Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word mane Bengali definition [মেইন্‌] (noun) [countable noun] সিংহ, ঘোড়া প্রভৃতির ঘাড়ের উপর লম্বা চুল বা কেশর; (কথ্য) মানুষের মাথার ঘন চুল।
  • English Word maneuver Bengali definition [মানূভা(র্‌)] (noun), (verb transitive) manoeuvre- এর আমেরিকান বানান
  • English Word manful Bengali definition [ম্যানফল্] (adjective) সাহসী; দৃঢ়সংকল্পmanfully (adverb)
  • English Word manganese Bengali definition [ম্যাঙ্গনীজ্‌] (noun) [uncountable noun] (রসায়ন) ম্যাঙ্গানিজ (শক্ত, ভঙ্গুর, হালকা-ধূসর ধাতব পদার্থবিশেষ, সংকেত Mn)।
  • English Word mange Bengali definition [মেইন্‌জ্‌] (noun) [uncountable noun] সংক্রামক চর্মরোগ (বিশেষত কুকুর-বিড়ালের)। mangy (adjective) (ক) উল্লিখিত রোগগ্রস্ত;(খ) নোংরা; অবহেলিত। mangily [মেইন্‌জিলি] (adverb)
  • English Word mangelwurzel Bengali definition [ম্যাঙগ্‌ল্ওয়াজ্‌ল্‌] (noun) [countable noun] লম্বা গোলাকার শিকড় যা গবাদিপশুর খাদ্য; এক জাতের বীট
  • English Word manger Bengali definition [মেইন্‌জা(র্‌)] (noun) [countable noun] অশ্ব বা গবাদিপশুর জাবনাপাত্র
  • English Word mangle 1 Bengali definition [ম্যাঙ্গল্] (noun) [countable noun] বস্ত্রাদি ইস্ত্রি করার যন্ত্রবিশেষ। □ (verb transitive) উক্ত যন্ত্র দ্বারা ইস্ত্রি করা।
  • English Word mangle 2 Bengali definition [ম্যাঙ্গ্‌ল্] (verb transitive) (১) গুরুতরভাবে কেটে ছিঁড়ে নষ্ট করে ফেলা(২) (লাক্ষণিক) গুরুতর ভুলের মাধ্যমে কিছু নষ্ট করে ফেলা: The text was mangled beyond recognition.
  • English Word mango Bengali definition [ম্যাঙ্‌গোউ] (noun) (plural mangoes or mangos) আম বা আমগাছ
  • English Word mango-fish Bengali definition [ম্যাঙ্‌গোউ- ফিশ্‌] (noun) তপসে মাছ
  • English Word mangosteen Bengali definition [ম্যাঙ্‌গোউ স্টীন্‌] (noun) পূর্বভারতীয় ফলবিশেষ বা তার গাছ
  • English Word mangrove Bengali definition [ম্যাঙগ্রোউভ] (noun) [countable noun] উষ্ণমণ্ডলীয় বৃক্ষ, যা নদীতীরের কাদায় জন্মায় এবং যার ঠেসমূল/শ্বাসমূল আছে
  • English Word mangy, Bengali definition দ্রষ্টব্য mange.
  • English Word manhandle, Bengali definition দ্রষ্টব্য man 1
  • English Word manhood Bengali definition [ম্যান্‌হুড্] (noun) [uncountable noun] (১) পূর্ণবয়স; যৌবন: to reach manhood. (২) পুরুষসুলভ গুণাবলি; পুরুষত্ব, শৌর্য(৩) (কোনো দেশের) সম্মিলিত জনগোষ্ঠী
  • English Word mania Bengali definition [মেইনিআ] (noun) (১) [uncountable noun] প্রচণ্ড ক্ষিপ্ততা(২) mania (for) (কোনোকিছুর জন্য) প্রবল বাতিকmaniac [মেইনিঅ্যাক্] (adjective) ক্ষিপ্ত ব্যক্তি; প্রচণ্ড উন্মাদ; (লাক্ষণিক) প্রবল বাতিকগ্রস্ত ব্যক্তি। maniacal [মানইআক্‌ল্‌] (adjective) প্রচণ্ড উন্মাদ; (লাক্ষণিক) প্রবল বাতিকগ্রস্ত; ক্ষ্যাপা। maniacally (adverb)
  • English Word manicdepressive Bengali definition [ম্যানিক-ডিপ্রেসিভ্‌] (adjective), (noun) পর্যায়ক্রমে আনন্দ-উচ্ছ্বাস ও অবসাদে কাল পার হয় এমন
