থ্যের জন্য কল্যাণকর- এই মতে বিশ্বাসী ব্যক্তি; নগ্নতাবাদী। nudist camp/colony নগ্নতাবাদী শিবির/উপনিবেশ। nudism [নূডিজাম্] (noun) নগ্নতাবাদ; নগ্নাচার। nudity [নিঊডাটি America(n) নূডাটি] (noun) নগ্নতা।
- English Word nudge Bengali definition [নাজ্] (verb transitive) একান্তে কারো মনোযোগ আকর্ষণ উদ্দেশ্যে কনুই দিয়ে আলতোভাবে স্পর্শ করা বা ঠেলা দেওয়া; কনুয়ের মৃদু ঠেলা দেওয়া। (noun) কনুয়ের মৃদুস্পর্শ।
- English Word nugatory Bengali definition [নিঊগাটারি America(n) নূগাটোরি] (adjective) (আনুষ্ঠানিক) তুচ্ছ; অকিঞ্চিত্কর; বাজে; অসিদ্ধ।
- English Word nugget Bengali definition [নাগিট্] (noun) সোনা প্রভৃতি ধাতুর পিণ্ড ভূগর্ভে যেভাবে পাওয়া যায়; তাল; পিণ্ডক।
- English Word nuisance Bengali definition [নিঊস্ন্স্ America(n) নূস্ন্স্] (noun) [countable noun] উৎপাত; বিড়ম্বনা।
- English Word nuke Bengali definition [ন্যূক্] (noun) (১) (কথ্য) পারমাণবিক অস্ত্র; We should dismentle all nukes.. (২) পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র।
- English Word null Bengali definition [নাল্] (adjective) (আইনগত) বলবত্তাহীন; অকার্যকর; বাতিল। null and void (আইন সম্বন্ধীয়) আইনত নির্বল ও বাতিল। nullify [নালিফাই] (verb transitive) (past tense, past participle nullified) রদ/বাতিল/অকার্যকর করা। nullification [নালিফিকেইশ্ন্] (noun) বাতিলকরণ; নিষ্ফলীকরণ; অসিদ্ধকরণ। nullity [নালাটি] (noun) [uncountable noun] অসিদ্ধতা; নির্বলতা: null of marriage, বিবাহ বাতিল; a null suit, বিবাহ বাতিলের মামলা।
- English Word numb Bengali definition [নাম্] (adjective) অসাড়; অনুভূতিশূন্য: fingers numb with cold. □ (verb transitive) অসাড়/ভোঁতা করা: numbed with grief. numbly (adverb) অসাড়ে; অসাড়ভাবে। numbness (noun) অসাড়তা; অনুভূতিশূন্যতা।
- English Word number Bengali definition [নাম্বা(র্)] (noun) (১) সংখ্যা। দ্রষ্টব্য পরি. ৪। (২) পরিমাণ বা অঙ্ক; সংখ্যা: a large number of people, বহু লোক; a number of books, কিছু বই। His/your, etc number is up (কথ্য) তার/তোমার সর্বনাশ হয়েছে/আয়ু ফুরিয়েছে; তাকে/তোমাকে দণ্ড দিতে হবে। in number সংখ্যায়: We are four in number. to the number of সংখ্যায় মোট… পর্যন্ত। without number অগণ্য; অসংখ্য। times without number অসংখ্য বার। number-plate (noun)(মোটরযান, বাড়ি ইত্যাদির) নম্বরফলক। (৩) (নির্দিষ্ট কোনো সংখ্যার পূর্বে attributive(ly) ব্যবহার, যার সংক্ষেপ সাধারণত No, (plural Nos) নম্বর (সংক্ষেপ নং): Room No. 30. No. 10 (Downing Street) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। look after/take care of number one (কথ্য) নিজ ও নিজের স্বার্থের প্রতি নজর দেওয়া। (৪) (সাময়িকীর) সংখ্যা: the current number of ‘Punch’ a back. number (লাক্ষণিক) সেকেলে; সেকেলে ঢঙের। (৫) অপেরার সংখ্যা চিহ্নিত অংশবিশেষ; মঞ্চের জন্য গান, নাচ ইত্যাদি। (৬) (ব্যাকরণ) বচন। (৭) (plural) সংখ্যাগত/সাংখ্যিক শ্রেষ্ঠত্ব: to win by numbers/by force of numbers, সংখ্যার জোরে জেতা। (৮) (plural) পাটিগণিত; অঙ্ক: good at numbers. □ (verb transitive), (verb intransitive) (১) সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া: We numbered them from 1 to 5. (২) (মোট) সংখ্যা হওয়া; They numbered 1 2 in all, তাদের সংখ্যা ছিল ১২। (৩) number somebody/something among অন্তর্ভুক্ত/গণ্য করা: number somebody among one’s friends. (৪) (passive) সংখ্যা সীমিত হওয়া: Her days are number ed, তার দিন ফুরিয়ে এসেছে। number off (সামরিক) সারিবদ্ধ সৈনিকদের নিজ নিজ নম্বর ঘোষণা করা: The platoon numbered off from the left.
