Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word natty Bengali definition [ন্যাটি] (adjective) (nattier, nattiest) (কথ্য) (১) পরিপাটি; ছোট ও ছিমছাম; ফিটফাট(২) ক্ষিপ্র ও দক্ষ; চটপটেnattily [ন্যাটিলি] (adverb) পরিপাটিভাবে ইত্যাদি।
  • English Word natural Bengali definition [ন্যাচরাল্‌] (adjective) (১) প্রকৃতি সম্বন্ধীয়; প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক: natural forces/phenomena প্রাকৃতিক শক্তি/নৈসর্গিক প্রপঞ্চ। natural gas প্রাকৃতিক গ্যাস। natural history উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা; (পূর্বে) প্রাকৃতিক বিজ্ঞান। natural law আচরণের সহজাত ও সর্বজনীন বলে বিবেচিত নিয়ম; প্রাকৃতিক বিধান। natural philosophy পদার্থবিদ্যা কিংবা পদার্থবিদ্যা ও বলবিদ্যা (আগেকার দিনের রেওয়াজ অনুযায়ী); প্রাকৃতিক দর্শন। natural religion যুক্তিনির্ভর ধর্ম ও নীতিশাস্ত্র (ঐশী প্রত্যাদেশনির্ভর ধর্মের সঙ্গে বৈপরীত্যক্রমে); নৈসর্গিক ধর্ম। natural selection পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা বা অক্ষমতা অনুযায়ী প্রাণী ও উদ্ভিদ টিকে থাকে কিংবা লোপ পায়, বিবর্তনবাদের এই তত্ত্ব; প্রাকৃতিক নির্বাচন। (২) জীবন্ত বস্তুর স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; স্বাভাবিক; সাংসিদ্ধিক; স্বভাবসিদ্ধ: natural gifts/abilities. (৩) (ব্যক্তি) স্বাভাবিক গুণাবলিবিশিষ্ট; স্বাভাবিক; সহজ; প্রকৃতিসিদ্ধ: He’s a natural singer, actor; a natural linguist, সহজে ভাষা শিখতে পারেন; It comes natural to her, দ্রষ্টব্য come (১o). (৪) সাধারণ; প্রত্যাশিত; স্বাভাবিক: It is natural for a duckling to swim. It is natural for a bird to fly. die a natural death; sentenced to prison for the term of his natural life, অর্থাৎ আমৃত্যু। (৫) সহজ; অকৃত্রিম; স্বাভাবিক; স্বভাবানুগত: natural behaviour; speak in a natural voice. (৬) (সংগীত) কড়িও নয়; কোমলও নয়; স্বাভাবিকB natural (তুলনীয় B sharp, B flat). (৭) (পুত্রকন্যা সম্বন্ধে) অবৈধ; জারজ; স্বভাবজ। □ (noun) (১) (সংগীত) স্বাভাবিক সুর, যে সুর কড়িও নয় কোমলও নয়; সাংকেতিক স্বরলিপিতে কোনো সুরের আগে ( □) চিহ্ন (স্বাভাবিক সুরনির্দেশক)। (২) সাধারণ ধীশক্তি নিয়ে জন্মেনি এমন ব্যক্তি; জড়ধী ব্যক্তি; অল্পমতি(৩) (কথা) a natural for something স্বাভাবিকভাবে যোগ্য ব্যক্তি; সহজসিদ্ধ (ব্যক্তি): Do you consider him a natural for the job?
