Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word notable Bengali definition [নোটাব্‌ল্‌] (adjective) লক্ষণীয়; স্মরণীয়; উল্লেখযোগ্য; বিশিষ্ট: notable artists/events. notably [নোটাব্‌লি} (adverb) লক্ষণীয়ভাবে ইত্যাদি। notability [নোটাবিলাটি] (noun) (plural notabilities) (১) [countable noun] উল্লেখযোগ্যতা; বিশিষ্টতা(২) [countable noun] উল্লেখযোগ্য/বিশিষ্ট ব্যক্তি
  • English Word notary Bengali definition [নোটারি] (noun) (plural notaries) (প্রায়ই notary public) কিছু কিছু আইনঘটিত লেনদেন সম্পাদনের, বিশেষত আইনসম্মত দলিলাদি স্বাক্ষরিত হওয়ার সময় তার প্রত্যক্ষদর্শিতা লিপিবদ্ধকরণের অধিকারসম্পন্ন কর্মকর্তাবিশেষ; লেখ্যপ্রামাণিক; নোটারি
  • English Word notation Bengali definition [নোটেইশ্‌ন্‌] (noun) (১) [countable noun] সংখ্যা, পরিমাণ, সুর ইত্যাদির প্রতিনিধিত্বমূলক সংকেত বা প্রতীক ব্যবহারের পদ্ধতি; অঙ্কপাতন; স্বরলিপি(২) উক্তরূপ সংকেত বা প্রতীকের সাহায্যে সংখ্যা ইত্যাদির প্রতিরূপ অঙ্কন; সংকেতলেখন
  • English Word notch Bengali definition [নচ্] (noun) (কোনো কিছুর উপর) v- আকৃতির কর্তন; খাঁজ; (America(n)) গিরিসংকট; গিরিপথ। □ (verb transitive) (১) (verb-আকৃতির) খাঁজ কাটা(২) notch up (কথ্য) প্রতিষ্ঠা করা: notch up a new record.
  • English Word note 1 Bengali definition [নোট্‌] (noun) (১) স্মৃতিকে সাহায্য করার জন্য (তথ্য ইত্যাদির) সংক্ষিপ্ত বিবরণ; টেকো; নোট; to speak without notes. notebook (noun) টুকে রাখার জন্য খাতা; নোটবই। (২) ক্ষুদ্র চিঠি: an exchange of notes between two governments. notepaper (noun) [uncountable noun] (বিশেষত ব্যক্তিগত) চিঠি লেখার কাগজ; চিঠির কাগজ। (৩) টীকাটিপ্পনী। দ্রষ্টব্য foot 1 (৮) ভুক্তিতে footnote. (৪) পর্যবেক্ষণ (লিখিত হতে হবে এমন কোনো কথা নেই): compare notes with somebody, মতামত; অভিজ্ঞতা ইত্যাদি বিনিময় করা(৫) (America(n)= bill) কাগজের টাকা; নোট: a Tk 10 note. (৬) (সংগীতের একক) সুর; স্বরলিপিতে সুরের সংকেত; পিয়ানো; হারমোনিয়াম ইত্যাদি যন্ত্রের একেকটি ঘাটsound a note of warning (against somebody) কোনো কিছুর বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করা। strike the right note বক্তা শ্রোতাদের অনুমোদন বা সহানুভূতি অর্জন করতে পারেন এমনভাবে কথা বলা। strike/sound a false note (লাক্ষণিক) এমন কিছু করা বা বলা, যাতে মানুষের সহানুভূতি বা অনুমোদন থেকে বঞ্চিত হতে হয়। (৭) (বিশেষত কণ্ঠস্বরের) এমন কোনো গুণ যা কোনো কিছুর প্রকৃতি নির্দেশ করে (সাধারণত indefinite article- সহ singular); সুর: Did you notice a note of condescension in his speech? (৮) [uncountable noun] গুরুত্ব; বিশিষ্টতা: a painter of note, বিশিষ্ট চিত্রশিল্পী। (৯) [uncountable noun] দৃষ্টি; মনোযোগ: worthy of note, লক্ষণীয়; উল্লেখযোগ্য: take note of something, লক্ষ করা; মনোযোগ দেওয়া।
  • English Word note 2 Bengali definition [নোট] (verb transitive) (১) লক্ষ করা; মনোযোগ দেওয়া: Please note what she says. (২) note something (down) টোকা; টুকে দেওয়া; লিখে রাখা: The journalist noted down what the minister said. noted (adjective) প্রসিদ্ধ; বিখ্যাত; সুপরিচিত; বিশিষ্ট: a country noted for its hospitality. noteworthy (adjective) উল্লেখযোগ্য; লক্ষণীয়।
