N পৃষ্ঠা ৭
- English Word neutron Bengali definition [নিউট্রন America(n) নূউট্রন ] (noun) পরমাণু কেন্দ্রের অংশভূত বৈদ্যুতিক আধানহীন কণিকা যার ভর প্রোটনের প্রায় সমান; নিউট্রন। neutronbomb (noun) নিউট্রনবোমা, এটা তীব্র রশ্মিবিকিরণে মানুষ হত্যা করে, কিন্তু ঘরবাড়ির বিশেষ ক্ষতিসাধন করে না, দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় দূষণও সৃষ্টি করে না।
- English Word never Bengali definition [নেভা(র্)] (adverb) (১) কখনো না; কোনোক্রমেই না। (২) (not-এর গুরুত্বসূচক বিকল্প হিসেবে ব্যবহৃত) : That will never work. ওতে আদৌ কোনো কাজ হবে না। (৩) (phrase) Well, I never (did)! বিস্ময়সূচক। Never mind কিছু ভাববেন না। the Never Never Land কাল্পনিক দেশ; কল্পনার রাজ্য। on the never-never (অপশব্দ) কিস্তিবন্দিতে: buy something on the never-never. never-more [নোভামো(র্)] (adverb) আর কখনো না; আর নয়।
- English Word nevertheless Bengali definition [নেভাদালেস্] (adverb), (conjunction) তথাপি; তবু; তা সত্ত্বেও।
- English Word nevertiree Bengali definition [নেভারতিরী] (noun) [countable noun] অবসরে যাওয়ার বয়স হওয়ার পরও যে ধনী কাজ চালিয়ে যান: Bill gates is a nevertiree person for microsoft. □ (noun) nevertirement [countable noun, uncountable noun].
- English Word new Bengali definition [নিঊ America(n) নূ] (adjective) (newer, new est) (১) আগে ছিল না এমন; নতুন; নব; নবীন; অভিনব; সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন; অর্বাচীন: a new school/book/invention. new look, দ্রষ্টব্য look 2 (২). the New Testament (সংক্ষেপ NT) বাইবেলের দ্বিতীয় অংশ। (২) আগে থেকেই ছিল; তবে এখনমাত্র দৃষ্ট; আবিষ্কৃত ইত্যাদি; নতুন: discover a new satellite of the Saturn. the New World উত্তর ও দক্ষিণ আমেরিকা। (৩) new to (কোনো স্থান, পেশা ইত্যাদির সঙ্গে) অপরিচিত; অনভ্যস্ত: She is new to this place. new from সদ্য আগত/উপস্থিত: an executive new from university. (৪) (definite article-সহ) পরবর্তী; আধুনিক; ভিন্ন চরিত্রের; নব্য; অধুনাতন: the new poor/rich (সামাজিক পরিবর্তন ইত্যাদির দরুন) অধুনাতন দরিদ্র/নব্য ধনী। the new woman (বিশ শতকের প্রথমার্ধে প্রচলিত অর্থে) স্বাধীনতা; সামাজিক মুক্তি ইত্যাদির অভিকাঙ্ক্ষা বা সুবিধাপ্রাপ্ত নারী; আধুনিক নারী। a new deal, দ্রষ্টব্য deal 4 (১). (৫) নতুন করে আরব্ধ; নতুন; নব। lead a new life (পুরনো অভ্যাস ইত্যাদি ছেড়ে দিয়ে) নতুনজীবন শুরু করা। a/the new moon অমাবস্যা। wish somebody a Happy New Year নববর্ষের শুভকামনা করা। New Year’s day নববর্ষের দিন; অর্থাৎ ১ জানুয়ারি। New Year’s Eve নববর্ষের পূর্বসন্ধ্যা; ৩১ ডিসেম্বর। ⧠ (adverb) সদ্য; হালে; ইদানীং; অধুনা: a newborn baby, সদ্যোজাত শিশু; new-laid eggs, সদ্যপাড়া ডিম: new-fallen snow, সদ্যপড়া বরফ। new-comer (noun) নবাগত (ব্যক্তি); আগন্তুক। new-fangled [নিঊফ্যাঙ্গ্ল্ড্] (adjective) সদ্য-প্রচলিত; নবোদ্ভাবিত (এবং সে কারণে কারো কারো বিরাগভাজন): new-fangled ideas.newly (adverb) (১) সম্প্রতি; ইদানীং; অধুনা; হালে: a newly married couple. newly-wed (noun) নবপরিণীত (ব্যক্তি)। (২) নতুনভাবে; ভিন্নভাবে: newly arranged furniture. newness (noun) নতুনত্ব; অভিনবত্ব।