  • English Word naturalism Bengali definition [ন্যাচ্‌রালিজাম্‌] (noun) [uncountable noun] (১) সাহিত্য ও শিল্পকলায় স্বভাবের প্রতি আনুগত্য; স্বভাবানুগভাবে অঙ্কন ও চিত্রণ; স্বভাববাদ; স্বাভাবিকতা(২) (দর্শন) যে মতবাদ অতিপ্রাকৃত ও ঐশী প্রত্যাদেশকে অগ্রাহ্য করে এবং প্রাকৃতিক কারণ ও নিয়মাবলিকেই সব প্রসঙ্গের ব্যাখ্যার জন্য যথেষ্ট মনে করে; প্রকৃতিবাদ; প্রাকৃতদর্শন
  • English Word naturalist Bengali definition [ন্যাচ্‌রালিস্‌ট্‌] (noun) প্রাণী ও উদ্ভিদ সম্বন্ধে বিশেষজ্ঞ; প্রকৃতিতত্ত্বজ্ঞ; প্রকৃতিবিজ্ঞানী
  • English Word naturalistic Bengali definition [ন্যাচ্‌রালিস্‌টিক্‌] (adjective) স্বভাববাদী: a naturalistic painter. দ্রষ্টব্য abstract 1 (১), cubism, surrealism.
  • English Word naturalize, naturalise Bengali definition [ন্যাচ্রালাইজ্] (verb transitive), (verb intransitive) (১) (অন্য দেশ থেকে আগত কাউকে) নাগরিকত্ব দান বা নাগরিক অধিকার দেওয়া: He was naturalize, naturalized in Bangladesh, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। (২) (শব্দ) এক ভাষা থেকে অন্য ভাষায় গ্রহণ করা; স্বভাবীভূত করা: Many foreign words have been naturalized in Bengali. (৩) (প্রাণী বা উদ্ভিদ) অন্য দেশে নিয়ে এসে সেখানকার জলবায়ুতে অভ্যস্ত করা; স্বভাবীভূত করা(৪) (কন্দ ইত্যাদি) বনাঞ্চলে রোপণ করা; যাতে ফুলগুলো বুনো বা স্বাভাবিক পরিবেশে জন্মেছে বলে মনে হয়; প্রকৃতিগত করা(৫) নাগরিকত্ব লাভ করাnaturalization, naturalisation [ন্যাচারালাইজেইশ্‌ন্‌ America(n) ন্যাচারালিজেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] নাগরিকত্ব দান; নাগরিকত্ব লাভ; নৈসর্গিকীকরণ: naturalize paper, নাগরিকত্ব লাভের প্রমাণপত্র।
  • English Word naturally Bengali definition [ন্যাচ্‌রালি] (adverb) (১) স্বাভাবিকভাবে; স্বভাবত; প্রকৃতিগতভাবে(২) অবশ্যই; নিশ্চয়ই; স্বভাবত(৩) আপনা থেকে; স্বাভাবিকভাবে; স্বতোই: words of praise come naturally. (৪) ছলচাতুরী বা কৃত্রিমতা ছাড়া; অকৃত্রিমভাবে; স্বাভাবিকভাবে: Try to behave naturally.
  • English Word nature Bengali definition [নেইচা(র্)] (noun) (১) প্রকৃতি; নিসর্গnature study (noun) প্রাণী, উদ্ভিদ; কীটপতঙ্গ প্রভৃতি বিষয়ক পর্যেষণা; প্রকৃতিপর্যেষণা। nature worship (noun) প্রকৃতিপূজা। (২) [uncountable noun] প্রাকৃতিক শক্তিনিচয়; প্রকৃতি: The citys’ parks are a concession to nature. nature cure (noun) রোদ, জল, পথ্য, ব্যায়াম ইত্যাদি স্বাভাবিক প্রতিকারের ভিত্তিতে চিকিৎসাপদ্ধতি; প্রাকৃতিক চিকিৎসা। pay the debt of nature; pay one’s debt to nature মৃত্যুবরণ করা; পঞ্চত্বপ্রাপ্ত হওয়া। in the course of nature প্রাকৃতিক/স্বাভাবিক নিয়মে। (৩) [uncountable noun] সভ্যতাহীন সরল সাদাসিধা জীবন; পশুদের মতো মুক্ত জীবন; প্রকৃতি: He is in favour of a return to nature. be in a state of nature সম্পূর্ণ উলঙ্গ হওয়া। (৪) [countable noun, uncountable noun] (মানুষ, প্রাণী বা বস্তুর) প্রকৃতি; স্বভাব; স্বভাবধর্মhuman nature মানবপ্রকৃতি; মনুষ্যপ্রকৃতি। good nature (noun) সদাশয়তা; সহৃদয়তা; পরহিতৈষণা। good-natured, (adjective) সদাশয়। ill-natured (adjective) দুরাশয়। (৫) (শিল্প, জ্ঞান, ভাষা ইত্যাদি) অজড় বস্তুর গুণাবলি; প্রকৃতি; স্বভাব; স্বভাবধর্ম; স্বাভাবিক বৈশিষ্ট্য(৬) ধরন; রকম; প্রকার: A request of this nature cannot be ignored.
