N পৃষ্ঠা ১১
- English Word noodle 1 Bengali definition [নূড্ল্] (noun) বোকা; হাবা।
- English Word noodle 2 Bengali definition [নূড্ল্] (noun) (সাধারণত plural) ময়দা ও পানি কিংবা ময়দা ও ডিম দিয়ে তৈরি দড়ির মতো সরু করে প্রস্তুত খাদ্যদ্রব্যবিশেষ; নুড্ল্স্।
- English Word noogler Bengali definition [নূগ্লা(র্)] (noun) গুগলের নতুন স্টাফ বা কর্মচারী অথবা যিনি সবেমাত্র গুগলে চাকরি নিয়েছেন: This is my second day as a noogler.
- English Word nook Bengali definition [নুক্] (noun) বিবিক্ত স্থান; কোণ; কোনাকাঞ্চি: search every nook and cranny, সর্বত্র।
- English Word noon Bengali definition [নূন্] (noun) দ্বিপ্রহর; দুপুর; মধ্যাহ্ন। noonday [নূন্ডেই],noontide [নূন্টাইড্] (noun(s) = noon
- English Word noose Bengali definition [নূস্] (noun) ফাঁস: the hangman’s noose, ফাঁসি। put one’s head in the noose (লাক্ষণিক) ফেঁসে যাওয়া; নিজের হাতে ফাঁস পরা। (verb transitive) ফাঁস দিয়ে ধরা; ফাঁস বানানো।
- English Word nope Bengali definition [নোপ্] (interjection) (অপশব্দ) না।
- English Word nor Bengali definition [নো(র্)] (conjunction) (১) (neither বা not- এর পরে) ওটাও না; I can eat neither meat nor fish. (২)...ও না: He did not go; nor did I. nor was this all, এটাই সব নয়।
- English Word nor- Bengali definition [নো(র্)] (prefix) দ্রষ্টব্য north.
- English Word Nordic Bengali definition [নোডিক্] (noun), (adjective) (বিশেষত স্ক্যান্ডিনেভিয়ায়) দীর্ঘকায়; স্বর্ণাভ কেশ ও নীলচক্ষুবিশিষ্ট ইউরোপীয় কিংবা তাদের সম্বন্ধীয়; উত্তরদেশীয়; উদীচ্য।
- English Word Norfolk Bengali definition [নোফাক্] (noun) ইংল্যান্ডের কাউন্টি বা জেলা। Norfolk jacket পুরুষের কোমরবন্ধযুক্ত জ্যাকেট; নর্ফক জ্যাকেট।
- English Word norm Bengali definition [নোম্] (noun) (১) (কোনো গোষ্ঠীর প্রতিনিধিস্থানীয়) প্রতিরূপক বা টাইপ; মান; মানদণ্ড; আদর্শ। (২) (কোনো কোনো শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদিতে) কোনো কার্যদিবসে প্রত্যাশিত বা আবশ্যিক কাজের পরিমাণ; নিয়ম: set the workers a norm; fulfil one’s norm.
- English Word normal Bengali definition [নোম্ল্] (adjective) নিয়মমাফিক; স্বাভাবিক; নৈয়মিক: the normal temperatures of the human body. normal school (কোনো কোনো দেশে) সাধারণত প্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ বিদ্যালয়। □ (noun) [uncountable noun] সাধারণ অবস্থা; স্তর, মান ইত্যাদি; স্বাভাবিক: above/below normal. normally [নোমালি] (adverb) নিয়মমাফিক। normality [নোম্যালাটি],normalcy [নোম্ল্সি] (noun(s)) [uncountable noun] নৈয়মিকতা। normalize, normalise [নোমালাইজ্] (verb transitive) স্বাভাবিক/নিয়মানুগ করা। normalization, normalisation [নোমালাইজেইশান্ America(n) নোমালিজেইশান্] (noun) [uncountable noun] স্বাভাবিকীকরণ; নিয়মানুগকরণ।
- English Word Norman Bengali definition [নোমান্] (noun) নর্মান্ডির অধিবাসী; স্ক্যান্ডিনেভীয় ও ফ্রাংকিশ (জার্মান জাতির শাখা) জাতির মিশ্র বংশধর যারা আনুমানিক ৯ম শতাব্দীতে নর্মান্ডিতে বসতি গাড়েন; নর্মন। □ (adjective) নর্মন জাতি সম্বন্ধীয়, বিশেষত একাদশ শতকের ইংল্যান্ডবিজয়ী নর্মনদের সম্পর্কিত; নর্মন: the Norman conquest.
- English Word normative Bengali definition [নোমাটিভ্] (adjective) মাননির্ধারক; নিয়মাত্মক: a normative, prescriptive grammer.
