M পৃষ্ঠা ৫
- English Word malmsey Bengali definition [মা:ম্জি] (noun) [uncountable noun] গ্রিস, স্পেন প্রভৃতি দেশের সুমিষ্ট সুরাবিশেষ।
- English Word malnutrition Bengali definition [ম্যাল্নিউট্রিশন্ America(n) ম্যাল্নূট্রিশন্] (noun) [uncountable noun] অপুষ্টি; পুষ্টিহীনতা; ত্রুটিপূর্ণ পুষ্টি।
- English Word malodorous Bengali definition [ম্যালওউডারাস্] (adjective) (আনুষ্ঠানিক) দুর্গন্ধ; দুর্গন্ধযুক্ত।
- English Word malpractice Bengali definition [ম্যাল্প্র্যাক্টিস্] (noun) (আইন সম্বন্ধীয়) [uncountable noun] অসৎবৃত্তি; অপকর্ম; কর্তব্যে অবহেলা; [countable noun] অসদাচরণমূলক কাজ।
- English Word malt Bengali definition [মোল্ট্] (noun) [uncountable noun] মদ চোলাইয়ে যবের মণ্ড; সিরা; (attributive(ly)) সিরাজাত: malt liquor, সিরাজাত সুরা। □ (verb transitive), (verb intransitive) (১) সিরায় পরিণত করা বা হওয়া। (২) সিরাসহযোগে তৈরি করা।
- English Word Maltese Bengali definition [মোল্টীজ] (adjective), (noun) (plural অপরিবর্তনীয়) মালটা দ্বীপের অধিবাসী/ভাষা ইত্যাদি।
- English Word Malthusian Bengali definition [ম্যাল্থিউজিআন America(n) ম্যাল্থজন্] (adjective) ইংরেজ অর্থনীতিবিদ টিআর ম্যালথাসের মতানুসারী; ম্যালথাসীয় (ম্যালথাস অব্যাহত জনসংখ্যা বৃদ্ধির পরিণতিস্বরূপ খাদ্যঘাটতির হুঁশিয়ারি দিয়েছিলেন)।
- English Word maltreat Bengali definition [ম্যালট্রাট্] (verb transitive) (কারো প্রতি) দুর্ব্যবহার করা; নির্দয় আচরণ করা। maltreatment (noun) দুর্ব্যবহার; নির্দয় আচরণ।
- English Word mam(m)a Bengali definition [মামা: America(n) মা:মা] (noun) মা।
- English Word mamba Bengali definition [ম্যাম্বা] (noun) আফ্রিকার কালো বা সবুজবর্ণের বিষধর সাপবিশেষ।
- English Word mammal Bengali definition [ম্যাম্ল্] (noun) স্তন্যপায়ী প্রাণী। mammalian [ম্যামেইলিআন্] (adjective)
- English Word mammon Bengali definition [ম্যামান্] (noun) [uncountable noun] ধনসম্পদ (কুপ্রভাব হিসেবে গণ্য)। Mammon অর্থলিপ্সার দেবতা।
- English Word mammoth Bengali definition [ম্যামাথ] (noun) অধুনালুপ্ত লোমশ হাতিবিশেষ; (attributive(ly)) প্রকাণ্ড; বিশাল; a mammoth gathering.
