Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word nigger Bengali definition [নিগা(র্‌)] (noun) (নিষেধ) (অশিষ্ট এবং অপমানকর শব্দ) ফেলো; নিগ্রো
  • English Word niggle Bengali definition [নিগ্‌ল্] (verb intransitive) তুচ্ছ; খুঁটিনাটি বিষয়ে অধিক সময় বা মনোযোগ দেওয়া; সামান্য ব্যাপারে অভিযোগে করা; খুঁত খুঁত করাniggling (adjective) তুচ্ছ; সামান্য; সংকীর্ণ।
  • English Word nigh Bengali definition [নাই] (adverb), (preposition(al)) (nigher, nighest) (পুরাতনী এবং কাব্যিক) কাছাকাছি; নিকটে
  • English Word night Bengali definition [নাইট্] (noun) [countable noun, uncountable noun] (১) রাত; রাত্রি; নিশা; যামিনীnight after night রাতের পর রাত। all night (long) সারারাত (ধরে)। night and day ক্রমাগত; রাত্রিদিন। at night রাতের বেলা; রাতে; রাত্রিবেলা: 9 0’clock at night, রাত নটাby night রাতে, রাত্রিকালে। get/have/take a night off (গতানুগতিক কাজ থেকে) এক রাতের ছুটি পাওয়া/নেওয়া। have a good/bad night সুনিদ্রা হওয়া/নিদ্রাহীন রাত কাটানো। have a night out বাইরে আনন্দ করে রাত কাটানো (যেমন বাইরে ভোজন করে, তার পর সিনেমা দেখে)। make a night of it সারারাত (বিশেষত পার্টিতে) আমোদ-ফুর্তি করে কাটানো। turn night into day দিনের কাজ রাতে করা; রাতকে দিন করা। work nights রাতের পালায় কাজ করা। দ্রষ্টব্য shift 1 (২). (২) (যৌগশব্দ) night-bell (noun) রাতের ঘণ্টা (যেমন চিকিৎসকের বাড়ির সদর দরজায় থাকে)। night bird (noun) (ক) নিশাচর পাখি (যেমন পেঁচা)। (খ) রাতের বেলায় ঘুরে বেড়ানো (সাধারণত গর্হিত) ব্যক্তি; নিশাচর; রাতের পাখি। nightcap (ক) (আগেকার দিনে) শয্যায় পরার টুপি। (খ) শোয়ার আগে দেয় (সাধারণত সুরাজাতীয়) পানীয়। nightclub (noun) সদস্যদের নাচ, পানাহার বিনোদন ইত্যাদির জন্য উষাকাল পর্যন্ত খোলা ক্লাব; নৈশক্লাব। nightdress (noun) শোয়ার সময় মহিলা ও শিশুদের পরিধেয় দীর্ঘ, ঢিলা পোশাকবিশেষ; নৈশবাস। nightfall (noun) [uncountable noun] সন্ধ্যা; সন্ধ্যাগম; দিবাবসান। nightgown (noun)= night dress. nightie, nighty (noun) (কথ্য)= nightdress. nightjar (noun) সোয়ালোসদৃশ দ্রুতগামী পাখিবিশেষ। night life (noun) [uncountable noun] কোনো শহরে অধিক রাত পর্যন্ত উপভোগ্য আমোদপ্রমোদের ব্যবস্থা; যেমন ক্যাবারে; নৈশক্লাব ইত্যাদি; নৈশজীবন। night-light (noun) (বিশেষত শিশু ও রুগ্‌ণ ব্যক্তির জন্য) রাতের বেলা শোয়ার ঘরে জ্বালানো বাতি; রাতের আলো। night-line (noun) রাতের বেলা নদী, সরোবর ইত্যাদিতে মাছ ধরার জন্য পাতা টোপযুক্ত বড়শি; রাতের বড়শি। night-long (adjective) রাতভর; রাত্রিব্যাপী। nightmare [নাইটমেআ(র্‌)] (noun) [countable noun] (ক) দুঃস্বপ্ন। (খ) বদ্ধমূল আতঙ্ক; ভীতিকর বস্তু; ভয়াবহ অভিজ্ঞতা বা অভিজ্ঞতার স্মৃতি; দুঃস্বপ্ন। night-porter (noun) (হোটেলে) রাতের দায়িত্বে নিযুক্ত মুটে; রাতের মুটে। night safe (noun) ব্যাংকের দেওয়ালে চিঠির বাক্সের মতো ব্যবস্থা, যাতে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরেও টাকাকড়ি, মূল্যবান সামগ্রী ইত্যাদি ন্যস্ত করা যায়; নৈশ সিন্ধুক। night school (noun) নৈশ বিদ্যালয়। nightshade (noun) বৈঁচিজাতীয় বিষাক্ত ফলোৎপাদক বিভিন্ন বুনো গাছড়া; কণ্টিকারি। night shift (noun) দ্রষ্টব্য shift 2 (২). nightshirt (noun) শোয়ার সময়ে পরার জন্য পুরুষের লম্বা শার্টবিশেষ; রাতের জামা। night-soil (noun) পায়খানা; নর্দমা ইত্যাদি থেকে রাতের বেলা সরানো ময়লা; রাতের ময়লা। night stop (noun) এক রাতের যাত্রাবিরতি। night-time (noun) রাতের বেলা; রাত্রিকাল। night-watch (noun) নৈশপ্রহরা; নৈশপ্রহরী(গণ)। night-Watchman [নাইট্ওয়াচমান্‌] (noun) (plural night-Watchmen) নৈশপ্রহরী। in the night-watches রাতের উন্নিদ্র; অস্থির উদ্বিগ্ন প্রহরে। night-work (noun) যে কাজ রাতে করা হয় বা করতে হয়; রাতের কাজ। nightly (adjective), (adverb) নৈশ; প্রতিরাতে; রাত্রিকালে: nightly performances; a variety show twice nightly.