- English Word newbie Bengali definition [নিউবি America(n) নূবি] (noun) (plural newbies) [countable noun] (অনানুষ্ঠানিক) (সম্ভবত 'new' আর 'baby' অথবা 'new baby' বা 'new beginner' এর সংক্ষেপ) (১) আগন্তুক; শিক্ষানবিশ বিশেষত কম্পিউটিং বা ইন্টারনেটে। (২) কোনো গ্রুপ, কমিউনিটি বা তৎপরতার নতুন সদস্য। (বিকল্প শব্দ newb, noob, noob, noobie, noobie বা nub): The guide helps newbies understand the internet.
- English Word newel Bengali definition [নিঊআল্ America(n) নূআল্] (noun) (১) প্যাঁচানো সিঁড়ির কেন্দ্রীয় স্তম্ভ। (২) সিঁড়ির শীর্ষদেশে; তলদেশে কিংবা মোড়ের কাছে পরিক্ষেপের (রেলিং) আলম্বস্তম্ভ।
- English Word news Bengali definition [নিঊ্যজ্ America(n) নূজ্] (noun) (singular) [uncountable noun] খবর; সমাচার; সংবাদ; বার্তা: Mahbub is in the news, তাকে নিয়ে কাগজে লেখালেখি হচ্ছে। No news is good news (প্রবাদ) কোনো খবর না-থাকাটাই সুখবর (দুঃসংবাদ অজ্ঞাত থাকে না)। newsagent (noun) সংবাদপত্র বিক্রেতা। news agency (noun) সংবাদ সংগ্রহ এবং সংবাদপত্রে তা বিক্রি করার প্রতিষ্ঠান; সংবাদমাধ্যম। newsboy (noun) খবরের কাগজের ফেরিওয়ালা। newscast (noun) সংবাদ প্রচার। newscaster (noun) সংবাদ পাঠক/পাঠিকা। news cinema/theatre যে প্রেক্ষাগৃহে সংবাদচিত্র, কার্টুন ও স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি দেখানো হয়; সংবাদ-প্রেক্ষালয়। newsdealer America(n) = news agent. newsletter (noun) সমিতি ইত্যাদির সদস্যদের কাছে প্রেরিত পত্র বা পরিপত্র; সংবাদ-প্রজ্ঞপ্তি। news-monger (noun) সংবাদ রটনাকারী; খবরবাজ; রটনাজীবী। newspaper [নিঊস্পেইপা(র্)] America(n) নূজ্পেইপা(র্) ] (noun) সংবাদপত্র; খবরের কাগজ। newspaperman [নিঊস্পেইপা(র্)ম্যান্] (noun) সাংবাদিক; বার্তিক। newsprint (noun) [uncountable noun] সংবাদপত্র ছাপানোর কাগজ; নিউজপ্রিন্ট। newsreader (noun) সংবাদপাঠক/পাঠিকা। newsreel (noun) সাম্প্রতিক ঘটনাবলির চলচ্চিত্র; সংবাদচিত্র। newsroom (noun) (গ্রন্থাগার ইত্যাদিতে) সংবাদপত্র পাঠকক্ষ। news sheet (noun) খবরের কাগজের সাদাসিধা রূপ; খবরের পাতা। newsstand (noun) সংবাদপত্র ইত্যাদি বিক্রির স্টল। news vendor (noun) সংবাদপত্রবিক্রেতা। newsworthy (adjective) সংবাদপত্র ইত্যাদিতে প্রচারিত হওয়ার মতো কৌতূহলোদ্দীপক; খবরোপযোগী। newsless (adjective) সংবাদহীন; নিঃসংবাদ। newsy (adjective) (কথ্য) সংবাদ বা গুজব পরিপূর্ণ; খবুরে: a newsy letter.
