I পৃষ্ঠা ২৮
- English Word intricate Bengali definition [ইন্ট্রিকাট] (adjective) জটিল; কুটিল; দুর্গম; দুর্বোধ্য; কূট: an intricate plot; an intricate piece of machinery. intricately (adverb) জটিলভাবে ইত্যাদি। intricacy [ইন্ট্রিকাসি] (noun) (plural intricacies) [uncountable noun] জটিলতা; কুটিলতা; কূটত্ব (plural) জটিল/কুটিল বিষয়, ঘটনা ইত্যাদি।
- English Word intrigue Bengali definition [ইন্ট্রীগ] (verb intransitive), (verb transitive) (১) intrigue (with somebody) (against somebody) চক্রান্ত/ষড়যন্ত্র করা; (কারো বিরুদ্ধে) কুমন্ত্রণা করা। (২) কৌতূহল/ঔৎসুক্য উদ্দীপ্ত করা: I was intrigued by the anecdote. □ (noun) [countable noun, uncountable noun] ষড়যন্ত্র; চক্রান্ত; গুপ্ত পরিকল্পনা; কুমন্ত্রণা; (নাটক-উপন্যাসের) বস্তু; গোপনপ্রণয়, গুপ্তপ্রণয়।
- English Word intrinsic Bengali definition [ইন্ট্রিন্সিক্ America(n) ইন্ট্রিন্জিক্] (adjective) (গুণ, মূল্য ইত্যাদি) স্বাভাবিক, সহজ, অন্তর্নিহিত (বাইরে থেকে প্রাপ্ত নয়), স্বকীয়: a man’s intrinsic worth, যেমন তার সাহস, মর্যাদাবোধ ইত্যাদি গুণ (অন্যদিকে পারিবারিক সম্পর্কাদি = extrinsic qualities); the intrinsic value of a coin, মুদ্রার প্রকৃত মূল্য, অর্থাৎ ধাতু হিসেবে এর মূল্য। intrinsically [ইন্ট্রিন্সিক্লি] (adverb) অন্তর্নিহিতভাবে।
- English Word introduce Bengali definition [ইন্ট্রাডিউস্ America(n) ইন্ট্রাডূস্] (verb transitive) (১) উপস্থাপন/পেশ/প্রস্তাব করা: introduce a Bill before Parliament. (২) introduce into/to (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics. (৩) introduce somebody (to somebody) পরিচয় করিয়ে দেওয়া: introduce two friends. (৪) introduce (into) ঢোকানো, প্রবিষ্ট করা; সূচনা/সূত্রপাত করা: introduce a funnel into a jar; introduce a theme into a debate.
- English Word introduction Bengali definition [ইন্ট্রাক্শন্] (noun) (১) [uncountable noun] উপস্থাপনা; প্রস্তাবনা; প্রচলন; পরিচয়সাধন; প্রবর্তন: a letter of introduction, পরিচয়পত্র; words of recent introduction, সম্প্রতি প্রবর্তিত শব্দ। (২) [countable noun] পরস্পর পরিচয়করণ: to make introductions all around. (৩) [countable noun] প্রস্তাবনা; উপক্রমণিকা; অবতরণিকা, ভূমিকা। (৪) [countable noun] প্রাথমিক পুস্তক; প্রবেশক: ‘An Introduction to Linguistics’.
- English Word introductory Bengali definition [ইন্ট্রাডাক্টারি] (adjective) প্রস্তাবনামূলক; প্রাবেশিক; প্রারম্ভিক: an introductory chapter; introductory remarks.
- English Word introspect Bengali definition [ইনট্রাস্পেক্ট্] (verb intransitive) (আনুষ্ঠানিক) নিজের চিন্তা ও অনুভূতি পরীক্ষা করা অন্তর্বীক্ষণ, করা। introspection [ইন্ট্রাস্পেক্শ্ন্] (noun) [uncountable noun] অন্তর্বীক্ষণ; অন্তর্দর্শন । introspective [ইনট্রাস্পেক্টিভ্] (adjective) অন্তর্বীক্ষণপ্রবণ; অন্তর্বীক্ষণিক।
- English Word introvert Bengali definition [ইনট্রাভাট্] (verb transitive) (মন, চিন্তা) নিজের অভিমুখে ভিতরের দিকে ফিরানো; অন্তর্মুখী করা। □ (noun) [ইনট্রাভাট্] যে ব্যক্তি নিজের মন ও চিন্তাকে অন্তরাভিমুখী করতে অব্যস্ত, বহির্জগতের চেয়ে নিজের চিন্তা ও অনুভূতি সম্বন্ধে অধিকতর আগ্রহী ব্যক্তি, অন্তর্মুখী ব্যক্তি। introversion (noun) [uncountable noun] অন্তর্মুখীকতা। দ্রষ্টব্য extrovert.
