I পৃষ্ঠা ২৬
- English Word intern 1 Bengali definition [ইন্টান্] (verb transitive) (কোনো ব্যক্তিকে, বিশেষত যুদ্ধকালে শত্রুপক্ষীয় বিদেশিকে) নির্দিষ্ট সীমার মধ্যে কিংবা বিশেষ ভবন, শিবির ইত্যাদিতে বাস করতে বাধ্য করা; অন্তরীণ করা। interned অন্তরায়িত। internment (noun) [uncountable noun] অন্তরায়ণ: internment camp. internee [ইন্টানী] (noun) অন্তরীণ (ব্যক্তি)।
- English Word intern 2 Bengali definition (America(n) interne) [ইন্টান্] (noun) (America(n)) তরুণ চিকিৎসক, যিনি তাঁর প্রশিক্ষণ সমাপ্ত করতে সহকারী চিকিৎসক বা শল্যবিদরূপে হাসপাতালেই অবস্থান করেন; শিক্ষাধীন চিকিৎসক।
- English Word internal Bengali definition [ইন্টান্ল্] (adjective) (১) অভ্যন্তরীণ; অন্তরীণ; অভ্যন্তরস্থ: our internal human system; suffer internal injuries. internal combustion যে প্রক্রিয়া সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাস বা বাষ্পের বিস্ফোরণের দরুন শক্তি উৎপন্ন হয়; অন্তর্দাহ। (২) অভ্যন্তরীণ, অন্তর্দেশীয়: internal trade/revenue (অপিচ Inland revenue). (৩) কোনো বস্তুর ভিতর থেকে উদ্ভৃত; অভ্যন্তরীণ: internal evidence. internally [[ইন্টান্নালি] (adverb) অভ্যন্তরীণভাবে।
- English Word international Bengali definition [ইন্টান্যাশ্ন্ল্] (Adjective) আন্তর্জাতিক; অন্তর্জাতীয়; অন্তঃরাষ্ট্রীয়: international trade/law/agreement/conference. international money order আন্তর্জাতিক মনিঅর্ডার। □ (noun) the 1st/ 2nd/ 3rd I international সকল দেশের শ্রমিকদের জন্য যথাক্রমে ১৮৬৪, ১৮৮৯ ও ১৯১৯ অব্দে গঠিত তিনটি সমাজতান্ত্রিক বা সাম্যবাদী সমাজ; প্রথম/দ্বিতীয়/তৃতীয় আন্তর্জাতিক। internationalism [ইন্টান্যাশ্ন্লিজাম্] (noun) জাতিসমূহের পার্থক্যের চেয়ে তাদের সামান্য স্বার্থ অনেক বড় এবং অধিক গুরুত্বপূর্ণ, এই মতবাদ; আন্তর্জাতিকতাবাদ। internationalist [ইন্টান্যাশ্ন্লিস্ট্] (noun) আন্তর্জাতিকতাবাদী। internationalize, internationalise [ইন্টান্যাশ্নালাইজ্] (verb transitive) আন্তর্জাতীয় করা: Should the Suez and Panama Canals be internationalized? internationalization, internationalisation [ইনটান্যাশ্নালাইজইশ্ন্ America(n) [ইন্টান্যাশ্লিজেইশ্ন্] (noun) [uncountable noun] আন্তর্জাতীয়করণ internationally (adverb) আন্তর্জাতিকভাবে।
- English Word internationale Bengali definition [ইনটান্যাশানা:ল] (noun) The Internationale (বিপ্লবী) সমাজতান্ত্রিক গান।
- English Word interne Bengali definition [ইন্টান্] (noun) intern 2
- English Word internecine Bengali definition [ইনটানীসাইন্] (adjective) (সাধারণত যুদ্ধ সম্বন্ধে) উভয় পক্ষের জন্যই ধ্বংসাত্মক; অন্তর্ঘাতী: internecine broils, গৃহবিবাদ; আন্তকলহ।
- English Word internee Bengali definition [ইন্টানী] (noun) দ্রষ্টব্য intern 1
- English Word internet Bengali definition [ইনটানেট্] (noun) ইন্টারনেট; আন্তর্জাল; যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে টেলিযোগাযোগ প্রযুক্তিতে ব্যবহারকারীরা বিশ্বের নানা প্রান্তের তথ্য নিমিষেই আহরণ করতে পারে: My internet connection was cut off.