  • English Word manicure Bengali definition [ম্যানিকিউআ(র্‌)] (noun) [uncountable noun] হাত ও নখের পরিচর্যা; [countable noun] হাত ও নখের চিকিৎসা বা পেশাদার চিকিৎসক। □ (verb transitive) হাত ও নখের পরিচর্যা বা চিকিৎসা করা; নখ কাটা, পরিষ্কার ও পালিশ করা। manicurist (noun) হাত ও নখের পরিচর্যাসংক্রান্ত পেশাজীবী।
  • English Word manifest 1 Bengali definition [ম্যানিফেস্‌ট্] (noun) [countable noun] কোনো জাহাজের মালামালের তালিকা; কোনো বিমানপোতের যাত্রীতালিকা; কোনো মালগাড়ির অনাচ্ছাদিত বগির তালিকা
  • English Word manifest 2 Bengali definition [ম্যানিফেস্‌ট্] (adjective) সুস্পষ্ট; স্পষ্টত প্রতীয়মান। □ (verb transitive) (১) সুস্পষ্টভাবে দেখানো বা প্রতীয়মান করা(২) ইঙ্গিত দেওয়া: His statement does not manifest and sign of repentence. (৩) (reflexive) প্রকাশ পাওয়াmanifestation [ম্যানিফেস্‌টেইশ্‌ন্‌] (noun) স্পষ্টকরণ; প্রকাশ। manifestly (adverb) সুস্পষ্টভাবে।
  • English Word manifesto Bengali definition [ম্যানিফেস্‌টো] (noun) (plural 'manifestos' বা 'manifestoes') (শাসক, রাজনৈতিক দল প্রভৃতি কর্তৃক উদ্দেশ্য, কর্মসূচি প্রভৃতি সম্বন্ধে) প্রকাশ্য লিখিত ঘোষণা
  • English Word manifold Bengali definition [ম্যানিফোউল্‌ড্‌] (adjective) বহুধা; বহুমুখী; নানাবিধ। □ (noun) সংযোগের জন্য একাধিক মুখবিশিষ্ট নল বা কক্ষ।
  • English Word manikin Bengali definition [ম্যানিকিন্‌] (noun) (১) ক্ষুদে মানব; বামন(২) শারীরস্থান আলোচনায় বা শিল্পকর্মে বা কাপড়ের দোকান ইত্যাদিতে ব্যবহৃত মানবদেহের মডেল
  • English Word manilla Bengali definition (America(n) অপিচ 'Manila') [মানিলা] (noun) (১) manilla (hemp) দড়ি, মাদুর প্রভৃতি তৈরির জন্য ব্যবহৃত (প্রধানত শণের) আঁশবিশেষ(২) manilla (paper) শণজাতীয় আঁশ থেকে তৈরি বাদামি রংঙের শক্ত মোড়ক-কাগজmanilla envelopes ঐরূপ কাগজের তৈরি শক্ত মজবুত ধরনের খাম। (৩) ম্যানিলা শহরে তৈরি চুরুটবিশেষ
  • English Word manipulate Bengali definition [মানিপিউলেইট্] (verb transitive) (১) নিপুণভাবে পরিচালনা বা ব্যবহার করা(২) নিজ উদ্দেশ্যসাধনে (কোনো ব্যক্তি বা কোনোকিছুকে) কাজে লাগানো; নিজের পক্ষে সুবিধাজনক করা; স্বকার্যে লাগানোmanipulation (noun)
  • English Word Manipuri Bengali definition [মা:নিপূরী] (noun) [countable noun] (১) ভারতের মণিপুর রাজ্যে এবং বাংলাদেশের পাহাড়ি এলাকায় বসবাসকারী বিশেষত হিন্দু সম্প্রদায় বিশেষ; মণিপুরী(২) ভারতের মণিপুর রাজ্যে প্রচলিত মণিপুরীদের ব্যবহৃত বর্মি-তিব্বতীয় ভাষাবিশেষ; মণিপুরী (ভাষা)। (৩) [uncountable noun] মণিপুরীদের দ্বারা বিকশিত নৃত্যকলাবিশেষ; মণিপুরী (নাচ)।
  • English Word mankini Bengali definition [ম্যানকিনি] (noun)= ('man' আর 'bikini' মিলে তৈরি) (plural mankinis) পুরুষের বিকিনি; ম্যানকিনি; One depicted Putin in a green mankini sitting astride a tank.
  • English Word manlike Bengali definition [ম্যান্‌লাইক্] (adjective) মানুষের গুণাবলিসম্পন্ন; (মহিলা) পুরুষালি চেহারাযুক্ত বা গুণসম্পন্ন।
  • English Word manly Bengali definition [ম্যান্‌লি] (adjective) (manlier, manliest) মনুষ্যোচিত; পুরুষোচিত, মর্যাদাপূর্ণ; পুরষসংক্রান্ত; পুরুষালিmanliness (noun)