- English Word intrude Bengali definition [ইন্ট্রুড] (verb transitive), (verb intransitive) intrude (oneself) on/upon somebody; intrude (oneself/something) into something জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা: I don’t want to intrude on your family. Intrude oneself into a meeting. intruder (noun) অনধিকারপ্রবেশকারী; (attributive(ly)) উদ্বেধী: intruder aircraft; intruder patrols, যার শত্রুর ভূখণ্ডে অনধিকার প্রবেশ করে, উদ্বেধী বিমান ইত্যাদি।
- English Word intrusion Bengali definition [ইন্ট্রুজ্ন্] (noun) intrusion (on/upon/into) [uncountable noun, countable noun] অনাহূতপ্রবেশ; অবাঞ্ছিতপ্রবেশ: intrusion upon somebody’s privacy, কারো নিভৃতত্ব বা একান্তজীবনের মধ্যে অনাহূতপ্রবেশ; numerous intrusions on one’s privacy. intrusive [ইন্ট্রুসিভ্] (adjective) অনাহূত প্রবেশমূলক; উদ্ভেদী; অনাহূত প্রবেশকারী; পরাধিকারচর্চাকারী; intrusion journalists.
- English Word intuit Bengali definition [ইন্টিঊইট্ America(n) [ইন্টূঊইট্] (verb transitive), (verb intransitive) স্বজ্ঞা বা অন্তর্জ্ঞান দ্বারা জানা/অনুভব করা।
- English Word intuition Bengali definition [ইন্টিঊইশ্ন্ America(n) ইন্টূঊইশ্ন্] (noun) (১) [uncountable noun] সচেতন যুক্তিতর্ক বা বিচারবিশ্লেষণ ছাড়া কোনোকিছুর অব্যবহিত জ্ঞান; ঐরূপ জানার শক্তি; স্বজ্ঞা; অন্তর্জ্ঞান। (২) [countable noun] ঐরূপ ক্ষমতার সাহায্যে অর্জিত জ্ঞান; অন্তর্জ্ঞান; সহজজ্ঞান। intuitive [ইন্টিঊইটিভ্ America(n) ইন্টূঊইশ্ন্] (adjective) অন্তর্জ্ঞানলব্ধ স্বজ্ঞাত; স্বজ্ঞামূলক: intuitive knowledge, অন্তর্জ্ঞান; সহজজ্ঞ; অন্তর্জ্ঞানী; Some people are more intuitive than others. intuitively (adverb) সহজজ্ঞানে; অন্তর্জ্ঞান বলে স্বজ্ঞাবলে।
- English Word intumescence Bengali definition [ইন্টিউমেস্ন্স্ America(n) ইন্টূমেস্ন্স্] (চিকিৎসাশাস্ত্র) ফুলে ওঠা বা প্রসারিত হওয়ার প্রক্রিয়া/অবস্থা।
- English Word inundate Bengali definition [ইনান্ডেইট্] (verb transitive) inundate (with) প্লাবিত/পরিপ্লাবিত/পরিপ্লুত করা; (আলংকারিক অর্থ বিশেষত passive) অভিভূত/পরিপ্লাবিত করা: be inundated with congratulations. inundation [ইনান্ডেইশন্] (noun) [uncountable noun, countable noun] প্লাবন; পরিপ্লব; বন্যা।
- English Word inure Bengali definition [ইনিউআ(র্)] (verb transitive) inure oneself/somebody to (সাধারণত passive) অভ্যস্ত করা: inured to ridicule; inured to fatigue.
- English Word invade Bengali definition [ইন্ভেইড্] (verb transitive) (১) আক্রমণের উদ্দেশ্যে (কোনো দেশে) সশস্ত্রবাহিনী নিয়ে প্রবেশ করা; হানা দেওয়া; উপদ্রব করা; অধিক্রম পরিচালনা করা; (লাক্ষণিক) ভিড় করা; আকীর্ণ/সংকুল করা: a city invaded by tourists; a mind invaded by worry and anxiety, দুশ্চিন্তা-দুর্ভাবনায় আকীর্ণ মন। (২) হামলা/হস্তক্ষেপ/লঙ্ঘন করা: invade somebody’s rights . invader (noun) হানাদার, উপদ্রবকারী; হামলাকারী; উপদ্রব।
- English Word invalid 1 Bengali definition [ইন্ভ্যালিড্] (adjective) অসিদ্ধ; অপ্রমাণ; অকেজো; বলবত্তাহীন; নির্বল; অনিষ্পন্ন: invalid arguments/claims; aninvalid will/cheque; declare a marriage invalid. invalidate [ইন্ভ্যালিডেউট্] (verb transitive) অসিদ্ধ/অকার্যকর/নিষ্প্রভাব করা। invalidation [ইন্ভ্যালিডেইশন্] (noun) [uncountable noun, countable noun] অসিদ্ধকরণ; বাতিলকরণ: The invalidation of a passport. invalidity [ইন্ভালিডাটি] (noun) [uncountable noun] অসিদ্ধতা; বলবত্তাহীনা; নির্বলতা; অনিষ্পন্নতা; অপ্রামাণ্য।
- English Word invalid 2 Bengali definition [ইনা্ভালিড্] (adjective) (১) অসুস্থতা বা আঘাতের দরুণ দুর্বল বা শক্তিহীন, অশক্ত, অস্বচ্ছ; পঙ্গু; অক্ষম: invalid soldiers. (২) পঙ্গুদের জন্য উপযোগী: an invalid chair, পঙ্গুদের জন্য তৈরি চেয়ার an invalid diet. □ (noun) অশক্ত ব্যক্তি, পঙ্গু। □ (verb transitive) (বিশেষত সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্বন্ধে) পঙ্গু হিসেবে সক্রিয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; পঙ্গু হিসেবে বাড়িতে পাঠিয়ে দেওয়া: be invalided home; invalided out of the army. invalidism [ইনা্ভালিডিজাম্] (noun) চিররুগ্ণতা।
- English Word invaluable Bengali definition [ইন্ভ্যালিউআব্ল্] (adjective) invaluable (to) অমূল্য; অনর্ঘ: These experiences proved invaluable later.