  • English Word nothing Bengali definition [নাথিঙ্] (noun) (১) (adjective, infinitive ইত্যাদির পরে বসে) কিছু-না; একটুও না; অবস্তু: There’s nothing wrong in his approach. She’s five feet nothing, ঠিক পাঁচ ফুট। (২) (বাক্যাংশ) be nothing to (ক) ঔদাসীন্যের বিষয় হওয়া: He’s nothing to her, তার সম্পর্কে নিঃস্পৃহ। (খ) তুলনায় কিছুই না/অকিঞ্চিত্কর হওয়া: His succes is nothing to yours. come to nothing ব্যর্থ/নিষ্ফল হওয়া। go for nothing নিষ্ফল হওয়া; মাঠে মারা যাওয়া: Several weeks’ strenuous efforts all gone for nothing. Six months’ hard work all gone for nothing. have nothing to do with (ক) পরিহার করা; সংশ্রব না-রাখা: He advised me to have nothing to do with that association. (খ) সংশ্রব/সম্বন্ধ না-থাকা; মাথাব্যথার কারণ না-হওয়া: These things have nothing to do with you, তোমার মাথাব্যথার বিষয় নয়। make nothing of মাথামুণ্ডু কিছুই বুঝতে না- পারা। mean nothing to (ক) অর্থহীন হওয়া: These paintings mean nothing to me. (খ) আগ্রহের বিষয় না-হওয়া: I had a liking for the girl but she means nothing to me now. to say nothing of উল্লেখ না-করা; ছেড়ে দেওয়া: She’s three houses and two shops in the city, to say nothing of her deposits in banks, ব্যাংকে তার সঞ্চিত অর্থের কথা না-ই বা বললাম। think nothing of কিছুই/উল্লেখযোগ্য মনে না-করা: She thinks nothing of having an evening out with a stranger. think nothing of it কারো ধন্যবাদ; ক্ষমাপ্রার্থনা ইত্যাদির জবাবে বন্ধুসুলভ জবাব; ও কিছু না: ‘Please excuse me for being late?’ - ‘Oh, think nothing of it’. for nothing (ক) বিনামূল্যে। (খ) শুধু শুধু; খামোকা; অহেতুক; বৃথা: I have spent a whole day for nothing. next to nothing, দ্রষ্টব্য next. nothing but কেবল; একমাত্র; শুধু; ব্যতীত...না: Nothing but a disaster will make him change his course. There’s nothing for it but to … ছাড়া এ বিষয়ে আর কিছু করার নেই; আমরা একমাত্র যা করতে পারি, সে হচ্ছে...। Nothing doing! (কথ্য) অনুরোধ ইত্যাদির প্রত্যাখ্যানসূচক অভিব্যক্তি; হওয়ার নয়। □ (adverb) মোটেই না; কোনোভাবেই না: The play is nothing near as interesting as I expected. nothingness (noun) [uncountable noun] অনস্তিত্ব; নাস্তি; শূন্যতা; অসারতা।
  • English Word notice Bengali definition [নোটিস্‌] (noun) (১) [countable noun] (লিখিত বা মুদ্রিত) বিজ্ঞপ্তি; প্রজ্ঞপ্তি: put up a notice. notice-board (noun) বিজ্ঞপ্তিফলক। (২) [uncountable noun] সতর্কীকরণ; বিজ্ঞপ্তি: give an employee a month’s notice, এক মাসের বিজ্ঞপ্তি দেওয়া; leave without notice. (do something) at short notice অল্প সময়ের প্রস্তুতিতে কিছু করা। (৩) [uncountable noun] মনোযোগ; দৃষ্টিbe beneath one’s notice মনোযোগ লাভের অযোগ্য: The political gimmicks are beneath our notice. bring something to somebody’s notice কারো গোচরে আনা; কোনো কিছুর প্রতি কারো দৃষ্টি আকর্ষণ করা। come to somebody’s notice গোচরে আসা; কারো দৃষ্টিআকর্ষণ করা: It has come to my notice that..., আমি জানতে পেরেছি যে, ..…। sit up and take notice (রোগী প্রভৃতি) সেরে ওঠার লক্ষণ প্রকাশ করা; নড়েচড়ে ওঠা। make somebody sit up and take notice তীক্ষ্ণভাবে সচেতন করে তোলা: The innovation should make our rivals sit up and take notice, আমাদের প্রতিদ্বন্দ্বীরা. চঞ্চল হয়ে উঠবেন। take no notice (of something) (কোনো কিছুর প্রতি) ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা; ধর্তব্যের মধ্যে না-আনা। (৪) [countable noun] (সাময়িকীতে নতুন বই, নাটক ইত্যাদির) সংক্ষিপ্ত আলোচনা। □ (verb transitive), (verb intransitive) (১) লক্ষ/খেয়াল/পর্যবেক্ষণ করা: Did you notice him? He didn’t notice me. (২) সংক্ষিপ্ত আলোচনা করাnoticeable [নোটিসাব্‌ল্] (adjective) লক্ষণীয়। noticeably [নোটিসাব্‌লি] (adverb) লক্ষণীয়ভাবে।
  • English Word notifiable Bengali definition [নোটিফাইআব্‌ল্‌] (adjective) (বিশেষত যেসব রোগ নিয়ে জনস্বাস্থ্য বিভাগকে অবহিত করা আবশ্যক তাদের সম্বন্ধে) অবশ্যজ্ঞাপনীয়; অবশ্যনিবেদ্য