- English Word Norse Bengali definition [নোস্] (noun) নরওয়ে। (adjective) নরওয়ে সম্বন্ধীয়; নরওয়েজীয়।
- English Word north Bengali definition [নোথ্] (noun) (১) উত্তরদিক; উদীচী। (২) (attributive(ly)) উত্তর: the north pole, উত্তরমেরু; the North star, ধ্রুব; ধ্রুবতারা; a north wind, উত্তুরে বায়ু; the North Country, উত্তর ইংল্যান্ড□ (adverb) উত্তর দিকে; উত্তরাভিমুখে: sailing north. north east, north west (সংক্ষেপ NE, NW) (noun(s)), (adverb(s)) (কখনো কখনো বিশেষত নৌচালনবিদ্যা nor’-east [নোর্ঈস্ট্], nor’-west [নোওয়েস্ট্]) উওরপূর্ব/উত্তর-পশ্চিম (অঞ্চল)। the North-west Passage আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার জন্য কানাডা ও আলাস্কার উপকূল বরাবর সমুদ্রপথ। north-north east, north-north west (সংক্ষেপ NNE, NNW) (noun(s)), (adjective(s)) (কখনো কখনো, বিশেষত নৌ) nor’-nor’-east [নোনোর্ঈস্ট্], nor’-nor’-west [নো নোওয়েস্ট্] উত্তর-উওরপূর্ব/উত্তর-উত্তরপশ্চিম (অঞ্চল)। northeaster (noun) ঈশানের ঝড়। northeasterly (adjective) (বায়ু) ঈশান কোণ থেকে প্রবাহিত; (দিক) ঈশান কোণ অভিমুখী। northwester (noun) বায়ুকোণাগত ঝড়; কালবৈশাখী। northwesterly (adjective) (বায়ু) বায়ুকোণ থেকে; (দিক) বায়ুকোণ অভিমুখী। northeastern [নোঈস্টান্] (adjective) ঈশানকোণস্থ; ঈশানের; ঈশান সম্বন্ধীয়। northwestern [নোওয়েস্টান্] (adjective) বায়ুকোণস্থ; বায়ুকোণের; বায়ুকোণ সম্বন্ধীয়। northwards [নোথোআজ্] (adverb) উওরাভিমুখে।
- English Word northerly Bengali definition [নোদালি] (adjective), (adverb) (বায়ু) উত্তুরে; উত্তরাভিমুখে; উত্তর দিকে; উত্তরস্থ; উত্তরে।
- English Word northern Bengali definition [নোদান্] (adjective) উত্তরদিক সংক্রান্ত; উত্তরদিকস্থ; উত্তুরে: the northern hemisphere, উত্তর গোলার্ধ। the northern lights উদীচী ঊষা; সুমেরুপ্রভা northerner [নোদানা(র্)] (noun) উওরাঞ্চলবাসী। northernmost [নোদান্মোউস্ট্] (adjective) সবচেয়ে উত্তরস্থিত।
- English Word Norwegain Bengali definition [নোওয়ীজান্] (noun), (adjective) নরওয়েজীয় (ভাষা ও মানুষ)।
- English Word nose 1 Bengali definition [নোজ্] (noun) (১) নাক; নাসা; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয়। bite/snap somebody’s nose (head অধিক প্রচলিত) nose off সক্রোধে কড়া জবাব দেওয়া। count/tell noses (heads অধিক প্রচলিত) (বিশেষত ভোটের সময় সমর্থকদের) মাথা গোনা। cut off one’s nose to spite one’s face নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। follows one’s nose (সোজা) নাক বরাবর চলা; সহজাত প্রবৃত্তি দ্বারা চালিত হওয়া। keep a person’s nose to the grindstone নিরন্তর কঠিন পরিশ্রম করানো। lead somebody by the nose, দ্রষ্টব্য lead (২). look down one’s nose at somebody কারো সঙ্গে উদ্ধত আচরণ করা। pay through the nose অত্যধিক মূল্য দেওয়া। poke/stick one’s nose into (somebody else’s business) (অন্যের ব্যাপারে) নাক গলানো। put somebody’s nose out of joint, দ্রষ্টব্য joint 2 (২). turn one’s nose up at ঘৃণায় নাসিকাকুঞ্চন করা; নাক সিটকানো। as plain as the nose on one’s face দিনের মতো পরিষ্কার; স্বতঃস্পষ্ট। (right) under one’s very nose (ক) নাকের ডগায়;(খ) (বিরাগ বা অননুমোদনের পরোয়া না-করে) মুখের উপর। (২) ঘ্রাণশক্তি; নাক: a dog with a good nose; (লাক্ষণিক) a newsman with a nose for news/scandal. (৩) আকৃতি বা অবস্থানে নাকসদৃশ কোনো বস্তু, যেমন পাইপ, ভস্ত্রা, বকযন্ত্র প্রভৃতির খোলা মুখ; বিমানের সবচেয়ে সম্মুখবর্তী অংশ। (৪) (যৌগশব্দ) nosebag (noun) ঘোড়ার মুখের সামনে বাঁধা খাবারের (যব, ছোলা ইত্যাদি) থলে। nosebleed (noun) নাসিকা থেকে রক্তস্রাব। nosecone (noun) রকেট বা নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের (সাধারণত বিযোজনযোগ্য) সবচেয়ে সম্মুখবর্তী অংশ; সম্মুখশঙ্কু। nosedive (noun) বিমানের সোজা নিম্নমুখী অবতরণ; অধোমুখ ঝাঁপ। □ (verb intransitive) (বিমান) অধোমুখে ঝাঁপ দেওয়া। nose-flute (noun) (এশিয়ার কোনো কোনো দেশে ব্যবহৃত) নাক দিয়ে বাজানোর বাঁশি। nosegay (noun) (বিশেষত সুগন্ধ) ফুলের তোড়া। nose ring (noun) গবাদি পশুর নাকে লাগানোর আংটা; নাকের আংটা। nose-wheel (noun) বিমানের সম্মুখের চাকা। -nosed (suffix) (যৌগশব্দে): red-nosed, আরক্তনাসা। long nosed, উন্নত নাক।
- English Word nose 2 Bengali definition [নোজ্] (verb transitive), (verb intransitive) (১) সতর্কভাবে সামনে এগোনো; ঠেলে ঠেলে অগ্রসর হওয়া: The motor-launch nosed its way through fishing nets. (২) nose something out গন্ধ শুঁকে আবিষ্কার করা: The reporter nosed out a scandal. (৩) nose about (for something) (কোনো কিছুর) গন্ধ শুঁকে বেড়ানো; (লাক্ষণিক. ) খুঁজে বেড়ানো; খোঁজাখুঁজি করা। nose into something নাক গলানো: to nose into others people’s affairs.
