Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word near 1 Bengali definition [নিআ(র্‌)] (adjective) (nearer, nearest) (১) নিকট; নিকটবর্তী; অদূরবর্তী: the nearest police station. The little maiden was near to tears, কাঁদ কাঁদ; ক্রন্দনোন্মুখ। the near distance কোনো দৃশ্যের পুরোভূমি ও পটভূমির মধ্যবর্তী অংশ; নিকট দূরত্ব। a near miss (বোমা, গোলা ইত্যাদি সম্বন্ধে) লক্ষ্যবস্তুকে সরাসরি আঘাত না করলেও লক্ষ্যবস্তুর ক্ষতিসাধন করার মতো কাছাকাছি দূরত্বে আঘাত; অতি অল্পের জন্য ব্যর্থ লক্ষ্যসন্ধান। a near thing অল্পের জন্য বেঁচে যাওয়া। near-sighted (adjective) ক্ষীণদৃষ্টি; নিকটদর্শী। (২) সম্বন্ধ বা মনের দিক থেকে নিকটবর্তী: a near relation, নিকটাত্মীয়। (৩) (off- এর বিপরীত) (প্রাণী ও গাড়ির অংশবিশেষ কিংবা রাস্তায় চলাচলকালে দলবদ্ধ ঘোড়া ইত্যাদি সম্বন্ধে) বাঁ দিকের; বাম: the near foreleg; the near front wheel of a car. nearside (noun) ফুটপাথের কিনারা থেকে সবচেয়ে নিকটবর্তী দিক: the near side lane of traffic. (৪) কৃপণ: The old man is very near with his money. □ (verb transitive), (verb intransitive) কাছে/কাছাকাছি আসা; নিকটবর্তী হওয়া: The boat is nearing land. nearness (noun) নৈকট্য; সামীপ্য; আত্মীয়তা; ঘনিষ্ঠতা।
  • English Word near 2 Bengali definition [নিআ(র্‌)] (adverb) কাছে; নিকটে; অদূরে; far and near, সর্বত্র। as near as প্রায়: As near as I can guess (আমি যতদূর আঁচ করতে পারছি) he will make another attempt. as near as makes no difference পার্থক্য কিছু থাকলেও তা নগণ্য: You’re the same age, or as near as makes no difference.near at hand (ক) হাতের কাছে/নাগালের মধ্যে। (খ) নিকটবর্তী। near on/upon কাছাকাছি; প্রায়: It was near upon midday. nowhere/(কথ্য) not near ধারে কাছেও/কাছাকাছিও না: He’s nowhere near as gifted as his brother. near by কাছে; নিকটে। near by (adjective) নিকটবর্তী।
  • English Word near 3 Bengali definition [নিআ(র্‌)] (preposition(al)) (to-সহ near 1- এর তুল্যমূল্য) কাছে; নিকটে: The dog is lying near him.
  • English Word nearly Bengali definition [নিআলি] (adverb) (১) প্রায়: It’s nearly complete. দ্রষ্টব্য hardly, scarcely. (২) ঘনিষ্ঠভাবে: They’re nearly related. (৩) not nearly আদৌ/মোটেই নয়; We’ve some meat, but it is not nearly enough for the dinner.