- English Word mammy Bengali definition [ম্যামি] (noun) (plural mammies ) (১) মা (শিশুর ডাক)। (২) (America(n)) (প্রাচীন প্রয়োগ বর্তমানে তুচ্ছার্থে) শ্বেতাঙ্গ ছেলেমেয়েদের নিগ্রো পরিচারিকা।
- English Word man 1 Bengali definition [ম্যান্] (noun) ((plural men) (১) পুরুষমানুষ বা পুরুষজাতি; নয়। (one’s) man of business প্রতিনিধি বা অ্যাটর্নি। a man of letters বিদ্বান বা পণ্ডিত ব্যক্তি; সাহিত্যিক। a man about town শহুরে বাবু (যে লোক পার্টি, ক্লাব ইত্যাদিতে আড্ডা দিয়ে এবং সিনেমা-থিয়েটার দেখে সময় কাটায়)। a man of the world ব্যবসায় ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি; বিষয়ী লোক। man and boy ছেলেবেলা থেকে; বাল্যাবধি। (২) মানুষ; লোক: all men of the village. be one’s own man ইচ্ছামতো কাজ করতে পারা। every man for himself (and devil take the hind most) সবার সঙ্গে নিজের নিরাপত্তা (চাচা আপন প্রাণ বাঁচা)। the man in the street সাধারণ লোক। to a man /to the last man নির্বিশেষে সবাই: All assemble took up the challenge to a man. The whole family was gunned down, to the last man. (৩) ( কেবল singular, article নয়) মানবজাতি: man is mortal. (৪) স্বামী; পতি: man and wife. (৫) শ্রমিক; কর্মচারী; চাকর; অনুচর: masters and man; officers and men. (৬) দাবাজাতীয় খেলার ঘুঁটি। (৭) পৌরুষপূর্ণ ব্যক্তি: talk like a man. (৮) (সম্বোধনে) বাপু; ভায়া: Hurry up, man!৯ উদ্দিষ্ট ব্যক্তি: If you are looking for a good consultant, here’s your man. man-at-arms (noun) (সাধারণত মধ্যযুগের ভারী অস্ত্রবাহী অশ্বারোহী) সৈনিক। man-eater (noun) মানুষখোকা (বাঘ, হাঙর প্রভৃতি); নরভুক। manhandle (verb transitive) মানুষের দৈহিক শক্তির দ্বারা চালনা করা; অদক্ষভাবে ব্যবহার করা; রুক্ষ বা খারাপ আচরণ করা: The officer was manhandled by the mob. manhole (noun) পয়ঃপ্রণালি, বয়লার, বয়লার-ট্যাংক ইত্যাদিতে মানুষ নামার উপযোগী মুখ বা প্রবেশদ্বার; ম্যানহোল। man-hour (noun) একজন লোক এক ঘণ্টায় যতটা কাজ করতে পারে; জনঘণ্টা। man-of-war (প্রাচীন প্রয়োগ) (noun) রণতরি; নৌবাহিনীর যুদ্ধাস্ত্রবাহী জাহাজ; মানোয়ার। manpower (noun) জনশক্তি; কোনো কাজের জন্য লভ্য লোকের সংখ্যা। manservant (noun) পুরষভৃত্য; পরিচারক। man-sized (adjective) মানুষের আকারের; খুব বড় আকারের: a man-sized cake. manslaughter (noun) [uncountable noun] নরহত্যা। mantrap (noun) অনধিকার প্রবেশকারীকে ধরার ফাঁদ; নরফাঁদ।
- English Word man 2 Bengali definition [ম্যান্] (verb transitive) (manned, manning, mans) কোনো কাজে বা প্রতিরক্ষায় লোক নিয়োগ বা সরবরাহ করা: to man a warship.
- English Word manacle Bengali definition [ম্যানাক্ল্] (noun) (সাধারণত plural) হাত বা পায়ের শিকল; হাতকড়ি। □ (verb transitive) হাতকড়ি বা শিকল পরানো; (লাক্ষণিক) বাধা দেওয়া।
- English Word manage Bengali definition [ম্যানিজ্] (verb transitive), (verb intransitive) (১) নিয়ন্ত্রণ করা; বশে আনা: manage a horse; manage a naughty boy; কর্তৃত্ব করা: a managing woman. (২) ব্যবস্থা করা; চালিয়ে নেওয়া; (কোনো অবস্থা) সামলাতে পারা; সুযোগাদির সদ্ব্যবহার করা। (৩) (কথ্য) (‘can ’ ‘be able’ ইত্যাদি সহযোগে) সদ্ব্যবহার করা; খাওয়া: He was able to manage the full plate of rice. manageable [ম্যানিজ্আব্ল্] (adjective) নিয়ন্ত্রণসাধ্য; ব্যবস্থা করা যায় এমন। manageability [ম্যানিজাবিলাটি] (noun) ব্যবস্থাপনা। managing director ব্যবস্থাপনা পরিচালক।
- English Word management Bengali definition [ম্যানিজ্মান্ট্] (noun) (১) ব্যবস্থাপনা। (২) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ; পরিচালকবর্গ: agreement between the management and the employees.