  • English Word naturism Bengali definition [নেইচারিজাম্‌] (noun)= nudism, নগ্নতাবাদnaturist [নেইচারিস্‌ট্] (noun) নগ্নতাবাদী।
  • English Word naught Bengali definition [নোট্] (noun) = nought (১).
  • English Word naughty Bengali definition [নোটি] (adjective) (naughtier, naughtiest) (১) (শিশু, তাদের আচরণ ইত্যাদি) দুষ্ট; দুরন্ত; দুর্দান্ত; অবাধ্য; বদ; পাজি(২) মানুষের মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যসম্ভূত কিংবা আঘাত দিয়ে আনন্দ পায় এমন; দুঃশীল; বদ; বদমায়েশ; নষ্ট: a naughty novel(ist); naughty stories. naughtily [নোটিলি] (adverb) দুষ্টামি করে ইত্যাদি। naughtiness (noun) দুষ্টামি; দুরন্তপনা।
  • English Word nausea Bengali definition [নোসিআ America(n) নোজিআ] (noun) [uncountable noun] বমনেচ্ছা; বমিবমি ভাব; বিতৃষ্ণাবোধ; বিরাগবোধ; বিবমিষা; সমুদ্রপীড়া: The scene at the slaughter house filled him with nausea. nauseate [নোসিএইট্‌ America(n) নোজিএইট্‌] (verb transitive) বিতৃষ্ণা/বমি উদ্রেক করা। nauseous [নোসিআস্‌ America(n) নোশাস্‌] (adjective) বিবমিষাকর; বিতৃষ্ণাজনক।
  • English Word nautch Bengali definition [নোচ্] (noun) ভারত প্রভৃতি দেশে পেশাদার নর্তকীর নৃত্য; নাচnautch-girl (noun) নাচনেওয়ালি; বাইজি।
  • English Word nautical Bengali definition [নোটিক্‌ল্‌] (adjective) জাহাজ, নাবিক বা নৌচালন সম্পর্কিত; নৌ: nautical terms, নৌপরিভাষা; নাবিকদের বুলি: a nautical almanac (সূর্য, চন্দ্র, জোয়ারভাটা ইত্যাদি সম্বন্ধে তথ্যসংবলিত) নৌপঞ্জিকা; a nautical mile, নৌমাইল (এক ডিগ্রির ৬০ ভাগের ১ ভাগ, ৬০৮০ ফুট বা ১৮৫২ মিটার)।
  • English Word nautilus Bengali definition [নোটিলাস্‌ America(n) নোটালাস্‌] (noun) (plural nautiluses [নোটালাসিজ্‌]) ক্ষুদ্রাকার সামুদ্রিক প্রাণিবিশেষ- যাদের স্ত্রীজাতির খুব পাতলা একটি খোলস থাকে; নটিলাস
  • English Word naval Bengali definition [নেইভ্‌ল্‌] (adjective) নৌবাহিনীসংক্রান্ত; রণতরিসংক্রান্ত; naval battles, নৌযুদ্ধ; naval officer, নৌবাহিনী অফিসার।
  • English Word nave 1 Bengali definition [নেইভ্‌] (noun) গির্জার মূল অংশ, যেখানে লোকজন উপবেশন করে
  • English Word nave 2 Bengali definition [নেইভ্‌] (noun) চক্র বা চাকার কেন্দ্র, চক্রনাভি
  • English Word navel Bengali definition [নেইভ্‌ল্] (noun) নাভি; নাভিকুণ্ডnavel orange বড় আকারের কমলালেবু; যার শীর্ষদেশে নাভিসদৃশ গর্ত থাকে।
  • English Word navigable Bengali definition [ন্যাভিগাব্‌ল্‌] (adjective) (১) (নদী, সাগর) নাব্য; নৌগম্য; নৌবাহনযোগ্য; নৌবাহী(২) (জাহাজ ইত্যাদি সম্বন্ধে) চলাচলের উপযোগী; নাব্য: not in a navigable condition. navigability [ন্যাভিগাবিলাটি] (noun) নাব্যতা।