- English Word interpellate Bengali definition [ইনটাপালেইট্ America(n) ইন্টার্পেলেইট্] (verb transitive) (ফ্রান্স, জাপান প্রভৃতি কোনো-কোনো দেশের সংসদে) কার্যধারায় বাধা দিয়ে (কোনো মন্ত্রীর কাছ থেকে) বিবৃতি বা ব্যাখ্যা দাবি করা; অভ্যনুযোগ করা। interpellation [America(n)] (noun) [uncountable noun, countable noun] অভ্যনুযোগ।
- English Word interpenetrate Bengali definition [ইনটাপেনিট্রেইট্] (verb transitive), (verb intransitive) পরস্পর প্রবিষ্ট হওয়া বা করা; পরিব্যাপ্ত করা বা হওয়া। interpenetration (noun) পরস্পর প্রবেশ; পরিব্যাপ্তি।
- English Word interphone Bengali definition [ইন্টাফোউন্] (noun) (America(n) = intercom.
- English Word interplanetary Bengali definition [ইনটাপ্ল্যানিট্টির America(n) ইনটাপ্ল্যানিটেরি] (adjective) বিভিন্ন গ্রহগত আন্তর্গ্রহ: an interplanetary journey in a spacecraft.
- English Word interplay Bengali definition [ইন্টাপ্লেই] (noun) [uncountable noun] দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়; অন্যোন্যক্রিয়া: the interplay of market forces.
- English Word interpol Bengali definition [ইনটাপল্] (noun) আন্তর্জাতিক পুলিশ কমিশন।
- English Word interpolate Bengali definition [ইন্টাপালেইট্] (verb transitive) বই ইত্যাদিতে (কখনো-কখনো বিভ্রান্তিকর) কিছু সংযোজন করা; প্রক্ষেপণ করা। interpolation [ইন্টাপালেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] প্রক্ষেপণ; আন্তঃপ্রবেশন; প্রক্ষিপ্তাংশ।
- English Word interpose Bengali definition [ইন্টাপোউজ্] (verb transitive), (verb intransitive) (১) (আপত্তি, ভেটো ইত্যাদি) উত্থাপন করা; They are going to interpose their veto again. (২) কথার মাঝখানে বাধা দিয়ে কিছু বলা; মধ্যপথে বিঘ্ন সৃষ্টি করা; ব্যাঘাত করা। (৩) interpose (oneself) between; interpose in মধ্যবর্তী হওয়া: interpose between two rivals; (বিবাদে) মধ্যস্থতা করা; মধ্যস্থ হওয়া। interposition [ইন্টাপাজিশ্ন্] (noun) [uncountable noun, countable noun] আপত্তি ইত্যাদি উত্থাপন; ব্যাঘাত; ব্যাঘাত সৃষ্টি; মধ্যবর্তিতা; মধ্যস্থতা।
- English Word interpret Bengali definition [ইন্টাপ্রিট্] (verb transitive), (verb intransitive) (১) ব্যাখ্যা স্পষ্ট করা: It is difficult to interpret those findings; (অভিনেতা) রূপায়িত/রূপদান করা: interpret a role; (বাদকদলের পরিচালক) রূপায়িত/অনুষ্ঠিত করা: interpret a symphony. (২) অর্থ বলে ধরে নেওয়া: How do you interpret his silence? তার নীরবতার আপনি কী অর্থ করবেন? (৩) দোভাষী/দ্বিভাষীরূপে কাজ করা: He has agreed to interpret for me. interpreter (noun) অন্য ভাষায় উচ্চরিত শব্দাবলি যে ব্যক্তি অব্যবহিতভাবে মুখে মুখে অনুবাদ করেন, দোভাষী; দ্বিভাষী। interpretation [ইনটাপ্রিটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] ব্যাখ্যার; স্পষ্টীকরণ, রূপায়ণ; ব্যাখ্যা; ভাষ্য; দ্বিভাষিকতা।
- English Word interprovincial Bengali definition [ইন্টাপ্রাভিনশ্ল্] (adjective) আন্তঃপ্রাদেশিক।
- English Word interracial Bengali definition [ইন্টারেইশ্ল্] (adjective) বিভিন্ন জাতির মধ্যে; বিভিন্ন জাতিঘটিত; জাতিতে জাতিতে; আন্তর্বর্ণ।
- English Word interregnum Bengali definition [ইন্টারেগ্নাম্] (noun) (plural interregnums, interregna [ইন্টারেগ্না]) কোনো রাষ্ট্রের স্বাভাবিক বা বৈধ শাসক নেই সেই সময়, বিশেষত এক রাজার শাসনের অবসান এবং তার উত্তরসুরির শাসন শুরু হওয়ার মধ্যবর্তী কাল; অরাজ কাল; অনায়ক কাল।
- English Word interrelate Bengali definition [ইন্টারিলেইট্] (verb transitive), (verb intransitive) পরস্পরসম্পর্কিত হওয়া বা করা: interrelated studies.
