• Bengali Word gear English definition [গিআ(র্‌)] (noun) ১ [countable noun] যন্ত্রের, বিশেষত যান্ত্রিক যানের চালক অংশ; গিয়ার; এরূপ চালক অংশ বা গিয়ারের নির্দিষ্ট অবস্থান: on the first/second/third gear.
    high/low gear গিয়ারের তুলনামূলকভাবে দ্রুত/মন্থর গতি সৃষ্টিকারী অবস্থান। in/out of gear গিয়ারবদ্ধ/গিয়ারবিচ্ছিন্ন। top/bottom gear উঁচুতম/নিচুতম গিয়ার। gear-box/-case গিয়ারের বাক্স। gearstick/lever/shift গিয়ার চালু বা বন্ধ করা কল। (২) [countable noun] বিশেষ কাজের জন্য প্রস্তুত গিয়ার: the landing gear of an aircraft. (৩) [uncountable noun] (সাধারণত) সরঞ্জাম: hunting gear; (আধুনিক প্রয়োগ কথ্য) সাজপোশাক: Party gear. □ (verb transitive), (verb intransitive) gear up/down (গতিবেগ বাড়াতে/কমাতে) অপেক্ষাকৃত উঁচু/নিচু গিয়ারেদেওয়া। gear to কোনোকিছুকে অন্যকিছুর সঙ্গে সঙ্গতিপূর্ণ করা; নির্ভরশীল করা: Our economy must be geared to the needs of our peasantry.