  • English Word nightingale Bengali definition [নাইটিঙ্‌গেইল্ America(n) নাইট্‌ঙ্‌গেইল্] (noun) ক্ষুদ্র লালচে বাদামি রঙের যাযাবর গায়কপাখি; নাইটিঙ্গেল
  • English Word nihilism Bengali definition [নাইইলিজাম্‌] (noun) [uncountable noun] চলতি রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ এবং ধর্মীয় ও নৈতিক বিশ্বাসের সম্পূর্ণ প্রত্যাখ্যান; নাস্তিবাদnihilist [নাইইলিস্‌ট্] (noun) নাস্তিবাদী। nihilistic [নাইইলিস্‌টিক্] (adjective) নাস্তিবাদী।
  • English Word nil Bengali definition [নিল্] (noun) কিছুই না; শূন্য; নাস্তি
  • English Word nimble Bengali definition [নিম্‌ব্‌ল্‌] (adjective) (১) ক্ষিপ্রগামী; চপল চরণ: as nimble as a deer. (২) (মন সম্বন্ধে) তীক্ষ্ণ; তুখোড়; ক্ষিপ্রnimbly [নিম্‌ব্‌লি] (adverb) ক্ষিপ্রগতিতে। nimbleness (noun) ক্ষিপ্রতা; তীক্ষ্ণতা।
  • English Word nimbus Bengali definition [নিম্‌বাস্‌] (noun) (plural nimbuses [নিম্‌বাসিজ্‌]), nimbi [নিম্‌বাই]) (১) (চিত্রাদিতে সন্তদের মাথার উপরে বা চারপাশ ঘিরে উজ্জ্বল বৃত্তবিশেষ; জ্যোতিশ্চক্র। দ্রষ্টব্য halo. (২) জলভরা মেঘ
  • English Word niminypiminy Bengali definition [নিমিনি পিমিনি] (adjective) ভড়ংদার; পরিপাটি
  • English Word nincompoop Bengali definition [নিঙ্‌কাম্‌পূপ্] (noun) নির্বোধ জড়ধী ব্যক্তি; হাঁদারাম
  • English Word nine Bengali definition [নাইন্‌] (noun), (adjective) নয়। দ্রষ্টব্য পরি. ৪। a nine-day’s wonder এমন বস্তু যা কয়েক দিনের জন্য মনোযোগ আকর্ষণ করার পর মন থেকে মুছে যায়। dressed up to the nines জবড়জং সাজপোশাকে সজ্জিত। nine times out of ten প্রায়ই। ninepence [নাইন্‌পান্‌স্‌ America(n) নাইন্‌পেন্‌স্‌‌] (noun) ninepenny [নাইন্‌পানি America(n) নাইন্‌পেনি] (adjective) nineteen [নাইন্‌টীন্] (noun), (adjective) উনিশ। (talk) nineteen to the dozen অনবরত (কথা বলা)। nineteenth [নাইন্‌টীন্‌থ্‌] (noun), (adjective) উনিশতম; উনিশের এক ভাগ। ninetieth [নাইন্‌টিআথ্‌] (noun), (adjective) নবতিতম; নব্বইয়ের এক ভাগ। ninety [নাইন্‌টি] (noun), (adjective) নব্বই। ninety-nine times out of a hundred প্রায় সর্বদা। the nineties নব্বইয়ের দশক। ninefold [ফোউল্‌ড্‌] (adjective), (adverb) নয় ;গুণ। ninth [নাইন্‌থ্‌] (noun), (adjective) নবম, নয়ের এক ভাগ। ninthly (adverb) নবমত।
  • English Word ninepins Bengali definition [নাইন্‌পিন্‌জ্‌] (noun), (plural singular verb-সহ) (১) খেলাবিশেষ এতে একটি বলকে মেঝের উপর দিয়ে বোতলাকৃতি নয়টি কাষ্ঠখণ্ডের দিকে গড়িয়ে দেওয়া হয়। দ্রষ্টব্য tenpins. (২) (singular) উক্ত কাষ্ঠখণ্ডের যেকোনো একটিgo down like a ninepin ধপাস/ধপ করে পড়া।
  • English Word ninny Bengali definition [নিনি] (noun) (plural ninnies) হাবা; বোকারাম
  • English Word niobium Bengali definition [নাইওউবিআম্‌] (noun) [uncountable noun] (রসায়ন) কোনো কোনো সংকর ধাতুর ব্যবহৃত বিরল ধাতব মৌল। (প্রতীক ঘন); নিয়োবিয়াম।
  • English Word nip Bengali definition [নিপ্] (verb transitive), (verb intransitive) (১) চিমটি কাটা; ঢিপে বা কামড়ে ধরা; ছ্যাঁচা খাওয়া; ছাঁটা: Something nipped my sides while I was swimming. (২) (তুষার, বাতাস) নষ্ট করা; ক্ষতিসাধন করাnip something in the bud অঙ্কুরে বিনষ্ট করা; বুদ্ধি ব্যাহত করা। (৩) কামড় বা চিমটি বসানো(৪) (কথ্য) তাড়া করা: nip along. □ (noun) [countable noun] (১) চিমটি; খামচি; কামড়: a cold nip in the air, ঠাণ্ডা বাতাসের কামড়। (২) (উগ্রসুরাজাতীয়) স্বল্পপরিমাণ পানীয়; চিমটি: a nip of brandy.
