• Bengali Word net 1 English definition [নেট্‌] (noun) ১ [uncountable noun, countable noun] জাল বা জালের মতো বোনা জিনিস; ফাঁদ: mosquito-net, মশারি; fishing-nets; hair-nets, মেয়েদের খোঁপা বাঁধার জাল; জালিকা।
    (২) (লাক্ষণিক) নৈতিক বা মানসিক ফাঁদ। (৩) net-ball মেয়েদের খেলাবিশেষ; এতে একটি বল এমনভাবে ছুড়ে মারতে হয় যাতে একটি দণ্ডের মাথায় আংটার সঙ্গে বাঁধা একটি জালের মধ্য দিয়ে নিচে পড়ে। the nets (ক্রিকেট) অনুশীলনের জন্য জালে ঘেরা স্থানে বসানো উইকেট। net-work (noun) (ক) পরস্পরচ্ছেদী রেখার জটিল সংশ্রয় (সিস্টেম): a net of railway/canals.(খ) সম্পর্কিত বা সম্বন্ধযুক্ত সংশ্রয় (সিস্টেম): an intelligence/spy net. □ (verb transitive) (১) জাল দিয়ে (মাছ, পশু) ধরা। (২) জাল দিয়ে ঢাকা (গাছের ফল)। (৩) জাল ফেলা: net a river.