  • English Word neat Bengali definition [নীট্] (adjective) (neater, neatest, নিচের ৫ ব্যতীত) (১) পরিপাটি; পরিচ্ছন্ন; ফিটফাট: a neat desk; a neat worker; neat writing. (২) অনাড়ম্বর ও মনোরম; সুরুচিসম্মত; পরিচ্ছন্ন; মুদ্রা: a neat dress. (৩) আকারে ও চেহারায় মনোরম; শোভন; পরিচ্ছন্ন; মুদ্রা: a neat dress. (৪) চাতুর্যপূর্ণ; বিচক্ষণ; পরিচ্ছন্ন: a neat answer. (৫) (মদ, সুরা ইত্যাদি সম্বন্ধে) অতরলীকৃত; জল না- মেশানো; নির্জল: drink one’s whisk neat. neatly (adverb) পরিচ্ছন্নভাবে ইত্যাদি। neatness (noun) পরিচ্ছন্নতা; পারিপাট্য।
  • English Word nebula Bengali definition [নেবিউলা] (noun) (plural 'nebulae' [নেবিউলী] কিংবা 'nebulas') [countable noun] রাতের আকাশে আলোর অস্পষ্ট ছোপের মতো দেখতে অতি দূরের নক্ষত্রপুঞ্জ; পরিকীর্ণ বাষ্পীয় পদার্থ; নীহারিকাnebular [নেবিউলা(র্‌)] (adjective) নীহারিকা সম্বন্ধীয়; নীহারিকাবৎ।
  • English Word nebulous Bengali definition [নেবিউলাস্‌] (adjective) মেঘসদৃশ; ঝাপসা; অস্পষ্ট; ধূমান্ধকার
  • English Word necessarily Bengali definition [নেসাসারালি] (adverb) অবশ্যম্ভাবীরূপে; অপরিহার্যত
  • English Word necessary Bengali definition [নেসাসারি America(n) নেসাসেরি] (adjective) প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।  (noun) [countable noun] (সাধারণত plural) (জীবন ধারণের জন্য) অত্যাবশ্যক সামগ্রী।
  • English Word necessitate Bengali definition [নিসেসিটেইট্] (verb transitive) আবশ্যিক/অপরিহার্য করে তোলা: Your proposal necessitates borrowing money.
  • English Word necessitous Bengali definition [নিসেসিটাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) দরিদ্র; অভাবগ্রস্ত; দুর্গত; in necessitous circumstances, দারিদ্র্যের মধ্যে।
  • English Word necessity Bengali definition [নিসেসাটি] (noun) (plural necessities) (১) [uncountable noun] জরুরি প্রয়োজন; আবশ্যকতা; যেসব পরিস্থিতি কাউকে কিছু করতে বাধ্য করে; মানবজীবনের নিয়ন্তা নৈসর্গিক নিয়মসমূহ: Don’t call him except in case of necessity. be under the necessity of বাধ্য হওয়া। bond to necessity প্রয়োজনের কাছে নত। make a virtue of necessity বিনা ওজর আপত্তিতে কৃতিত্ব গ্রহণ করা; অনন্যোপায় হয়ে কোনো কার্য সম্পাদনের নামে কৃতিত্ব দাবি করা। of necessity অবশ্যম্ভাবীরূপে; আবশ্যকিভাবে। (২) [countable noun] অপরিহার্য সামগ্রী: The necessities of life, জীবন ধারণের অপরিহার্য উপকরণ (খাদ্য, বস্ত্র, বাসস্থান)। [countable noun] যে বস্তুর অভাব বা অনুপস্থিতি অকল্পনীয়: logical necessity.
  • English Word neck Bengali definition [নেক্] (noun) (১) গ্রীবা; গলা; ঘাড়; গলদেশbreak one’s neck কিছু অর্জনে প্রাণপণ পরিশ্রম করা। দ্রষ্টব্য breakneck. breathe down somebody’s neck (কথ্য) (দৌড় ইত্যাদিতে) অল্প ব্যবধানে থাকা; প্রায় ছুঁয়ে ফেলা; কাছে থেকে নজর রাখা। get it in the neck (অপশব্দ) মারাত্মক আঘাত পাওয়া; বেদনাদায়ক অভিজ্ঞতা অর্জন করা। have the neck (nerve অধিক প্রচলিত) to do something কিছু করার মতো স্পর্ধা/দুঃসাহস থাকা। save one’s neck (ফাঁসি থেকে) গর্দান বাঁচানো; (লাক্ষণিক) হঠকারিতা ইত্যাদি