- English Word invariable Bengali definition [ইন্ভেআরিআব্ল্] (adjective) কখনো পরিবর্তিত হয় না বা করা যায় না এমন; অবিকার; নিয়ত; নিত্য; অপরিবর্তনীয়: invariable routine/answer. invariably [ইন্ভেআরিআব্লি] (adverb) অবিকার্যভাবে; ব্যতিক্রমহীনভাবে।
- English Word invasion Bengali definition [ইন্ভেইজ্ন] (noun) [uncountable noun, countable noun] হামলা; বহিরাক্রমণ; উপদ্রব: an invasion on privacy.
- English Word invasive Bengali definition [ইন্ভেইসিভ্] (adjective) আক্রমণমূলক।
- English Word invective Bengali definition [ইন্ভেক্টিভ্] (noun) [uncountable noun] দুর্বাক্য; দুরুক্ত; কটুকাটব্য; গালিগালাজ: speeches filled with invective; (plural) গালি; দুর্বচন; কটূক্তি: a stream of coarse invectives.
- English Word inveigh Bengali definition [ইন্ভেই] (verb intransitive) inveigh against somebody/something আক্ষেপ/অবক্ষেপ করা; বিষোদ্গার করা; বাক্যবাণ হানা।
- English Word inveigle Bengali definition [ইন্ভেইগ্ল] (verb intransitive) inveigle somebody into (doing) something চাটুবাক্য, ছলচাতুরী ইত্যাদির সাহায্যে প্রতারিত করা; প্রতারণার সাহায্যে (কাউকে দিয়ে) কিছু করানো: inveigle somebody into buying shares of a losing concern.
- English Word invent Bengali definition [ইন্ভেন্ট্] (১) (যা আগে ছিল না তা) সৃষ্টি বা আকল্পন করা; উদ্ভাবন করা। দ্রষ্টব্য discover. (২) গড়ে তোলা; উদ্ভাবন করা: invent a story/an excuse. inventive [ইন্ভেন্টিভ্] (adjective) উদ্ভাবনী; উদ্ভাবনকুশল: an inventive mind; inventive powers, উদ্ভাবনশক্তি: inventor [ইন্ভেন্টা(র্)] (noun) উদ্ভাবক; স্রষ্টা।
- English Word invention Bengali definition [ইন্ভেন্শ্ন্] (noun) (১) [uncountable noun] উদ্ভাবন; উদ্ভাবনশক্তি, the of the transistor. Necessity is the mother of invention. (২) [countable noun] উদ্ভাসিত বস্তু; উদ্ভাবন; মিথ্যাকল্প বা উদ্ভাবনা: inventions of modern science. Newspapers that abound in inventions.
- English Word inventory Bengali definition [ইন্ভান্ট্রি America(n) ইন্ভান্টোরি] (noun) (plural inventories) গৃহোপকরণ, আসবাবপত্র, পণ্যদ্রব্য ইত্যাদির বিস্তারিত তালিকা; পরিসংখ্যাপত্র।
- English Word inverse Bengali definition [ইন্ভাস্] (adjective) উলটো; বিপরীত; ব্যস্ত; inverse ratio, ব্যস্ত অনুপাত; rule of three inverses, ব্যস্ত ত্রৈরাশিক। □ (noun) [ইন্ভাস্] [uncountable noun] বিপরীত অবস্থা। inversely (adverb) বিপরীতভাবে ইত্যাদি।
- English Word invert Bengali definition [ইন্ভাট্] (verb transitive) উলটানো; অধোমুখ করা; ক্রম, অবস্থান বা বিন্যাস উলটে দেওয়া; বিপর্যস্ত করা: invert a glass. inverted commas উদ্ধৃতিচিহ্ন (“ ” বা ‘ ’ )। দ্রষ্টব্য পরি ৬। inversion [ইন্ভাশ্ন্ America(n) ইন্ভাজ্ন্] (noun) [uncountable noun, countable noun] বিলোমতা; ব্যস্তক্রিয়া, বৈপরীত্য; বিপর্যয়; বিপর্যাস; প্রাতিলোম্য; বিলোমতা: centre of inversion, বিলোম কেন্দ্র; radius of inversion, বিলোম ব্যাসার্ধ; rule of inversion, ব্যস্তবিধি।