Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word négligé, negligee Bengali definition [নেগ্‌লিজে্‌ই, নেগ্‌লিজে্ই] (noun) [countable noun, uncountable noun] ঘরে পরার আটপৌরে ঢিলে পোশাক; উক্তরূপ পোশাক-পরিহিত অবস্থা
  • English Word negligence Bengali definition [নেগ্‌লিজান্‌স্‌] (noun) [uncountable noun] (১) অমনোযোগ; অসতর্কতা; অনবধান(২) অবহেলিত অবস্থা; অযত্ন; উপেক্ষা: negligence of dress.
  • English Word negligent Bengali definition [নেগ্‌লিজান্‌ট্‌] (adjective) অমনোযোগী; যত্নহীন; অবহেলাকারীnegligently (adverb) অযত্নের/অবহেলার সঙ্গে।
  • English Word negligible Bengali definition [নেগ্‌লিজাব্‌ল্‌] (adjective) উপেক্ষণীয়; তুচ্ছ; নগণ্য; সামান্য
  • English Word negotiable Bengali definition [নিগোউশিআব্‌ল্‌] (noun) (adjective) (১) আলাপ-আলোচনার দ্বারা মীমাংসা করা যায় এমন; আপসে মীমাংসনীয়; আলাপ-আলোচনা সাপেক্ষ; আপসে নিষ্পত্তিযোগ্য(২) হস্তান্তরযোগ্য; বিনিমেয়: negotiable securities/instruments. (৩) (রাস্তা, নদী ইত্যাদি) চলাচল বা পারাপারের উপযোগী; অতিক্রমণীয়
  • English Word negotiate Bengali definition [নিগোউশিএইট্] (verb intransitive), (verb transitive) (১) negotiate (with somebody) ঐকমত্যে আসার জন্য আলোচনা/পরামর্শ করা; দরদস্তুর করা; কথাবার্তা চালানো: to negotiate about one’s claim. (২) negotiate something (with somebody) আলাপ-আলোচনার মাধ্যমে বন্দোবস্ত করা: negotiate a sale/a loan/a treaty/place. (৩) অতিক্রম করা; উত্তীর্ণ হওয়া: The horse negotiated the hurdle superbly, অর্থাৎ উলম্ফন করেছে। negotiator [নিগোউশিএইটা(র্‌)] (noun)
  • English Word negotiation Bengali definition [নিগোউসিএইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] কথাবার্তা; আলাপ-আলোচনা; দরদস্তুর: carry on negotiations with somebody.
  • English Word negress Bengali definition [নীগ্রেস্] (noun) (আফ্রিকার) কৃষ্ণাঙ্গ নারী; কৃষ্ণাঙ্গিনী; নিগ্রো নারী
  • English Word negro Bengali definition [নীগ্রোউ] (noun) (plural negroes [নীগ্রোউজ্‌) (মূলত আফ্রিকার) কৃষ্ণাঙ্গ জাতির সদস্য; কৃষ্ণাঙ্গ; নিগ্রো
  • English Word negroid Bengali definition [নীগ্রয়ড্‌] (adjective) নিগ্রো বা নিগ্রো জাতি সম্বন্ধীয় বা সদৃশ; নিগ্রোজাতীয়।  (noun) নিগ্রোজাতীয় লোক।
  • English Word neice Bengali definition [নীস্] (noun) ভ্রাতুষ্পুত্রী বা ভাগিনেয়ী
  • English Word neigh Bengali definition [নেই] (noun), (verb intransitive) হ্রেষা; হ্রেষাধ্বনি করা
  • English Word neighbour Bengali definition (America(n)= neighbor) [নেইবা(র্)] (noun) প্রতিবেশী; প্রতিবাসী; পড়শি। □(verb transitive), (verb intransitive) neighbour (on/upon) (প্রধানত neighbouring যোগে) নিকটবর্তী/প্রতিবেশ/পাশাপাশি হওয়া: neighbouring countries. প্রতিবেশী দেশসমূহ; in the neighbouring village, নিকটবর্তী/পার্শ্ববর্তী গ্রাম। neighbourhood [নেইবা(র্)হুড্‌] (noun) (১) পার্শ্ববর্তী বা নিকটবর্তী এলাকা; প্রতিবেশী; পাড়াপড়শি: The whole neighbourhood supported his candidature. (২) প্রতিবেশিত্ব; নিকটবর্তিতা: Life in the neighbourhood of market-place is not pleasant; a sum in the neighbourhood of Tk 3 30, তিনশ ত্রিশ টাকার কাছাকাছিneighbourly (adjective) প্রতিবেশীসুলভ; সৌহার্দ্যপূর্ণ; সম্প্রীতিপূর্ণ। neighbourliness (noun) প্রতিবেশীসুলভ; সম্প্রীতি/সাহায্য-সহযোগিতা।
  • English Word neither Bengali definition [নাইদা(র্‌) America(n) নীদা(র্‌)] (adjective), (pronoun) ('singular noun' বা 'pronoun' এর সঙ্গে ব্যবহৃত, তুলনীয় 'either') (দুটির), কোনোটি নয়: neither of them is reliable. (adverb), (conjunction) (১) neither ...nor ...এটাও না… ওটাও না: She’s neither beautiful nor intelligent. neither he or I am responsible. (২) (negative(ly) if clause ইত্যাদির পরে) বাংলায় নাসূচক বাক্যে ও যোগে এই অর্থ প্রকাশ পায়: As he won’t come, neither shall I, আমিও আসব না।
  • English Word nemcon Bengali definition [নেম্‌কন্‌] (adverb) (সংক্ষেপ লাতিন) সর্বসম্মতিক্রমে; বিনা আপত্তিতে; নির্বিরোধে: The proposal was adopted nemcon.