- English Word manager Bengali definition [ম্যানিজা(র্)] (noun) ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের কর্মাধ্যক্ষ বা নিয়ন্ত্রণকারী। manageress [ম্যানিজারেস] (noun) ব্যবস্থাপিকা।
- English Word managerial Bengali definition [ম্যানিজারিআল্] (adjective) ব্যবস্থাপনাসংক্রান্ত; ব্যবস্থাপকসম্পর্কিত; ব্যবস্থাপক; managerial class.
- English Word manatee Bengali definition [ম্যানাটী] (noun) বৃহদাকার শুশুকবিশেষ। দ্রষ্টব্য dugong.
- English Word mandamus Bengali definition [ম্যান্ডেইমাস্] (noun) উচ্চআদালত কর্তৃক নিম্ন আদালতের উপর জারি করা হুকুমনামা।
- English Word mandarin Bengali definition [ম্যানডারিন্] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) উচ্চপদস্থ চীনা সরকারি আখ্যা। (২) আদর্শ বা সর্বজনীন কথ্য চীনাভাষা। (৩) (attributive(ly)) যে ব্যক্তির আচরণ ও ভাষা কৃত্রিম ও দুর্বোধ্য: the mandarin prose of some civil servants. (৪) mandarin duck উজ্জ্বল বর্ণের পালকবিশিষ্ট ছোট চীনা হাঁসবিশেষ। (৫) mandarin (orange) পাতলা খোসার ক্ষুদ্রাকৃতি সুমিষ্ট কমলালেবু।
- English Word mandate Bengali definition [ম্যান্ডেইট্] (noun) [countable noun] (১) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বা হুকুম। (২) (ইতিহাস) প্রথম মহাযুদ্ধের পর (অন্যদেশের) অঞ্চলবিশেষ শাসনের ব্যাপারে লিগ অব নেশনস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ। (৩) ভোটদাতাবৃন্দ বা ট্রেড ইউনিয়নের সদস্যবৃন্দ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিকে প্রদত্ত ক্ষমতা; ম্যান্ডেট। □ (verb transitive) অঞ্চলবিশেষকে লিগ অব নেশন্সে্র ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে অর্পণ করা: the mandated territories. mandatory [ম্যানডাটরি America(n) ম্যানডাটারি] (adjective) আদেশব্যঞ্জক; কর্তৃত্বব্যঞ্জক; বাধ্যতামূলক। □ (noun) (অপিচ mandatary) কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি বা রাষ্ট্র।
- English Word mandible Bengali definition [ম্যানডিব্ল্] (noun) (১) চোয়াল; বিশেষত স্তন্যপায়ী প্রাণী ও মাছের নিম্নচোয়াল। (২) পাখির ঠোঁট। (৩) (কীটের) কামড়ানোর জন্য উপরের চোয়ালদ্বয়ের যেকোনো অর্ধাংশ।
- English Word mandolin Bengali definition [ম্যান্ডালিন্] (noun) ম্যানডোলিন; ৬ বা ৮ তারের গোলাকৃতি বাদ্যযন্ত্রবিশেষ।
- English Word mandragora Bengali definition [ম্যানড্রাগার] (noun) [uncountable noun] আলুজাতীয় নিদ্রাকর্ষক বিষাক্ত উদ্ভিদবিশেষ।
- English Word mandrake Bengali definition [ম্যানড্রেইক্] (noun) = mandragora.
- English Word mandrill Bengali definition [ম্যান্ড্রিল] (noun) পশ্চিম আফ্রিকার বৃহদাকার বেবুনবিশেষ।