- English Word newt Bengali definition [নিঊট্ America(n) নূট্] গোসাপ; গোধিকা।
- English Word Newtonian Bengali definition [নিঊটোউনিআন্ America(n) নূটোউনিআন্] (adjective) স্যার আইজাক নিউটন (১৬৪২- ১৭২৭) এবং তাঁর তত্ত্ব; বিশেষত তাঁর অভিকর্ষতত্ত্ব সম্বন্ধীয়; নিউটনীয়।
- English Word next Bengali definition [নেক্স্ট্] (adjective), (noun) (১) next (to something/somebody) পরবর্তী; নিকটতম; সন্নিহিত; পরেরটা; He sat down next to me. আমার পাশে। the next best (thing) পরের উত্তম জিনিসটি। next to nothing প্রায় কিছুই না: You’ve eaten next to nothing. next door পাশের বাড়ির: next door neighbours. next door to (লাক্ষণিক. ) প্রায়; কাছাকাছি; সমতুল্য। next of kin, দ্রষ্টব্য kin. (২) (সময় সম্বন্ধে) পরবর্তী; আসছে: I’ll see him next Sunday/week/year. (adverb) (১) এরপর; তারপর; তখন: What is he going to say next? come next পরে আসা: What comes next? তারপর কোনটা? (২) বিস্ময়সূচক: What will he be saying next? (preposition(al)) (পুরাতনী) = next to.
- English Word nexus Bengali definition [নেক্সাস্] (noun) (plural nexuses [নেক্সাসিজ্]) সংযোগ; বন্ধন; সম্বন্ধ; পরস্পরসম্বন্ধ শ্রেণি।
- English Word nib Bengali definition [নিব্] (noun) (কলমের) নিব।
- English Word nibble Bengali definition [নিব্ল্] (verb transitive), (verb intransitive) nibble at ১ ঠোকরানো; খোঁটা; খুঁটে খাওয়া: fish nibbling (at) the bait. (২) (লাক্ষণিক) (কোনো প্রস্তাব) গ্রহণ করার ঈষৎ প্রবণতা দেখানো। (noun) [countable noun] ঠোকর; খোঁটা।
- English Word nice Bengali definition [নাইস্] (adjective) (nicer, nicest) (১) (nasty-র বিপরীত) সুন্দর; প্রীতিকর; চমৎকার; সুস্বাদু; সহৃদয়; শোভন; রমণীয়; সুকুমার: a nice day; a nice little girl; nice to the taste. nice and +(adjective) সুন্দর; কারণ...: nice and cool by the lake. (২) সূক্ষ্ম: a nice point of law. (৩) (বক্রোক্তি) কঠিন; চমৎকার: A nice mess you’ve made of it. (৪) খুঁতখুঁতে; রুচিবাগীশ: too nice in one’s dress. (৫) বিবেকী; বিবেকবুদ্ধিসম্পন্ন; বিবেকপীড়িত: He’s not too nice in his business dealings.nicely (adverb) (১) সুন্দরভাবে ইত্যাদি। (২) (কথ্য) চমৎকারভাবে: This will suit her nicely.
- English Word nicety Bengali definition [নাইসাটি] (noun) (plural niceties) (১) uncountable noun] সূক্ষ্মতা: nicety of judgement. (২) [countable noun] সূক্ষ্ম ভেদাভেদ: the niceties of criticism. to a nicety একদম যথাযথভাবে/নির্ভুলভাবে: He calculated the volume to a nicety.