পরিণাম থেকে রেহাই পাওয়া। stick one’s neckout (অপশব্দ) এমন কিছু বলা বা করা যা তীব্র সমালোচনা বা বেদনাদায়ক অভিজ্ঞতার কারণ হতে পারে। win/lose by a neck (ঘোড়দৌড়) ঘোড়ার গলার সমান দূরত্বের ব্যবধানে জেতা/হারা; (লাক্ষণিক) অল্প ব্যবধানে। neck and crop বেপরোয়াভাবে; সর্বতোভাবে; তল্পিতল্পা গুটিয়ে। neck and neck (ঘোড়দৌড় এবং লাক্ষণিক) দৌড়ে বা লড়াইয়ে সমানে সমান। neck or nothing বেপরোয়া ঝুঁকি নিয়ে; সর্বশক্তি নিয়োগ করে। (২) (খাদ্যরূপে ব্যবহৃত পশুর) ঘাড়ের/গলার মাংস; গলাবিশেষ: neck of mutton. (৩) ঘাড়সদৃশ কোনো বস্তু: the neck of a bottle, বোতলের গলা; a narrow neck of a land, যেমন যোজক। (৪) (যৌগশব্দ) neckband (noun) জামার যে অংশ গ্রীবা বেষ্টন করে থাকে; গ্রীবাবেষ্টনীneck cloth (noun) নেকটাইরূপে ব্যবহৃত গলবস্ত্র; গ্রীবাবন্ধ। neckerchief [নেকাচিফ্‌] (noun) (প্রাচীন প্রয়োগ) গলায় বাঁধার কাপড় বা রুমাল; গলবন্ধ। necklace [নেকলিস্‌] (noun) হার; কণ্ঠহার। necklet [নেকলিট্] (noun) কণ্ঠাভরণ (যেমন পুঁতির মালা)। neckline (noun) (স্ত্রীলোকের পোশাকের ফ্যাশন) কণ্ঠদেশে বা কণ্ঠদেশের কাছাকাছি পোশাকের প্রান্ত; গলরেখা; তুলনীয় hem line (ঝুল্‌). neck-tie (noun) (আজকাল সাধারণত tie) নেকটাই; গলাবন্ধনী। neckwear [নেকওয়েআ(র্)] (noun) [uncountable noun] (দোকানির ভাষায়) কলার ও টাই; গলার পরিধেয়। □ (verb intransitive) (অপশব্দ) (নরনারী) পরস্পর চুম্বন, আলিঙ্গন ও আদর করা; ল্যাপটাল্যাপটি/জড়াজড়ি করা: petting and necking in the park.
  • English Word necromancy Bengali definition [নেক্‌রাম্যান্‌সি] (noun) [uncountable noun] ভবিষ্যৎ জানার জন্য জাদুবিদ্যার সাহায্যে মৃতের সঙ্গে আলাপ করার বিদ্যা বা রীতি; প্রেতসিদ্ধিnecromancer [নেক্‌রাম্যান্‌সা(র্‌)] (noun) প্রেতসিদ্ধ।
  • English Word necropolis Bengali definition [নিক্রপালিস্] (noun) (plural necropolises [নিক্রপালিসিজ্‌] (বিশেষত প্রাচীন শহরের) বৃহৎ গোরস্তান; সমাধিক্ষেত্র
  • English Word nectar Bengali definition [নেকটা(র্‌)] (noun) [uncountable noun] (১) (প্রাচীন গ্রিক গল্পে) দেবতাদের পানীয়; সুরা; অমৃত। দ্রষ্টব্য ambrosia. (২) মকরন্দ; পুষ্পমধু; যে কোনো সুস্বাদু পানীয়
  • English Word nectarine Bengali definition [নেক্‌টারিন্‌] (noun) মসৃণ পাতলা ত্বক ও ঘন শাঁসযুক্ত পিচফলবিশেষ
  • English Word née Bengali definition [নেই] (adjective) (ফরাসি) জন্মসুবাদে; জন্ম-পরিচয়ে (বিবাহিত নারীর নামের পরে এবং তার বাবার পারিবারিক নামের আগে বসে): Mrs Rabeya Khan, née Chowdhury, অর্থাৎ বিয়ের আগে তার পারিবারিক নাম ‘চৌধুরী’ ছিল।
  • English Word need 1 Bengali definition [নীড্‌] (anomalous finite) (infinitive, participles নেই, '3rd person singular' বর্তমান কালে 'needs' নয়, 'need'; 'interjection' ও 'interrogative'-এ 'to' ছাড়া 'infinitive' পরে বসে, 'need not' এর সংক্ষিপ্তরূপ 'needn’t' [নীড্‌ন্‌ট্‌] (১) প্রয়োজন/দরকার থাকা; Need you leave the job? Yes, I need. (২) (পরে perfect infinitive থাকলে, অতীতে কিছু ঘটে থাকলেও তা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না) He needn’t have married so soon. দ্রষ্টব্য need 3 (২). needful [নীড্‌ফ্‌ল্‌] (adjective) প্রয়োজনীয়; আবশ্যকীয়। do the needful (কথ্য) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। needfully [নীড্‌ফালি] (adverb) প্রয়োজন অনুযায়ী। needless (adjective) অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য। needlessly (adverb) অনাবশ্যকভাবে।