  • English Word nipper Bengali definition [নিপা(র্‌)] (noun) (১) (plural কথ্য) চিমটা; সাঁড়াশি ইত্যাদি আঁকড়ে ধরার যন্ত্র; চিমটা(২) (কাঁকড়া, চিংড়ি ইত্যাদির) দাঁড়া(৩) (British/Britain কথ্য) ছোট শিশু
  • English Word nipple Bengali definition [নিপ্‌ল্] (noun) (১) (পুরুষ বা স্ত্রীলোকের) দুধের বোঁটা; স্তনাগ্র; চুচুক। তুলনীয় অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর teat. (২) (teat অধিক প্রচলিত) শিশুর দুধের বোতলের রবারের মুখ; চুচুক(৩) চুচুকাকৃতি কোনো বস্তুgreasing nipple.
  • English Word Nipponese Bengali definition [নিপানীজ্‌] (adjective) নিপ্পনীয়; জাপানি
  • English Word nippy Bengali definition [নিপি] (adjective) (nippier; nippiest) (কথ্য) (১) (British/Britain) তীব্র/কনকনে ঠাণ্ডা(২) চটপটেlook nippy চটপটে হওয়া।
  • English Word nirvana Bengali definition [নিআভা:না] (noun) (বৌদ্ধধর্মে) নির্বাণ
  • English Word nisi Bengali definition [নাইসাই] (conjunction) (লাতিন আইন) যদি না: decree nisi (বিবাহবিচ্ছেদ ইত্যাদির) ডিক্রি, যা নির্ধারিত সময়ের মধ্যে রদ করার কারণ দর্শাতে না-পারলে বলবৎ হয়।
  • English Word Nissen hut Bengali definition [নিস্‌ন্‌ হাট্] (noun) বাঁধানো মেঝের উপর ঢেউতোলা লোহার পাতের পূর্বনির্মিত অর্ধবৃত্তাকার কুঁড়ে ঘর; নিসন কুটির
  • English Word nit 1 Bengali definition [নিট্] (noun) উকুন কিংবা অন্য পরজীবী কীটের ডিম; নিকি
  • English Word nit 2 Bengali definition [নিট্‌] (noun) = nitwit.
  • English Word niter Bengali definition [নাইটা(র্‌)] দ্রষ্টব্য nitre
  • English Word nitrate Bengali definition [নাইট্রেইট্] (noun) নাইট্রিক এসিডের সঙ্গে কোনো ক্ষারের বিক্রিয়ার ফলে উৎপন্ন লবণ; বিশেষত সাররূপে ব্যবহৃত potassium nitrate ও sodium nitrate; সোরা; যবক্ষার (plural- এ ‘বিভিন্ন ধরনের সোরা’ বোঝায়)।
  • English Word nitre Bengali definition (America(n)= niter [নাইটা(র্‌)] (noun) [uncountable noun] পটাশিয়াম ও সোডিয়াম নাইট্রেট (saltpeter নামেও পরিচিত); সোরা; যবক্ষার
  • English Word nitric Bengali definition [নাইট্রিক্] (adjective) নাইট্রোজেন সম্বন্ধীয় বা নাইট্রোজেনঘটিত; যবক্ষারজানিকnitric acid (HNO 3) স্বচ্ছ; বর্ণহীন; শক্তিশালী এসিড; যার প্রয়োগে সব পদার্থই ক্ষয় হয়; যবক্ষারজানিক অম্ল; নাইট্রিক এসিড
  • English Word nitrochalk Bengali definition [নাইট্রোচোক্] (noun) [uncountable noun] বসন্তকালের ঘাসের বৃদ্ধির সহায়ক সারবিশেষ (ক্যালসিয়াম কার্বনেট ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণ)।