• Bengali Word north English definition [নোথ্‌] (noun) ১ উত্তরদিক; উদীচী।
    (২) (attributive(ly)) উত্তর: the north pole, উত্তরমেরু; the North star, ধ্রুব; ধ্রুবতারা; a north wind, উত্তুরে বায়ু; the North Country, উত্তর ইংল্যান্ড□ (adverb) উত্তর দিকে; উত্তরাভিমুখে: sailing north. north east, north west (সংক্ষেপ NE, NW) (noun(s)), (adverb(s)) (কখনো কখনো বিশেষত নৌচালনবিদ্যা nor’-east [নোর্‌ঈস্‌ট্], nor’-west [নোওয়েস্‌ট্‌]) উওরপূর্ব/উত্তর-পশ্চিম (অঞ্চল)। the North-west Passage আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার জন্য কানাডা ও আলাস্কার উপকূল বরাবর সমুদ্রপথ। north-north east, north-north west (সংক্ষেপ NNE, NNW) (noun(s)), (adjective(s)) (কখনো কখনো, বিশেষত নৌ) nor’-nor’-east [নোনোর্‌ঈস্‌ট্‌], nor’-nor’-west [নো নোওয়েস্‌ট্‌] উত্তর-উওরপূর্ব/উত্তর-উত্তরপশ্চিম (অঞ্চল)। northeaster (noun) ঈশানের ঝড়। northeasterly (adjective) (বায়ু) ঈশান কোণ থেকে প্রবাহিত; (দিক) ঈশান কোণ অভিমুখী। northwester (noun) বায়ুকোণাগত ঝড়; কালবৈশাখী। northwesterly (adjective) (বায়ু) বায়ুকোণ থেকে; (দিক) বায়ুকোণ অভিমুখী। northeastern [নোঈস্‌টান্‌] (adjective) ঈশানকোণস্থ; ঈশানের; ঈশান সম্বন্ধীয়। northwestern [নোওয়েস্‌টান্‌] (adjective) বায়ুকোণস্থ; বায়ুকোণের; বায়ুকোণ সম্বন্ধীয়। northwards [নোথোআজ্‌] (adverb) উওরাভিমুখে।