- English Word nosey, nosy Bengali definition [নোজি] (adjective) (noseier, noseiest) (noun) (অপশব্দ) কৌতূহলী (লোক)। nosey parkar (noun) (কথ্য) কৌতূহলী লোক।
- English Word nosh Bengali definition [নশ্] (noun) [uncountable noun] (British/Britain অপশব্দ) খাবার। nosh-up (noun) উত্তম আহার। □ (verb intransitive) (কথ্য) খাওয়া।
- English Word nosology Bengali definition [নসলাজি] (noun) রোগের শ্রেণিকরণবিষয়ক বিদ্যা; রোগের শ্রেণিবিভাগ।
- English Word nostalgia Bengali definition [নসট্যালাজা] (noun) [uncountable noun] গৃহকাতরতা; অতীতবিধুরতা। nostalgic [নস্ট্যালজিক্] (adjective) গৃহকাতর; অতীতস্মৃতিবিধুর। nostalgically [নস্ট্যালজিক্লি] (adverb) গৃহকাতরভাবে; স্মৃতিবিধুরভাবে।
- English Word nostril Bengali definition [নস্ট্রাল্] (noun) নাসারন্ধ্র।
- English Word nostrum Bengali definition [নস্ট্রাম্] (noun) [countable noun] (সাধারণত অবজ্ঞাপূর্ণ) টোটকা (ওষুধ); হাতুড়ে ওষুধ; রাজনৈতিক ও সামাজিক সংস্কারপরিকল্পনা (হাতুড়ে চিকিৎসা নামে পরিচিত)।
- English Word not Bengali definition [নট্] (adverb) (১) (নঞর্থকতা প্রকাশ করার জন্য anomalous finite verb(s) -এর সঙ্গে ব্যবহৃত হয়): is not; must not; has n’t. (২) (nonfinite verb(s)- এর সাথে ব্যবহৃত হয়): I advised him not to be too liberal with his money. (৩) (that-clause- এর তুল্যমূল্য হিসেবে কোনো কোনো verb-এর পরে বসে, বিশেষত think, suppose, believe, expect, fear, fancy, trust, hope, seem, appear, be affraid- এর পরে): ‘Are you coming tomorrow?’ ‘I’m afraid not’ (= I am afraid that I’m not coming tomorrow). (৪) (কোনো কোনো বাক্যাংশে পদলোপী ব্যবহার) as likely as not সম্ভবত: She will be returning by the next week, as likely as not. as soon as not, দ্রষ্টব্য soon (৫). not at all [নট্ আটোল্] স্বাস্থ্যসম্পর্কিত জিজ্ঞাসা ইত্যাদির শিষ্টাচারমূলক জবাব হিসেবে ব্যবহৃত ‘আদৌ না’: ‘ Thank you very much’ - ‘Not at all’ (ও কিছু না)। not that এমন নয় যে: If you ever give the boy money- not that I ever saw you giving it- you would be responsible for his perdition. not but what তা সত্ত্বেও; তথাপি; যদিও: He can’t lift that box; not but what a stronger man might be able to lift it. (৫) (কমিয়ে বলার সময়): not a few, অনেক; not seldom, প্রায়ই; not without reason, সঙ্গত কারণেই; not half, (অপশব্দ) অতিমাত্রায়; in the not-so-distant past, নিকট অতীতে। (৬) (কোনো কিছুর অনুপস্থিতি বা উলটোটা নির্দেশ করতে ব্যবহৃত হয়): not here; not anything; not good/beautiful.
- English Word nota bene Bengali definition [নোটা বেনেই] (verb) (imperative) (লাতিন) (সংক্ষেপ NB, nb [এন্বী]) সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।