- English Word interrelation Bengali definition [ইন্টারিলেইশ্ন্] (noun) interrelation of/between পারস্পরিক সম্পর্ক/সম্বন্ধ; অন্যোন্যসম্পর্ক। interrelationship [ইন্টারিলেইশ্ন্শিপ্] (noun) পারস্পরিক সম্বন্ধ; অন্যোন্যসম্বন্ধ।
- English Word interrogate Bengali definition [ইন্টেরাগেইট্] (verb transitive) বিশেষত পুঙ্খানূপুঙ্খভাবে বা আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করা; জিজ্ঞাসাবাদ/জেরা করা: interrogate a prisoner. interrogation [ইন্টেরাগেইশ্ন্] (noun) (১) [uncountable noun] প্রশ্ন; জিজ্ঞাসা। interrogation point প্রশ্নচিহ্ন (?)। (২) [countable noun, uncountable noun] জিজ্ঞাসাবাদ; জেরা: long and tiring interrogation by the investigator. interirogator [ইন্টেরাগেইটা(র্)] (noun) জিজ্ঞাসাবাদকারী।
- English Word interrogative Bengali definition [ইন্টারগাটিভ্] (adjective) (১) প্রশ্নাত্মক; প্রশ্নার্থক; জিজ্ঞাসু; প্রশ্নসূচক: তদন্ত-/ জিজ্ঞাসাবাদসূচক: an interrogative look/glance; in an interrogative tone. (২) (ব্যাকরণ) প্রশ্নবোধক: interrogative pronoun/adverbs. □ (noun) প্রশ্নার্থক সর্বনাম; প্রশ্নবোধক সর্বনাম। interrogatively (adverb) প্রশ্নক্রমে, জিজ্ঞাসাক্রমে, প্রশ্নসূচকভাবে ইত্যাদি।
- English Word interrogatory Bengali definition [ইন্টারগাট্রি America(n) ইন্টারগাটোরি] (adjective) জেরা বা জিজ্ঞাসাবাদসংক্রান্ত: জিজ্ঞাসু; প্রশ্নসূচক: an interrogatory tone.
- English Word interrupt Bengali definition [ইন্টারাপ্ট্] (verb transitive), (verb intransitive) (১) ব্যাহত/বিঘ্নিত/অবরুদ্ধ/প্রতিরুদ্ধ করা: Financial difficulties interrupted his education. (২) (কারো কথা, কাজ ইত্যাদির) মধ্য পথে বাধা দেওয়া; ব্যাঘাত/বিঘ্নসৃষ্টি করা: Don’t interrupt me; you will have your say afterwards. interruption [ইন্টারাপশ্ন্] (noun) [uncountable noun, countable noun] ব্যাঘাত, বিঘ্ন; বাধা: The project will be completed in a couple of months, if work goes on without interrupt. interrupter (noun) বিঘ্নকর্তা; বিঘ্ন সৃষ্টিকারী।
- English Word intersect Bengali definition [ইন্টাসেক্ট্] (verb transitive), (verb intransitive) (১) আড়াআড়িভাবে ছেদ করা; কাটা বা বিভক্ত করা; পরিচ্ছিন্ন করা। (২) (রেখা) ছেদ করা; পরস্পর ছেদ করা: The highway intersected main street in a busy crossing. intersection [ইন্টাসেকশ্ন্] (noun) [uncountable noun, countable noun] ছেদন, পরস্পরছেদন; পরিচ্ছেদন; ছেদবিন্দু; পরিচ্ছেদবিন্দু।
- English Word intersectionality Bengali definition [ইনটাসেকশনালিটি] (noun) (অপিচ intersectionalism) [countable noun, uncountable noun] (plural intersectionalities) আন্তঃবিভাজনগত বৈষম্য; সামাজিক আন্তঃসম্পর্কগুলোকে পাঠ করার নারীবাদী সমাজতাত্ত্বিক পদ্ধতি; এই মত অনুযায়ী জাতিগত বিদ্বেষ, যৌনবৈষম্য, হিজড়াভীতি ইত্যাদি সামাজিক বিষয়গুলো আন্তঃসম্পর্কযুক্ত। তাই এসব সমস্যাকে এককভাবে নির্মূল করা যায় না: Intersectionality is about promoting equal rights for everyone.
- English Word intersperse Bengali definition [ইন্টাসপাস্] (verb transitive) intersperse among/between ইতস্তত বিক্ষিপ্ত/পরিকীর্ণ/প্রকীর্ণ করা। intersperse with বৈচিত্র সাধন/বিচিত্র করা: a speech interspersed with witty remark, সরস মন্তব্যে পরিকীর্ণ বক্তৃতা।