  • English Word need 2 Bengali definition [নীড্] (noun) (১) [uncountable noun] need for আবশ্যকতা; প্রয়োজন: There is no need for panic. if need be প্রয়োজন হলে। (২) (plural- এ ব্যবহৃত) প্রয়োজন; চাহিদা: I have got enough to satisfy my needs. (৩) [uncountable noun] দারিদ্র্য; দুর্দৈব; দুর্দিন; দুর্দশাA friend in need is a friend indeed (প্রবাদ) অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। needy (adjective) (needier, neediest) দীনদরিদ্র; দুঃখী; দীন; কাঙাল।
  • English Word need 3 Bengali definition [নীড্‌] (verb transitive) (১) প্রয়োজন হওয়া; চাওয়া: Do you need any help? সাহায্য চাই? (২) কারো বা কিছুর জন্য অত্যাবশ্যক হওয়া; প্রয়োজন হওয়া: You need to know the details of the case. (৩) যোগ্য/উপযুক্ত হওয়া; দরকার হওয়া: What you need is a good whipping.
  • English Word needle Bengali definition [নীড্‌ল্‌] (noun) সুইlook for needle in a haystack খড়ের গাদার মধ্যে সুই খোঁজা; অর্থাৎ পণ্ডশ্রম করা। as sharp as a needle সূচ্যগ্রবুদ্ধি; সূক্ষ্ম পর্যবেক্ষক; তীক্ষ্ণধী। needle-woman (noun) (plural needle-women) সূচিকর্মোপজীবী মহিলা; সূচিজীবী। needlecraft, needlework (noun(s)) সূচিকর্ম; সূচিশিল্প; জীবন। pins and needles দ্রষ্টব্য pin 1 (১). (২) (বোনার জন্য) কাঁটা; ক্রুশিকাঁটা(৩) (কম্পাস, টেলিগ্রাফের যন্ত্র ইত্যাদির) কাঁটা। (৪) আকার-আকৃতি বা ব্যবহারে সূচসদৃশ কোনো কিছু (যেমন পাইন গাছের পাতা; ইনজেকশনের সুই; তীক্ষ্ণ পর্বতশীর্ষ)। (৫) গ্রামোফোনের রেকর্ড বাজানোর সুই বা পিন। তুলনীয় saphire and diamond styluses. (৬) the needle (অপশব্দ) খোঁচা; উসকানি: give somebody the needle, উত্তেজিত করা; get the needle, প্রকুপিত হওয়া। (৭) উপরের দিকে ক্রমশ সরু, চতুষ্কোণ দীর্ঘ স্তম্ভবিশেষ (সাধারণত একক শিলাখণ্ড নির্মিত), যার শীর্ষদেশে একটি ক্ষুদ্র পিরামিড থাকে; ওবেলিস্ক: Cleopatra’s needle লন্ডনস্থ ক্লিওপেট্রার ওবেলিস্ক। □(verb transitive) (১) সুই দিয়ে সেলাই করা/ফুটো করা; সুই চালানো; ছড়ানো-ছিটানো বহু জিনিসের মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলা(২) (কথ্য) (বিশেষত নিষ্ঠুর মন্তব্য ইত্যাদি দিয়ে) প্রকুপিত করা বা উসকানি দেওয়া; খোঁচানো
  • English Word needs Bengali definition [নীড্‌জ্‌] (adverb) (এখন কেবল 'must' এর সঙ্গে ব্যবহৃত হয়) অপরিহার্যভাবে; আবশ্যিকভাবেNeeds must when the devil drives (প্রবাদ) পারিপার্শ্বিক অবস্থা আমাদের বিশেষ কোনো কার্যপ্রণালি অবলম্বনে বাধ্য করতে পারে। (must- এর পরে needs বসলে সাধারণত বাক্যটি বিদ্রূপাত্মক হয়ে ওঠে) যেমন: You must needs go away just when I want your help, অর্থাৎ তুমি বোকার মতো চলে যাওয়ার জন্য গোঁ ধরেছ।
  • English Word neem Bengali definition [নীম্] (noun) লম্বা চিরসবুজ গাছবিশেষ, যার পাতা এবং বাকল ওষুধ তৈরির কাজে লাগে; নিম। = margosa.
