Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word nohow Bengali definition [নোহাউ] (adverb) (কথ্য) কোনোভাবেই নয়; আদৌ না
  • English Word noise Bengali definition [নয়জ্‌] (noun) [countable noun, uncountable noun] উচ্চ অপ্রীতিকর শব্দ বিশেষত যদি তা বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত হয়; আওয়াজ; অতিশব্দ; উচ্চনাদ; গোলমাল; শোরগোল; হৈচৈmake a noise (about something) হৈচৈ বাধানো। make a noise in the world নাম করা; আলোচিত হওয়া। a big noise (অপশব্দ) বিশিষ্ট ব্যক্তি; নামি লোক। □ (verb transitive) noise something abroad সাধারণ্যে প্রচার করা; রটনা করা: It was noised abroad that she eloped with her lover. noiseless (adjective) হৈচৈ-শূন্য; নিঃশব্দ: with noiseless steps. noiselessly (adverb) নিঃশব্দে। noiselessness (noun) হৈচৈ-শূন্যতা।
  • English Word noisome Bengali definition [নয়সাম্] (adjective) পীড়াদায়ক; (গন্ধ) কদর্য; বীভৎস।
  • English Word noisy Bengali definition [নয়জি] (adjective) (noisier, noisiest) (১) কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ: noisy games;২ কোলাহলপরায়ণ; কোলাহলপ্রিয়; হৈচৈপ্রিয়: noisy children. noisily [নয়জিলি] (adverb) হৈচৈ/কোলাহল করে। noisiness (noun) কোলাহলপূর্ণতা; কোলাহলপরায়ণতা।
  • English Word nom de plume Bengali definition [নম্ ডা প্‌লূম্] (noun) (plural noms [নম্‌] de plume) (ফরাসি) লেখকের ছদ্মনাম
  • English Word nomad Bengali definition [নোম্যাড্‌] (noun) স্থায়ী আবাসহীন; একস্থান থেকে অন্যস্থানে নিরন্তর পরিভ্রমণশীল কোনো উপজাতির সদস্য; যাযাবর; বেদেnomadic [নোম্যাডিক্] (adjective) যাযাবর।
  • English Word nomenclature Bengali definition [নাম্যানক্লাচা(র্‌) America(n) নোমেন্‌ক্লেইচা(র্‌)] (noun) [countable noun] (আনুষ্ঠানিক) নামকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা: binominal nomenclature, দ্বিপদী নামকরণ; geographical nomenclature.
  • English Word nominal Bengali definition [নমিন্‌ল্] (adjective) (১) নামমাত্র: the nominal head of state. (২) তুচ্ছ; নামমাত্র: a nominal price. (৩) (ব্যাকরণ) বিশেষ্য সম্বন্ধীয়; নামসংক্রান্তnominally [নমিনালি] (adverb) নামেমাত্র।
  • English Word nominate Bengali definition [নমিনেইট্‌] (verb transitive) (১) nominate somebody (for) কোনো পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া: nominate somebody for Mayor. (২) nominate somebody (to) নিয়োগ/নিযুক্ত করাnominee [নমিনী] (noun) (কোনো পদে) নিযুক্ত/মনোনীত ব্যক্তি।
  • English Word nomination Bengali definition [নমিনেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun, countable noun] মনোনয়ন; নিয়োজন(২) [uncountable noun] কোনো পদে কাউকে নিয়োগ করার অধিকার; নিয়োগাধিকার
  • English Word nominative Bengali definition [নামনাটিভ্‌] (adjective), (noun) কর্তা; কর্তৃকারক; কর্তৃবাচক: the nominative case, কর্তৃকারক। দ্রষ্টব্য case 1 (৩).
  • English Word nominee Bengali definition [নমিনী] (noun) দ্রষ্টব্য nominate.