- English Word numerable Bengali definition [নিঊমারাব্ল্ America(n) নূমারাব্ল্] (adjective) সংখ্যা গণনা করা যায় এমন; গণনযোগ্য।
- English Word numeral Bengali definition [নিউমারাল্ America(n) নূমারাল্] (noun), (adjective) সংখ্যানির্দেশক (শব্দ, প্রতীক বা চিহ্ন); সংখ্যাবিষয়ক। Arabic numerals ১, ২, ৩ ইত্যাদি। Roman numerals I, II , III ইত্যাদি।
- English Word numerate Bengali definition [নিউমারাট্ America(n) নূমারাট্] (adjective) (ব্যক্তি) গণিতশাস্ত্র ও বিজ্ঞানে মৌলিক যোগ্যতাসম্পন্ন। দ্রষ্টব্য literate. numeracy [নিউমারাসি্ America(n) নূমারাসি্] (noun)
- English Word numeration Bengali definition [নিউমারেইশ্ন্ America(n) নূমারেইশ্ন্] (noun) গণনার পদ্ধতি বা প্রক্রিয়া; প্রতীকে লিখিত সংখ্যার কথায় প্রকাশ।
- English Word numerator Bengali definition [নিউমারেইটা(র্) America(n) নূমারেইটা(র্] (noun) ভগ্নাংশের লব, যথা: ২/৩-এ ২। দ্রষ্টব্য denominator.
- English Word numerical Bengali definition [নিউমেরিক্ল্ America(n) নূমেরিক্ল্] (adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক। numerically [নিউমেরিক্লি] (adverb): The Chinese were numerically superior.
- English Word numerous Bengali definition [নিউমারাস্ America(n) নূমারাস্] (adjective) বিপুলসংখ্যক; অনেক; বহু।
- English Word numinous Bengali definition [নিউমিনাস্ America(n) নূমিনাস্] (adjective) ভয় ও ভক্তির উদ্রেক করে এমন; ঐশ্বরিক।
- English Word numismatics Bengali definition [নিউমিজ্ম্যাটিক্স্ America(n) নূমিজ্ম্যাটিক্স্] (noun) (singular verb-সহ) মুদ্রা ও পদকসংক্রান্ত বিদ্যা। numismatist [নিউমিজ্মাটিস্ট্ America(n) নূমিজ্মাটিস্ট্] (noun) মুদ্রা ও পদক সংগ্রাহক; মুদ্রা ও পদক বিশেষজ্ঞ।
- English Word numskull Bengali definition [নাম্স্কাল্] (noun) বোকা লোক।
- English Word nun Bengali definition [নান্] (noun) মঠবাসিনী; সন্ন্যাসিনী। nunnery [নানারি] (noun) মহিলাদের মঠ; নারী-মঠ। দ্রষ্টব্য monk, monastery.
- English Word nuncio Bengali definition [নান্সিওউ] (noun) বিদেশে পোপের দূত বা প্রতিনিধি।
- English Word nuptial Bengali definition [নাপ্শ্ল্] (adjective) বিয়েসংক্রান্ত। nuptials (noun) (plural) বিয়ে; পরিণয়।