  • English Word néer Bengali definition [নেআ(র্‌)] (adverb) (কাব্যিক) কখনো নাnéer-do-well [নেআডূওয়েল্‌] (noun) অপদার্থ; ষাঁড়ের গোবর।
  • English Word nefarious Bengali definition [নিফেআরিআস্‌] (adjective) (আনুষ্ঠানিক) অনিষ্টকর; নিতান্ত দুরভিসন্ধিপূর্ণ; বদমায়েশ; পাপিষ্ঠ; অবৈধnefariously (adverb) অনিষ্টকরভাবে ইত্যাদি। nefariousness (noun) অনিষ্টকরতা; বদমায়েশি।
  • English Word negate Bengali definition [নিগেইট্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) অস্বীকার/অপলাপ করা; রদ/বাতিল করা
  • English Word negation Bengali definition [নিগেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] (১) (affirmation- এর বিপরীত) অস্বীকৃতি; অপলাপ(২) ইতিবাচক বা সত্যিকারের কোনো গুণ বা তাৎপর্যের অভাব; অপলাপ: Charity without love is a moral negation.
  • English Word negative Bengali definition [নেগাটিভ্‌] (adjective) (১) (affirmative- এর বিপরীত) (শব্দ ও প্রশ্নোত্তর সম্বন্ধে) না-সূচক, নঞর্থক; নেতিবাচক: a negative answer. (২) (positive-এর বিপরীত) নেতিবাচক; অভাবাত্মক: negative critisism; negative praise, অর্থাৎ দোষান্বেষণ থেকে মুক্ত; negative virtue শুধু পাপ থেকে বিরতি। (৩) (গণিত.) বিয়োজ্য সংখ্যা সম্বন্ধীর; ঋণ(৪) (বিদ্যুৎ) ঋণাত্মক: The negative plate in a battery. the negative pole (বিদ্যুৎকোষে দস্তার তৈরি) ঋণাত্মক মেরু। (৫) (আলোকচিত্র) আলোছায়ার ব্যত্যয়বিশিষ্ট; নেগেটিভ। □ (noun) (১) না-বোধক শব্দ বা বাক্য(২) (গণিত.) ঋণ (সংখ্যা) (যেমন 3y)। (৩) (আলোকচিত্র) রাসায়নিক পরিচর্যার মাধ্যমে বিকশিত ফিল্ম বা প্লেট; যাতে আলো ও ছায়া পরস্পর স্থানবদল করে; নেগেটিভ। □ (verb transitive) (১) (তত্ত্ব ইত্যাদি) অযথার্থ প্রমাণ করা(২) অগ্রাহ্য করা; প্রত্যাখ্যান করা; নিষ্ক্রিয় করে দেওয়াnegatively (adverb) নেতিবাচকভাবে ইত্যাদি।
  • English Word neglect Bengali definition [নিগ্‌লেক্‌ট্‌] (verb transitive) (১) মনোযোগ না-দেওয়া; অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা(২) (কোনো কিছু করতে) ব্যর্থ হওয়া; অবহেলা করা; (কিছু করা থেকে) বিরত থাকা: Don’t neglect to write your wife.  (noun) [uncountable noun] অবহেলা; অযত্ন; উপেক্ষা; শৈথিল্য। neglectfuI [নিগ্‌লেক্‌ট্‌ফ্‌ল্] (adjective) যত্নহীন; অমনোযোগী; অবহেলাপূর্ণ। neglectfully [নিগ্‌লেক্‌ট্‌ফালি] (adverb) অবহেলা করে; অযত্নবশত। neglectfulness (noun) অবহেলন; উপেক্ষণ।