  • English Word non compos mentis Bengali definition [নন্‌ কম্‌পাস্‌ মেন্‌টিস্] (লাতিন) (আইন সম্বন্ধীয়) মানসিকভাবে অসুস্থ বলে আইনত নির্দায়; (কথ্য) বিভ্রান্তচিত্ত।
  • English Word non- Bengali definition [নন্‌-] (prefix) অ, অন, না ইত্যাদি; non-aggression (noun) অনাক্রমণ: a non-aggression pact. non-alignment (noun) জোটনিরপেক্ষতা। non-combatant (noun) (বিশেষত সেনাবাহিনীতে) যেসব কর্মচারী যুদ্ধে লিপ্ত হয় না (যেমন শল্যবিদ, যাজক); অযোদ্ধৃ। non-commissioned (adjective) (বিশেষত সার্জেন্ট, নায়েক প্রভৃতি পদের সামরিক কর্মকর্তা সম্বন্ধীয়) অনাযুক্তক। non-committal (adjective) কোনো নির্দিষ্ট পন্থা অবলম্বনে প্রতিশ্রুতিবদ্ধ নয় এমন; (বিবাদ ইত্যাদিতে) নিরপেক্ষ; অঙ্গীকারহীন। non-compliance (noun) (আদেশ ইত্যাদি) অমান্যকরণ; অমান্যতা। non-conductor (noun) (তাপ বা বিদ্যুৎ) অপরিবাহী। non-conformist (noun) (১) যে ব্যক্তি সমাজের প্রচলিত মানের অনুবর্তী নয়; অননুবর্তী(২) (ইংল্যান্ডে) সরকারি গির্জা সংগঠন (চার্চ অব ইংল্যান্ড) থেকে বিচ্ছিন্ন কোনো গোষ্ঠীর সদস্য; ভিন্নমতাশ্রয়ীnon-conformity (noun) (১) অননুবর্তিতা; অননুযায়িতা(২) ভিন্নমতাশ্রয়ী সমাজ; ভিন্নমতাশ্রয়ীদের বিশ্বাস ও আচার-আচরণসমূহnon-contentious (adjective) কলহের সূত্রপাত করতে পারে এমন নয়; অবিসংবাদী। non-cooperation (noun) অসহযোগ; অসহযোগিতা। non-delivery (noun) অসম্প্রদান। non-event (noun) (কথ্য) আশানুরূপ পরিণতি লাভ করেনি এমন পরিকল্পিত ঘটনা; অঘটন। non-existence (noun) অনস্তিত্ব। non-existent (adjective) অস্তিত্বহীন। non-fiction (noun) কল্পনাপ্রসূত ঘটনা বা ব্যক্তি নিয়ে রচিত নয় এমন গদ্যরচনা; কল্পিত রচনা নয়। non-flammable (adjective) (সরকারি প্রয়োগ) অদাহ্য। non-fulfilment (noun) অপূরণ। non-interference, non-intervention (noun(s)) বিশেষত আন্তর্জাতিক ব্যাপারে অন্য দেশের কলহে হস্তক্ষেপ না-করার নীতি ও রীতি। non-moral (adjective) নীতিসম্মত বলে বিবেচিত হতে পারে না এমন; অনৈতিক। non-observance (noun) (নিয়ম) পালনে ব্যর্থতা; অপালন। non-payment (noun) (ঋণ) পরিশোধে ব্যর্থতা বা শৈথিল্য; অপরিশোধ। non-resident (adjective) অনাবাসিক। □ (noun) হোটেল ইত্যাদির অনাবাসিক খদ্দের। non-skid (adjective) (টায়ার) পিছলে যাওয়ার ঝুঁকি হ্রাস করার ব্যবস্থাসহ পরিকল্পিত; অস্খলিত। non-smoker (noun) অধূমপায়ী (ব্যক্তি); ধূমপানমুক্ত এলাকা (রেলগাড়ির কামরা)। non-starter (noun) যে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তালিকাভুক্ত কিন্তু দৌড়ে যোগ দেয় না; (লাক্ষণিক) যে ব্যক্তির আরব্ধ কাজে সাফল্যলাভের কোনো সম্ভাবনা নেই। non-stick (adjective) (হাঁড়ি ইত্যাদি) খাদ্যাদি তলায় লেগে যাবে না এমনভাবে তৈরি; অলগ্ন। non-stop (adjective), (adverb) বিরামহীন; বিরতিহীন; একটানা; বিরতিহীনভাবে। non-U (adjective) দ্রষ্টব্য পরি. ২। non-union (adjective) শ্রমিক সমিতির অন্তর্ভুক্ত নয় এমন; শ্রমিক সমিতির নিয়মকানুন মানে না এমন; সমিতিবহির্ভূত। non-violence (noun) অহিংসা।
  • English Word non-linear Bengali definition [ননলিলিআ(র্‌)] (adjective) (অপিচ nonlinear) (১) বা সোজালাইনে বা এককাতারে বিন্যস্ত নয়(২) এমন একটি প্রক্রিয়া, সিরিজ বা ঘটনা যাতে কোনো জিনিস স্পষ্টভাবে বা সোজাসুজিভাবে অন্য কোনো জিনিসকে অনুসরণ করে না(৩) প্রবেশাধিকার না থাকায় যিনি ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারেন নাgo non-linear (অনানুষ্ঠানিক) বিশেষ ব্যাপারে খুবই উত্তেজিত বা রাগান্বিত হওয়া: He’ll go nonlinear for hours. □ (noun) non-linearity, □ (adverb) non-linearly
  • English Word non-pareil Bengali definition [নন্‌পারেইল্‌ America(n) নন্‌পারেল] (adjective), (noun) (আনুষ্ঠানিক) অদ্বিতীয়/অতুলনীয়/অপ্রতিম ব্যক্তি বা বস্তু
  • English Word non-plus Bengali definition [নন্‌প্লাস্‌] (verb transitive) (non-plussed, non-plussing, non-plusses, America(n) non-plused, non-plusing, non-pluses ) (সাধারণত passive) হতবুদ্ধি বা কিংকর্তব্যবিমূঢ় করা: She was completely non-plused when the guard asked her to get up and leave.
