• Bengali Word net 2, nett English definition [নেট্] (adjective) অবশিষ্ট; যার থেকে আর কিছুই বাদ দেওয়ার নেই; শুদ্ধ; নিট: net price; net profit, খরচাদি বাদে; net weight, আধার ইত্যাদির ওজন বাদে।
      □ (verb transitive) (netted, netting, nets) নিট/ছাঁকা মুনাফা লাভ করা।