  • English Word navigate Bengali definition [ন্যাভিগেইট্] (verb transitive), (verb intransitive) (১) মানচিত্র ও যন্ত্রপাতির সাহায্যে জাহাজ বা বিমানের যাত্রাপথ বা অবস্থান নির্ণয় করা(২) নৌচালনা/বিমান চালনা করা; (লাক্ষণিক) পরিচালনা করা: navigate a Bill through the House of Commons. (৩) (সাগর) পাড়ি দেওয়া; (নদীতে) উজানে ও ভাটিতে জাহাজ বা নৌকা চালানোnavigator [ন্যাভিগেইটা(র্‌)] (noun) (১) জাহাজ বা বিমানের যাত্রাপথ বা অবস্থান নির্ণয়কারী; নৌসারথি(২) বহু সমুদ্রযাত্রার অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ নাবিক; (বিশেষত) আদি যুগের ভৌগোলিক আবিষ্কারকগণ
  • English Word navigation Bengali definition [ন্যাভিগেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] (১) নৌচালনা(২) নৌচালনবিদ্যা(৩) জলপথে বা আকাশপথে যাত্রা; নৌবাহ: inland navigation, অভ্যন্তরীণ নৌবাহ।
  • English Word navvy Bengali definition [ন্যাভি] (noun) (plural navies) (British/Britain) অদক্ষ শ্রমিক
  • English Word navy Bengali definition [নেইভি] (noun) (plural navies) (১) (a/the navy) navy (singular বা 'plural verb-সহ) নৌবাহিনী; নৌকটকnavy blue নৌবাহিনীর উর্দির জন্য ব্যবহৃত ঘন নীল রং। (২) কোনো দেশের রণতরিসমূহের সমষ্টি; নৌবল; নৌবাহিনী: a small navy.
  • English Word nawab Bengali definition [নোউয়াব্‌] (noun) মুসলমান ভূস্বামী বা সম্ভ্রান্ত ব্যক্তি; নবাব।  (adjective) (১) নবাবসম্পর্কিত; নবাবি; বিলাসী(২) আচরণে কর্তৃত্বপ্রয়াসী
  • English Word nay Bengali definition [নেই] (adverb) (প্রাচীন প্রয়োগ) না; (আলংকারিক অর্থ) শুধু তাই নয়; অধিকন্তু।
  • English Word nazi Bengali definition [না:ট্‌সি] (noun), (adjective) হিটলার প্রবর্তিত জার্মান জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য; উক্ত দল সম্বন্ধীয়; নাৎসিnazism [না:ট্‌সিজাম্‌] (noun) নাৎসিবাদ।
  • English Word Neanderthal Bengali definition [নীঅ্যান্‌ডাটা:ল্] (adjective) Neanderthal man প্রস্তর যুগের অধুনালুপ্ত মানব; নিয়্যানডার্টাল মানব
  • English Word neap Bengali definition [নীপ্‌] (noun) neap (neap-tide) মরাকটাল। দ্রষ্টব্য spring 1 (৩) ভুক্তিতে spring tide.
  • English Word Neapolitan Bengali definition [নিআপলিটান্‌] (noun), (adjective) (১) নেপলস নগরবাসী; নেপলস সম্বন্ধীয়২ (ছোট হাতের n) বিভিন্ন স্বাদ ও বর্ণের; নিয়াপলিটান: neapolitan ice-cream, বিভিন্ন স্বাদ ও বর্ণের স্তরবিশিষ্ট আইসক্রিম।