  • English Word nonage Bengali definition [নোনিজ্‌] (noun) [uncountable noun] অপ্রাপ্তবয়স্কতা; নাবালকত্ব; অপরিপক্বতা
  • English Word nonagenarian Bengali definition [ননাজিনেআরিআন্‌] (noun), (adjective)' ৯০ থেকে ৯৯ বছর বয়স্ক (ব্যক্তি)।
  • English Word nonce Bengali definition [নন্‌স্‌] (noun) (প্রাচীন প্রয়োগ কিংবা সাহিত্যিক কেবল) for the nonce আপাতত; এখনকার মতোnonce word (noun) একক উপলক্ষে ব্যবহারের জন্য উদ্ভাবিত শব্দ; এককালীন শব্দ।
  • English Word nonchalant Bengali definition [নন্‌শালান্‌ট্‌] (adjective) নির্লিপ্ত; উদাসীন; ভ্রুক্ষেপহীন; উপেক্ষাপূর্ণnonchalantly (adverb) নির্লিপ্তভাবে। nonchalance [নন্‌শালান্‌স্‌] (noun) [uncountable noun] নির্লিপ্ততা; ঔদাসীন্য।
  • English Word nondescript Bengali definition [নন্‌ডিস্‌ক্রিপ্‌ট্] (noun), (adjective) সহজে শ্রেণিভুক্ত করা যায় না এমন (বস্তু বা ব্যক্তি); কিম্ভূতকিমাকার (বস্তু বা ব্যক্তি); অকৃতলক্ষণ; সৃষ্টিছাড়া
  • English Word none Bengali definition [নান্‌] (pronoun) (১) একটিও না; কোনোটা না: None of these shirts are yours. none the less তথাপি; তা সত্ত্বেও; তবু। none but কেবল; শুধু। none other than উক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ নয়; স্বয়ং: The visitor was none other than our dear poet. (২) (অনুজ্ঞাবাচক বাক্যের তুল্যমূল্য বাক্যে বা বাক্যাংশে): None of your delaying tricks. (৩) (সাহিত্যিক বা আলংকারিক অর্থ রচনাশৈলীতে noun থেকে বিচ্ছিন্ন করে প্রয়োগ): We scanned the horizon anxiously, but ship there was none. □ (adverb) কোনোভাবেই না; কিছুমাত্র না; আদৌ না: I’m afraid we’re none the richer for your contribution. There are none so deaf as those who will not hear. (প্রবাদ) যারা শুনতে চায় না, তাদের মতো বধির আর নেই।
  • English Word nonentity Bengali definition [ননেন্‌টাটি] (noun) (plural nonentities) [countable noun] (১) গুরুত্বহীন ব্যক্তি; কেউকেটা(২) যে বস্তুর কোনো অস্তিত্ব নেই কিংবা যা কেবল কল্পনাশ্রয়ী; অনস্তিত্ব; অবস্তু; অসত্তা
  • English Word nonesuch, non-such Bengali definition [নান্‌সাচ্‌] (noun) অতুলনীয় ব্যক্তি বা বস্তু; অপূর্ব বস্তু; পুরুষোত্তম
  • English Word nonsense Bengali definition [নন্‌স্‌ন্‌স্‌ America(n) নন্‌সেন্‌স্‌] (noun) (সাধারণত [uncountable noun]) অর্থহীন শব্দ; নির্বোধ কথাবার্তা, ধ্যানধারণা; আচরণ ইত্যাদি; বাজে কথা; আগড়ম-বাগড়ম; আগড়বাগড়; আলাতপালাত; যা-তা: Don’t talk nonsense! nonsensical [নন্‌সেন্‌সিক্‌ল্‌] (adjective) অর্থহীন; বাজে: nonsense remarks.
  • English Word nonsequitur Bengali definition [নন্‌সেকোয়িটা(র্‌)] (noun) (লাতিন) (যুক্তিবিদ্যা) যে সিদ্ধান্ত অবয়ব অনুসরণে সিদ্ধ নয়; অবয়ববিরুদ্ধ অনুমান
  • English Word nonsuch Bengali definition দ্রষ্টব্য nonesuch.
  • English Word nonsuit Bengali definition [নন্‌সূট্‌] (noun) (বাদী মামলার পক্ষে যথেষ্ট যুক্তিপ্রমাণ উপস্থাপন করতে না-পারায় বিচারক কর্তৃক) মামলা খারিজ
  • English Word noob Bengali definition [নূব] (noun) (plural noobs) (অনানুষ্ঠানিক) যে ব্যক্তি বিশেষ কোনো ক্ষেত্রে বা তৎপরতায় আনকোরা বা নবীন; ইন্টারনেট চালনায় যিনি এখনো নবিশ: Forgive for me being a noob here.