  • English Word notify Bengali definition [নোটিফাই] (verb transitive) (past tense, past participle notified) notify somebody of something; notify something to somebody অবহিত/পরিজ্ঞাত/বিদিত করা; জ্ঞাপন করা; বিজ্ঞপ্তি দেওয়া: notify the police of a burglary; notify a burglary to the police. notification [নোটিফিকেইশ্‌ন্] (noun) [uncountable noun] বিজ্ঞপ্তি প্রদান; প্রজ্ঞাপন; [countable noun] বিজ্ঞপ্তি; (জন্ম, মৃত্যু, সংক্রামক রোগের প্রাদুর্ভাব ইত্যাদি সম্বন্ধে কর্তৃপক্ষের কাছে) অধিসূচনা।
  • English Word notion Bengali definition [নোশ্‌ন্] (noun) [countable noun] (১) ধারণা; ভাব; ভাবনা; অভিমত: He’s curious notions about education. (২) (past participle) (America(n)) রকমারি টুকিটাকি। দ্রষ্টব্য novelty(৩).notional [নোশান্‌ল্‌] (adjective) (১) (জ্ঞান) জল্পনামূলক; মনঃকল্পিত; পরীক্ষা-নিরীক্ষার উপর প্রতিষ্ঠিত নয় এমন; ধারণাশ্রয়ী(২) নামমাত্র; নিদর্শনমূলক
  • English Word notorious Bengali definition [নোটোউরিআস্‌] (adjective) (বিশেষত কুকীর্তির জন্য) ব্যাপকভাবে পরিচিত; কুখ্যাত; কুপ্রসিদ্ধ: a notorious smuggler. notoriously (adverb) কুখ্যাতরূপে। notoriety [নোটারাইআটি] (noun) [uncountable noun] কুখ্যাতি; অপযশ; অখ্যাতি।
  • English Word notspot Bengali definition [নট্‌স্পট্‌] (noun) (plural notspots) ('not' আর 'hotspot' মিলে তৈরি) (অপিচ 'not-spot' বা 'not spot') যেখানে ইন্টারনেট এক্সেস খুবই ধীরগতির অথবা ব্রডব্যান্ড সংযোগ মোটেও নেই: BanglaLink is running its notspot campaign.
  • English Word nougat Bengali definition [নূগা: America(n) নূগাট্‌] (noun) চিনি, বাদাম ইত্যাদি দিয়ে তৈরি শক্ত মিঠাইবিশেষ
  • English Word nought Bengali definition [নোট্] (noun) (১) কিছু নাbring somebody/something to nought বিনষ্ট/ধ্বংস করা; সর্বনাশ করা। come to nought সর্বনাশ হওয়া; ব্যর্থ হওয়া। set somebody/something at nought উপেক্ষা/অমান্য করা; তোয়াক্কা না-করা; অবজ্ঞা/তুচ্ছতাচ্ছিল্য করা। (২) ‘০’ রাশি; শূন্য: point nought one, অর্থাৎ nought .0 1. noughts and crosses এক ধরনের খেলা যাতে সারি সারি ঊর্ধ্বাধ ও অনুভূমিক বর্গক্ষেত্রে শূন্য ও ক্রস বসাতে হয়।
  • English Word noumenon Bengali definition [নূমিনন্‌ (noun) (গ্রিক) (plural noummena [নূমিনা]) (দর্শন) সব প্রাতিভাসিক গুণবর্জিত, বিশুদ্ধ বুদ্ধিবৃত্তিক স্বজ্ঞার বিষয়
  • English Word noun Bengali definition [নাউন্] (noun) (ব্যাকরণ) বিশেষ্য
  • English Word nourish Bengali definition [নারিশ্] (verb transitive) (১) পুষ্টিসাধন/পোষণ করা; পরিপুষ্ট করা; উর্বরতা বাড়ানো: nourishing food, পুষ্টিকর খাদ্য; nourish the soil. (২) (অনুভূতি) পোষণ/লালন করা: nourish feelings of hatred; nourishment (noun) [uncountable noun] পুষ্টি; খাদ্য।
  • English Word nous Bengali definition [নাউস্‌] (noun) [uncountable noun] (গ্রিক) (১) (দর্শন) ধী; ধীশক্তি; (ঐশী বা দিব্য) যুক্তি(২) (British/Britain কথ্য) কাণ্ডজ্ঞান; সহজবুদ্ধি; কর্তব্যবুদ্ধি
  • English Word nouveau riche Bengali definition [নূভোউ রীশ্] (noun) (সাধারণত plural-এ nouveaux riches, উচ্চারণ অপরিবর্তিত) (ফরাসি) নব্য ধনী (বিশেষত যারা ধনের জাঁক করে)।
  • English Word nova Bengali definition [নোভা] (noun) (plural novas, novae [নোভী]) (জ্যোতির্বিদ্যা) যে নক্ষত্রের ঔজ্জ্বল্য কিছুকালের জন্য হঠাৎ বৃদ্ধি পায়; নবজ্যোতিষ্ক
  • English Word novel 1 Bengali definition [নভ্‌ল্‌] (adjective) অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত: novel ideas.