  • English Word Nemesis Bengali definition [নেমাসিস্‌] (noun) (পুরাণ) গ্রিক দেবী, যিনি পূর্বে কৃত কোনো অন্যায় বা পাপের শাস্তি বিধান করেন
  • English Word nemesis 2 Bengali definition [নেমাসিস্] (noun) (plural nemeses [নেমাসীজ্‌]) (আনুষ্ঠানিক) যথোচিত অদৃষ্ট; অন্যায়ের উপযুক্ত শাস্তি; কর্মফল; নিয়তি; উচিত প্রতিফল
  • English Word neo- Bengali definition [নীঔ] (prefix) নব্য; আধুনিক। দ্রষ্টব্য পরি. ৩।
  • English Word neo-colonialism Bengali definition [নীওউ কালোউনিআলিজাম্] (noun) সাবেক উপনিবেশসমূহ কিংবা কম উন্নত দেশগুলোর উপর অর্থনৈতিক চাপের মাধ্যমে শক্তিশালী দেশসমূহের নিয়ন্ত্রণ; নয়া উপনিবেশবাদ
  • English Word neodymium Bengali definition [নিওউডিমিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) কিছু কিছু লেজারে ব্যবহৃত বিষাক্ত ধাতব মৌলবিশেষ (প্রতীক Np); নিওডিমিয়ম
  • English Word neolithic Bengali definition [নীআলিথিক্] (adjective) নব্য প্রস্তরযুগীয়; neolithic man.
  • English Word neologism Bengali definition [নীঅলাজিজাম্] (noun) [uncountable noun] নতুন শব্দ-রচনা বা প্রয়োগ; নব্যপ্রয়োগ; [countable noun] নবশব্দ।
  • English Word neon Bengali definition [নীঅন্‌] (noun) [uncountable noun] (রসায়ন) আবহমণ্ডলে অল্প অনুপাতে বিদ্যমান বর্ণহীন গ্যাসবিশেষ। (প্রতীক Ne); নিয়ন। neon light (noun) নিম্ন বা কম চাপের বাল্‌ব বা টিউবের ভিতরে উক্ত গ্যাসের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে উৎপন্ন রঙিন আলো; নিয়ন আলো। neon sign (noun) নিয়ন (আলোর সাহায্যে) বিজ্ঞাপন।
  • English Word neophyte Bengali definition [নীআফাইট্] (noun) কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত
  • English Word neoplasm Bengali definition [নীওউপ্ল্যাজাম্‌] (noun) (প্যাথলজি) অর্বুদ; টিউমার
  • English Word nephew Bengali definition [নিভিঊ America(n) নেফিঊ] (noun) ভ্রাতুষ্পুত্র বা ভাগিনেয়
  • English Word nephology Bengali definition [নেফলাজি] (noun) মেঘবিদ্যা
  • English Word nephritis Bengali definition [নিফ্‌রাইটিস্‌] (noun) [uncountable noun] বৃক্কপ্রদাহ
  • English Word nepotism Bengali definition [নেপাটিজাম্‌] (noun) [uncountable noun] স্বজনপ্রীতি
  • English Word Neptune Bengali definition [নেপ্‌চূন্‌ America(n) নেপ্‌টূন্‌] (noun) (সৌরমণ্ডলের দূরতম গ্রহগুলোর অন্যতম) নেপচুন