- English Word niche Bengali definition [নিচ্] (noun) [countable noun] মূর্তি; অলংকার ইত্যাদি রাখার জন্য দেওয়ালের (সাধারণত অগভীর) কোটর/ফোকর; কুলুঙ্গি। have a niche in the temple of fame যশোমন্দিরে একটি স্থায়ী আসন লাভ করা। (২) (লাক্ষণিক) যথাযোগ্য/মানানসই/উপযুক্ত পদ বা মর্যাদা।
- English Word Nick Bengali definition [নিক্] (noun) Nicholar-এর সংক্ষেপ। Old Nick শয়তান।
- English Word nick 1 Bengali definition [নিক্] (noun) (১) (রেকর্ড ইত্যাদিতে কাটা) v-আকৃতির খাঁজ। (২) in the nick of time ঠিক সময়মতো; সন্ধিক্ষণে। (৩) in the nick (অপশব্দ) কয়েদখানায়; শ্রীঘরে। (verb transitive) খাঁজ কাটা: nick one’s chin (দাড়ি চাঁছার সময়)।
- English Word nick 2 Bengali definition [নিক্] (noun) (অপশব্দ) (কেবল) in good/poor nick ভালো/খারাপ অবস্থায় বা স্বাস্থ্যে।
- English Word nick-nack Bengali definition [নিক্ন্যাক্]= knick-knack.
- English Word nickel Bengali definition [নিক্ল্] (noun) (১) [uncountable noun] (রসায়ন) রজতশুভ্র কঠিন ধাতুবিশেষ (প্রতীক Ni); নিকেল। (২) মার্কিন মুদ্রাবিশেষ; যার মূল্য ৫ সেন্ট। □ (verb transitive) (nickelled, nickelling, nickels, America(n) = nickeled, nickeling, nickels) নিকেলের প্রলেপ দেওয়া।
- English Word nickname Bengali definition [নিক্নেইম্] (noun) প্রকৃত নামের অতিরিক্ত। পরিবর্তে দেওয়া নাম; উপনাম। (verb transitive) উপনাম দেওয়া।
- English Word nicotine Bengali definition [নীকাটীন্] (noun) [uncountable noun] তামাক পাতায় উপস্থিত বিষাক্ত তৈলাক্ত পদার্থবিশেষ; নিকোটিন।
- English Word nictate Bengali definition [নিক্টেইট্] , nictitate [নিক্টিটেইট্] (verb intransitive) চোখ টেপা।
- English Word nidificate Bengali definition [নিডিফিকেইট্], nidify [নিডিফাই] (verb intransitive) (পাখির) বাসা বানানো।
- English Word nidus Bengali definition [নাইডাস্] (noun) কীটপতঙ্গের ডিমপাড়ার স্থান; বীজ ইত্যাদির অঙ্কুরোদ্গমের স্থান; রোগ ইত্যাদির উদ্ভব বা বিকাশের স্থান; কোনো বস্তু জমা বা ন্যস্ত করার স্থান; বাসা।
- English Word niff Bengali definition [নিফ্] (noun) (British/Britain অপশব্দ) গন্ধ; দুর্গন্ধ। niffy (adjective) (অপশব্দ) দুর্গন্ধ।
- English Word nifty Bengali definition [নিফ্টি] (adjective) (অপশব্দ) (১) কেতাদুরস্ত; ফিটফাট; ছিমছাম। (২) দুর্গন্ধযুক্ত। (৩) চটপটে; ক্ষিপ্র; কর্মক্ষম; কর্মিষ্ঠ: Look nifty.
- English Word niggard Bengali definition [নিগাড্] (noun) নীচাশয় কৃপণ ব্যক্তি; পিশাচ। niggardly (adverb) অনিচ্ছাকৃতভাবে সামান্য পরিমাণে প্রদত্ত বা প্রদান করে এমন; কৃপণোচিত: niggardly contributions. niggardliness (noun) কৃপণতা; ব্যয়কুণ্ঠতা।