  • English Word novel 2 Bengali definition [নভ্‌ল্] (noun) উপন্যাসnovelette [নভ্‌লেট্] (noun) ছোট উপন্যাস; উপন্যাসিকা। novelist [নভ্‌লিস্‌ট্] (noun) ঔপন্যাসিক।
  • English Word novelty Bengali definition [নভ্‌ল্‌টি] (noun) (plural novelties) (১) [uncountable noun] নতুনত্ব; অভিনবত্ব(২) [countable noun] অভিনব বস্তু; ভাব; অদ্ভুত বা অপরিচিত কোনো কিছু(৩) (plural) স্বল্পমূল্যের বিবিধ পণ্য, যেমন খেলনা, ছোট ছোট অলংকার ইত্যাদি; রকমারি সামগ্রী
  • English Word November Bengali definition [নোভেম্‌বা(র্‌)] (noun) নভেম্বর (মাস)।
  • English Word novice Bengali definition [নভিস্‌] (noun) (বিশেষত সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হওয়ার জন্য) এখনো যে শিক্ষাগ্রহণে নিযুক্ত এবং অভিজ্ঞতাহীন; নবব্রতী; শিক্ষানবিশnoviciate, novitiate [নাভিশিআট্] (noun(s)) শিক্ষানবিশির কাল; শিক্ষানবিশি; নবব্রতিত্ব।
  • English Word now Bengali definition [নাউ] (adverb) (১) এখন; বর্তমান পরিস্থিতিতে(২) (preposition(al)- এর পরে ব্যবহৃত): Till now she is all right. (৩) (বাক্যাংশ) (every) now and then/again মাঝে মধ্যে; কখনো সখনো; সময়ে সময়ে; কখনো কখনো: They visit their parents every now and then. now...now/then...একবার ...আরেকবার: She is very moody, now cheery, now /then melancholic. (৪) এক্ষুনি; এই মুহূর্তে; অবিলম্বে: Now or never. just now, দ্রষ্টব্য just 2 (৬). (৫) (সময়ের সঙ্গে সম্বন্ধনিরপেক্ষভাবে বক্তার মেজাজ নির্দেশ করতে/কারণ ব্যাখ্যা, সতর্কীকরণ, সান্ত্বনাদান প্রভৃতি উদ্দেশ্যে ব্যবহৃত) এখন: Now the king was exceedingly angry; (ব্যাখ্যা); No monkey trick now (সতর্কীকরণ)। now, now; now then (বাক্যের শুরুতে, প্রায়ই প্রতিবাদ বা হুঁশিয়ারি হিসেবে কিংবা নিছক মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত) তা এখন: Now then, what can I do for you? □ (conjunction) যেহেতু: Now (that) you have approached me, I shall give you the correct information.
  • English Word nowadays Bengali definition [নাউআডেইজ্‌] (adverb) আজকাল; আজকের দিনে
  • English Word nowhere Bengali definition [নোওয়েআ(র্‌) America(n) নোহোয়েআর্] (adverb) কোথাও নাcome (in)/be nowhere (প্রতিযোগিতা) ধারে কাছেও না-আসা/থাকা।
  • English Word noxious Bengali definition [নক্‌শাস্] (adjective) অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী: noxious gases. noxiously (adverb) অনিষ্টজনকরূপে। noxiousness (noun) অনিষ্টকারিতা; অপকারিতা।